আজকের বৈঠকের কিছু সিদ্ধান্ত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শনি, ০২/০৫/২০০৯ - ৩:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত শুক্রবার আমরা বসেছিলাম ছবির হাটে। খালিদ চাচার চিকিৎসা সাহায্যার্থে কী কী করা যায় তা নিয়ে। সেদিনই সিদ্ধান্ত হয়েছিলো ১ মে শুক্রবার আবার বৈঠক হবে।
সে অনুযায়ী বৈঠক হলো। কিন্তু উপস্থিতি খুব কম। আমি, মুস্তাফিজ ভাই, রণদা, মৃদুল আহমেদ, সবজান্তা, তারেক, শাহেন শাহ্।

তো যা যা সিদ্ধান্ত হইলো আপাতত তা তা বলি (যদি কোনোকিছু মিস হয় তাইলে অন্য উপস্থিতেরা শুধরায়া দিয়েন)

* ইন্টারনেটে আরো প্রচারণা বাড়ানো হবে। কারন এখনো পর্যন্ত ইন্টারনেট প্রচারণাতেই বেশি অর্থ এসেছে।
একটা চেইন মেইল তৈরি করা হবে। বাংলায় লিখবে নজরুল, তা ইংরেজি অনুবাদ করবে জিফ্রান।

* দৈনিক ও সাপ্তাহিক পত্রিকাগুলোতে বিষয়টাকে গুরুত্বসহ প্রচার করা। আহমেদুর রশীদ এ দায়িত্ব আগেই নিয়ে রেখেছেন। তিনি সবাইকে গুঁতিয়ে গুঁতিয়ে পত্রিকার কাভারেজ বাড়াবেন।

* চিকিৎসার জন্য সিঙ্গাপুর এবং অন্যান্য যা যা লাগে সেসব বিষয়ে খোঁজ নেবেন সচল মেহেদী হাসান। তার নির্দেশনামতেই চিকিৎসার পরবর্তী পরিকল্পনা করা হবে।

* সরকারী দপ্তর সমূহে সাহায্যের আবেদন পত্র খুব দ্রুত পাঠানো হবে। এটা তদারকি করছেন তারেক আর মুস্তাফিজ ভাই।

* দেশস্থ যারা টাকা দেওয়ার অঙ্গীকার করেছেন, তাদের টাকাটা দ্রুত কালেক্ট করা হবে। কোথা থেকে কতো টাকা উঠছে না উঠছে তার সব হিসাব রাখছে তারেক।

* মিডিয়া কাভারেজের জন্য কিছু প্রোগ্রাম করা হবে। তার মধ্যে একটা হচ্ছে আগামী শনিবার (৯ মে) সন্ধ্যায় ছবির হাট-এ একটি মোম প্রজ্বলন অনুষ্ঠান করা। সাথে ছোট্ট একটি সঙ্গীতানুষ্ঠান। মৃদুল আহমেদ এই অনুষ্ঠান বিষয়ে অচিরেই পরিকল্পনা পেশ করবেন।

* ৭ মে (বৃহস্পতিবার) থেকে উত্তরায় একটা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করার চেষ্টা চলছে (লোডশেডিংকালীন পরিস্থিতি একটি অন্তরায় যদিও)। এর জন্য চলচ্চিত্র বাছাই করা হচ্ছে। মুস্তাফিজ ভাই এর পোস্টার আর টিকিট নকশা আর ছাপানোর দায়িত্ব নিয়েছেন।
ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির সাথেও আলাপ হয়েছে। যৌথভাবে কিছু পরিকল্পনা হয়তো করা যাবে। আপডেট জানানো হবে।

* আরো কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা পরিকল্পনাধীন আছে। আপাতত কাছাকাছি পরিকল্পনাগুলো তুলে দেওয়া গেলো সবার জ্ঞাতার্থে। এখন এতে সংযোজন বিয়োজন করার অনুরোধ রাখছি সবাইকে।


মন্তব্য

হিমু এর ছবি

অন্যান্য কিছু পোস্টে আরও আইডিয়া এসেছিলো। যেমন দৃশা জানিয়েছিলো বিভিন্ন এফএমরেডিওগুলির সাথে যোগাযোগের কথা।

মোবাইল কোম্পানিগুলোর সাথে এসএমএস নিয়ে আলাপ করা যায় কি?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সবজান্তা এর ছবি

সদ্য সদ্য এস এম এসের স্মৃতিটা খুব বেশি মধুর না। গ্রামীনফোনের এখন এইসব ব্যাপারে চূড়ান্ত অনীহা। তবু একবার চেষ্টা নেওয়া যেতে পারে। খুব ভালো হতো গ্রামীনফোনে প্রভাবশালী কেউ পরিচিত থাকলে কিংবা হয়তো বিটিআরসি তে প্রভাবশালী কেউ পরিচিত থাকলে। সে ক্ষেত্রে আমরা তাঁদের সিদ্ধান্ত প্রভাবিত করতে পারতাম।


অলমিতি বিস্তারেণ

ইশতিয়াক রউফ এর ছবি

একটা কাজ দিয়েছিলেন। সারাদিন বাইরে, এখনও বেশ ব্যস্ত। কালকের মধ্যে করে দেবো, প্রতিজ্ঞা করছি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এফ এম রেডিওগুলোর সাথে আলাপের প্ল্যানটা মাথায় আছে। আসলে সময় একটা বড় সমস্যা। সবকাজ একসাথে করা যাচ্ছে না। লোকবলও কম। তবু চেষ্টা চলছে। আমার কিছু যোগাযোগ আছে এফএম রেডিওগুলোর সাথে। সেগুলো ব্যবহার করবো, কিন্তু অন্য সব কাজের ভীড়ে একটু সময় লাগবে।
অন্য কারো এসবে যোগাযোগ থাকলে আওয়াজ দিতে পারেন।

এসএমএস বিষয়ে আলাপ হয়েছে। কিন্তু গ্রামী ফোন নাকি এসব এখন একেবারে বন্ধ করে দিছে। আমি এইসব টেকনিক্যাল ব্যাপার বুঝি না। সবজান্তারা আলাপ করলো এই ব্যাপারে, ওরা হয়তো ভালো বলতে পারবে।

একটা ডকু বানানোর চেষ্টা হচ্ছে। সেটা এবং অন্য প্রোগ্রামগুলো নিয়ে টিভি চ্যানেলগুলোর সাথেও কথা বলা হবে। প্রোগ্রামগুলো আগে ঠিকঠাক গুছিয়ে নিয়ে তারপর সেদিকে দৌড়।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

ছবির হাটের ঘাসোয়া মাঠে বসে থাকা এই সাধারণ মুখগুলোই যে অসাধারণ বোধ আর উপলব্ধি বুকের ভেতরে ধারণ করে নিবিষ্ট হয়ে আছে একজন মুক্তিযোদ্ধার জীবন বাঁচানোর তীব্র আকুতি নিয়ে ! এরা সফল হবে না তো কারা হবে !
পরিশুদ্ধ মানবিক ইচ্ছার কাছে পৃথিবীকে নতজানু হতেই হয় ! সে কেবল সময়ের ব্যাপার।

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

অনেক সাফল্য কামনা করছি, পাশে আছি।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

জিজ্ঞাসু এর ছবি

মানবীয় এই আবেদনের উদ্যোক্তাদের সকলের প্রতি শ্রদ্ধা! জয় হোক মানবতার! জয় হোক মানুষের!

___________________
সহজ কথা যায়না বলা সহজে

লুৎফুল আরেফীন এর ছবি

আমার এতোসব ব্যপার ঘটতে দেখে রীতিমতোন চোখে পানি চলে আসছে!
আমরাই পারি!
শুধু পেট সর্বস্ব জীবনযাপনের কোনও স্বার্থকতা নেই। হৃদয় নিয়ে বাঁচাটাই আসলে পুরোপুরি বাঁচার সমার্থক।
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

মামুন হক এর ছবি

শুধু পেট সর্বস্ব জীবনযাপনের কোনও স্বার্থকতা নেই। হৃদয় নিয়ে বাঁচাটাই আসলে পুরোপুরি বাঁচার সমার্থক।
এক্কেবারে আমার মনের কথাটা বলছেন!

নীড় সন্ধানী এর ছবি

আমরা সবাই চেষ্টা করছি। সাধ্যমত। একজন মুক্তিযোদ্ধার জীবনকে খানিকটা দীর্ঘায়িত করে অপরাধবোধ হালকা করার চেষ্টা।

তবু কেন যেন ভয় হয়, দেরী হয়ে যাচ্ছে না তো!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

মাহবুব লীলেন এর ছবি

নিজেকে এখন একটা বেকুব মনে হচ্ছে আমার
কালা সারাদিন ঘুমিয়েছি
আর ঘুমের মধ্যে বেশ কয়েকবারই মনে হয়েছে কোথায় যেন যাবার কথা ছিল আমার
বিন্দুমাত্র মনে করতে না পেরে একটানে রাতে উঠেছি ঘুম থেকে...

০২

সব সিদ্ধান্তের সাথেই আছি
ফোনে কথা বলে ঠিক করে নেবো আমি কোথায় কাজে লাগতে পারি
আর আমার কাছে জড়ো হওয়া টাকাগুলো কোথায় দিতে পারি

টুটুল এর ছবি

আমারা ধিরে ধিরে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি

সাইফুল আকবর খান এর ছবি

সশরীরে থাকতে পারি নাই নিজের এবং পরিবারের বাসস্থান পরিবর্তন সংক্রান্ত ঝামেলায়।
কিন্তু, আছি সবকিছুর সাথেই।
আজকালের মধ্যে আমার টাকাটাও পৌঁছে দেয়ার চেষ্টা করবো তারেকের সাথে যোগাযোগ ক'রে।
হ্যাঁ, আমরা এগিয়ে যাচ্ছি।
ভালো লাগছে।
আমরা মনে হচ্ছে পারবো।
যারা সক্রিয়ভাবে লড়ে যাচ্ছেন সবদিকে, তাদেরকে ধন্যবাদ দেয়ার কুরুচি বা দুঃসাহস তো করবোই না, তবে সবাইকে স্যাল্যুট অবশ্যই দিয়ে যাচ্ছি, যাবো।
হ্যাঁ, হবে।
হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কাউকে বাঁচানোর জন্য প্রচন্ড উদ্যম নিয়ে আপনাদের এই ঝাঁপিয়ে পড়া আমাকে একই সাথে মুগ্ধ ও বিস্মিত করে। শ্রদ্ধা জাগায়। আপনাদের সাথে থাকতে পেরেই নিজেকে ধন্য মনে হয়।
স্যালুট আপনাদের সবাইকে। প্রচেষ্টা সফল হোক।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্নিগ্ধা এর ছবি

নইজ্যা - খুবই ভালো উদ্যোগ! দেখেন, সত্যি কথা হচ্ছে আমরা সবাই নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকি - এরকম একেকটা ঘটনা যখন ঘটে, আমরা প্রথম দিকে সবাই আগায় আসি এবং আন্তরিকভাবেই কিছু করতে চাই। তারপর দৈনন্দিনতার চাপে আস্তে আস্তে ঐ ব্যাপারটা ঝিমায় পড়ে।

আমাদের সবার এটাই একটু খেয়াল রাখতে হবে, এবং আপনারা কয়েকজন তো ঠিক সেটাই করতেসেন - এই উদ্যোগটাকে ঝিমাতে না দেয়ার উদ্যোগ নিসেন!

সিরাত এর ছবি

আমি গত ৪ দিন ধরে টাকা নিয়ে ঘুরতেছি, জমা দেয়া হচ্ছে না। আজ-কালকের মধ্যে পৌঁছায় যাবে। এই সব ব্যাংকগুলা যে কি পেইন দেয়!!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

@ সিরাত
হ, ব্যাঙ্কে টাকা জমা দেওয়া একটা পেইন। তবু জমা দিয়া দেন।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

গৌতম এর ছবি

মুক্তিযুদ্ধ জাদুঘরে কি প্রোগ্রাম করা হবে? এরকম একটা আলোচনা হয়েছিলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দৃশা এর ছবি

এতোগুলা পোস্ট, কই যে মন্তব্য করমু বুঝি না। যাউকগা কইতে আইলাম যে আমার পরিচিত একজন আমারে জানাইলো যে ডাচ-বাংলা ব্যাংক এসব ব্যাপারে বেশ কো-অপারেটিভ। কিছুদিন আগে তারা এসিড দগ্ধ ভিক্টিমদের জন্য বেশ বড় ইফেক্টিভ ক্যাম্পেইন করল। তাই একবার তাদের সাথে কথা বলেও দেখা যায়, এসব বিষয়ে তারা শুনলাম বেশ ইন্টারেস্টেড হয় প্রচার পাওয়ার আশায়,আর তারা প্রচার করুক যা খুশি করুক, আমাদের পারপাস সার্ভ হওয়া এই মুহুর্তে জরুরী। এই তথ্য এখানে না দিয়া জানি আমার নিজেরই উদ্যোগ নিয়ে গিয়ে কথা বলা উচিৎ ছিল। কিন্তু বেসম্ভব চিপার মধ্যে আছি, দিন কয়েক বাদে কেয়ামত শুরু হইব, যার কারণে নড়তে চড়তে পারতেছি না। কেয়ামত শেষে এএএনশাল্লাহ যা যা করা সম্ভব হবে সব উদ্যোগ নেওয়ার চেষ্টা করব, এখন রিমোটলি যেভাবে সম্ভব চেষ্টা করতেছি। তয় এর মধ্যে, আপনারা যদি কেউ ডাচ-বাংলার সাথে কথা বলে দেখেন খুব ভাল হয়। সব দিকই যাচাই করতে তোকুনু সমস্যা নাই।

দৃশা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।