আরো একটা সচল বিবাহের খোঁজ পাওয়া গেছে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শুক্র, ২৬/১২/২০০৮ - ৯:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুনতে পাই সচল সুমন চৌধুরী গতকল্য দুপুরে বিবাহবন্ধনে আবদ্ধ হইছেন। তাহাকে অভিনন্দন...
সেই ভীড়ে আরো একটা সচল বিবাহের খবর জানাই... আমাদের নীরব সচল টুটুল চৌধুরীও গতকাল দুপুরে বিবাহবন্ধিত হইছেন। নাজ নামক জনৈক তরুনীর সাথে গলা মিলায়া এবার তাহারা সুখে শান্তিতে জীবন যাপন করিবেন আর বছর বছর পয়দা করিবেন... এই কামনা করি।

(টুটুল চৌধুরীর ব্লগের লিঙ্ক দিতে চাইলাম... কিন্তু অন্য পিসিতে আমি কিছুই ঠিকঠাক করতে পারতেছি না... যেমন দিতে পারলাম না তাদের বিয়ের ছবিটাও... সময়াভাবও বেশুমার... )

কিন্তু একটা ভাবনার বিষয় বলি- বছর যায় টায় কিন্তু সচলে কোনো বিবাহোত্সব হয়না। আবিয়াইত্যারা কোনো কাম কাজ পারে না খালি তাফালিংকরে... বিরক্তই হইতেছিলাম... হঠাত্ কইরা একই দিনে দুই অবিবাহিত সচল বিবাহ করে বসলেন... কাহিনী কী?

নেক্সট কে?

টুটুল ভাইও খুব ভালো লোক ছিলেন... মানুষটারে আমি খুব পছন্দ করতাম... হায়... (দীর্ঘশ্বাস)

শিরোনামটা এইরকম হইতে পারতো কী?
''গতকাল দুপুরে সুমন চৌধুরী আর টুটুল চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হইয়াছেন?'' হো হো হো


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

''গতকাল দুপুরে সুমন চৌধুরী আর টুটুল চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হইয়াছেন?''

আমি তো এতে কোন তথ্যগত ভুল পাচ্ছি না, নইজ্যা??!! চোখ টিপি

টুটুল চৌ কেও অভিনন্দন!

সব 'চৌ...' রা ই দেখি একে একে ......

টুটুল এর ছবি

ধন্যবাদ স্নিগ্ধা

দময়ন্তী এর ছবি

নবদম্পতিকে অভিনন্দন ও শুভেচ্ছা ৷

------------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

রায়হান আবীর এর ছবি

অভিনন্দন।

=============================

মুস্তাফিজ এর ছবি

নজরুল ইসলাম লিখেছেন:

''গতকাল দুপুরে সুমন চৌধুরী আর টুটুল চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হইয়াছেন?''

হাসি মজা পাইলাম।

...........................
Every Picture Tells a Story

রণদীপম বসু এর ছবি

চৌধুরীদের বিরুদ্ধে নজরুল ইসলামের দুরভিসন্ধিমূলক আপত্তিকর বক্তব্যের নিন্দা জানাই। ছি ছিঃ ! চৌধুরী বংশের চরিত্র এইভাবে ডুবানো হইলো !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

টুটুল এর ছবি

চৌধুরীদের বিরুদ্ধে নজরুল ইসলামের দুরভিসন্ধিমূলক আপত্তিকর বক্তব্যের নিন্দা জানাই।

নিন্দা!! নিন্দা!! নিন্দা!!!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দুই চৌধুরী দম্পতিকে শুভেচ্ছা।

আবিয়াইত্যা চৌধুরী-সচল আরও আছে নাকি?

আবিয়াইত্যারা কোনো কাম কাজ পারে না খালি তাফালিংকরে...

হিংসা লাগে? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অয়ন এর ছবি

auto

ভূঁতের বাচ্চা এর ছবি

ছবিখান তো মারাত্মক হইসে !

--------------------------------------------------------

কল্পনা আক্তার এর ছবি

চৌধুরীদের বিয়ের ধুম লাগছে হো হো হো

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

নিবিড় এর ছবি

অভিনন্দন নব দম্পতি কে ।

ধুসর গোধূলি এর ছবি

- চৌধুরীগোই এখন দিন! মন খারাপ

নামের শেষে দিমুনি চৌধুরী লাগায়া! চোখ টিপি
মহামান্য ধুসর গোধূলি চৌধুরী
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

টুটুল এর ছবি

মহামান্য ধুসর গোধূলি চৌধুরী
দিনবদলের এই সময়ে নাম বদল ... বরই সৌন্দর্য্য হাসি

রানা মেহের এর ছবি

''গতকাল দুপুরে সুমন চৌধুরী আর টুটুল চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হইয়াছেন?''

এই শিরোনাম দেয়ার জোর দাবী জানাই
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সব চৌধুরীরা ঝুলে পড়ে একে একে...

শুভেচ্ছা, অভিনন্দন।

রানা মেহের এর ছবি

@শিমুল
সাদাতেরাও ঝুলবে একদিন;) চোখ টিপি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

... তারপর কতো ৩১অলা মাস চলে গেলো,
কিন্তু সাদাতদের ঝুলা আর হলো না,
কেবল অপেক্ষায় আছি।
জাদরেল এক ব্লগেশ্বর বলেছিল,
ব্লগিং করো অনেক করে, তোমাকে আমি
নীল হরিণা চোখের শালী দেখাবো।
হে ব্লগেশ্বর, আমি আর কতো ব্লগিং করবো?
আমার পোস্টের সংখ্যা ১০০০ পেরিয়ে গেলে
তারপর তুমি আমার রূপবতী শালী দেখাবে?
একবারও ফেসবুক রিলেশন স্ট্যাটাস পাল্টাতে পারিনি,
শেরওয়ানী পাগড়ীর ছবি দেখিয়ে দেখিয়ে মৌজ করেছে
চৌধুরী বাড়ীর ছেলেরা...।
রানা মেহের কমেন্টের ঘরে বলেছিলেন,
দেখিস- একদিন সাদাতেরাও...

(কেউ কথা রাখেনি অবলম্বনে)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জটিল! হাসি
খুব বিবাহ-উদগ্রীব মনে হচ্ছে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

(লজ্জিত হাসি)

অতিথি লেখক এর ছবি

অবলম্বনে হলেও দারুন

ধানসিঁড়ি

রণদীপম বসু এর ছবি

আহারে ! আমাদের শিমুল ...কেউ'র আশায় থাকতে থাকতে শেষ পর্যন্ত কবি হইয়া গেলো !
আহা, বড় ভালো ছিলো ছেলেটা ! কেউউউ বুঝলো না....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ধন্যবাদ, ধানসিঁড়ি/আর্বি (RB) ;)।

রানা মেহের এর ছবি

সেদিন শিমুল দুলেছিল বনে
গলায় মোটাদড়ি বেঁধে ঝুলনা
সেই স্মৃতিটুকু শুধু ক্ষনে ক্ষনে
ইউটিউবে দেখো ভুলোনা

যেতে উত্তরাতে
পূর্নিমা রাতে
বালক উঠেছিল বাসে
দেখা হয়েছিল তাহাতে উহাতে
বালক খুশীতে হাসে

সেদিন উহার বর সাথে হায়
বালক ওদিক পানে নাহি চায়
মারধোর খেয়ে বালক কাতরায়
ছোড় দে ছোড় দে মেরি মা

সেই স্মৃতিটুকু ইউটিউবে দেখো
কোনভাবে যেন ভুলোনা
ভুলোনা ভুলোনা ভুলোনা

(শিমুল রচিত কেউ কথা রাখেনি অবলম্বনে অবলম্বনে)

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ওপস! আরেকটু হইলেই ইউটিউবের লিংক দিয়ে দিতো...। ভাগ্যিস! চোখ টিপি
(লাল মিয়া ফ্যান ক্লাব জিন্দাবাদ)

নির্জর প্রজ্ঞা এর ছবি

যাক সংসার নামক বস্তুটিকেও যে সচল রাখতে হয় তা সচল সদস্যরা বুঝতে পেরেছেন। দাম্পত্য জীবনের সুখ সচল থাকুক অনবদ্যভাবে এই প্রত্যাশা।

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

লাল কমল [অতিথি] এর ছবি

পুরুষ মানুষ দুই প্রকার। যথা:-১)জীবিত
২)বিবাহিত।
অতএব, সাধু সাবধান!!!!!!!!!!!

সৌরভ এর ছবি

আমার নামে "চৌধুরি" নাই। মন খারাপ

টুটুল চৌধুরি ও নাজ দম্পতিকে অভিনন্দন। শুভ কামনা।


আবার লিখবো হয়তো কোন দিন

নুরুজ্জামান মানিক এর ছবি

দুই চৌধুরী দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নজমুল আলবাব এর ছবি

শুভ কামনা। বেলতলায় স্বাগতম।

ভুল সময়ের মর্মাহত বাউল

টুটুল এর ছবি

ধন্যবাদ বস...

২৩ তারিখে সিলেট আসতেছি... শ্বশুরকুলের স্বজনদের সাথে সাক্ষাতে হাসি

আহমেদুর রশীদ এর ছবি

আহারে ছেলেগুলার লেজ কাটা গেলো........

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

গৌতম এর ছবি

অভিনন্দন, অভিনন্দন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ভূঁতের বাচ্চা এর ছবি

দুই জোড়া নবদম্পতিকেই আন্তরিক শুভেচ্ছা ও আগামীর শুভাকামনা জানাই।

তবে একইসাথে বিয়ের দাওয়াত না পাওয়ায় তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি।

--------------------------------------------------------

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অভিনন্দন সবাইকে।

পান্থ রহমান রেজা এর ছবি

নজু ভাই, শুধু বিয়ের খবরই নয়, সাথে দাওয়াতের খবর দেয়ারও জোর দাবী জানাই।
চৌধুরী দম্পতিদের অভিনন্দন।

আবু রেজা এর ছবি

শুভেচ্ছা! অভিনন্দন!!
--------------------------------------------------------
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

অতন্দ্র প্রহরী এর ছবি

জোড়া অভিনন্দন।

তানবীরা এর ছবি

এবার তাহারা সুখে শান্তিতে জীবন যাপন করিবেন আর বছর বছর পয়দা করিবেন... এই কামনা করি।

জটিল কামনা।

সুমনদার বারি এসে এবার তেহারীর সাথে বোরহানীও পাবো, আশা করছি।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তানবীরা এর ছবি

ধুরো ডাবল হয়ে গেলো।

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

টুটুল এর ছবি

ধন্যবাদ
অনেক অনেক

লেখক এবং
যারা কমেন্টাইয়া শুভ কামনা জানাইলেন...

দোয়া কইরেন এরম কৈরাই

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।