পারিবারিক ঝামেলায় ঢাকার বাইরে যেতে পারি না অনেক দিন। মনটা কেমন আনচান করে। আমার ভাগ্নেকে ব্যাপারটা বলতেই বলল - ঢাকার বাইরে না মামা, চলো তোমাকে ঢাকার ভেতরেই একটা নতুন জায়গা দেখিয়ে আনি। নাম তেরমুখ। জায়গাটা তুরাগ নদী আর বালু নদীর মিলনস্থল।
ভাবলাম যাই ঘুরে আসি। ঢাকার বাইরে যেহেতু যেতে পারছি না, তেরমুখেই যাই। দুধের স্বাদ ঘোলে মিটাই। জায়গাটা উত্তরার আজমপুর দিয়ে পূবে অনেক ভেতরে।
সেখানে গিয়ে খেলাম এক রাম-টাসকি। কোথায় ভেবেছিলাম নদীর পাড়ে যাচ্ছি, বেশ করে ঘোরাঘুরি করা যাবে, প্রকৃতীর ছবি-টবি তোলা যাবে। দেখি নদীর মাঝ বরাবর কে বা কারা ইটের ভাটা বসিয়েছে আর তার পাশেই নদী ভরাট করে তৈরী করা হয়েছে বিশাল হাউজিং প্রকল্প।
মনটাই খারাপ হয়ে গেল। নদীর পারে একটু পা ছড়িয়ে বসার উপায়ও রাখেনি ব্যাটারা। হতাশ হয়ে ফিরে যাবার কথা চিন্তা করছিলাম, তখন দেখি নদীর পাড়ে অনেক ঢোলকলমী ফুল ফুটে আছে। আর ঝোপে ঝাড়ে উড়ে বেড়াচ্ছে প্রচুর গঙ্গাফড়িং। তাই একদম খালি হাতে না ফিরে তাদের কিছু ছবি তুললাম।
সেই ছবি থেকেই কয়েকটা তুলে দিলাম এখানে। দেখেন আপনাদের ভালো লাগে কিনা ........
ছবি - ১ : গঙ্গাফড়িং বসেছে একটা শুকনো ডালের উপরে..........
ছবি - ২ : রঙ্গীন গঙ্গাফড়িং
ছবি - ৩ : কানাবগী - এনাকে পেয়েছি পথে এক কচুরীপানার ঝিলে। অনেক দূরে ছিল বলে ক্যামেরা জুম করে তারপর ছবি বড় করে তবেই তাকে পাওয়া গেছে।
ছবি - ৪ : ঢোলকলমী ফুল সাথে পিঁপড়া ফ্রি ............
মন্তব্য
নিজের চারপাশে যা দেখার আছে, আমরা বেশীরভাগই সেদিকে নজর না রেখে সুদুরের আহব্বানে তরী ভাসাই।
আপনি তার উল্টোটি করেছেন সুন্দর সময় আর কুশলী ছবি উপহার দিয়ে। ভালো লাগলো দারুন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আপনার সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ তীরু'দা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নাশুদা ফোটুক গুলা কিন্তু দারুণ হইছে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ধন্যবাদ নিবিড়। আপনে ইদানিং কই থাকেন? সচলে তো দেখাই যায় না। সারাক্ষণ কি বালিকাদের সাথে আড্ডাবাজি করলে চলবে? সচলেও একটু সময় দেন ভাই
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আরে দূরে কোথাও থাকি না, থাকি আশে পাশেই তবে লগড অফ হয়ে তাই দেখেন না। আর বালিকারা আমারে মোটেই ভালা পায় না ব্যাপারটা বিডিআর ভাইয়ের মিথ্যা অপপ্রচার
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ভাইরে কথায় আছে না - যাহা রটে তার কিছুটা বটে।
আর আমাদের বিডিআর ভাইও ভালু মানুষ। একদম মিথ্যা কথা বলে না
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছোটবেলার কথা মনে পড়ে গেল ছবিগুলো দেখে। ফড়িং ধরার মারাত্মক নেশা ছিল আমার।
আমারো
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ফড়িংয়ের লেজে সুতা বেধে ঘুড়ি উড়িয়েছেন কি মামুন ভাই?
@কীর্তিদা কে ধন্যবাদ সাধারন কিছু ছবি অসাধারন করে তুলে আনার জন্য।
ধন্যবাদ আপনাকেও
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
৪ নম্বর ছবিটা সেইরকম সুন্দর হইছে। আকাশের পটভূমিতে ফুল...আমার খুব পছন্দের একটা ফ্রেম। আকাশ কি মেঘলা ছিল? অনেক ধন্যবাদ ছবিগুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ভাই এইটা আকাশের পটভূমিতে তোলা না। নদীর পানির পটভূমিতে তোলা। তবে পানিটা ফোকাল লেন্থের বাইরে হওয়ায় ফ্লাট হয়ে গেছে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
প্রত্যেকটা ছবিই মারাত্মক; তবে এমন চমৎকার ছবির সংখ্যা স্বল্পতা কষ্টের। ফড়িং ধরার কিছু কৌশল আছে। সামনে বা ওপর থেকে এগোলে ধরা টাফ, পিছন থেকে চুপিসারে গিয়ে লেজ ধরে ফেলতে হয়। তবে এরপরেই ফড়িং যে রামকামড়টা দেয়, সেটা অভিজ্ঞ লোক ছাড়া সহ্য করতে পারবে না। এদিক দিয়ে গয়াল ফড়িং নামের এক ডাকাতটাইপ ফড়িং সেরা। গয়াল ফড়িংয়ের তেজ বেশি থাকার অবশ্য কিছু সুবিধাও আছে। এর লেজে সুঁতা বেঁধে কিছু ঝুলিয়ে দিলে অনায়াসে অনেকক্ষণ উড়তে পারে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ছবি আরো ছিল বলাই'দা। তবে সেগুলো সব একই ধরণের ছবি। তাই আর দিলাম না।
আপনি তো ছোট বেলায় মারাত্মক দুষ্ট ছিলেন। নিরীহ ফরিংগুলার জান ছ্যাড়াব্যাড়া কইরা ফালাইছিলেন দেখি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আপ্নেরা দেখি দুষ্ট লোক, ফড়িং ধরে সুতা বেঁধে জিনিসপাতি উড়ান!
ভাইজান, চমৎকার হইসে ছবিগুলান, তবে আরও কিছু দিলে সাধ মিটতো!
ঘুরাঘুরির জন্য আমরা মিরপুর বেড়িবাধ গিয়েছি অনেকবার, জায়গাটা পুরানো হয়না!
-----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ছবি আরো ছিলো তবে তা একই ধরণের হওয়ায় আর দিলাম না।
মিরপুর বেড়িবাধে আমিও প্রায়ই যাই। সুন্দর জায়গা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নাশু'দা, সিরিয়াস ধাক্কা খাইলাম। অসম্ভব সুন্দর ছবিগুলা। বিশেষ করে প্রথম দুইটা। তাকিয়ে দেখতে ইচ্ছা করে, এতোই সুন্দর। নিয়মিত ছবি তুলবেন এখন থেকে। আর পোস্ট করবেন।
নতুন ক্যামেরা কিনসেন নাকি? এসএলআর?
ধন্যবাদ আপনার অকৃপন প্রশংসার জন্য। আপনারা আছেন বলেই ছবি তোলার সাহস পাই
ক্যামেরা একখানা কিনেছি, তবে এসএলআর না। গরীব মানুষ বোঝেনই তো
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
প্রথম পাতার প্রিভিউ পড়ে ভাবলাম ঢাকার ভেতরে কোন সুন্দর জায়গায় সন্ধান দিবেন। সে আশায় গুড়ে কাঁদা।
দ্বিতীয় ছবিটা দুর্দান্ত ...
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
ঐ স্থানে গিয়ে আমার গুড়েও কাদা পড়ছিল।
ছবি ভালো লাগছে জেনে ভালো লাগলো
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
যতোটুকু পাই
চেটেপুটে খাই...
ছবিগুলো সুন্দর আসছে।
কানাবগী তো কানা না মনে হইতেছে।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কানাবগী আসলেই তো কানা না। তবু কেন যে এইটার নাম কানাবগী হইলো খোদাই মালুম
ছবিগুলো ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সাধু সাধু...
____________________
যদিওবা মানুষ আমি কেন পাখির মত বাঁচি...
থ্যাঙ্কু, থ্যাঙ্কু
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আপনার ছবিগুলো কিন্তু আমি ডেস্কটপে প্রদর্শনের জন্য রেখে দিলাম। কেউ জিজ্ঞাসা করলে ভাব লমু।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
নো পিরোবলেম। আরো লাগলে কইয়েন, পাঠায় দিমুনে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
জায়গাটার একটু বিবরণ দিলে ভালো হইতো। ছবিগুলা ভালো হইছে।
...........................
Every Picture Tells a Story
জায়গার বিবরন আর কী দিবো মুস্তাফিজ ভাই। দেখেই তো মনখ্রাপ হয়ে গেছে।
ছবির ব্যাপারে আপনি যখন বললেন ভালো হয়েছে, তখন আর আমাকে পায় কে ! অশেষ ধন্যবাদ।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ফড়িং দুটোর ছবি খুব সুন্দর তুলেছেন!
ধন্যবাদ
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এক আর দুই নাম্বার এত্তো সুন্দর !!!!
ওয়ালপেপার সমছবি ...
খুবই ভালো লাগলো।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
প্রথম ছবি দুটো আমারো ভীষণ প্রিয়
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছবিগুলো খুবই সুন্দর লাগলো...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
এই যে আরেক ফটোগ্রাফারের প্রশংসা পেলাম।
ধন্যবাদ জিএমটি ভাই
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছবি গুলো খুব সুন্দর!
ধন্যবাদ
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
রবি বুড়া কি আর এম্নি এম্নি লিখছে, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া...
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হ হাচাই তো
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কইচে ক্যাঠায় কম দামি ক্যামেরা? যে জুম করছেন আমারত মনে কয় ওইহানে যাইয়া বইয়া থাকি। মাথায় এই বুদ্ধি আইলো কেমতে?
হে হে হে কী যে বলেন না আপনি !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
প্রথম দুইটা ভালো লাগলো। নদীর পাড়ের বর্ণনায় দুঃখ পেলাম খুব।
প্রকৃতি, তৈরি, ধরন
ধন্যবাদ ইশতি ভাই উভয় ক্ষেত্রে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
শেষ পর্যন্ত আমাদের কীর্তিনাশা যেভাবে আমাদের ছবিয়ালগোর কীর্তি নাশ করার দিকে আগাইতেছে, তা প্রথম দুইটা ছবি দেইখা টের পাইতেছি।
তবে আমার ব্যক্তিগত মত হলো, নদীদখলের এক-আধটা ছবি থাকলে মনে হয় ভালো হতো।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণ'দা কী যে বলেন, লজ্জা লাগে
নদী দখলের ছবি তো তুলি নাই। মন খারাপ ছিল তাই তুলি নাই
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কি সুন্দর সব ছবি৷
কিন্তু গঙ্গাফড়িং সবজে রঙের হয় না?
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ধন্যবাদ দমু'দী ।
সবজে রঙ হয় ঘাসফড়িং
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন