আপনি এত বোকা ছিলেন কেন?
কেন তবু করতে পারেন নাই বন্ধু শত্রু ভেদ?
আপনার সাহস অনেক।
পৃথিবীর সমান বয়সী স্বপ্ন নিয়ে আপনি
আলিঙ্গন করেন ফাঁসীর রজ্জু
আপনি আইকন হয়ে যান আমাদের
কিন্তু আপনার একটি ভুল সিদ্ধান্ত
আমাদের কোথায় নিয়ে যায় আপনি তা ভেবেছিলেন?
এত দূরদৃষ্টি আপনার তবে তখন কোথায় ছিলো?
৩৩ বছরের অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আমি
তাই আপনাকেই দোষী মানি...
একটাবার সুযোগ পেলে আপনাকেই
আবার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে চাই
জবাব চাই একটি কেবল প্রশ্নের...
আপনি কেন এত বোকা ছিলেন?
কেন?
মন্তব্য
মানুষ টা বোকা ছিল তাইতো স্বপ্ন দেখার সাহস করেছিল ভাইরে আর তাই ভুল লোক কে বিশ্বাস করেছিল ।
নিবিড়
সব প্রশ্নের জবাব কী আসলেই পাওয়া যায়? আপনি যে প্রশ্ন করলেন... কে দিবে তার উত্তর সেইটাই তো সবচেয়ে বড় প্রশ্ন!
আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে, এই রকম বোকা লোক আমাদের মধ্যে খুব একটা নাই। এজন্যই হয়তো স্বপ্ন দেখাও ভুলে যাচ্ছি আমরা।
আমাদের এরকম স্বাপ্নিক বোকা লোকই দরকার। তথাকথিত বুদ্ধিমান নিমকহারাম দিয়ে নিজের পাছাকে আর কতো ক্ষত-বিক্ষত করবো !!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ভালো লাগল। এটা কি কবিতা?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জানি না কবিতা কি না...
ভেতরে কিছু কথা জমাট বাঁধছিলো... তাই লিখে ফেলা...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি মিছা কথা কই নাই।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমাদের এত নির্ভরতার কথা বোধহয় ওঁনার মাথায় ছিল না!
পাংখা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমার কাছে কিন্তু কবিতাই মনে হল নজু ভাই !
ভাল লেগেছে।
--------------------------------------------------------
নিঃসঙ্ক চিত্তের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর নেই।
বড় আফসোস আমরা তার অধিকারী হতে পারলাম না!
ধন্যবাদ নজুভাই, লেখা মনে ধইরেছে বাহে!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
ফটো গেলো কই?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন