সচলায়তনের ভালোবাসা দিনে দিনে ফুলে ফেঁপে উঠছে... তারই এক চরম বহিপ্রকাশ দেখা গেলো আজকে।
গেলো একবছরে সচলায়তনে প্রকাশিত ব্লগগুলোর মধ্য থেকে বাছাই করে প্রায় একশ লেখা নিয়ে প্রকাশ হলো "সচলায়তন সংকলন ২য় খণ্ড"।
আরো প্রকাশিত হলো প্রতিটি সচলের প্রিয় এবং শ্রদ্ধাসিক্ত মুহম্মদ জুবায়ের-এর বই "সিকি-আধুলি গদ্যগুলি"।
দুটো বইয়েরই মোড়ক উন্মোচন ছিলো আজ।
একই সঙ্গে মোড়ক উন্মোচিত হলো সচল নূরুজ্জামান মানিকের বই- "স্বাধীনতা যুদ্ধের অপর নায়কেরা" আর বেক্কল ছড়াকার আকতার আহমেদের "ছড়াজনৈতিক"।
এ উপলক্ষ্যে সকাল থেকেই একটা বেশ সাজ সাজ রব পড়ে গেলো চারিদিকে। ফোনের পর ফোন, এসএমএস-এর পর এসএমএস... কে কখন কিভাবে মেলায় যাবে, কিভাবে সবাই একত্র হবে। আরো কী কী মজা করা যায়? এসব নানাবিধ শলাপরামর্শ শুরু হলো। সকলেই নিজ নিজ দায়িত্ব বুঝে নিলেন।
আর দুপুরের পর থেকেই সকলে জমায়েত হতে থাকলেন বইমেলায়। বইমেলায় শুদ্ধস্বরের সামনে একটা চমৎকার আড্ডার জায়গা আছে। যেখানে চামে সিগারেটও খাওয়া যায়। পুরো মেলায় এই একটি জায়গাতেই এই দূর্লভ সুযোগ। আজ সেই পুরো অঞ্চল সচলদের দখলে ছিলো। রঙে রঙিন হয়ে হয়ে হাজির হতে লাগলেন সচলেরা। যারা এসেছেন তারা খবর নিচ্ছেন যারা এখনো এসে পৌঁছান্নি তাদের, তারা কখন আসবে।
সকাল থেকেই প্রিয় বই দুটো শোভা পাচ্ছে শুদ্ধস্বরের দোকানে। কেনাবেচাও শুরু হয়ে গেছে আগেই। একপর্যায়ে তো ভয়ই পেয়ে গেলাম... শেষে যদি আমার বইয়ের মতো দশা হয়? মোড়ক উন্মোচনের মতো বই অবশিষ্ট না থাকে!!
যথাসময়েই বইমেলার একটা অংশ হয়ে গেলো সচলায়তন (আক্ষরিক অর্থেই)। বিশাল এক সচল মেলা।
আড্ডা... হা হা হি হি... ক্লিক ক্লিক... ও ভাই একটা কলম দিন অটোগ্রাফ দিবো... ভাই ঐ বইটা দেন... আরে জুবায়ের ভাইয়ের বইটা এসেছে? ওয়াও... বাহ্... প্রচ্ছদ তো দারুণ হয়েছে!!
এরকম সব কথামালায় মুখর হয়ে উঠলো আকাশ বাতাস। ধূলোভর্তি বাতাস, মানুষভর্তি ভীড়, মাইক্রোফোনের অমায়িক গর্জন... সবকিছু ছাপিয়ে চারিদিক মুখরিত গেলো সচলদের কলকাকলিতে।
মানুষের চেয়ে ক্যামেরা বেশি। একজন অটোগ্রাফ দেয় তো ছবি তোলে পাঁচজনে... আমি মুখ ভেঙচাই ছবি তোলে ছয়জনে... দুজনে আড্ডা দেয় ছবি তোলে আটজনে...
আমি বার বার করে সবাইকে অনুরোধ করতে লাগলাম ছবি না ওঠাতে। কারন দেখা যাবে মূল অনুষ্ঠানের আগেই সবাই এতো ছবি তুলেছে যে অনুষ্ঠানের সময় সবারই ক্যামেরার চার্জ শেষ হয়ে যাবে।
এবং তখনই শোনা গেলো দুঃসংবাদ।
অয়ন এতক্ষন ভিডিও স্ট্রিমিং করছিলো। এবং ইন্টারনেটে সরাসরি সম্প্রচারিত হচ্ছিলো... অমিত আবার সেটা সচলে তুলে দিচ্ছিলো...
কিন্তু অয়ন জানালো তার মোবাইল ব্যাটারির চার্জ প্রায় শেষ। মেজাজ খ্রাপ হয় না? সঙ্গে সঙ্গে এগিয়ে এলো বিশাল দেহবিশিষ্ট শাহেনশাহ্... আস্বস্থ করলো সারাদিন স্ট্রিমিং করলেও চার্জ শেষ হবে না।
সন্ধ্যা হয়ে এলো। ইতোমধ্যে চলে এসেছে ঢাকাস্থ অধিকাংশ সচল। সিলেট থেকে এসেছে নাজমুল আলবাব, সেলিনা তুলি আর বাবাই... বিদেশ থেকে এসেছে মাসুদা ভাট্টি... মানিক ভাই এসেছে সপরিবারে। আমার পরিবার তখনো রাস্তায়...
আর এসেছেন জুবায়ের ভাইয়ের একমাত্র বোন... ঝর্ণা আপা... সপরিবারে। সচলায়তনের বিশাল পরিবারের সঙ্গে অল্পতেই মিশে গেলেন তিনি এবং তার পরিবার। সত্যিই... সচলায়তন এখন আর ব্লগ শুধু নয়... বিশাল এক পরিবার। প্রতিটি মানুষই এখানে আত্মার যোগে থাকেন। এমন বন্ধুত্ব কোথাও খুঁজে পাবে না কো তুমি...
এবার নজরুল মঞ্চ দখলের পালা। এর আগে প্রতিটা মোড়ক উন্মোচনেই দেখা গেছে অব্যবস্থাপনা। লোকজনের অহেতুক ভীড় ঠেলাঠেলি। তাই আগেই প্ল্যান করা হয়েছিলো যে আজকে মঞ্চ পুরোটা দখল করে রাখবো যতোক্ষন আমাদের অনুষ্ঠান শেষ না হবে। সে অনুযায়ী এনকিদু চমৎকার কার্টুন এঁকে ব্লগ দিয়েছিলো আজ সকালেই। (যদিও তার ভবিষ্যদ্বানীকে ভুল প্রমানিত করে বই শোভা পাচ্ছিলো দোকানে)
সে অনুযায়ী আমরা একদল আগেই চলে গেলাম নজরুল মঞ্চের দখল নিতে। একটা বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছিলো, সেটা শেষ হওয়া মাত্রই দখল নিলাম। বই আসেনাই, অতিথি আসে নাই, কিন্তু মঞ্চ দখল, ডায়াস দখল। এখান থেকে ফোনে টুটুল ভাইদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ চলছিলো।
একসময় বইসমেত সবাই চলে এলেন।
মৃদুল এক চমৎকার উপস্থাপক। মৃদুলের উপস্থাপনার ফ্যান হয়ে আছি প্রায় এক যুগ ধরে... আজও মুগ্ধ হলাম। চমৎকার উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটিকে আনন্দময় করে দিলেন তিনি।
প্রথমেই জুবায়ের ভাই সম্পর্কে বলা হলো। বলতে বলতে আনিস ভাই আর ঝর্ণা আপা যখন চোখের পানি সংবরন করতে পারছিলেন না, সচলরাও তখন চোখ লুকোতে ব্যস্ত...
এতো ভালোবাসা সখি কোন হৃদে বলো রাখি...
এ শুধু সচলায়তনেই সম্ভব...
বলা হলো সচলায়তন সম্পর্কে। তারপর একে একে সবগুলো বইয়ের মোড়ক উন্মোচন করা হলো। "সচলায়তন সংকলন ২য় খণ্ড", "সিকি-আধুলি গদ্যগুলি", "ছড়াজনৈতিক", "স্বাধীনতা যুদ্ধের অপর নায়কেরা"। তারপর গ্রুপ ফটোসেশন...
আমি নিশ্চিত... নজরুল মঞ্চে এবছর এরচেয়ে সুন্দর আর ঝামেলাহীন আর নির্বিঘ্ন মোড়ক উন্মোচন অনুষ্ঠান একটাও হয় নাই। লাগবা বাজী?
অনুষ্ঠান শেষ হলো... কিন্তু উড়ে যাওয়া পাখির পালকের মতো রয়ে গেলো রেশ... আবার সবাই শুদ্ধস্বরের সামনে... যা ইতোমধ্যেই সচলায়তনে পরিণত হয়েছে... সেখানে সবাই ভীড় জমালো। আবার ছবি তোলাতুলি... অটোগ্রাফের বন্যায় ভেসে যেতে লাগলো অন্যায়। সচলায়তন সংকলন যারাই কিনে তারাই সব সচলের অটোগ্রাফ নেয়। পুরো একপাতা ভরে যায় অটোগ্রাফে... এ এক দারুণ কালেকশন। এই সচলেরাই তো নেতৃত্ব দেবে মেধাবী এক প্রজন্মের...
এরই মধ্যে ফোন করলো হিমু... কথা হলো তার সঙ্গে অনেক। কণ্ঠ শুনেই টের পাই বিষণ্নতা... উপস্থিত থাকতে না পারার কষ্টটা... আহারে... দূর থেকে শুনে শুনে তৃপ্তি মেটানোর চেষ্টা...
আর প্রবাসী তারা কী জানে, আমরা এখানে অনেক মজা করলেও তাদের অভাব কতোটা বোধ করি? ইশ্... এমন একটা দিন হতো... যেদিন সব সচল মিলে সারাদিন শুধু আড্ডা দেওয়া যেতো...
আজকে শুধু সচল সমাবেশ বা মোড়ক উন্মোচন ছিলো তা না। আজ একটা ঐতিহাসিক দিনও আসলে।
এই প্রথম বাংলা ভাষায় কোনো পুস্তক প্রকাশিত হলো ইউনিকোড পদ্ধতিতে। বাংলা ভাষাকে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে পরিচিত করতে, সারা বিশ্বের দরবারে বাংলা ভাষাকে সহজলভ্য করতে এর তুলনা নেই। আমরা নিশ্চিত জানি একদিন আমরা জব্বারিয় কায়েমী শাষণমুক্ত হবো। ছাপাখানার ভবিষ্যৎ অবশ্যই ইউনিকোডমুখি...
শুরুটা হলো আজকে... সচলায়তনই শুরু করলো নতুন এক যুগের।
আর... সম্ভবত এই প্রথম কোনো বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সারাবিশ্বে লাইভ সম্প্রচার হলো...
আমরাই তৈরি করবো নতুন যুগ... হ...
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ফটো যারা তুলেছেন... তাদের সবাইকে অনেক অনুরোধ... ছবিগুলো খুব দ্রুত আপ্লোড করুন। আমাদের প্রবাসী বন্ধুদের তো এটুকুই সম্বল...
মন্তব্য
আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন.....
সবাই জানুক তা, সহসাই আসছে সে দিন....
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হবেই ।
......................................................
পতিত হাওয়া
স্বশরীরে তো থাকতে পার্লাম্নাই...ক্লাসের জন্য লাইভ স্ট্রিমিং ও মিস হলো
দীর্ঘশ্বাস।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
অভিনন্দন পুরো সচলায়তনকে।
মনে হচ্ছে নিজেও এই ইতিহসের অংশীদার।
খুব ভাল লাগছে।
অভিনন্দন সব সচলকে।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
এ সব মিলেই আমরা, সচল পরিবার...।
অনেক ধন্যবাদ, নজরুল ভাই।
ইস !!!
কেনো যে আরো আগে সচলায়তনে আসলাম না, প্রচন্ড হিংসা হচ্ছে আপনাদের ! !
আজ মেলায় যাইনি 'শুদ্ধস্বর' বললেন না ?? ইনশাল্লাহ, কাল দুটো বই-ই বগলদাবা করবো।
(শব্দশিল্পী)
-
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নজরুল ভাই খুব ভালো লাগছে। পরিবারের জন্য গর্ব বোধ করছি। অভিনন্দন পরিবারের সবাইকে।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
অভিনন্দন পুরো সচলায়তনকে।
নজরুল খুব ভালো লাগছে। পরিবারের জন্য গর্ব বোধ করছি। অভিনন্দন পরিবারের সবাইকে।
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
খুব ভালো লাগলো। সাথে দুই চারটা ছবি দিলে আরো ভালো হতো।
ছবি অনেক তোলা হইছে... আমি তুলি নাই... যারা যারা তুলেছেন তারা অবশ্যই যোগ করে দেবেন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি আছি, এক গাদা ছবি বকেয়া হয়েছে আমার । খুব শীঘ্রই দিব সব ছবি ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
থাকার খুব ইচ্ছে ছিল। কিন্তু তার কোন সম্ভাবনাও ছিল না। আমি বাড়িতে ছিলাম।
অনুষ্ঠানের খবর শুনে খুব ভাল্লাগলো। ভবিষ্যত উজ্জ্বল...
— বিদ্যাকল্পদ্রুম
খুব ভালো লাগলো শুনে। ভারী চমত্কার।
চমৎকার বর্ণনা। জয় হোক মানুষের। ঐ চির জীবিতের। জয় হোক সচলের।
জয় হোক ইউনিকোডের।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
পইড়া তো হেবি মজা পাইলাম!
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
বাহ! পরিবারের সবাই কে অভিনন্দন খুব খুশি লাগল পড়ে, আসলেই গর্ববোধ লাগছে এমন পরিবারের সাথে আছি সবার জন্য শুভ কামনা। বইগুলো সংগ্রহ করতে হবে। তারাতারি কেউ ছবি আপলোড করেন দেখি ইনশাল্লাহ তিরিশ বছর পর হয়ত আমারো বই বের হতে পারে (স্বপ্ন দেখতে দোষ কি!)
-----------------------------------
রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
এ শুধু সচলায়তনেই সম্ভব ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আফসোস, আফসোস ... খালি মিসই করলাম
এ দুরন্ত যাত্রা শুধু এগিয়েই যাক, এগিয়েই যাক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
এমন পরিবারের একজন হতে পেরে গর্ব করবো না, তা ক্যামনে হয়!
দেল্গীর্নজ্রুলিস্লাম, আপনার জীবন্ত গদ্য পড়তে কী যে সুখ! আহ্!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হাতীরে টেকা দিতে যাইয়া এই জিনিস মিস করলামরেরেরেরেরে.........
দারুন ব্যাপার। (তালিয়া)
------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
আমরা তোলপাড় করে দিয়েছি এবং দেবো...
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সচলায়তনের একটা থিম সং বানানো লাগবে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
গানটা লেখা, সুর করা, গাওয়ার দায়িত্ব তোমার
জয়তু সচলায়তন !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নজু ভাই, জটিল লিখসেন! খুব ভাল্লাগসে
কী লিখলেন ভাই, আমার তো চউক্ষে কান্দন আয়া পড়লো
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আমারো!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হ... সচলায়তন ভালো না...
আপনের খাওনের ফটো কিন্তু তোলা আছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
যত্তোসব পাগলের আড্ডাখানা, একেকটার কোনো কামকাইজ নাই। খালি আড্ডাবাজি। মেলার বাহানা দিয়া একজনে নাটক বানানির কামলা গাছে তুলে দিছে। এক সচলা তার ভ্যামতালা বদমাশ জামাই আর পিছলা পোলারে টাইনা নিয়া আসছে সিলেট থাইকা। ম্যান্দামারা আরেক বেটা আসছে বউ পোলা লইয়া। খালি আড্ডাই তাদের আরাধ্য বিষয়। চিন্তা করা যায় ঝাতি কিরাম কিরাম উচ্চন্নে যাইচ্চে...
এইসব পাগলামির গোষ্টি কিলিয়ে বলি, মিয়া আমার ফটুক কই???
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ভিডিও স্ট্রিমিং-এর প্রথম কয়েক পর্বে তো আপনিই প্রবলভাবে একক নায়ক!
এর পরেও ছবি চাইলে ক্যাম্নে কী!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হ!
জয়তু সচলায়তন!
অভিনন্দন সকল লেখকজন!!
বস, আমি যে দেশে থাইকাও বিদেশে ছিলাম, আমিও কইলাম মিস করছি ব্রাট!
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন