ভেবেছিলাম বইমেলায় এবার প্রতিদিন যাবো, আর প্রতিদিনই কিছু কিছু করে লিখবো। মেলা নিয়ে, নিজেদের নিয়ে। কিন্তু সময় বের করতে পারছিলাম না।
আজ খুব ইচ্ছা হলো লিখতে। গত কয়দিনের কথাগুলো আগে বলে নেই...
একসময় বিশ্বসাহিত্য কেন্দ্রের মেলাদোকানে কামলা দিতাম। তাই প্রতিদিন যেতেই হতো। তারো আগে যেতাম প্রাণের টানে। গত দুতিন বছর নিয়ম করে যেতে পারিনি। পুরো মেলায় একদিন দুদিন গেছি বই কিনে চলে এসেছি... আড্ডা হয়নি। এবার শুরু থেকেই ভেবেছিলাম প্রতিদিন যাবো আর আড্ডাবো।
এবার শুদ্ধস্বরের দোকান বসেছে। এটা অবশ্যই কেবল টুটুল ভাইয়ের না, আমাদের নিজেদের প্রাণের জায়গা। সেই দোকানটি সাজিয়ে গুছিয়ে বসেছি আমরা। সামনেই আছে চমৎকার একটি আড্ডা মারার জায়গা। এই কপাল আর কোনো প্রকাশনা পায়নি। মেলায় এতদিন ছোট কাগজ কেন্দ্রই ছিলো আড্ডার মূলে। এবার শুদ্ধস্বরের সামনের আড্ডাই প্রধান হচ্ছে... হবে।
শুদ্ধস্বরে যুদ্ধাপরাধীর বিচারের দাবী সংবলিত আঠাকাগজ বিলি হচ্ছে (এর প্রচার জরুরী, আজকে থেকে ভাবতে হবে প্রচার বাড়ানোর প্রক্রিয়া নিয়ে)। আর এখানেই কয়েক কর্মী (তাদের প্রতি শ্রদ্ধা) দিনরাত প্রাণান্ত শ্রম দিচ্ছেন যুদ্ধাপরাধীর বিচার চেয়ে প্রতিবাদলিপিতে স্বাক্ষর সংগ্রহে। সবকিছু মিলিয়ে এই জায়গাটাই তাই এতো ভালো লাগে যে অন্যদিকগুলোতে এখনো তেমন যাওয়া হয়নি।
মেলায় নতুন বই আসছে। দর্শক আসছে। বিক্রি হচ্ছে। তবে ধূলোটা আরেক্টু কমলে খুব ভালো হতো। এই ধুলায় বাচ্চাদের নিয়ে মেলায় যাওয়া খুব সমস্যা।
গেলো শুক্রবার সকাল সকাল বাড়ি থেকে বের হলাম। জিফ্রানের বাবাকে নিয়ে একটা লেখার জন্য জাফর স্যারকে ধরতে চাই। উত্তরা থেকে শাহবাগ পর্যন্ত দ্রুতই চলে গেলাম। কিন্তু তারপর আর গাড়ি চলে না। ঘুরপথে প্রেসক্লাব গেলাম। সেখান থেকে আনিস ভাইকে নিয়ে গেলাম রমনা উদ্যানে। তারেক আগে থেকেই ছিলো সেখানে। রমনায় গিয়েই মেজাজটা খারাপ হয়ে গেলো। জানলাম ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এতক্ষন রাস্তাজুড়ে পদযাত্রা করেছে। তাই যাত্রীদের এই ভোগান্তি। পদযাত্রায় আবার প্রত্যেকের মাথায় ছিলো জাতীয় পতাকার অনুরূপ কিছু একটা বাঁধা। সাত সকালে কতোটা যে মেজাজ খারাপ হলো বলতে পারবো না।
(এরাই রুখবে মৌলবাদ, জাগবে মানুষ হয়ে)
তবে একটু পরেই বটমূলে যখন দেখলাম হাজার হাজার ছাত্রছাত্রী জমায়েত হয়েছে আলোকিত মানুষ হবার প্রত্যয়ে। তাদের দেখে মনটা একেবারে ভরে গেলো। মনে হলো এরাই একদিন রুখে দেবে ধর্মীয় মৌলবাদী এইসব নরপশুদের।
বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচীর পুরষ্কার বিতরণী ছিলো সেদিন। ঢাকার অনেক ইশকুলের বালক বালিকার কলকাকলিতে পুরো রমনা অঞ্চল সরগরম। আহ্... ভালো লাগলো খুব।
আমি নিজে অনেক বছর কেন্দ্রের এই জাতীয় ভিত্তিক মানষিক উৎকর্ষ কার্যক্রমের সংগঠক ছিলাম। মিরপুর অঞ্চলের অনেক ইশকুলেই কাজ করেছি। (তখন অবশ্য এভাবে ঘটা করে পুরষ্কার দেওয়া হতো না)
যা হোক... সব মিলিয়ে অনেক ভালো লাগলো। সকালটা সুন্দর হয়ে গেলো।
(আনিস ভাইকে ঘিরে ধরলো শুভেচ্ছা শিকারীরা)
অনুষ্ঠান শেষ হলে আমরা জাফর স্যারের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। তিনি বালিকাদের শুভেচ্ছা স্বাক্ষর দিচ্ছিলেন। অনেক ভীড়। আর আমি আকাশ বাতাসের ছবি তুলে বেড়াচ্ছি। হঠাৎ দেখি আনিস ভাইকে ঘিরে ধরেছে বালিকারা। শুভেচ্ছা স্বাক্ষরের দাবীতে। খুব মজা লাগলো। (আমি নিশ্চিত, আজকে আনিস ভাই আমাকে গুলি করে মেরে ফেলবে )
(দেখতে দেখতেই ভীড় বেড়ে গেলো)
সেখান থেকে শুদ্ধস্বরে গেলাম। কিছুক্ষন কাজ করে মেলায়। মানিক ভাই এসেছেন পরিবার নিয়ে। রণদা ছেলে নিয়ে। আর আমরা তো আছিই। আড্ডা আড্ডা আড্ডা...
(কবিকে দিয়োনা দুঃখ, সমগ্র দেশ ভেসে যাবে চোখের জলে)
বিকেলে ছিলো মুজিব মেহেদী ভাইয়ের বই চুরির প্রতিবাদে অবস্থান কর্মসূচী। খুব কষ্টকর... খুব কষ্টকর। খুব মেজাজ খারাপ হয়। আমার নিজেরই এতো খারাপ লাগছিলো, মুজিব ভাইয়ের অবস্থাটা অনুমান করতে পারছিলাম। চেষ্টা করলাম তাঁর কষ্টটা ছবিতে ধরে রাখতে। এই প্রতিবাদ অব্যাহত থাকুক। বিচার হোক সেই চোরের। লেখক গবেষক স্বীকৃতি পাক।
লেখা অনেক বড় হয়ে যাচ্ছে। কিন্তু বলার কথা রয়ে যাচ্ছে অনেক কিছু। ব্লগার রেজওয়ান ভাই-য়ের সঙ্গে আড্ডার কথা বলতে ইচ্ছা করছে... আরো কতো আড্ডা...
মুজিব ভাইয়ের আর সুমন সুপান্থদার কবিতার বই এসেছে, সেগুলো নিয়ে বলতে হবে।
ধীরে ধীরেই বলি... আজ থামি।
মন্তব্য
ধীরে ধীরেই বলেন, তবে বলেন।
লেখা![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
নাহ্... ছবির নিচে ক্যাপসনগুলো বসলো না, পাশে চলে গেলো... কবে যে শিখবো এসব![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আরো কিছু ছবি দ্যান। তাতে আমগো চেহারাটা একটু দেখান হয় যে!![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
চলুক লেখার গাড়ি, ধীরে-সুস্থে-ই।
এইখানে কি পান্থ আছে ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হাঁ আছে । দেলগীর সাহেবও আছেন । আরো আছেন প্রান্তিক দীপম ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
জনাব দেলগীরের পোজটা পুরা সেইরকম হইসে !
![](http://www.sachalayatan.com/files/images/juddho2.thumbnail_0.jpg)
----------------------------
--------------------------------------------------------
![](http://www.sachalayatan.com/files/images/juddho2.thumbnail_0.jpg)
মুজিব ভাইয়ের পেছনে দেখি আমার ছেলে হাসিব !
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
কৈ?
নীড়পাতা.কম ব্লগকুঠি
বলতেন একবারেই!! যাক, তবু বইলেন। আফসোস, খালি আফসোস লাগে বইমেলার সময় আসলে।
বলতে থাকেন আরো। শুনবো।
ভাল্লাগলো বস। আপ্নেরে তো পাই-ই না।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
অবশ্যই আমাদের।
নজরুলের কল্যাণে শুদ্ধস্বরে এখন নিত্য নতুন বিক্রয় লক্ষীর আগমন ঘটছে।
সৈয়দ সাহেবের বই আসার পর তার তরুণি পাঠকদের সামলাতে নিশ্চিত মহিলা পুলিশ ডাকতে হবে।
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
হুম... এই বিষয়ে লেখা আসবে পরের কিস্তিতে... সাবধানে থাইকেন... ভাবী যেন পড়তে না পারে... তাইলে আর ঘরে ঢুকতে দিবো না কইলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কিন্তু আমরা তো দেখছি শুদ্ধস্বর এখনো লক্ষ্মীহীন অন্ধকার...!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমিতো গৃহত্যাগি হতেই চাই।
কিন্তু নুপুর যে আপনারে এত পাহারা দিয়ে রাখে........এর কারণ কি?
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
...ধীরেই বহো বর্ষাকাঠি !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
এখনো বইমেলায় শান্তিমত ঘুরতে পারিনি।![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
আপনার এই পোস্ট টা প্রান জুড়িয়ে দিল।
এবারের বইমেলার চিপানো আকৃতি নিয়ে কিছু বললেন না যে?
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
অন্তরটা ভইরা গ্যালো। প্রতিদিন একটু একটু লিখতে সমস্যাডা কী?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ছবি কিন্তু খুব ভাল হয়েছে।
অনেক কিছু দেখতে পেলাম।
প্রতিদিনের বিশেষ আকর্ষণ নিয়ে কিছু ছবি দিলে আমরা আপনাদের আড্ডায় ভার্চুয়েল শরিক হতে পারি।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
নজুভাই কোথায় হারান আপনে? মানিকভাইয়ের পরিবার বর্গের ছবি কোথায়? আনিসে ভাইয়ের এতো মাইয়া পাঙ্খা আছে আমি বুঝতেই পারি নাই ঃ-}
আঠা কাগজ নামটা ভালো হয়েছে।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আনিস ভাইয়ের ইস্ত্রি এই ছবিগুলান দেখসে নাকি?
খবর নিতে হইবো
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- সন্ন্যাসী'দার মন্তব্যে হাহাপগে, আর তারপর![গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি](http://www.sachalayatan.com/files/smileys/24.gif)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন