বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শুক্র, ১৩/০৩/২০০৯ - ৩:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাজধানীর বসুন্ধরা সিটিতে আগুন লেগেছে। অবস্থা বেশ ভয়াবহ। শুকনো দুপুরে সে আগুন ছড়িয়ে পড়ছে ক্রমশ। ইতোমধ্যে পাশের বিশাল ফার্ণিচার মার্কেটেও আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার অনেক চেষ্টা করছেন। কিন্তু আগুন অনেক উঁচুতে থাকায় তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অত উঁচুতে পানি পৌঁছানোর ব্যবস্থা নাই দমকলের। তাই সবাই অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখছেন কেবল।

কাঁচগুলো পোড়া কাগজের মতো বাতাসে ভেসে বেড়াচ্ছে। অবস্থা বেশ ভয়াবহ। হতাহতের খবর এখনো জানি না। তবে আর্থিক ক্ষতি যে ভয়াবহ হবে তা খুব সহজেই অনুমান করা যাচ্ছে।

উঁচা ভবন নির্মাণের আগে দমকলরে উঁচা করার কথা বা আগুন লাগলে নিভানো হবে কেম্নে তা যে কেন কেউ ভাবে না...


মন্তব্য

এনকিদু এর ছবি

উঁচা ভবন নির্মাণের আগে দমকলরে উঁচা করার কথা বা আগুন লাগলে নিভানো হবে কেম্নে তা যে কেন কেউ ভাবে না...

চলুক

এর আগে কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগার পর কর্তাব্যক্তিদের টনক নড়েছিল । কারওয়ান বাজারে আর টিভির অফিসে আগুন লাগানর পর তাদেরও মনে হয় কর্তাব্যাক্তিদের টনক নড়েছিল । বসুন্ধরার এই দালানটা তো রীতিমত আধুনিক কালে বানান, এখানে তো অনেক রকম আধুনিক সরঞ্জাম, অগ্নি নির্বাপণ ব্যবস্থা ইত্যাদি সুযোগ সুবিধা থাকার কথা । সেগুলো কি আদৌ আছে, নাকি নামেই উপমহাদেশের বৃহত্তম ইত্যাদি ইত্যাদি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতিথি লেখক এর ছবি

সেগুলো কি আদৌ আছে, নাকি নামেই উপমহাদেশের বৃহত্তম

আমারও একই প্রশ্ন।
------------
উদ্ভ্রান্ত পথিক

অনীক আন্দালিব এর ছবি

কর্তাব্যক্তিদের খালি টনকই নড়ে। এখ একবার অগ্নিকাণ্ড ঘটে আর সেই তাপে তাদের ভুঁড়ির মেদ একটু গলে, পরের শীতেই তার উপরে আরেকটা পুরু স্তর পড়ে যায়।
গতবছর বিএসইসি ভবনে আগুন লাগার পরে ফায়ার ব্রিগেডকে আপগ্রেড করার কথা শুনছিলাম, তার কোনই ব্যবস্থা মনে হয় নেয়া হয় নাই। এইবারও হবে না।

এক লোক-কে দেখলাম ছাদ থেকে তার বেয়ে নামার চেষ্টা করছেন! ভয়াবহ দৃশ্য!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কারওয়ান বাজারে আর টিভির অফিসে আগুন লাগানর পর তাদেরও মনে হয় কর্তাব্যাক্তিদের টনক নড়েছিল ।

কে কইছে আপনেরে?
এখন আবার আগুন লাগলে দেখবেন আগের চেয়ে খারাপ অবস্থা।
আমাদের টনক পাখির পালকের মতো নরম পাইছেন যে বাতাসেই নড়াচড়া করবে? ইহা অনেক শক্ত...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হাসিব এর ছবি

টনক নৈড়া কি হৈছে তারপর ?

নোট: "টনক" শব্দটার মানে কি ? হঠাত কৈরা মাথায় আইলো প্রশ্নটা ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

টনক নৈড়া কিছু হয় নাই। যেমন ছিলো তেমনই আছে।

টনক শব্দটার মানে হইলো হুশ। টনক নড়া মানে চেতনা ফিরে পাওয়া, স্বাভাবিক হওয়া... স্বপ্নভঙ্গ হওয়া... ধাতস্থ হওয়া এইসব আর্কি....
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

সম্ভবত টনক নামের জিনিসটা বেশি নড়তে নড়তে আগেই ধ্বসে পড়ে নাই হয়ে গেছে আমাদের ! আর নয়তো টনক নয়, অন্য কিছু নড়েছিলো, আমরাই হয়তো টনক ভেবে ভুল করেছি !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ফয়সল [অতিথি] এর ছবি

কি শুরু হইলো।
একটার পর একটা মন খারাপ

লাল কমল [অতিথি] এর ছবি

তাও ভালো শপিং মলে লাগেনি!!!!!!!
তাহলে হতাহত বেশী হতঅ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দালানগুলোর কথা বাদই দিলাম, আমাদের বিল্ডিংগুলো যে ক্রমশ উঁচা হচ্ছে... এশিয়ার বৃহত্তম শপিং মল হচ্ছে... সেদিকে সরকারের খেয়াল থাকে না?

এই দেশের দমকল বাহিনী এখনো ১০ তলার উপরে আগুন ছিটাইতে পারে না। নাই পর্যাপ্ত হেলিকপ্টার... যা হেলিকপ্টার আছে, তারে মাঠে নামানোর জন্য যে পরিমান দপ্তরের অনুমতি লাগে তাতে একটা মার্কেট পুড়ে ছাই হয়ে যাওয়ার জন্য যথেস্ট।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সরে মান্ধাত্বামলে ফালায়া রাইখা একের পর এক সিটি বানানোর অনুমোদন দেয় ক্যান?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

আর একটা শপিং মল হইতেছে যমুনা গ্রুপের। এখন যদি একটু টনকটা নরম হয় ইয়ে, মানে...
------------------
উদ্ভ্রান্ত পথিক

তানবীরা এর ছবি

এশিয়ার বৃহত্তম কথাটা শুনলে হাসি পেয়ে যায়। এশিয়া মানে কি নেপাল, ভূটান আর পাকিস্তান? থাইল্যান্ড, সিংগাপুর, জাপান, দুবাই এগুলো কি এশিয়া না? বসুন্ধরা সুন্দর কিন্তু এশিয়া মানের যে না তার প্রমান এই আগুন লাগাই।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

এনকিদু এর ছবি

চলুক


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ধুসর গোধূলি এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ইন্টারনাল অগ্নিনির্বাপক ব্যবস্থা কখনোই বড়মাপের আগুনের বিরুদ্ধে কার্যকর না। সেগুলো সিগারেটের বা বড়জোর চুলার আগুন নিভাইতে পারে। কিন্তু এ আগুন ভয়াবহ... সারাদেশের দমকলওয়ালারাই কিছু করতে পারতেছে না। মনের আগুন নিভানোর চেয়ে বসুন্ধরার আগুন নেভানো কঠিন।

লিখে রেখো এক ফোটা দিলেম শিশির-এর মতো একটা হেলিকপ্টার গেছে, চক্কর মারতেছে... ও দিয়ে কাজ হবে না।

সবাই এখন অপেক্ষা করতেছে আগুন জ্বলতে জ্বলতে ২২ তলা থেকে কখন নিচের দিকে নামবে। দমকলের আওতা এখনো বহুদ্দুর... সবে ১৮ তলা পর্যন্ত পুড়েছে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নীল [অতিথি] এর ছবি

দালানগুলোর কথা বাদই দিলাম, আমাদের বিল্ডিংগুলো যে ক্রমশ উঁচা হচ্ছে... এশিয়ার বৃহত্তম শপিং মল হচ্ছে... সেদিকে সরকারের খেয়াল থাকে না?

এই দেশের দমকল বাহিনী এখনো ১০ তলার উপরে আগুন ছিটাইতে পারে না। নাই পর্যাপ্ত হেলিকপ্টার... যা হেলিকপ্টার আছে, তারে মাঠে নামানোর জন্য যে পরিমান দপ্তরের অনুমতি লাগে তাতে একটা মার্কেট পুড়ে ছাই হয়ে যাওয়ার জন্য যথেস্ট।

জ্বিনের বাদশা এর ছবি

কি যে শুরু হইছে!!!! নাহ্
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ধ্রুব হাসান এর ছবি

who are living in Europe watch Ntv for breaking news.

শামীম এর ছবি

ছাদে আটকানো লোকটাকে দেখে খারাপ লাগছে। এছাড়া দড়ি (!) বেয়ে নামা দুইজনকে দেখেও খারাপ লাগছে।

নাশকতা নাকি দূর্ঘটনা ... কে জানে!
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গোটা ব্যাপারটাই হতাশার।
ভেতরে মনে হয় আরো অনেক লোকই আটকা আছে।

তবে অফিস অংশ হওয়ায় আর শুক্রবার হওয়ায় অনেকটাই বাঁচা গেছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সবজান্তা এর ছবি

বসুন্ধরা সিটি আমার বাসার খুবই কাছে, বারান্দা থেকেই দেখতে পাচ্ছি।

মনে প্রাণে চাচ্ছি যেন মার্কেট অংশে আগুন না ছড়ায়...


অলমিতি বিস্তারেণ

সবজান্তা এর ছবি

জানি না আদৌ কিছু করতে পারবে কিনা। কারওয়ান বাজার এলাকায় অগ্নি নির্বাপনের জন্য জলের উৎস হিসেবে ব্যবহার করার কথা সোনারগা হোটেলের পাশের সেই জলাশয়কে। কিন্তু বিজিএমইএ সেই জায়গা ভরাট করে বিল্ডিং দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের লোভের কারণেই এই দুরবস্থা।


অলমিতি বিস্তারেণ

শামীম এর ছবি

বেছে বেছে যেই ফ্লোরগুলো পুড়লো সেখানেই বসুন্ধরা গ্রুপের অফিস। বসুন্ধরা আবাসিক এলাকার পাশেই যমুনা ফিউচার পার্ক। যতদুর জানি ওদের সাথে বসুন্ধরার ভালোই হিচ আছে। আর পুড়লোও ঐ এলাকার রেকর্ডপত্র যেই অফিসে আছে সেইটা .... .... কেমন জানি ফিশি ব্যাপার।

দূর্ঘটনার ছোটখাটো আগুন ভবনের অগ্নিনির্বাপক অবস্থায় নিভে। কিন্তু যদি নাশকতামূলক হয়, সেটা নিভানোর ক্ষমতার বাইরেই করা হয়। একটা ওয়াইল্ড গেস ... পেট্রল ছড়িয়ে বা ইচ্ছাকৃত ভাবে এমন সব জায়গায় আগুন দেয়া হল যেটা চিন্তা করে ফায়ার প্রটেকশন ডিজাইন করা হয় না।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

ধুসর গোধূলি এর ছবি

- যমুনা ফিউচার পার্কের ব্যাপারটা মাথায় আসছিলো ঘটনাটা শুনবার পরপরই। কিন্তু ঐদিকে চিন্তা ডাইভার্ট করতে চাইতেছিলাম না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এনকিদু এর ছবি

ভয়াবহ ব্যাপার !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সবজান্তা এর ছবি

নানা রকম চিন্তাভাবনা আসলে অনেকের মাথাতেই আসছে। এ মুহূর্তে এ'সব বলা সমীচিন নয় বলে আর বলি নি। মনে হয় অনেকেই বুঝতে পারবেন...


অলমিতি বিস্তারেণ

তানবীরা এর ছবি

এনটিভির ব্যাপারটাও তাই ছিল, আমারো তাই মনে হচ্ছে, বসুন্ধরা কি সরকারের সাথে সমঝোতায় নেমেছে নাকি? নামুক ভালো কথা কিন্তু নিঃস্পাপ প্রান গুলোর কি দোষ?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধ্রুব হাসান এর ছবি

ki chilo Ntv-r beparta ektu jodi explain korten!

সবজান্তা এর ছবি

একটু আগে ধারনা করা হয়েছিলো আগুন কমে এসেছে। এই মাত্র আগুন আবার ভয়াবহ ভাবে উত্তর অংশে ছড়িয়ে পড়েছে। আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ছে। কোনমতেই নিয়ন্ত্রন করা যাচ্ছে না।

যে প্রশ্নটা আমার মাথায় আসছে, সবটুকু অংশে আগুন ধরে গেলে, স্টিলের ফ্রেম পুড়ে গেলে কী পোড়া অংশ টুকু ধ্বসে পড়বে না ?


অলমিতি বিস্তারেণ

এনকিদু এর ছবি

আমার সাধারন জ্ঞান তাই বলে । আরো পরিষ্কার উত্তরের জন্য আমরা সচলে উপস্থিত পুরকৌশলীদের শরনাপন্ন হতে পারি । শামীম ভাই কি বলেন ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শামীম এর ছবি

ভাঙ্গবে না। মূল কাঠামো রিইনফোর্সড কনক্রিটের। এটাতে টুইনটাওয়ারের মত ডাইনামাইট ফিট করা হয়নি বলেই মনে হচ্ছে। কাজেই ধ্বসে পড়ার সমস্যা নাই।

দশদিন যাবৎ পুড়েও ভেঙ্গে পড়েনি এমন উদাহরণও আছে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

মুশফিকা মুমু এর ছবি

ইসস কি সব হচ্ছে এসব, উফফ, দেশের মানুষই দেশটাকে শেষ করে দিল, আর ভাল্লাগেনা, ইসস দোয়া করি কোন মানুষ যেন না মারা যায় এই অগ্নিকান্ডে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ভূঁতের বাচ্চা এর ছবি

এতো খারাপ খবর শুনতে আর ভাল লাগছেনা।
আমার এক বন্ধুর কাছ থেকে এসএমএসের মাধ্যমে প্রথমে খবরটা পেলাম।
-----------------------------------

--------------------------------------------------------

অনিন্দিতা এর ছবি

সর্বত্রই সমন্বয়ের অভাব।
কোন কাজ করার আগে আগে পিছে কেউ চিন্তা করে না। যার যেমন খুশী করে যায়।
এই সব হাই রাইজ বিল্ডিং বানানোর সময় আমাদের দমকল বাহিনীর ক্ষমতা / সীমাবদ্ধতা অথবা এদের আরও রিসোর্সফুল করে তোলার চিন্তা করে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাজধানীতেইএই অবস্থা। বাকী জায়গার অবস্থা সহজেই অনুমান করা যায়।
একটা ভয়াবহ ভূমিকম্প হলে যে কিভাবে মোকাবেলা করা যাবে ভাবলেই ভয় হয়।
আমাদের যতটুকু সুযোগ সুবিধা আছে তাও সময় মতো কাজে লাগানো যায়না আমলাতান্ত্রিক জটিলতার কারণে।

যা হেলিকপ্টার আছে, তারে মাঠে নামানোর জন্য যে পরিমান দপ্তরের অনুমতি লাগে তাতে একটা মার্কেট পুড়ে ছাই হয়ে যাওয়ার জন্য যথেস্ট।

একদম মনের কথা বলেছেন।
সম্ভবত এনটিভিতেই বসুন্ধরার স্থপতি বলেছেন এভাবে আগুন লাগলে সাথে সাথে নিভিয়ে ফেলার ব্যবস্থা আছে ভেতরেই। কিন্তু অব্যবস্থাপনার কারেণে এসব কাজ করেনি।
আর জনগণ ও মাশাল্লাহ সময় মতো আজাইরা ভীড় করে ঝামেলা করছে।

এনকিদু এর ছবি

আর জনগণ ও মাশাল্লাহ সময় মতো আজাইরা ভীড় করে ঝামেলা করছে।

টিভিতে দেখলাম রীতিমত জনসমূদ্র হয়ে গেছে শপিং মলের সামনের রাস্তাটা । দমকল পুলিশ ইত্যাদি বাহিনীর লোকেরা ভিড় ঠেলে দৌড়া-দৌড়ি করে কাজ করার চেষ্টা করছেন । দেখেই আমার মেজাজ খারাপ হয়ে গেল ।

যেই পরিমান লোকে ভিড় করেছে, (অভদ্র ভাবে বললে) সবাই লাইন ধরে দাঁড়িয়ে পেশাব করলেও অথবা (ভদ্রভাবে বললে) সবাই এক গ্লাস পানি ঢেলে দিয়ে আসলেও আগুন নিভে যেত ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি

এদের লাঠিপেটা করে খেদানো দরকার ছিল। তামাশা দেখতেছে খাড়ায় খাড়ায়! আজব! কাঁচের বড় বড় পেইন ভেঙে পড়তেছে, যে কেউ আহত হতে পারে, এই খেয়ালই নাই!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এ এক আজীব যন্ত্রণা। কোথাও আগুন লাগলে হাজার হাজার মানুষ এসে তামাশা দেখতে থাকে। এনটিভি ভবনে আগুন লাগার পরে দেখা গেলো উৎসাহী লোকজনকে সরাইতে, এবং তাদের নিরাপত্তা বিধান করতেই (যাতে পুড়ে ছুটে আসা এটা সেটা তাদের গায়ে না লাগে) পুলিশ আর দমকলের একটা বড় টিমরে ব্যস্ত থাকতে হইলো।

লোকজনের একটু সচেতনতাও দরকার। এসব বিষয় প্রচার করা দরকার যে আগুন কোনো দেখার জিনিস না।

তবে আরো একটা কথা আছে। এদেশে আগুন লাগার সাথে লুটের একটা সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে মার্কেটে আগুন লাগলে তো কথাই নাই। বিপদাপন্ন জানমালকে সহযোগিতার নামে জিনিসপত্র সরানোর এই সুযোগ অনেকেই হেলায় হারাতে চান্না। এবং আগুন লাগলেই এই চেতনাধারী অনেক লোক জড়ো হয়ে যায়।
আমি জানি না গতকাল বসুন্ধরায় এরকম কিছু হয়েছে কী না? কিন্তু উৎসাহী লোকের একটা অংশ এই সুযোগের অপেক্ষাতেও থাকে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সবজান্তা এর ছবি

এনটিভিতে রাতের খবরে এসেছিলেন বুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান নিজাম স্যার।

স্যার খুব সুন্দর করে কিছু স্ট্রেটকাট কথা বলেছেন। প্রছন্ন ইঙ্গিতে এ'ও বলেছেন ওভার কনফিডেন্সে অনেক প্রয়োজনীয় সিকিউরিটি মেজার বাদ পড়ে যেয়ে থাকতে পারে...


অলমিতি বিস্তারেণ

মুস্তাফিজ এর ছবি

২ জনের মৃত্যূর খবর আলজাজিরার লোকাল কন্টাক্ট দিয়েছেন

...........................
Every Picture Tells a Story

শেখ জলিল এর ছবি

বাসার খুব কাছে হওয়াতে ছুটে গিয়েছিলাম। খুব খারাপ লাগলো দমকল বাহিনীর কর্মকাণ্ড দেখে। ওতো উঁচুতে যদি আগুন নেভানোর ব্যবস্থা নাই থাকে তবে বিল্ডিংয়ের অনুমোদন দেয়া হয়েছিলো কেন?

সন্ধ্যার দিকে পশ্চিম দিকের টাওয়ারে বাতাসের উল্টো দিকে যখন আগুন ছড়িয়ে পড়লো মনে খটকা লাগলো। উপরের দিকের তলার সবই কর্পোরেট অফিস, নাশকতা নয়তো!?

ভাগ্যিস! একটু আগেই এক লোককে বিমান বাহিনীর হেলিকপ্টার ঐ ভবনের ছাদ থেক উদ্ধার করেছিলো।
(বি. দ্র. আমার মোবাইলে কিছু ছবি ও ভিডিও করা আছে। কিন্তু আমি কম্পুকানা!)

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

রণদীপম বসু এর ছবি

জলিল ভাই, স্টিল ছবিগুলো ফেসবুক এলবামে ঢুকাতে পারবেন না ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শেখ জলিল এর ছবি

আমার কম্পুতে নকিয়া স্যুট সটওয়্যার নাকি কর্ড কোনটা কাজ করছে না বুঝতে পারছি না!!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভালো লাগে না আর...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

এনটিভিতে দেখাল আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিক্ষিপ্তভাবে ভেতরে কিছু জায়গায় থেকে থাকতে পারে, কিন্তু সেটাও নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে খুব তাড়াতাড়ি। দমকল বাহিনীর প্রধানের সূত্র উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে বাইরে থেকে অবশ্য আর কোন আগুন দেখা যাচ্ছে না।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তাতে অবশ্যই শুক্রিয়া বলতে পারতেছি না।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

হুমম, এইরকম ঘটনা ঘটা একেবারেই অপ্রত্যাশিত, কোনভাবেই মেনে নেয়া যায় না। দেশে একের পর এক সব বড় আকারের দুর্ঘটনা ঘটেই যাচ্ছে... এরপর যে কী ঘটবে, কে জানে।

ইশতিয়াক রউফ এর ছবি

দমকলের অদক্ষতার ব্যাপারে সরকারের সাথে অন্যদেরও দায় আছে।

'সরকার'-এর কাজ নতুন প্রযুক্তি ও প্রকৌশল পরিবেশন নয়। এগুলো প্রাইভেট সেক্টরের কাজ। বাইরে বিভিন্ন প্রাইভেট কোম্পানি সরকারকে বিভিন্ন ভাবে সহায়তা করে থাকে। চাই কি উপযাজক হয়ে উপদেশ দেয়, বলে কীভাবে মডার্নাইজ করতে হবে। এই আধুনিকায়নটা নিজদের স্বার্থেই করা।

সরকার নিজের গতিতে আধুনিক হলে যে-সক্ষমতা তার (সরকার) ৫ বছর পর হবে, তা সামান্য সহযোগিতায় হয়তো ২ বছরেই সম্ভব। এমন চিন্তা কি বসুন্ধরা করেছে? এখানে বড় কিছু হলে সরকারের মুখাপেক্ষী হতেই হবে। সেক্ষেত্রে সরকারের যে-ঘাটতি, তা কি বিবেচনায় নেওয়া হয়েছে? শত শত কোটি টাকা খরচ করে যে-ইমারত তৈরি হয়েছে, তাকে রক্ষণাবেক্ষণের জন্য কি সরকারকে কিছুটা সহায়তা করা যেত না?

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

সরকার কাজ এত ঢিলা যে দেখিনা কি হয় করতে করতে সব শেষ হয়ে যায়।

Lina Fardows

অতিথি লেখক এর ছবি

হায় দেশ, হায়।।।।।।।।।।।

হিমু এর ছবি

দমকল বাহিনীর ক্যাপাসিটি কি ঢাকা শহরের বিস্তৃতির সাথে পাল্লা দিয়ে বেড়েছে? আমি মনে করি একে আরো শক্তিশালী করার পাশাপাশি নাগরিকদেরও দুর্যোগ মোকাবেলার ওপর প্রশিক্ষণ দেয়া উচিত, যাতে বিপদের মূহুর্তে তারা শৃঙ্খলা ও দক্ষতার সাথে উদ্ধারাভিযানে অবদান রাখতে পারেন।

দমকলবাহিনীর যে পাম্প, তা এতো উঁচুতে পানি পৌঁছানোর জন্যে তৈরি করা হয়নি। এর জন্যে লাগবে আরো শক্তিশালী পাম্প, এবং তা অপারেট করার জন্যেও রীতিমতো প্রশিক্ষণের প্রয়োজন, বহন করার জন্যেও ভিন্ন যান দরকার।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

প্রতিবারই আগুন লাগার পরে বলা হয় যে দমকল বাহিনীকে ঢেলে সাজাতে হবে। কিন্তু তারপরই সবাই ভুলে যায়। দেশে এখন ৩০+ তলা ভবনের ছড়াছড়ি, সেখানে দমকল সর্বোচ্চ উঠতে পারে ১৪ তলা। দমকলেরও শীর্ষপদে থাকেন একজন উচ্চ সেনা কর্মকর্তা। কিন্তু কেন যেন দমকল সর্বদাই দেশের অন্যতম অবহেলিত একটা প্রতিষ্ঠান।

প্রশিক্ষণ পদ্ধতিও মান্ধাত্বা আমলের। একবার ফায়ার ব্রিগেড দিবসে মিরপুর ১০ নম্বরের ফায়ার ব্রিগেড দপ্তরে অগ্নি নির্বাপন মহড়া দেখে বেশ মজা পাইছিলাম...

আর সবচেয়ে বড় সমস্যা পানির সোর্স। এই নগরে খুব কম এলাকাতেই পর্যাপ্ত পানির সোর্স আছে। পুকুর নালা যেহেতু উঠে গেছে, সেক্ষেত্রে এরিয়া অনুযায়ী ওয়াসার তরফে পানির ট্যাঙ্ক বা ঐ জাতিয় কিছু থাকতে পারে।

আর আগুন বিষয়ে পাবলিক সচেতনতা বাড়াতেও আরো উদ্যোগ নেওয়া প্রয়োজন।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি
খেকশিয়াল এর ছবি

শেষ খবর ফায়ার বিগ্রেড নিশ্চিত করছে যে আগুন পুরোপুরি নেভানো গেছে, ১৮ থেকে ১৩ তালা পুড়ে গেছে। নিহত সাত জন, আহত শতাধিক।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ধ্রুব হাসান এর ছবি

চিন্তা করতাছি এই আগুনে থেকে বসুন্ধরা গ্রুপ ইন্সুরেন্স কোম্পানী থেকে কত টাকা আদায় করে ছাড়বে! অনেকের ক্ষতি হলেও কারো কারো কেসিনোতে একরাতে মিলিয়ন পাউন্ড লোকসানের টাকা উঠে গেল মনে হয়!...হা হা ...আজব দুনিয়া!

কল্পনা আক্তার এর ছবি

আমাদের আর কি কি দেখার জন্য প্রস্তুতি নিতে হবে!!

..........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

আহমেদুর রশীদ এর ছবি

আজ সকালে আজিজের দোতলার দুইটা ঘর আগুনে পূড়ে ছাই। আমরা বেঁচে গেছি।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সবজান্তা এর ছবি

সর্বনাশ !

কীভাবে আগুন লাগলো !!


অলমিতি বিস্তারেণ

আহমেদুর রশীদ এর ছবি

প্রাথমিক ধারনা- শর্টসার্কিট।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ইশ্... আজীজ মার্কেটেও আগুন? কস্কি মমিন!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ফকির লালন এর ছবি

ঢাকা শহরে কিভাবে নগর গড়ে উঠবে তার উপর কারো কোন নিয়ন্ত্রন আছে বলে মনে হয়না। বসুন্ধরার অগ্নিকান্ড তাই আবার প্রমান করলো। আগুন নেভাবার সব ব্যবস্থা নাকি ভবনেই ছিল তা নাকি কাজে লাগানো যায়নি, লাগাবার কাজ যাদের তারা নাকি তখন সেখানে ছিলেনই না, কন্ট্রোলরুম ছিলো তালা দেয়া। দায়িত্ব প্রাপ্ত সংস্থাই বা মনিটর করলেন না কেন এতদিন?

যে শহরে রিয়েল এস্টেট এজেন্টরা সরকারী watchdogদের কিনে ফেলতে পারে, যেমন ইচ্ছে তেমন ভবন বানাতে পারে, একদামের কথা বলে পরে ক্রেতার কাছ থেকে গায়ের জ়োড়ে আরেক দাম আদায় করতে পারে, দাম না দিয়েই সরকারী খাস জমি/ বেসরকারী গরীব মানুষের কৃষিজমি জোরদখল করে প্লট বানিয়ে বেঁচতে পারে সেখানে সবকিছুই করা সম্ভব।

কোন বিশাল ভবন তৈরী হবার পর, হাউজিং সোসাইটি হবার পর স্থপতি, প্রকৌশলীদের পেশাদার সংগঠনওগুলোওতো নাগরিক সমাজের পক্ষ থেকে, নগরায়নের দৃষ্টিকোন থেকে তাদের মতামত দিতে পারেন। তাহলে ভুল শোধরানোর উপায় থাকে। উপরন্ত তবেই না বিষয়গুলোতে সবাই সচেতন হবে, পরবর্তীতে ঐসব রিয়েল এস্টেট এজেন্টরা আরো সাবধান হবে। তাও কেউ করেছে বলে মনে হয়না। আমারা যে সবাই যা খুশী তাই করতে পারি।

নীল ভ্রমর [অতিথি] এর ছবি

গতকাল একুশে টিভিতে একজন ইঞ্জিনিয়ার বললেন দারুন কথা। শুধু মই থাকলেই তো হবে না। মই এর লিমিট আছে। ১০০ তলা বাড়ির আগুন নিভাতে কি ১০০০ ধাপের মই বানাবে নাকি। উচু বাড়ির আগুন নিভাতে ভিতরে ব্যবস্থা থাকতে হবে, না হয় ফায়ার ব্রিগেডকে হেলিকপ্টার থেকে আগুন নিভানোর প্রশিক্ষন দিতে হবে।

আমার দেশের নিয়ম হল আমরা বর্তমান সামলাতে হিমশিম খাই, ভবিষ্যত নিয়ে চিন্তা করি না। আর যারা চিন্তা করে কথা বলে তাদের বেকুব বলে চুপ করিয়ে দেই। সস্তা জনপ্রিয়তার জন্য ফালতু সমাধান করি। N-TV ভবনে আগুন লাগার সময় ১১ তলা পর্যন্ত মই ছিল না। তাই ওই ঘটনার পর ১৩ তলা মই কিনে দিয়ে ফায়ার ব্রিগেডকে আধুনিক করেছি।

আমার ধারনা জনপ্রতিনিধিরা খালি পারে মাতব্বরি করতে, বিশেষজ্ঞদের মতামত ছাড়া বড় বড় কথা বলতে। আরে বেটা এইটা আমরা সাধারন লোক বলতে পারি, তোরা কবি কেন?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।