আমি যখন ঘরে বইসা বইসা কেবল নাটক লেখি... তখন মাঝে মাঝে খুব বিরক্ত লাগে... ধুর... সারাক্ষন ঘরে বইসা বইসা কাজ করতে ইচ্ছা করে না... (সুখে থাকতে ভূতে তো কিলাইবোই!!!)
সেই দূর্মতির কবলাক্রান্ত হয়া আমি মাঝে মাঝে পরিচালনা করতে নামি। স্বাদ বদলের অভিপ্রায়ে মাসে একটা কইরা অন্তত এক ঘন্টার নাটক পরিচালনা করার ইচ্ছা পোষন করছি। গেলোমাসে একটা বানায়া সফল বিক্রির পরে এইমাসে ভাবলাম আরেকটা বানাই। গতকাল সারাদিন শুটিং করলাম... খুব সুন্দর শুটিং হইলো। রাতে নায়িকা (তিশা)র অনুরোধে আজকের ২৩ তারিখের শুটিং ২৪ তারিখে নিলাম। আমার মেয়েটার খুব জ্বর... সেই অযুহাতও এখানে দাখিল করলাম। আজ সারাদিন খোশমেজাজে ঘুম ঘুরাঘুরি আর কন্যা পরিচর্যা করে আগামীকালের শুটিংয়ের সব ঠিকঠাক আছে কি না চেক করতে নামলাম... দেখলাম সব ঠিকই আছে কেবল একজন মেয়েকে ফোনে পাওয়া যাচ্ছে না। যাকে বলা যায় এই নাটকের দ্বিতীয় নায়িকা। তার সাথে আগে কাজ করা হয়নি... এবারই প্রথম... সে Ramp মডেল একজন।
কিন্তু যেহেতু সে গতরাতেও কনফার্ম করছে আমাকে এবং বাজারে তার বিশ্বস্ততার নজির পাওয়া গেছে আগে সেহেতু খুব চিন্তিত হইলাম না।
এবং তাতেই বিপদে পতিত হইলাম। রাত ১১টার সময় জানতে পারলাম সে তার মাকে নিয়ে হসপিটালে... মহা সমস্যা... এখন কি করি? মাঝ রাতে আমি এখন মেয়ে কই পাই?
মেয়ে প্রচুর আছে... কিন্তু সমস্যা হইলো মিডিয়াতে তরুনীরা সকলেই নায়িকা হইতে আসে... দ্বিতীয় নায়িকা হইতে কেউ আসে না... এমনকি নায়িকার বন্ধু বা বোন পাওয়া খুব কঠিন কাজ... পাওয়া যেগুলো যায় সেগুলোও তেমন যুতের হয় না। বড় কষ্ট করে কাজ করতে হয়। সেজন্য আমরা সাধারণত নাটক লেখার সময় এসব এভয়েড করি... কিন্তু যখন নিতান্ত প্রয়োজন হয় তখন কি আর করা?
হাতের কাছে দুয়েকজন সবসময় থাকে... তাদের ফোন করলাম... তাদের অন্য শুটিং আছে। খুব ভালো দুজনকে পাওয়া গেলেও আমি যেই লুকটা চাচ্ছি সেই লুকটা এরা দিতে পারবে না। আমার এই নাটক একটু পোলাপানের জন্য প্রযোজ্য যারা হেভিমেটাল শোনে কানে আইপডের বিচি গুইজ্জ্যা আর চ্যাটবাবাজী করে সারাদিন রাইত। এখন আমি কই পাই?
হায় হায় করতে করতে রাইত বারোটার সময় একজন বললো এক মেয়ের কথা... ফেসবুকে তার ছবি দেখে আমি তাশকি... হায় ফেসবুকে ফেস নাই, খালি বুক। আমি বললাম ভাই রে এই নাটক আমার এমন টিভি চ্যানেলে বেচতে হবে যেই চ্যানেলে শালা-রে গালি বিবেচনায় আটকায়। আমারে একটা ভদ্রসদ্র কিছু দেন...
চারদিকে খোঁজ খোঁজ রব পরে গেলো... কয়েকজনরে লাগায়ে দিলাম... অবশেষে রাইত প্রায় দেড়টা নাগাদ একজনরে পাওয়া গেলো... ফেসবুকে তার ছবি দেখে মোটামুটি পছন্দ হইলো... ফোনে কথা বলেও মনে হইলো... হবে মনে হয়। যদিও সে কেঁদে অস্থির যে সে অভিনয় করতে পারে না... জীবনে কোনোদিন করে নাই... খালি মডেলিং করছে... তাও Ramp-এ। আমি বললাম ঠিকাছে... আপনে আসেন... বাকিটুক আমি ভরসা।
আল্লায় জানে কালকে শুটিংয়ে কি হবে...
এখন যাই একটু ঘুমাই... ভোরে উঠে শুটিংয়ে যেতে হবে... তারপর সারাদিন কেবল শুটিং... ফুরসতহীন...
মন্তব্য
আলহামদুলিল্লাহ যে শেষমেষ বিপদ থেকে উদ্ধার পেয়েছেন। ফেইসবুক জিন্দাবাদ!
কাহিনী যেন এখানেই থেমে না যায়। শুটিং-য়ের অভিজ্ঞতা নিয়ে আরেকটা পোস্ট আশা করছি
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
আপনিও মাঝরাতে মেয়ে খোঁজেন!
হাঁটুপানির জলদস্যু
ধুর, যা বলতে চাইছিলাম, ভিলেন শর্ট পড়লে যোগাযোগ কইরেন। বিশেষ করে নায়িকাকে-খাটের-ওপর-ছুঁড়ে-ফেলে-তার-ওপর-ঝাঁপিয়ে- পড়া-টাইপ ভিলেন যদি দরকার হয়। ডিপজল পর্যন্ত নোটবই খুলে নোট করা শুরু করবে, গ্যারান্টি দিচ্ছি। নায়িকার ওজন যাতে ৫৫ কিলোগ্রামের মধ্যে হয়, এটা নিশ্চিত করাই আপনার দায়িত্ব, বাকিটা আমার আর আল্লাহর উপর ছেড়ে দেন।
হাঁটুপানির জলদস্যু
পুনশ্চ. শুনেন, হুমকি দিয়াই কই: মাস্তি কা পানশালা অচিরে চালু না করলে আমি আপ্নেরে বয়কট করুম কইলাম
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
@হিমু...
শুধু কি মাঝরাতে? আমি তো সবসময়ই মেয়ে খুজিঁ... মেয়েই খুজিঁ... বউয়ের ডরে প্রকাশ করতে পারি না... তাই নাটকের অযুহাত হাতে নেই...
আপনের সুটিং শেষ হইলে প্রিমিয়ার শো-টার ব্যবস্থা সচলায়তনেই করতে পারেন। যেহেতু সবাই অনলাইলে সেন্সরের কষ্ট কেউ করতে চেষ্টা করবো না। যদি টিকেট কাটতে কন তাইলে আমি সবের পরে আছি!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
জার্মান ভাষায় একটা নাটক লেখছিলাম হৈতকালে। কবি শাহীন হাসানের হুমকি ধমকীতে তার বাংলা অনুবাদ শুরু করেও শেষ করতে পারিনি। নাটকের লোক সচলে পেয়ে ভাল লাগছে। নাটক নিয়ে কিছু লিখুন।
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
বুকসর্বস্ব মেয়েটিকে ফেসবুকে পোক করবো নাকি??
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
তারপর? নাটকের নাম? কবে কোন চ্যানেলে হবে জানাবেন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
সেই দিন এক ফেরেন্ড একটা ফেস বুক ছবি তুলতে বলতেসিল...ফেস বুক ছবি কেম্নে তুলে জিগাইতে কইল... আরে ব্যাটা ফেস আর বুক এর ছবি তুলবি তাইলেই হইব...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
এটা কিরাম নাটক? 'অস্থির ভালোবাসা' টাইপ নাকি? কোন চ্যানেলে নাটক যায় যেইখানে শালাও গালি হিসাবে কাউন্ট হয়? কোন ইসলামী চ্যানেল নাকি?! রমজানের পূর্বপ্রস্তুতি লইয়া লইতাছেন লাগে?
-----------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
শেষ পর্যন্ত আপ্নে মাইয়া পাইলেন?
গুড গুড ...
আইজকা আড্ডায় আইতাছি...
রেডি থাইকেন... বড় জমায়েত হৈব মনেলয়
খুব ভালো। তা এতোদিন আসিলেন কই?
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
পরের পর্বের অপেক্ষায়।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আপনারে নিয়া বড়োই দুশ্চিন্তায় থাকি ভাইজান
কখন যে কী হয়ে যায়
যেভাবে রাতে বিরাতে এদিক সেদিক যান...
লজ্জার কিছু নাই
কিছু লাগলে কইয়েন। আমার অনেকগুলা বন্ধু এইচআইভি এইডস নিয়া কাজ করে
বললেই আপনারে শুদ্ধা আপনার ল্যাপটপে প্রোটেকশন দিয়া আসবো...
সুরক্ষটাই আসোল
কী কন?
জ্বী সুরক্ষাটাই আসল।
কিন্তু নজরুল ভাইয়ের সাথে কে কে যেনো সাকুরায় যায় (সূত্র: পূর্ণমুঠি প্রকাশনা অনুষ্ঠানের পর প্রকাশিত লেখা)! তাদের সুরক্ষা লাগবে না?
নজরুল ভাই, আপডেট জানাবেন। দুঃশ্চিন্তায় আছি।
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
নাটকের অবস্থা তাহলে ক্যামনে কি হইল জানায়েন ভাইয়া।
আপনার কপাল খুব ভাল বলতে হবে, এত রাইতেও মাইয়া পাইছেন।
নাটকের নাম বইলেন দেখা লাগবো ভাবতেছি।
লেখাডা পইড়া মজা পাইছি।
--------------------------------------------------------
আপনি পারেনও ভাই!
নজরুল ভাই , তারপর কি হইল ? কইলেন নাতো
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কখনো নায়কের ছোটবোনের বন্ধুর ক্যারেক্টারের দরকার হইলে ফোন দিয়েন।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
- আমার যেই চেহারা, তাতে তো আর নায়ক রাজ রূপবানের পাট পামু না। হিমুর মতো হাবশী থাকতে ডিপজল মার্কা পাটেরও সম্ভাবনা কম। তাই কই কি এই ধরেন ওয়ান শট ওয়ান কাট টাইপের কোনো পাট থাকলে যদি আমারে দিতেন আরকি!
ক্যারেক্টারটা কেবল একটা শটের লাইগাই থাকবো। এই ধরেন নায়িকারে 'ঐটা' কৈরা বিদেশ যাইবো গা, কিংবা ভিলেনের প্রেমিকারে নির্জনে পাইয়া একটু 'পাশা খেইলা' ফেলবো- এইসব আরকি! বারবার না, কেবল একটাই শট বস। আমি মনেহয় পারুম ভালৈ, দেইখেন ইট্টু!
আর নতুন ছিচকান্দুনে আধানায়িকার অধোবদনের বর্ণনাখান বয়ানপূর্বক ঘটনা খুইলা বলার অনুরোধ জারী থাকলো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লেখাটা মিস হইয়া গেছিল। দেরিতে হইলেও পইড়া গেলাম। নাটক টা কোন চ্যানেলে দেখাইবো একটু জানান দিয়েন নজরুল ভাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন