ভাইসব...
ভাইসব...
সচলসব...
এইমাত্র প্রাপ্ত খবরে জানা যাইতেছে যে ঢাকাস্থ সচলেরা সকলে চাকুরি বাকুরি ছাড়িয়া আড্ডাবাজীকেই জীবনের একমাত্র কর্মধর্ম হিসাবে নিয়াছেন। এরই ফলশ্রুতিতে অল্প কয়দিনের ব্যবধানেই একাধিক সচলাড্ডা হয়ে গেছে। আজ তার ফাইনাল খেলা... মানে মহাসচলসমাবেশ...
বিদেশস্থরা দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ নেকী হাছিল করুন।
আজকেও আরামদায়ক আড্ডার প্রয়োজনে উত্তরার একটি আস্ত বাড়ি ভাড়া করে ফেলা হয়েছে... আশা করা যাচ্ছে অতিথির সংখ্যা এবারো ৪০ ছাড়িয়ে যাবে। ইয়া হাবিবি...
সবার আগে আড্ডায় হাজির হয়েছেন শামীম... তারপর নজরুল... আর তারপর একে একে একে... অনেকেই...
ইতোমধ্যেই অতিথির কলকাকলীতে আকাশ বাতাস ভরিয়া যাইতেছে।
আকতার আহমেদ, রায়হান আবীর, কীর্তিনাশা, নিবিড়, সবজান্তা, খেকশিয়াল, রণদীপম বসু, এনকিদু, তারেক, পান্থ রহমান রেজা, কর্ণজয়, অতন্দ্র প্রহরী, সাইফুল আকবর খান ইতোমধ্যে চলে এসেছেন।
সস্ত্রীক এসছেন মৃদুল আহমেদ... সাথে পিচ্চি ফ্রি। আহমেদুর রশীদও সস্ত্রীক... সঙ্গে অতীব সুইট দুই মেয়ে সম্প্রীতি আর সুপ্রীতি। আনিস ভাই এসছেন বন্ধুনী নিয়ে।
আর বাকী সকলে আসিতেছে... ঢাকা নারায়নগঞ্জসহ সারাদেশ থেকে একযোগে... আসিতেছে।
আড্ডাস্থলের ঠিকানার খোঁজে এবারই প্রথমবারের মতো গুগল ম্যাপের ব্যবহার হয়েছে। শামীম ভাই উত্তরা আসার আগে গুগল ম্যাপে ৭ নম্বর সেক্টর ২১ নম্বর রোডের খোঁজে গুগল ম্যাপে হানা দিয়েছেন। কিন্তু কিছুই পাননাই। শেষ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতেই আসতে বাধ্য হয়েছেন।
এখন আড্ডা চলছে ব্যাপক বেগে... একের পর এক সচল আসতেছে... খণ্ড খণ্ড আড্ডা চলছে এখানে সেখানে...
আমি এখানে বসে বসে কী আড্ডা মিস করবো নাকি? আপনেরা পড়তে থাকেন... আমি গেলাম আড্ডাইতে...
আরো এসে হাজির হয়েছেন মহামতি মাহবুব লীলেন। সিলেট থেকে এসে আড্ডায় যোগ দিয়েছেন নজমুল আলবাব আর অয়ন। ক্যামেলিয়া এসছেন বউ বাচ্চা... থুক্কু স্বামী বাচ্চাসহ...
আর মহাসমারোহে এসেছেন লুত্ফর রহমান রিটন। এসেই মাতিয়ে দিয়েছেন আড্ডা।
আরো এসেছেন কল্পনা আক্তার।
আর এইমাত্র ভারত থেকে এসে হাজির হয়েছেন শ্যাজা আর কারুবাসনা।
আর এসেছেন আরিফ জেবতিক। কিন্তু তিনি তার কিউট বাচ্চাটা আনেননি
যাদের আসার কথা প্রায় সবাই এসে পড়েছেন, বাকি আছেন সম্ভবত অরূপ কামাল । আড্ডা বেশ ভাল জমে উঠেছে । স্পর্শ এসেছেন কিছুক্ষণ আগে । এনকিদু তখন মৃদুল আহমেদকে তাম্বাক সম্পর্কে ব্যপক লেকচার দিচ্ছিল ।
গৌতম এসেছেন এইমাত্র । আরো এসেছেন মূর্তালা রামাত । কিছুক্ষণ আগে রিটন ভাই তরুন লেখকদেরকে তার অভিজ্ঞতা থেকে কিছু মূল্যবান উপদেশ দিলেন । সবজান্তা, আকতার ভাই প্রমূখ আগ্রহ সহকারে শুনলেন তার কথা ।
আড্ডার বাড়িটা খুজেঁ বের করা নিয়ে শ্যাজাদি আর কারুবাসনাদা যা করলেন- প্রথমে তারা উত্তরায় ঢুকে এক লোককে জিজ্ঞেস করলেন ২১ নম্বর রোড কোথায়? কারুদার চেহারা দেখে সেই লোক শুরু করলো ইংরেজিতে লেকচার। ভাঙা ভাঙা ইংরেজিতে তার লেকচার আর শেষ হয় না।
সেখান থেকে কোনোমতে ছাড়া পেয়ে তারা জিজ্ঞেস করলেন আরেক লোককে- ভাই, ২১ নম্বর রোড ২৯ নম্বর বাড়িটা কোথায়? সেই লোক বললো কী বললেন? বাংলায় বলেন।
এভাবে এভাবে কোনোরকমে অবশেষে সঠিক রাস্তায় এসে শিশির নামক বাড়িটা খুজেঁ বের করতে জিজ্ঞেস করলেন ভাই এটা কি শিশির? সেই লোক বলে শিশির ভাই তো বাড়ি ছেড়ে চলে গেছে।
এতসব প্রতিকুলতা শেষে তারা এসে এখন আড্ডাইতেছেন।
এখন শুরু হয়েছে গান। আনিস ভাই গানে আর প্লাষ্টিকের টুলরে তবলা বানায়া মৃদুল এখন মাতাইতেছে।
ইয়া হাবিবি।
এনকিদুর সাথে অতন্দ্র প্রহরীর অলিখিতি চুক্তির কারনে এই দুইজনের কোন পচানর যোগ্য ছবি (সম্ভবত) পাওয়া যাবে না । তবে বাকিদের পাওয়া যেতে পারে, জানাচ্ছেন এনকিদু ।
এনকিদু কিছুক্ষণ আগে শামীমের কাছ থেকে ট্রাইপড ধার করে আনিস ভাইয়ের গান গাওয়ার বেশ কিছু ছবি তুললেন ।
স্পর্শ, রায়হান, নিবিড় আমাদের "যুদ্ধাপরাধীদের বিচার চাই" স্টিকার গুলো সবার মাঝে বিতরনের জন্য ভাগাভাগি করে রাখছেন ।
বহুক্ষণ যাবৎ হাওয়া হয়ে ছিলেন লীলেন ভাই, ঠোঁটে একটা টাটকা সিগারেট । এখন আবার কোত্থেকে জানি উদয় হয়েছেন । ব্যাকগ্রাউন্ডে তখন একটা অপেক্ষাকৃত চটুল ধাঁচের গান হচ্ছে । হারমোনিয়ামে রয়েছেন আনিস ভাই আর একটা বিশাল প্লাস্টিকের জালাকে (ফিল্টারের উপর যেগুলো থাকে) তবলা বানিয়ে ব্যবহার করছেন মৃদুল ভাই ।
বাচ্চারা তাকে আক্রমন করল সিগারেট ছিনিয়ে নেয়ার জন্য । মূহুর্তের মধ্যে রক্তারক্তি (প্রায়) কান্ড ! শ্যাজাদি ভায়োলেন্ট পরিবেশ থেকে দূরে এসে আশ্রয় নিয়েছেন এই দুই ল্যাপটপের কাছে ।
রণদীপম বসু গান ধরেছেন এখন, গানের বিষয় বস্তু "তোমার আমার ভালবাসা লজেন্সের মত চুইয়া চুইয়া পড়তেছে " । অনেক গুলো ভদ্র মানুষের গানের পর একটা মানুষের মত গান হল, মতামত এনকিদুর ।
লীলেন ভাই মনে হয় সিগারেট বাঁচানর জন্য শেষমেস টেবিলের উপর উঠে বসেছেন । এই দৃশ্য দেখে নজরুল ভাই লীলেন ভাইকে দেখিয়ে বললেন যে তিনি আগেই বলেছিলেন বাচ্চা পোলাপান আড্ডা না আনতে, চেয়ার টেবিলে কোথায় না কোথায় উঠে বসে আসবাব পত্র ভাংচুর করে ।
এইমাত্র এসেছেন সৌরভ । সবার সাথে পরিচিত হবার পর এখন শ্যাজাদির সাথে আলাপে মগ্ন তিনি ।
মন্তব্য
এদের কোন কাজ নাই? দুইদিন পর পর আড্ডা।
চলুক।
যারা আড্ডায় যোগ দিতে পারে নাই। তারা আবার হিংসার বশবর্তী হয়ে কোন স্যাবোটাজ করার ষড়যন্ত্র করে কিনা কে জানে। কারণ দেশটা হল ষড়যন্ত্রের দেশ। আজকাল বিদেশিরাও ষড়যন্ত্রের গন্ধ পায়।
শামীম কি সময়ানুবর্তী? না তার কোন কাজ কাম নাই। কোনটা?
"ভাই, ২১ নম্বর রোড ২৯ নম্বর বাড়িটা কোথায়? সেই লোক বললো কী বললেন? বাংলায় বলেন। "
___________________
সহজ কথা যায়না বলা সহজে
আজকে দুইটাই .....
================
সিগারেটের উপর আক্রমন।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
সিগারেটের উপর আক্রমন ঠেকাতে টেবিলারোহন
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
এক সচলের মন্তব্য: চেয়ারম্যান জীবনে অনেক দেখেছি, টেবিলম্যান এই প্রথম।
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
সিগনেচার-টা এই কমেন্টের নিচে সেইরকম ফিট খাইছে!
কন্টিনিউয়েশনে পড়লে মজা- উত্তম জাঝা!
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
লীলেন ভাইয়ের এই দৃশ্য ছবি দিয়ে বুঝান সম্ভব না দরকার ভিডিও
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ঠিক ....
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
....এইবারো মিস। ভ্যাঁএএএএএ.....
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আড্ডা দিয়া সবকিছু ফাটায়া ফালান।
ফাটানো কি এ্যাত সোজা ....
মৃদুল ভাইয়ের হাতে এই বোতলটা হয়ে উঠেছিল দারুন বাদ্যযন্ত্র
ছড়াকার ....
ছড়া ছড়ানোর আলাপ
পরবর্তী আকর্ষন ...
জমজমাট আসর
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
এই বাড়িতে কি কোনো ছাদ নাই?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আপনি ছাদে নাকি??
=============================
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হুম
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
হুম হুম
- হুম হুম হুম
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
=============================
চল্লিশ চোর জড়ো হইয়াছে, এখন আলীবাবা তশরিফ রাখিবেন, বঙ্গে ইদানিং তিনি অরূপ রূপে প্রকাশিত।
এইটা সিগনেচার?! দারুণ হইছে!
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নইজ্যা - ছবি কইইইইইই?????
কেউ একজন নাম্বার মেসেজ করে পাঠান, ফোন দেই।
হাঁটুপানির জলদস্যু
মিস...
— বিদ্যাকল্পদ্রুম
মিস্ আবারো
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাই, আপনাকে এবার মিস করাটা মেনে নিতে কষ্ট হয়েছে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমি এখন কক্সবাজারে।
...........................
Every Picture Tells a Story
আড্ডায় অশরীরী উপস্থিতি যোগ করার জন্যে ফোন্দিলাম, লোকজন খাওয়াদাওয়ায় ব্যস্ত, কেউ কথাই বলতে চায় না। বিড়াল পার করার মতো খালি এ ওর হাতে ফোন দিয়ে দেয় । একমাত্র ক্যামেলিয়াপার সাথে কথা বলেই এক্টু শান্তি পাইলাম। জান্টা ঠান্ডা হইলো।
যা জানা গেলো এই আলাপেঃ
সবার উপর এই উপর্যুপরি আড্ডার কারণে গজব নাজিল হোক। এই সাজানো নেলনক্সার আড্ডায় সচলগণের মতের প্রতিফলন ঘটেনি। এই আড্ডা আমি প্রত্যাখ্যান করছি। এনশাল্লাহ আগামীতে আমরা বিপুল ব্যবধানে আড্ডা মারবো। বাংলাদেশ জেন্দাবাদ।
হাঁটুপানির জলদস্যু
এইখানে সুক্ষ কারচুপির গন্ধ পাওয়া যাইতেছে ! তীব্র প্রতিবাদ !
কথা ছিল আড্ডা ন'টার মধ্যে শেষ করে দেয়া হবে। সব সচলরা জানে যে আমার বাসার গেট রাত এগারটায় বন্ধ হয়ে যায়। আমাকে উত্তরা থেকে ঢাকার বাইরে সেই মিরপুরে আসতে হয়। সেখানে রাত সোয়া দশটায় খাওয়া দাওয়ার পর আবার আড্ডা কিসের ? আড্ডাশাস্ত্র অনুযায়ী খাওয়া দাওয়ার পরের আড্ডা অবৈধ।
অতএব আড্ডার এই অবৈধ অংশের বিরুদ্ধে সবাই প্রতিরোধ গড়ে তুলুন।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সবার উপর এই উপর্যুপরি আড্ডার কারণে গজব নাজিল হোক।
ভাইজান দেখি জ্বইলা পুইড়া ছারখার হইয়া যাইতাছেন
অভিশাপ দেন ক্যান, পারলে আফনেরাও আড্ডা দেন আর লাইভ ব্লগিং করেন, তারপর দেখেন আমরা জ্বলি পুড়ি কিনা
আপনাদের আড্ডার পোষ্ট ও ফটুকের জন্য লুকিং ফরোয়ার্ড
............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
তমার আমার আড্ডাবাজি লযেঞ্চের মতন...
চুইয়া চুইয়া কায়ো রে বন্দু মনে লয় যকন,
বদদোয়া দিচ নারে বন্দু...
বদদোয়া দিচ নারে বন্দু
আবাইত্যার মতন... পারবেইচ্যা রে...
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
.............................................
তওবা কইরা হিংসাগুলান চাড়!
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
এইসব খবর শুনলে মেজাজটা গরম হয় কইলাম।
বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি শালা ভোদাই একটা!!!
ভাইসব...
ভাইসব...
সচলসব...
শুরুতেই কেমন যেন একটা পুরুষালী গন্ধ পাইলাম, 'সচলসব' শব্দের উপর ভরসা করিয়া দ্বিতীয় স্তবকে আসিয়া আড্ডায় কলকাকলী হইতেছে ভাবিয়া আশায় বুক বাঁধিলাম, সেই আশা গুড়েবালি! সকলেই স্বস্ত্রীক অথবা লাইসেন্সধারী যুবকগনের হাত ধরিয়া আড্ডায় মাতিয়া রহিয়াছেন।
বড়ই আফসোসের কথা...
সম্প্রতি ফেসবুকে ক্যমেলিয়া আপুর দেখা মিলিয়াছে, তিনি তার প্রোফাইলে এমন একখানা মারদাঙ্গা ফটুক দিয়া রাখিয়াছেন, আমি নিশ্চিত লাক্স ফটোসুন্দরীতে দেওয়ার জন্য এই ছবি তোলা হইছিলো, হিমুর টেলিসংলাপের অভিজ্ঞতায় প্রমানিত হইলো তাহার কন্ঠস্বর ফটোর মতোই মিষ্টি।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
কপাল, ইহারেই কয় কপাল! যদিওবা স্বল্প সময়ের জন্য দেশে গেছলাম গত মাসে, কিন্তু সময়ের অভাবে (আমারই দোষে) কারো সাথেই দেখা হইলোনা। আড্ডা তো দূরের কথা।
এই বছরে এই রকম আড্ডা আরো অনেক হোক!শুভকামনা রইলো।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
এসব সচলাড্ডা ব্যান করা হোক.............
ব্যান করার দরকার কি ? আপনার বাড়ির ঠিকানাটা দেন, এখন থেকে আপনার বাড়িতে আড্ডা হবে । তাইলে আর আপনি মিস করলেন না - খুশি ? ভাল কথা, আপনি কি ঢাকায় থাকেন ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম - সচলাড্ডা যারাই মিস করেন, তারাই কক্সবাজারে থাকেন! গত সচলাড্ডার সময় মৃদুল ভাই, আকতার ভাই ছিলেন কক্সবাজারে, কিছুদিন আগে হয়ে যাওয়া ছোট পরিসরের একটা আড্ডা আমি নিজেই মিস করলাম কক্সবাজারে থাকার কারণে, আজকের আড্ডায় না আসতে পারা তাতা'পু, মুস্তাফিজ ভাই-ও আছেন কক্সবাজারে! কক্সবাজার তো দেখি সচলাড্ডার জন্য একটা বড় হুমকি! বঙ্গোপসাগর শুকিয়ে ফেলা হোক অতি শীঘ্রই!
না আমার আপত্তি আছে । অনেক কষ্ট করে তিনটা ইমেইল অ্যাড্রেস থেকে কক্সবাজারকে ভোট দিয়েছি । এখন বঙ্গোপসাগর শুকিয়ে কক্সবাজারকে নষ্ট করা মানতে পারছি না । বরং একটা বিকল্প বুদ্ধি দিচ্ছি । এখন থেকে কক্সবাজারে আড্ডার ব্যবস্থা করা হোক । তাইলে আর কেউ মিস করত না ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আড্ডাস্থলটাকে আরেকটু সরিয়ে আলা-ফাকিং-বামায় নিয়ে আসা যায় না?
তা তো যায়ই । অন্তত আমাদের যাদের এখনো বামা গজায়নি তাদের কোন আপত্তি থাকার কথা না আলা-ফাকিং এ যাইতে । নিয়ে যাবেন তো আপনিই তাইনা বস ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
@ এনকিদু
এই না হলে কদু ভাইয়ের বুদ্ধি! এখন থেকে তাহলে সদলবলে কক্সবাজারে আড্ডার আয়োজন করা হোক। অথবা ঢাকাতেই (সিনেমার) নকল সেট-এর মত কক্সবাজারের সমুদ্র সৈকত বানানো হোক
সিনেমার সেট লাগে নাকি? কিছু বালি, একটা টেবিল ফ্যান আর এক বালতি লবনগোলা পানি আড্ডার সময় পাশে রাখলেই তো হয়... মামলা খালাস...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
হ।
সেইসাথে বাকি সব সাগর-মহাসাগরও শুকিয়ে ফেলার ব্যবস্থা করা হউক। তাহলে অন্তত মাস ছয়েক হাতে নিয়ে হেঁটে দেশে গিয়ে আড্ডায় যোগদান করা সম্ভব হোলেও হোতে পারে।
দ্রোহী'দা, সব সাগর-মহাসাগর শুকানের মত বাজেট নাই। দেখি, স্পন্সর পাইলে চিন্তা করা যাইতে পারে তবে তেলের দাম তো কমে গেছে, প্লেনের টিকিটের দাম-ও নিশ্চয়ই কমসে। আপনি আইসা পড়েন যে কোন একদিন
আপনার সৌজন্যে ওইদিন, নজু ভাইকে ধরে, স্পেশালি বাংলা ছি!নেমার কোনও নায়িকা(!)-কে আনার ব্যবস্থা করা যাইতে পারে
সাগর মহাসাগর শুকাইয়া গেলে সমস্যা আছে। তখন এইসব টপ্লেস না পাইলে ক্যামেরার ল্যান্সও শুকাইয়া যাইবো। তীব্র প্রতিবাদ
...........................
Every Picture Tells a Story
- উহুলালা... আরো চাই
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওরে খাইছে! পারফেক্ট পাপারাজ্জি
দিনে-রাতে সবসময়ই তো বীচে গেলাম, কিন্তু এরকম কিছু তো দেখলাম না
হা হা আমি শিওর এইটা একটা মোটকা ব্যাটার ছবি!!
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
উরি খাইসে রে !!!
--------------------
--------------------------------------------------------
আয় হায় বিডিআর ভাই আপনি আসছিলেন নাকি ??????? কোন জন ছিলেন আপনি???? মিস হয়ে গেল । দেখা আর হল না তবে ব্যাপার না কারন সাইজ ডোন্ট ম্যাটার
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
তাই নাকি! কৈ আমিও দেখলাম না তো!
এইজন্যেই তো আমি কক্সবাজার যাই না জীবনেও!
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ছবিতে মন ভরলোনা আরো সচিত্র প্রতিবেদন আবশ্যক।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
মেয়েধরা স্বভাবটা আর গেলো না ! এতে কি মেয়ের মায়েরা পটিবে...!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ছবি চাইলাম দেখতে বসুদা অভয় দিলেন ধরতে
মেয়েধরিব ? ছেলেরাই যে আমায় ধরে !
মেয়েতে মানা নাই, মানা নাই জা'য়ে
আশায় আছি মায়েরা বুঝিবে আড্ডায় অবসরে ।
------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
বিশাল বাড়িরে ভাই ... সবাইরে এক জায়গায় পাওয়াই মুশকিল ...
সচলাড্ডার একাংশ
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
হিমু সাহেবের শেষ পয়েন্টটারে অবৈধ ঘোষণা করলাম। আড্ডার আর কোনো আপডেট পাইলাম না। দুঃখজনক পারফরম্যান্স লাইভ ব্লগিং এর উদ্যোক্তাদের।
খানাপিনা নাকি ভাল হইসে শুনলাম। এইটা শুইনা মনটা বেজায় খারাপ হইলো। বেজায়...
এইটা কি জামাই আদর ? আহারে, কতদিন ইলিশ মাছের মুড়ি খাই নাই...!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অরূপ তো ভাপা পিঠা আর চিতুই পিঠা পায় নাই। (আহারে!)
আর যোগ করলেও খাদ্যের আইটেম বিয়োগ করেন না বলে বলেছিলেন চিংড়ি ভুনার বাটি টানতে টানতে। আমি সীম ভর্তা, নিরামিষ, ইলিশ কোর্মা শেষে মুর্গির বাটি টানতে টানতে তা শুনেছিলাম।
জেবতিক ভাইয়ের ভবিষ্যতবানী অনুযায়ী এফ.ডি.সি. বা শুটিং ইউনিটের খাদ্য বেশ মজাদার-ই ছিল।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
মলা মাছের চচ্চড়িটাও বেশ হয়েছিল ! তবে ঘন ডালটা কি আমাদের টেবিলে এসেছিল ? অন্য টেবিলে ক্যামেলিয়া আপুর পাশে বসে ফারুক ওয়াসিফ ভাই মাহবুব লীলেন ভাইকে নিয়ে যেভাবে চেটেপুটে খাচ্ছিলেন...!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
- ভুখা-নাঙ্গাগো সামনে আপনেরা এগুলা কৈতাছেন? আপনেগো পেটে ঠাডা পড়বো, ঠাডা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই ভদ্রলোকের কামেরায় ফটু তুলমু বলে বউবাচ্চা বগলদাবা করে নিয়ে গেলাম,কিন্তু ভদ্রলোক ভদ্রতা রক্ষা করলেন আমরা চলে আসার পর!
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ঝামেলা এড়াতে, ম্যাপ দেখে রওনা দেয়াটা পুরানা অভ্যাস। জাপানে থাকতে কত অচেনা জায়গায় বেড়াতে গিয়েছি! অনলাইন ম্যাপ আর গাড়ীতে রাখা ম্যাপের বই খুবই উপকারী বস্তু। অনলাইনের শহরের ম্যাপগুলো এ্যাত ডিটেইল ছিল যে কোন ভবনের পার্কিং/গেট ও ঠিকভাবে দেখানো থাকতো। কাজেই রুট প্লান করা যেত সহজে। এখানকার মত যত্রতত্র গাড়ী দাঁড় করানো বা গাড়ী ঘুরানোর কথা ওখানে কল্পনাই করা যেত না।
এখানে একটু সংযোজন .... গুগল ম্যাপে উত্তরা সেক্টর-৭ বাদে অন্য সব সেক্টরের ফকফকা সুন্দর ম্যাপ আছে (এখানে ক্লিক করে সত্যতা যাচাই করেন)। শেষ পর্যন্ত ড্রইংরুমের দেয়ালে ঝুলানো ঢাকার সিটি-ম্যাপ থেকে ২৯নং রাস্তার অবস্থান বুঝতে পারি। বাসে হাউজ বিল্ডিং না কী যেন একটা স্টপেজে নেমে কোন কাহিনী ছাড়াই অতি সহজে হেঁটে বাসা খুঁজে পাই (যেহেতু ম্যাপ দেখে এসেছিলাম, তাই কয় রাস্তা পরে কোনদিকে মোড় নিতে হবে জানা ছিল)।
এইটা মনে হয় মৃদুল ভাইয়ের গাওয়া "কেলাডা চার" গানের অংশ ... ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
হাঁ হাঁ, গানটা গেয়েছিলেন মৃদুল ভাই। আমি এতে দোহা দিয়েছিলাম কেবল....
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
- ওরে হামদু...!!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আহারে!
সব আড্ডাবাজদের চাকুরি চলে যাক।
সব আড্ডা চুলোয় যাক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
এই এত নিদারুণ বদদোয়াটা দিয়েন না ভাই। তাইলে তো আড্ডার অভাবে বউ-বাচ্চা ছাড়াই না খায়া মরুম! আরে এই আড্ডা খাইতে হইলে ট্যাকা লাগে যে!
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
অরূপ ভাইয়ার জামাই আদরের ছবি দেখে দারুন মজা পাইসি, কিন্তু এই আদরের পেছনে উদ্দেশ্যটা কি বলতে পারেন ?
ছবিগুলো দেখেই সন্তুষ্ট হতে হল। যোগদান তো করা গেলনা। আড্ডার বাকি অংশের ধারা-বিবরনী চাই । আধা সমাপ্ত লেখা দিলে চলবেনা নজু ভাই।
দারুন আড্ডা হয়েছে এটাও। ভাল কথা, অন্যদের ছবিও চাই।
--------------------------------------------------------
বেশি করে ফডু আর বিবরনের ঘোল পরিবেশন করা হোক।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
ফেরার পথে আমরা (মূলত রায়হান আবীর) বিভিন্ন দিকে স্টিকার মারতে মারতে ফিরলাম।
অরূপ মনে হয় ভোটের দিন সিটি কলেজের দিকে ছবি তুলছিলেন। এই রকম চেহারার এক লোককে একটা মোটকা ক্যামেরা হাতে ঐখানে ছবি তোলাতুলি করতে দেখেছিলাম। অবশ্য, নাও হতে পারে।
আসেন আমরা যারা স্টিকার পেয়েছি সেগুলো চারিদিকে ছড়িয়ে দিতে থাকি।
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
সহমত
-----------------------------------
--------------------------------------------------------
কী বলবো আর... ব্লগায়ই গেলাম শুধু, আড্ডা পেলাম না কোন। মনে থাকবে কইলাম!
সেক্টর ৭, রোড ২১... আমার নানা-র বাসা-র একদম কাছেই! ওটা ২৭ নম্বর রোড। ইশ, এমন জায়গায় হচ্ছে একটার পর একটা আড্ডা...
- তাইলে নেক্সট আড্ডা নানার বাসায়, নানার লগেই হৈবো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আড্ডায় পৌছায়া খুঁজলাম প্রথম মুস্তাফিজ ভাইরে--------আসবে না শুইনা আশ্বস্ত হইয়া বসলাম চেয়ারে ------- এরপর খানিক এই চেয়ার আর ঐ চেয়ারে বইসা সারাক্ষনই গলাবাজি আর কানবাজি কইরা গেলাম।
আর এত্ত মাইনষে থাকতে আমারে ক্যান পচান হিমু ভাই আর থার্ড আই ভাই-----(যত্ত দুষ আমারই-----সচলে লেখালেখির কোন বালাই নাই নাচতে নাচতে আড্ডায় গিয়া হাজির হই) ------- এইবার থনে লিখুম।
লিটন ভাইয়ের বক্তৃমা আমার শুনন জরুরী ছিল ----- কি যে করতেছিলাম আল্লায় জানে-----।
সচলের গাট্টি যারা বাঁধলেন তাদের বিশেষ বিশেষ ধন্যবাদ। আর-------কারও নাম একক ভাবে পাচ্ছিনা, প্রতিটি সচলকে একইরকম আপন মনে হয় এখন --- আশ্চর্য!
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
আসলেই তো !!!
কতদিন হয়ে গেল আপু আপনি লেখা দিচ্ছেন না।
-------------------------------------------
--------------------------------------------------------
...এইবার থনে লিখুম.."
এইটা কিন্তু আপনার নতুন বছরের প্রতিজ্ঞা।
মনে যেন থাকে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
?
?
...........................
Every Picture Tells a Story
আধা (অতিথি) সচল কি কেউ ছিল না?
হুম...... ছিল ছিল আধা সচলরাও ছিল
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
নতুন মন্তব্য করুন