দৃশার গানের এ্যালবাম 'রোমন্থন'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: বিষ্যুদ, ২৩/০৪/২০০৯ - ৩:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনেই দৃশার লেখা পড়ি। অদ্ভুত এক মজার ভাষায় তিনি লিখেন। লেখা ভর্তি গতি আর ফুর্তি।
আর দেখি তিনি এক গানের আর্কাইভ। সব গানের বিশাল এক ভাণ্ডার নিয়া তিনি বসে আছেন।
সেই ভাণ্ডারে এর তার
কিন্তু তখনও জানতাম না তিনি যে নিজেই গায়িকা একজন।

তারপর নানান মুখে শুনতে থাকি যে দৃশা খুব ভালো গায়। কিন্তু সেই গান আর শোনা হয় না।
গত কয়দিন আগে হঠাৎই আমার মেইলবক্সে অহি নাজেল হয়- শারমিন নামক এক গায়িকার রোমন্থন নামে এক গানের এ্যালবাম বাজারে আইছে। সেইটা কিইনা শুনলে নাকি বিশেষ ফজিলত আছে।

দুইদিন দম ফেলার টাইম পাই না। তাই কেনা হয়না। কালকে সব কাজের গুল্লি মেরে ঘুরতে বের হই। ক্যামেরাটা নিয়ে এখানে সেখানে ঘুরি। শুদ্ধস্বরে যাই, আড্ডাই...
তারপর টুটুল ভাইকে নিয়ে বসুন্ধরা সিটিতে যাই। পরিচিত দোকানদার বাকীর নাম ফাঁকিতে আমারে একটা ট্রাইপড দিয়ে দেয়। (যে না ক্যামেরা, তার আবার ট্রাইপড) হো হো হো

তারপর বের হবার সময় ওয়েস্টার্ন ক্রেজের পরিচিত ছেলেটার হাসিমুখের সামনে খাড়ায়ে মনে হয়, আরে, দৃশার এ্যালবামটা তো কিনা হইলোনা।
নগদে কিনে ফেলি... তারপর বাড়ি ফিরে শুনতে শুনতে ভোর বানিয়ে ফেলি।

হ্যাঁ ভাই, আমাদের প্রিয় দৃশা আপুর একখানা গানা বাজনার চাক্কি বাজারে আসিয়াছে। লেজার ভিশন প্রকাশনী বের করেছে ভীষণ দারুণ এই এ্যালবাম। গায়িকার নাম শারমিন আর চাক্কির এ্যালবামের নাম রোমন্থন...
আপনারা দলে দলে সেই চাক্কি ক্রয় করিয়া এবং গান শুনিয়া দুজাহানের অশেষ নেকী হাছিল করুন।

এই বিজ্ঞাপন আমি দিলাম কিন্তু দৃশার জন্য না। সচলদের জন্যই। ভালো গান তো শুনতে হবে তাই না? সো...

কোনো মৌলিক গান নেই, বেশিরভাগই পুরনো বাংলা গান। একটা রবীকবির আর গোটা কয়েক নজু কবির গান আছে।
তবে একটা অন্তত মৌলিক গান থাকলে ভালোই হইতো। এই খেদ রহিল মনে...


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দৃশার গান ব্যাপকভাবে শ্রোতাপ্রিয় হোক, এই প্রত্যাশা করছি।

হিমু এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

- অনেক দিন ধরেই দৃশা গানের ঐ চাক্কির কাজ করছিলো, মাঝে মাঝে জানাতো। সরাসরি কিছু না বললেও মনে মনে শুভাশীষ জানাতাম। নিজে কোনো গান তুললে সেটা শুনতে দিতো। আমি জ্ঞানী জ্ঞানী ভাব ধরে মূল্যবান মন্তব্য দিতাম। বছর দেড় দুই আগে একটা গান শুনতে দিয়েছিলো "চলে এসো আজ", গানটা বড়ই ভালো লেগে গিয়েছিলো। ইতিউতি দেয়া গানগুলো তার শুনে মনে হতো চাক্কি বের করার আগে নিজের মতো করে 'হোম ওয়ার্ক'টুকু ঠিকই করছে আমাদের দৃশাফা। অ্যালবামটা বের হবার পর একটা পাইকারী এসেমেস করে জানিয়েছিলো সেটা কেনার জন্য। কিন্তু ক্যামনে কিনুম সেইটাতো জানি না। যাউকগা, দেশে গেলে কিনা নিবো নে। এখন একটা জিনিষ স্বীকার করি। আমি কয়দিন আগে ধুসর গোধূলি আবঝাব প্রোডাকশন হাউজ থেকে একটা গানের ভিডিওলাইজ করছিলাম। জনগণ সবিনে জানতে চাইছিলেন ব্যাকগ্রাউণ্ডের গাতিকার নাম- তিনি হইলেন আমাদের মহামান্য দৃশাফা। আরও একটা মজার ব্যাপার হলো, দৃশাফা কিন্তু আক্ষরিক অর্থেই একজন শিল্পী। শুধু গানই না, তিনি আঁকেনও। ভিডিওটাতে তাঁর আঁকা কয়েকটা শিল্পকর্মও আছে।

এইটা সেই ভিডিওঃ

রোমন্থন (অ্যালবামের গানগুলোর সাথে নামকরণটা বোধকরি সার্থক) অনেক সফল হোক। দৃশা সকল শ্রোতার মাঝেই রোমন্থিত হোন, এই কামনা থাকলো।

___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আলমগীর এর ছবি

এখন একটা জিনিষ স্বীকার করি। আমি কয়দিন আগে ধুসর গোধূলি আবঝাব প্রোডাকশন হাউজ থেকে একটা গানের ভিডিওলাইজ করছিলাম।

জনগণ কি বোকা নাকি? ঠিকই ধরছি, খালি আপনেরে কইয়া শরম দিই নাই।

ধুসর গোধূলি এর ছবি
মুশফিকা মুমু এর ছবি

একদম ঠিক আলমগীর ভাই, বলসিলাম না এটা দৃশা'পা দেঁতো হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অনিকেত এর ছবি

দৃশা'র গানের কথা প্রথম শুনতে পাই আমার বোনের কাছ থেকে।
সে আবার শুনেছে, সচলায়তনে দৃশা'র এক পোষ্ট থেকে।
দেশে থেকে সচলায়তনে ঢুকে ষ্ট্রীমিং করে গান শোনা---প্রায় অলৌকিক ঘটনার মতই। সে অসাধ্য সাধন করেছে আমার বোন--কারন দৃশা'র গানের গলা 'সেইরকম'!

পরে তার গান আমি শুনলাম ইস্নিপ্সে। শুনে বুঝলাম, আমার বোনের কথা মিথ্যে নয়(আমার বোন বেচারী এমনিতেও মিথ্যে কথা বলতে পারে না)।
চমৎকার সুরেলা, সাধা গলা। তার ইস্নিপ্সের একাঊন্টে যত গান আছে, প্রায় সব গুলোই বারবার করে শুনেছি।

মুগ্ধতা আমার কেবল বেড়েই গেছে।

সচলায়তনে আম মাঝে মাঝে গান নিয়ে 'ফুটুং-ফাটুং' করি, লিখি। সচলেরা ভদ্রজন। মনে মনে বিরক্ত হলেও মুখে কিছু বলেন না। আমি আবার সেইটা বুঝেও না বোঝার ভান করে বিপুল উদ্যমে পরবর্ত্তী সর্বনাশের দিকে পা বাড়াই।

এই রকম ফুটফাট করতে করতে, আমার মাথায় ভয়াবহ একটা পরিকল্পনা আসে। সচলদের নিয়ে একটা গানের এলবাম করা। সচলদের লেখা নিয়ে যদি 'ইবুক' হতে পারে, বইমেলায় যদি বই বেরুতে পারে---তবে 'গাতক' সচলদের নিয়ে এই 'ঘাতক' আমি একটা গানের 'গালবাম'(গানের এলবাম) বের করতেই পারি-----

এই বুদ্ধি মাথায় আসতেই সবার প্রথমে যার নাম আমার মাথায় এসেছিল---সে হল দৃশা! আমি বুকে অনেকখানি সাহস পুরে নিয়ে, লাজ-লজ্জার মাথা খেয়ে দৃশাকে জানালাম সে সে কথা। কিছুদিনের মাঝেই দৃশা জানাল (অত্যন্ত বিনীত ভাবে) যে তার কোন আপত্তি নেই। আমি যেন ট্র্যাক একটা তৈরী করে তাকে পাঠিয়ে দিই। সে সেটাতে কন্ঠ দিয়ে আমাকে
ফেরত পাঠাবে।

তারপরে অনেকদিন কেটে গেছে। আমিও 'ট্র্যাক' 'করছি করব' বলে ঝুলিয়ে রেখেছি। কিছুদিন আগে নজু ভাইয়ের সাথে আলাপের সময় আবার পুরোনো পোকাটা কুটুস-কাটুস শুরু করে। নজুভাই বললেন, ঝাপিয়ে পড়তে।

আমিও কয়েকদিন ডন-বৈঠক মেরে, আড়মোড়া ভেঙ্গে কেবল তৈরী হয়েছি---এর মাঝে এই 'সুখবর'------দৃশার এলবাম বেরিয়ে গেছে!!!!!

এই সুখবরে আমি যুগপৎ আনন্দিত ও 'বিমর্ষিত'। আনন্দিত যথাযোগ্য কারনেই। 'বিমর্ষিত'---কারন এখন দৃশা আর কেবল সচলের ' ষ্টার' হয়ে রইল না---এখন সে আপামর জনসাধারনের ' ষ্টার'!!! এখন কী আর সে আমার সেই 'গালবামে' 'ফ্রি' কাজ করবে?????

যাই হোক, 'গালবামের' খেতা পুড়ি।

দৃশা'র এই প্রয়াস সফল হোক---লোকেরা জানুক---আমরা সচলবাসীরা কেবল লেখক নই---আমাদের মাঝে গাতকও আছেন---হাজার কবি আর কাকের মাঝে কিছু কোকিলও আছে!!

শুভকামনা দৃশা-----

ধুসর গোধূলি এর ছবি

- নজু ভাইতো তাঁর নাটকে আমারে নায়ক-ভিলেন কোনো পাটই দিলো না। অনিকেত'দা, আপনি অন্ততঃ এই অধমরে গালবামে একটা গানের পাট দিয়েন। সব কুকিলের মাঝে নাহয় একটা কাউয়াও থাকলো! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

স্নিগ্ধা এর ছবি

অনেক, অনেক শুভকামনা দৃশা! আপনার পাঠানো সাইটটাতে চোখ রাখছি হাসি

মূলত পাঠক এর ছবি

বাঃ ভীষণ সুরেলা কন্ঠ।

ই-স্নিপ্সে কি ডাউনলোডেবল কোনো লিঙ্ক আছে? আপেলে আবার এমনিগুলো চলে না।

রানা মেহের এর ছবি

আমাদের সচলে দেখি সব তারকাদের ভীড়

দৃশার গান ছড়িয়ে পড়ুক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

বিপ্রতীপ এর ছবি

শুভকামনা...অ্যালবাম ব্যাপক হিট হোক... চলুক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অ্যালবামটির খ্যাতি হোক, সুনাম হোক। দৃশার সামনে খুলে যাক অবারিত সম্ভাবনার দুয়ার।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আলমগীর এর ছবি

বিশাল অভিনন্দন রইল। উনার দেশাত্ববোধক গানের ই-বুক দেখেই....।
সিডি কোথায় পাওয়া যাবে? আমাদেরগান.কম কি বিক্রি করবে?

স্নিগ্ধা এর ছবি

করার কথা। সপ্তাহখানেক পর নাকি আসবে ওখানে।

তানভীর এর ছবি

চাক্কি প্রকাশে অভিনন্দন ও শুভেচ্ছা।

পলাশ দত্ত এর ছবি

একুশ শতকের নজুকবির কোনো গান নাই এ্যালবামে? চোখ টিপি
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নুরুজ্জামান মানিক এর ছবি

দৃশার জন্য

আর নজুকে ধন্যবাদ খবর দেয়ার জন্য ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ কামনা রইল।

s-s এর ছবি

দৃশা খালামণি, আপনার গানের গলা তো চমতকার। অনেক অনেক অভিনন্দন এই প্রচেষ্টার জন্য। আশা করি ভালো কিছু দেশের গান গাইবেন। খুব ভালো লাগলো। Rise & Shine.

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??[/color]

জুলফিকার কবিরাজ [অতিথি] এর ছবি

গ্রামে থাকি, নিজেকে হালনাগাদ রাখার সুয়োগ খুবই কম । সচলে উঁকি মেরে একটু আধটু মনের সাধ মিটাই ।
তাও আবার অনিয়মিত । ভাবছিলাম নাতির মুখ দেখনের আগে আর নতুন কোন বাউলরে ঘরে তুলম না।
তয় নজু ভাইয়ার প্রচার ভঙ্গীর গুনে দৃশার গান শ্রবনের জন্য সে পন আর দিশা পাচ্ছে না। তাই দৃশার একটা চাকতি কেনর জন্য এহরাম বাঁধলুম ।

নজমুল আলবাব এর ছবি

গ্রাম ও গ্রামময় শহরে এখনও চাক্কি পৌছায়নি। শুভকামনা থাকলো প্রিয় শারমিন এর জন্যে।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

জুলফিকার কবিরাজ [অতিথি] এর ছবি

উদ্ধৃতি
গ্রাম ও গ্রামময় শহরে এখনও চাক্কি পৌছায়নি।

ভাই আমার হাতের কাছে যে শহর, সে শহর ততো গ্রামময় শহর।
তাহলে কি চাতক পারা প্রতিক্ষা ?

নজমুল আলবাব এর ছবি

আমার গ্রামময় শহরে পৌছে গেছে চাকতি। কিনে ফেলেছি। আপনিও পেয়ে যাবেন আশা করি।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

রেনেট [অতিথি] এর ছবি

দৃশাফা...আফনের একটা গান শুঞ্ছিলাম ইস্নিপ্সে...জব্বর লাগছিলো। এখন আবার সিডিও বের হইসে!

সামনের বার দেশে গেলে অটোগ্রাফসমেত একটা সিডি চাইই চাই। হাসি

আপনার গানের এল্বামের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

মৃদুল আহমেদ এর ছবি

দারুণ তো!
আমি তো বহুদিন খেঁকু আর সবজান্তারে তেলাইলাম এই গেয়ানী (জ্ঞান+গান) ভদ্রমহিলার লগে পরিচয় করায়া দেয়ার লাইগা... এহন বুঝলাম শিল্পীর বন্দু হিসেবে তারা একাই বিখ্যাত হইতে চায়...
বেশ কথা, চাক্কি আমিও একখানা কিনিব... কিন্তু আগে হইতে পরিচয় থাকলে চামেচিকনে আমিও আমার একখান গান এই চাক্কিতে ঢুকায়া দেয়ার চেষ্টা করতাম! তাতে সবারই লাভ হইত! আমারও একটা গান বাজারে বাইর হইত, আর আমার চাঁছাছোলা গলা শোনার পর দৃশার সুমিষ্ট গলার প্রশংসা সবাই আরো বেশি বেশি করত!
কিন্তু এই পুলা দুইডা তা হইতে দিল না... মন খারাপ
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

তারেক এর ছবি

অভিনন্দন দৃশাফারে। মারাত্মক হইলো ব্যাপারটা। হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

স্বপ্নাহত এর ছবি

দৃশাফার "সুখে থেকে ভালো থেকো মনে রেখো এই আমারে"র কাটপিস শুইনাই আমি পুরা পাঙ্খা হয়ে গেসিলাম। সেই গান এখনো আমার হার্ডডিস্কে সযতনে রাখা আছে।

এলবামের জন্য অনেক অনেক শুভকামনা। হাসি

---------------------------------

তাও তো ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!

---------------------------------

বাঁইচ্যা আছি

আকতার আহমেদ এর ছবি

অভিনন্দন দৃশা খালা (খেঁকুদার খালা সূত্রে)
আপনার গান ব্যাপক শ্রোতাপ্রিয় হোক! আমরা ভাগ্না-ভাগ্নিরা যাতে বুক ফুলাইয়া বলতে পারি এই গানগুলা আমাদের খালা গাইসে.. হ!

তীরন্দাজ এর ছবি

আমাদের দৃশার এতো গুন! আন্তারিক অভিনন্দন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অছ্যুৎ বলাই এর ছবি

সচলদের মধ্যে দৃশা তার নিজের ব্যক্তিত্বেই স্বতন্ত্র। পোংটামিতে ধুসর গোধুলির সাথে পাল্লা দেয়ার মত সচল আর এই এক পিসই আছে। মাঝে গান সংগ্রহ অভিযানে নেমেছিলো; কিন্তু সে নিজেই যে এমন চমৎকার গায়িকা, এটা ঘুনাক্ষরেও টের পাওয়া যায় নি। ব্যাপক মিষ্টি কন্ঠ। বাংলা গানের জগতে এমন কণ্ঠ চিরজীবী হোক।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নজমুল আলবাব এর ছবি

পোংটামিতে ধুসর গোধুলির সাথে পাল্লা দেয়ার মত সচল আর এই এক পিসই আছে।

এইভাবে মোটা হরফে লেইখা দেয়া দরকার ছিলো। বিয়াপকভাবে পুঙটা।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
আমারো তাই মনে হয় চোখ টিপি
গলা ব্যাপক পছন্দ হইছে। বগুড়ায় আসতে কতদিন কে জানে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ইশতিয়াক রউফ এর ছবি

এই গুনীর আসরে নিজেকে খুব ক্ষুদ্র ও ভাগ্যবান মনে হয় প্রতিটি মুহূর্তে। এই মিশ্র অনুভূতির জন্য যাঁরা দায়ী, তাঁদের সম্মুখ ভাগেই দৃশাজী থাকবেন। তাঁর গান প্রথম শুনি ইস্নিপ্সে, অনিকেত দা'র দেওয়া লিংক অনুসরণ করে।

সেই থেকে "ফুল ফাগুনের..." আমার এমপিথ্রি প্লেয়ারে নিত্য বাজে। দেশে গেলে অনেক অনেক সচলের সাথে দেখা করার ইচ্ছা, তবে বিশেষ করে শখ ছিল দৃশাজীর সাথে সাক্ষাৎ, এবং সাক্ষাতে তাঁর কণ্ঠে কিছু গান শোনার। হায়, সে-সুযোগ পাওয়ার আগেই তিনি বিখ্যাত হয়ে গেলেন। মন খারাপ

তাঁর গানের যে-দিকটি আমার সবচেয়ে ভাল লেগেছিল তা হল অসাধারণ স্বচ্ছতা। তৈরি কণ্ঠ, তা আমার মত গাঁড়লও বুঝতে পেরেছিল, তবে খালি গলায় এতটা মন্ত্রমুগ্ধ করে রাখা গান খুব কম শুনেছি।

সিডি যোগাড়ের ধার দিয়েও যাবো না। ইতোমধ্যে দেশে জরুরী বার্তা পাঠিয়েছি গানগুলো ইন্টারনেট মারফত পাঠাতে। প্রথম সুযোগে চুরি করে নামিয়ে শুনবো, তা-ও নির্লজ্জের মত জানিয়ে গেলাম। তবে হ্যাঁ, দেশে গেলে আমারও অটোগ্রাফসহ একটি সিডি চাই।

অনেক শুভ কামনা রইলো ভবিষ্যতের জন্য, আর অনেক ধন্যবাদ রইলো আমার মত অনুরাগী শ্রোতাদের প্রতি সুবিচার করার জন্য।

কল্পনা আক্তার এর ছবি

অভিনন্দন দৃশাফা, চাক্কি খানি দ্রুত কিনিবো বলে আশা রাখি হাসি

........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

মুশফিকা মুমু এর ছবি

দৃশার গান প্রথম শুনি সচলের এক পোস্টে, এত ভাল লেগেছিল, তারপর ধু-গো ভাইয়ের পোস্টে গলা শুনেই বুঝতে পারি এটা দৃশা। অনেকে অনেক ভাল গায় কিন্তু এত সুন্দর কন্ঠস্বর খুব কমই শুনেছি, দৃশার শুধু কন্ঠস্বরই সুন্দর না ওর গায়কীও অসাধারন টাচি হাসি
অনেক অনেক শুভেচ্ছা রইল। সিডি নিয়ে যখন উপস্থিত হব তখন কিন্তু অটোগ্রাফ দিতে হবে দেঁতো হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

শুভকামনা রইলো; সাফল্যমন্ডিত হোক আপনার পথচলা

কনফুসিয়াস এর ছবি

অনেক অভিনন্দন দৃশাকে। চাকতি কেনার কথা বলবো বন্ধুদের। দৃশাকে চিনি, এই মর্মে একটু ভাবও নেয়া হবে আর কি! হাসি
আর এদিকে অবশ্যই চোখ রাখছি আমাদেরগান ডট কমে। আসামাত্রই কিনে ফেলবো।

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

দময়ন্তী এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা রইল৷ আর হ্যাঁ অভিনন্দনও৷ হাসি
---------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

নিঘাত তিথি এর ছবি

অভিনন্দন দৃশা। সর্বাঙ্গীন শুভকামণা রইলো।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

খেকশিয়াল এর ছবি

খালার গান এখনো শুনি নাই তয় মেসেজ পাইসি। শুনুম শিগ্রই।
হিহি সবাই দেখি খালা কয়, ব্যাপক মজা পাইলাম দেঁতো হাসি
দৃশা খালা এগিয়ে চল আমরা আছি তোমার লগে দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনিন্দিতা চৌধুরী এর ছবি

যাক এবার একজন আসল শিল্পীর সিডি বেরিয়েছে।
কীসব লোকজনের সিডি বের হয়, শুনে কান পচে গেল।
রেডিও ফূর্তি তে এসব উল্টা পাল্টা গান (?) প্রায়ই শোনা যায়।
যাক এবার শুনতে পারব দৃশার গান।
কিনে ফেলতে হবে সিডিটা।
অনেক অনেক অভিনন্দন দৃশা।
আপনার যাও পাখি গানটা কানে লেগে আছে।

দ্রোহী এর ছবি

পুরা কোপানি খবর দিলেন মিয়া ভাই।

রায়হান আবীর এর ছবি

দৃশাফার গান আমারও ভালো লাগে। ছিডিটা কাল্কেই কিনুম।

দৃশা এর ছবি

কঠিন চিপার মাঝে আছি গো ভাইলোগয আর বোনলোগয'রা। পরীক্ষা নামের এক ডাইনী পিশাচিনী গলার কাটা হয়ে ল্যারিংস ফ্যারিংসের সন্ধিস্থলে আইটকা আছে, না গলা দিয়া খানা নামে না গলা দিয়া আওয়াজ বাইর হয়।

তাও যখন আইসা এই পোস্ট দেখলাম এতো দুঃখের মধ্যেও আনন্দে মন ভইরা গেল। কতদিন পর এতোগুলা মানুষরে দেখলাম আমার নামে ভালু ভালু কথা বলতেছে, নইলে তো পিথিমীর মানুষ এমন খ্রাপ হইছে যে আমার মত সুশীল শান্ত শিষ্ট মানুষের নামেও খালি বদনাম করে।

কি কইতাম? প্রত্যেকটা মানুষরে ব্যাপক ধন্যবাদ। এ্যালবামটা যতনা ব্যবসা সফল হইব ঐ চিন্তায় করছি, তার চেয়েও খায়েশ ছিল ভিনটেজ ফিলের কিছু একটা করার। ক্লাসিকের ক'ও হয় নাই যদিও, তাও করলাম আর কি মানুষ জনরে এট্টু ত্যক্ত করতে। আর ষ্টার? হে হে হে। নাই দেশে যে ভেরেন্ডাও সবজি, শুনছেন কুনুদিন? আমগো দেশেও আমরা বেবাক্তে ষ্টার‌ তাই এই ষ্টারের কুনু বেইল নাই। কত যে তুখোড় প্রতিভা এই দেশের আনাচে কানাচে পইড়া আছে, শুধু সুযোগ পাই না বইলাই আমরা ফাঁকা মাঠে বল লইয়া দৌড়াই। তাই ভাইডিরা ষ্টার না, আমি বরং দৃশাই ভাল।

বহু সীমাবদ্ধতার মধ্যে থাইকা রোমন্থনের সৃষ্টি। অনেক ভাল করার খায়েশ থাকলেও করতে পারি নাই, প্রথমবারের নড়বড়ে অভিজ্ঞতা নিয়া ভুল-ত্রুটি সহ যে জিনিস অবশেষে সবার কাছে আসল, আর সেটাকে সবাই যেভাবে না শুনেই এতোটা এ্যাপ্রিশিয়েট করলেন, দেইখাই মন ভইরে গেছে। প্রত্যেকটা মানুষরে তাই প্রবল ভাবে ধন্যবাদ জানাই। এবারের ঘাটতিগুলো চেষ্টা করবো যেন পরবর্তীতে ঘুচাতে পারি। যারা উপরোক্ত ভালু ভালু মন্তব্য পড়ে ফাঁন্দে পা দিয়া চাকতি খানা কিনে বিমর্ষিত, তারা অবশ্যই নির্দ্বিধায় আসিয়া হামাকে গাল পাইড়া যাবেন ভুল-ত্রুটির জন্য। আর যারা কিনেন নাই বা কিনবেন তাদের জন্যও এই অপশন সবসময়ের জন্য খোলা রইল।

স্বঘোষিত আজীবন ২৫ বছরের তরুন নজু ভাই'রে আলাদা কইরা একটা ধন্যবাদ জানায়ে যাচ্ছি। এই ভদ্দরলুক শুধু স্মরণ কইরা কিনে নাই, বরং নার্ভের উপর প্রেসার লইয়া সবডি গানও বলে শুনছে, কী অসীম ধৈর্য্য আর সাহসিকতা! না রে ভাই, আসলেই মন থিকা দুয়া করলাম আপনার বয়স যেন আজীবনই ২৫ থাকে, যখন আপনার প্রিন্সেসও ২৫ এর গন্ডি পার হইয়া যাইব, তখনও আপনে থাকেন যেন ২৫ বছরের চির তরুন। ব্যাফক ধন্যবাদ, আপনার সুবাদে কত ভালু ভালু কথা শুনলাম। এই কমেন্টগুলা বান্ধায়ে রাখা দরকার, ভবিষ্যতে পুলাপাইনরে দেখাইয়া কমু 'দেখছস তোগো বয়সে আমি কত ভালু আছিলাম ব্যাদ্দপেরা'। আর যেই খেদটা জানায়ে গেলেন সেটা মাথায় রইল। এই এ্যালবামে মৌলিক গান রাখি নাই ইচ্ছা কইরাই, তবে ২ মাস পর আশা করি গুটিকয়েক মৌলিক গান শুনলেও শুনতে পাবেন। ভালু থাইকেন পরিবার সমেত।

পুনশ্চঃ কতিপয় দুষ্ট লুককে দেখতেছি হামাকে খালা বলিয়া নিজ নিজ অরিজিনাল বয়স লুকাইয়া কচি সাজার ব্যর্থ চেষ্টা চালাইতেছে। উহাদের সাবধান করিয়া এই মর্মে জানাইয়া যাইতেছি যে 'ধর্মের কল বাতাসে নড়ে'। সাধু সাবধান!

দৃশা

ভূঁতের বাচ্চা এর ছবি

আরে ! বিশাল সংবাদ দেখি। আমি পাইতে দেরি কইরা ফেললাম তবু পাইসি সেটাতেই ম্যালা খুশি লাগতেসে। দৃশাপুর লেখালেখি পড়তে খুব মজা লাগে সবসময়েই কিন্তু শারমিন ওরফে দৃশাপু যে এত্তো ভাল গান করে সেটা আসলেই জানা ছিলনা। কোনও দুষ্ট লোকের কাছে দৃশাপুর ইস্নিপ্সের লিঙ্কটা থাকলে দয়া কইরা আমাগো সাথে শেয়ার করার অনুরোধ জানানো যাইতেসে। ধুগোদার প্রোডাকশন হাউজের ভিডিওটা আবার দেখলাম। গানটা অসম্ভব সুন্দর। কোনও এক্সট্রা মিউজিকের দরকারই পরেনি দৃশাপুর গলা এতোই ভাল যে। গানটা যতবার শুনতেসি শিহরিত হইতেসি যেন। পরীক্ষা শেষ হইলে কয়েকটা মৌলিক গান শোনার আশা রাখি দৃশাপুর থেকে।
----------------------------------------------

--------------------------------------------------------

আলমগীর এর ছবি

দৃশার এলবাম আমাদেরগান.কমে যোগ করা হয়েছে। আগ্রহীরা কিনে নিতে পারেন। দাম মাত্র $১.৮৫.
লিংক: দৃশার এলবাম

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শেষ পর্যন্ত দৃশার এ্যালবাম হাতে এলো।
শুনলাম।
যেমন ভেবেছিলাম তার চেয়ে ও চমৎকার হয়েছে।
এত মিষ্টি গলার গান অনেকদিন শুনিনি।
সবচেয়ে ভাল লেগেছে গানগুলো দৃশা একদম নিজস্ব গায়কীতে গেয়েছেন।
তবে একটা বিষয় না বলে পারছিনা- সিডিতে যে গানগুলো গাওয়া হয়েছে সেখানে বিশেষ করে আধুনিক গানে ক্ষেত্রে মূল শিল্পীর নাম উল্লেখ করা হয়েছে কিন্তু গীতিকার / সুরকারের নাম উল্লেখ করা হয় নি। এটা করতে পারলে ভাল হতো।
আমার মনে হয় এর মধ্যেই সিডি টি শ্রোতাপ্রিয় হয়েছে।
যে দোকান থেকে আমি সিডিটা কিনেছি খোঁজ নিতেই বলল এটা তো শেষ হয়ে গেছে।
তারপর আমাকে তারা অন্য দোকান থেকে জোগাড় করে দিল।
খুব অবাক হয়ে ভাবলাম এসব শ্রোতা কি সবাই সচলের সদস্য , পাঠক নাকি আগেই দৃশা বিখ্যাত হয়ে গেছেন?
যাই হোক অনেক অনেক শুভ কামনা দৃশার (শারমিন)জন্য।
আর এই চমৎকার এ্যালবামের খবর জানানোর জন্য আমাদের নজরুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।