ভালো ভালো লাগে না...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শনি, ২২/১১/২০০৮ - ১২:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এইটা একটা একেবারেই আজাইরা পোস্ট। ভেরেন্ডা ভাজার মতো গুরুত্বপূর্ণ কাজ থাকলেও এই পোস্টে এসে সময় নষ্ট করার দরকার নাই... সময় বড় মূল্যবান।

আশির দশকের জনপ্রিয় একটা ধারাবাহিক নাটকের রিহার্সেল চলতেছে বিটিভিতে। সেখানে দেশের মোটামুটি সব বড় বড় তারকার উপস্থিতি। তার মধ্যে একজনের বড় বদনাম... সে খালি বড়দের কৌতুক বলে। আশেপাশে পরিবেশ মান্য গণ্য করে না। গল্প তার চলতেই থাকে।

তেমনই একদিন। সে রিহার্সেলে আসা মাত্র সিনিয়র অভিনেত্রী বলে উঠলেন-
-এই... তুই কোনো জোক্স বলবি না। এখানে পোলাপান আছে।
-আচ্ছা ঠিক আছে তাইলে একটা ভালো জোক্স বলি...
-না তোর ভালো জোক্সো বলা লাগবে না... তোর ভালো জোক্সো কতটা ভালো হইবো আমার জানা আছে।
-না... এইটা সত্য সত্য ভালো জোক্স... শুইনাই দেখো...
-আচ্ছা ক... কিন্তু খারাপ কিছু হইলে কিন্তু তোর খবর আছে...
-আচ্ছা...

তো গল্প বলা শুরু...

-শোনো... এক ছেলে আর এক মেয়ে বিয়া করছে...
-এই... সাবধান... তুই কিন্তু...
-আরে আশ্চর্য... পোলাপানে বিয়া করছে এতে তুমি খারাপের কি দেখলা? বিয়া করবো না?
-আচ্ছা ঠিকাছে... তারপর?
-তো একদিন মেয়েটা ঘরে বসে ছিলো... ছেলেটা অফিস থেকে ফিরলো... তারপর দরজা বন্ধ করে দিলো...
-এই এই... তুই কিন্তু আবার...
-আরে আশ্চর্য... খারাপ কি দেখলা? দরজা খোলা রাখবে নাকি? চোর ঢুকবে না?
-আচ্ছা বল... তারপর?
-তারপর তারা দুইজনে একসাথে অজু করলো...
-কস্কি?
-তারপর তারা দুইজনে নামাজ পড়লো...
-!!!
-তারপর তারা দুইজনে মিলে অনেকক্ষন কোরআন তেলাওয়াত করলো...
-!!!!!!
-তারপর কোরান শরীফটা রেহেলে রেখে তারা বিছানায় গেলো...
-উমম... সাবধান...
-তারপর তারা ঘুমায়া পড়লো...
-তারপর?
-তারপর আবার কি? শেষ...
-শেষ মানে? এইখানে গল্প কই? জোক্স কই?
-ভালো গল্প এইরমই হয়... এরচে ভালো হয় না। দেঁতো হাসি

(এই পোস্টের পাত্রপাত্রী সকলেই অতীব বিখ্যাত ক্যাটাগরীতে অবস্থান করেন বলে নাম গোপন রাখা হলো। এমনকি নাটকটারো)


মন্তব্য

টুটুল এর ছবি

এর চাইতে ভাল কাজ হৈতে পারেনা... ঈমানে কৈলাম চোখ টিপি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কোনো কাজে ঠিকঠাক মনোযোগ দিতে পারতেছিলাম না... তাই একটু আজাইরা বকবকায়া লইলাম আরকি...
তাছাড়া সবাই খালি মন খারাপ করা পোস্ট দিতেছে ইদানীং...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

টুটুল এর ছবি

ভালা হৈছে... যেই কুয়শা পর্ছে ... মন থাক্লেতো খারাপ হৈপেই ... ব্যাপাজ না ... চোখ টিপি

রেনেট এর ছবি

হাহাহা

তবে, নজু ভাই, আপনি আমাদের আপনা লোক...আপনার কাছ থেকে বিখ্যাত লোকদের কুখ্যাত কাহিনী (আসল নাম সহ দেঁতো হাসি ) শুনতে মঞ্চায়!
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নাহ্... আমার মান সন্মান না থাকলেও তাদের তো আছে। তবে আমার ধারণা অনেকেই টের পেয়ে যাবে। এইটা বেশ বিখ্যাত গল্প মিডিয়ার।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

উৎপল দত্তকে কোট করি ... "কিৎনা পবিত্র ইয়ে বাতাবরণ!"


হাঁটুপানির জলদস্যু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্পর্শ এর ছবি

-ভালো গল্প এইরমই হয়... এরচে ভালো হয় না।

দারুন!! চলুক
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

কল্পনা আক্তার এর ছবি

হাসতে, হাসতে পেট ফাইটা যাওয়ার উপক্রম হইতাছে গড়াগড়ি দিয়া হাসি

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। হো হো হো

হাসতেই আছি... হাসতেই আছি... আসলেই বস, খুবই মজা পাইলাম। কিন্তু পাত্র-পাত্রীর নাম জানলে আরো মজা লাগত। বোঝেনই তো, আমরা হইলাম সাধারণ মানুষ, মিডিয়া জগতের রূপালী মানুষদের নিয়ে মুখরোচক কাহিনী পাইলে মন বড়ই নাচানাচি করে! দেঁতো হাসি

অদূর ভবিষ্যতে আমরা সেলিব্রেটি নাট্যকার 'নজরুল ইসলাম'-এর কাহিনী শুনতে চাই। আপনি তো বস মিডিয়ার লোক, উনার সম্পর্কে কিছু জানলে পোস্ট দিয়েন। পিলিজ! চোখ টিপি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নাম কানে কানে কমুনে...
আর নজরুল ইসলামরে আমি চিনি না...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

আচ্ছা, কানে কানে শুনবনে, নিজের আন্দাজও মিলায়া দেখবনে... হাসি

আর নজরুল ইসলাম এত নামীদামী লোক... আপনি আসলেই চেনেন না? চিন্তিত
এতদিন মিডিয়া লাইনে তো তাইলে আপনার কাজ করাই বৃথা! তাড়াতাড়ি মানুষটার সাথে পরিচিত হন, তারপর নিজেই বুঝবেন কত মজার মজার কাহিনী আছে এই লোকটার ঝোলায় চোখ টিপি

রাফি এর ছবি

নজরুল ইসলাম লোকটা কেমন জানি না; তবে হের বিয়ার কাহিনী শুনছিলাম...।
ব্যাপক নাটকীয় ব্যাপার... নজরুল ইসলাম নামে নাও চিনতে পারেন,লোকে হেরে নজু ভাই ডাকে।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

শুধু কি তাই?
নজারু, ন্যাজা, নজারাম, নইজ্যা, এইরকম আরো কিছু কিউট নামেও তার পরিচিতি আছে বলে শোনা যায়। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

খাইছে... তাই নাকি?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রাফি এর ছবি

শুধু তাই না, মাঝে মাঝে সে নিজের নামও মনে করতে পারে না।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ... তরে কইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রাফি এর ছবি

ভাইজান আপনি চিনেন নাকি উনারে?? একটু আগে না বললেন চিনেন না.. অ্যাঁ

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

অনিন্দিতা এর ছবি

দারুণ মজা পেলাম।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
বহুদিন পরে সেইরম মজা পাইলাম, নজু ভাই। হো হো হো

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তাইলে ট্যাকা দেন এইবার... দেঁতো হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কিপটা মনে করছেন নাকি আমারে?
এই নেন দুই টেকা। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

না... তা মনে করি কিভাবে? তবে এইবার সত্যটা উপলব্ধি করলাম... চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চিন্তিত

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুস্তাফিজ এর ছবি

খুবই মজা পাইলাম, এইটা শুইনা আমার একটা মনে পড়লো, বইলা ফেলি...

এক বিয়ার দাওয়াত খাইতে বসছি, টেবিলে খুব মজা হইতাছে, একজন যার খুব সেইরকম জোক্স বলার অভ্যাস, বললেন বলেনতো দেখি আমার দুই পায়ের মাঝখানে কি আছে?
সবাই মুখ চাওয়া চাওয়ি করতাছে, কেউ কেউ লজ্জ্বায় অন্যদিকে তাকাইয়া আছে। উনার বউ মিডিয়াতে খুব নামডাক, বললো 'তুমি আবার শুরু করলা?' উনি হাইসা দিয়া বললেন, আরে ভাই দুই পায়ের মাঝখানে টেবিলের পায়া আছে, ঐটাতে কি অসুবিধা ?
সবাই খুব একচোট হাইসা নিয়া অন্যপ্রসঙ্গে গেলাম, কিছুক্ষণ পর উনি আবার একই প্রশ্ন করলেন 'বলেনতো দেখি আমার দুই পায়ের মাঝখানে কি আছে?'
সবাই একসাথে উত্তর দিলো, কি আবার টেবিলের পায়া।
উনি বললেন 'হয়নাই, উত্তর হইল, আগে যেইটা ভাবছিলেন সেইটা'

...........................
Every Picture Tells a Story

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

খাইছে...
এই গল্প আমারো জানা... এবং আপনার বলা গল্প আর আমার বলা গল্প দুইটারই আবিষ্কর্তা একই ব্যক্তি বলেই জানি।

তিনি আবার আমাদের আনিস ভাইয়ের বন্ধু মানুষ... এবং মিডিয়ার খুবই বিখ্যাত ব্যাক্তি... তবে তিনি আপনার এই গল্পটা বলছিলেন এরকমই এক দাওয়াতের যজ্ঞে... মিডিয়ার আরেক নায়িকারে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

এই টাইপের একটা কৌতুক শুনসিলাম অনেক আগে। এক লোক পকেটে হাত ঢুকায়া অন্যদের জিজ্ঞেস করে- "বলেন তো আমি কী ধরে আছি?" সবাই তো লজ্জায় ছি ছি করে, তখন লোকটা পকেট থেকে একটা রুমাল বের করে দেখায়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ বাদে সে আবার পকেটে হাত ঢুকায়া একই প্রশ্ন করে সবাইকে। বাকিরা তো এইবার নানান ধরণের অনুমান লাগায়, কিন্তু শেষ পর্যন্ত লোকটা জবাব দেয়- "হয় নাই, প্রথমবার আপনারা যে-টা মনে করসিলেন, আমি এইবার সেইটাই ধরে আছি" খাইছে

আমি মনে হয় এইবার মোটামুটি আন্দাজ করতে পারতেসি কার কথা বলতেসেন আপনি। দাঁড়ান, একটু পর কানে কানে বলতেসি... দেঁতো হাসি

ক্যামেলিয়া আলম এর ছবি

নজরুলের জোকসটা জানতাম কিন্তু তার পরেরটা জানতাম না ----------তাই পরেরটা নিয়ে বেশি হাসলাম---------প্রথমটা নিয়ে এক সময়ে হেসেছিলাম--------তবে এত ধীরে সুস্থে শুনিনাই আগে -------- ছিল শর্টকাট-------এখনকারটা আরও মজার------বিখ্যাত ব্যক্তির নাম বলা কি নিষেধ? ভয়ে তাই আমিও নাম দিলাম না।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নিষেধ না... তবে না বলাটাই স্রেয় বিবেচনা করলাম...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহা হো হো হো দারুন চালাক তো, খুব মজার মানুষ হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ... এই মানুষের ভাণ্ডারে এইরকম লাখো গল্পের সমাহার... এত বছর ধরে শুনেও শেষ করতে পারি নাই।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

ভালৈসে নজরুল (ছুডু) ভাই হাসি
এখন নতুন কিস্তি ছাড়েন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তথাস্তু...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নন্দিনী  এর ছবি

হাসলাম খুব ঃ-)

নন্দিনী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

নজু ভাই, আপনার বয়স কত ভাই? আপনি দেখি আশির দশকের ঘটনাও আমাদের শোনাচ্ছেন! ৫।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার তো বয়স ২৫... স্টিকি হয়া গেছে।

আশির দশকের ঘটনা যদি আমার জানা থাকে তাইলে শোনাইতে দোষ কি? আমি সেখানে ছিলাম তা তো দাবী করি নাই।

এই গল্পটা মিডিয়ার বেশ বিখ্যাত একটা গল্প। গল্পের যিনি বক্তা... আমি তার কাছ থেকেই গল্পটা শুনেছি। সেটাই এখানে বয়ান করলাম।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইটা একটা কাম করলেন?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আলমগীর এর ছবি

এইটা দিয়া আপনে যা বোঝাইতে চাইছেন বলে আমি বুঝলাম:
লেখকের কোন দোষ নাই, পাঠক/শ্রোতাই খাইতে চায়।

নাটক নিয়া কেউ কিছু বলছে নাকি? নিজে লেইখা, বানাইয়া তারপর দেখতে কন।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বুঝলেন কেম্নে? অ্যাঁ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আলমগীর এর ছবি

শ্রেফ অনুমান।

তারেক এর ছবি

দৃশাফার মতন কইরা কই নজুদা। হাইসতে হাইসতে হেট বিষ! গড়াগড়ি দিয়া হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

তানবীরা এর ছবি

হো হো হো হো হো হো

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ঝরাপাতা এর ছবি

জটিল ....... সিনিয়র অভিনেত্রীর হাউস একদম মাঠে মাইরা দিলো....


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুমন চৌধুরী এর ছবি
ধুনফুন [অতিথি] এর ছবি

ভালো লাগলো। তবে ভোররাতে ঘুম ভাঙার পরের ঘটনাতো বললেন না।

এনকিদু এর ছবি

মারাত্নক জোক্স শুনাইলেন ভাই ।

পুরা একদিন ধরে হাসার পর দ্বীতিয় দিন মন্তব্য দিলাম ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

আহারে নজু ভাই ! আপনি ভালা থাকতে চাইলে কী হইবো ! হেরা আপনেরে ভালা থাকতে দিবো না !

কী সুন্দর একখান পবিত্র গল্প কইলেন। আর নষ্ট মানুষগুলা সব আইসা আপনার গল্পটারেই নষ্ট কইরা দিতেছে !
তারাতারি এর পরতিবাদ জানান ! হেরা মানুষ ভালা না !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নিরিবিলি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি =))

২৪ ঘন্টা হাসার মতো একটা জোক্স...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ভালো গল্প এইরমই হয়... এরচে ভালো হয় না।
গড়াগড়ি দিয়া হাসি

খাইষ্টা কৌতুক মনে মনে এনজয় করে কিন্তু বেবাকেই। তয় অনেকে এমুন সুশীল ভাব লয় উপ্রে-উপ্রে!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তারেক এর ছবি

হেঃ হেঃ ... যেমুন আমি!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতিথি লেখক এর ছবি

নজরুল,মজা পেলাম লিখাটা পরে.........।।

বোহেমিয়ান......।

পান্থ রহমান রেজা এর ছবি

উপাদেয় হয়েছে।

কীর্তিনাশা এর ছবি

এমন কাহিনী শুনে গড়াগড়ি না দিলে চলে না।

গড়াগড়ি দিয়া হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

দেবোত্তম দাশ এর ছবি

ভালো গল্প এইরমই হয়... হো হো হো
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

রায়হান আবীর এর ছবি

পুরাই বেহেশতি জোক হইছে। দেঁতো হাসি

=============================

সাইফুল আকবর খান এর ছবি

এই ভালো গল্পটা শুনসি আগে! দেঁতো হাসি
নামও জানি আমি। চোখ টিপি
নজরুল ভাই, ভালো পোস্ট কিন্তু ভালোই হইসে। হাসি

------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতিথি লেখক এর ছবি

'ভালো গল্প এইরমই হয়... এরচে ভালো হয় না। ' এর চেয়ে ভাল জোক্সও হয় না!

...............।।
অপরাজিতা

ঝিনুক [অতিথি] এর ছবি

"ভালো গল্প এইরমই হয়... এরচে ভালো হয় না।" গড়াগড়ি দিয়া হাসি

ক্লাসিক জোকস হইসে। গড়াগড়ি দিয়া হাসি
এরকম জোকস আর ও চাই।

নাশতারান এর ছবি

ছি ছি ছি !

auto

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

এই টাইপের একটা গল্প মনে পড়লো। এসেছি যখন বলেই ফেলি!

এক ম্যাগাজিনে ধারাবাহিক উপন্যাস চলছে অনেক দিন ধরে।
নায়ক নায়িকাকে ঘিরে কাহিনী এগিয়ে চলেছে। এক রোমান্টিক সন্ধ্যা কাটিয়ে দুজন রাতে বাসায় ফিরলো। ব্যস, পর্ব শেষ হলো।

এক হপ্তা পর গল্প শুরু হলো-"স্নান সেরে বেড়িয়ে গেলো অমুক.."।

বিপত্তি হলো এরপরই। ম্যাগাজিন দপ্তরে চিঠির স্তুপ। "রাত্তিরে কি হলো?"- এই তাদের জিজ্ঞাস্য। কেউ সদুত্তর দিতে পারেন না। জ্ঞানস্পৃহাও কারো কমেনা।

শেষমেষ সম্পাদকীয় বেরুলো-

"রাত্তিরে যাহা হইয়াছে তাহার জন্য সম্পাদক দায়ী নহেন!"

মর্ম

হিমু এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ...
তবে লেখার আগে ওজু করে নিতে ভুলবেন না যেন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তাজিন [অতিথি] এর ছবি

মজা পাইলাম.......।।
হো হো হো

অতিথি লেখক এর ছবি

ভ্যাপক্ম গড়াগড়ি দিয়া হাসি
___________________________________
বর্ণ অনুচ্ছেদ

দুষ্ট বালিকা এর ছবি

পুরাই বেহেশতি জোক হইছে। কোলনপি!

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

আলতাইর এর ছবি

বাহ!! ঈমানদার কাপল!! ফেবু'তে শেয়ার দিতে মন চাইতেসে!!
ইয়ে মানে- ভ্যারেন্ডা জিনিসটা সম্পর্কে ভাল ধারনা নাই। ভ্যারেন্ডা বলিতে আমরা কি বুঝিবো? তাই লেখাই পড়লাম!! লেখা -গুড়- হয়েছে

মেঘা এর ছবি

হো হো হো হো হো হো এত ভাল গল্প জীবনে শুনি নাই। হাসতে হাসতে শেষ খাইছে

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।