ভাষাসৈনিক ও ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এ্যডভোকেট গাজীউল হক আর নেই।
আজ বিকেলে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। সকালে ঘুমের মধ্যে স্ট্রোক করলে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু কোনোভাবেই রাখা গেলো না তাঁকে।
ভাষা সৈনিক গাজীউল হক ১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
তাঁর প্রতি শ্রদ্ধা... পরিবারের প্রতি সহমর্মিতা।
তাঁর এবং তাঁদের জন্যই এই প্রিয় বাংলা ভাষায় লিখতে পারছি...
মন্তব্য
উনার রূহের মাগফেরাত কামনা করি, ইন্নলিল্লাহ !!!
(শ্রদ্ধা)
শ্রদ্ধা...
---------------------------------
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্ পাটুস্ চাও?!
---------------------------------
বাঁইচ্যা আছি
একে একে সবাই চলে যাচ্ছে...
(শ্রদ্ধা)
...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
................................................................................................
শ্রদ্ধা...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
.....................................................
শ্রদ্ধাঞ্জলী রইল
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
কেউ উইকি বা অন্য কোনো ওয়েবসাইট থেকে এঁর জীবনীর কোনো লিঙ্ক দিতে পারেন?
এখানে পাবেন ভাষা আন্দোলনের খবর। এই আন্দোলনের অন্যতম সংগঠক গাজীউল হক। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিশাল ছাত্র সমাবেশ হয়, সেই সমাবেশে সভাপতিত্ব করেন গাজীউল হক। এবং নেতৃত্ব দেন প্রতিবাদ মিছিলে। এজন্য সরকার তাঁকে গ্রেফতার করে। দীর্ঘদিন তিনি কারাবরণ করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে তিনি কলকাতায় পত্রিকা বিক্রি করে করে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করতেন। আর যুদ্ধের পরে স্বাধীন দেশে আইন ব্যবসা শুরু করেন। উচ্চ আদালতে ইংরেজীর পরিবর্তে বাংলা ব্যবহারে তিনি সোচ্চার ছিলেন। এ বিষয়ে একটা বইও লিখেছেন।
বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। ২০০১ সালে তাঁর ব্রেইণ স্ট্রোক হয়।
আরো তথ্য পাবেন বিডিনিউজে
ছবিসুত্র: বিডিনিউজ২৪.কম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
শ্রদ্ধা রেখে যাই।
জানতেও চাই আরো।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
শ্রদ্ধা
ইতিহাস তার পাতা ওল্টাচ্ছে....
অবনত শ্রদ্ধায় স্মরণ করছি মরহুম গাজীউল হক'কে......
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
মহান ভাষাসৈনিককে শ্রদ্ধা জানাই।
শ্রদ্ধা......রইল। ঊনার আত্মার শান্তি কামনা করি।
আমার সশ্রদ্ধ প্রণতি এই মহান পুরুষের মহা প্রয়ানে।
আমার মনে আছে, ছোট বেলার একুশে ফেব্রুয়ারীর দিনগুলো--- শ্রদ্ধেয় আব্দুল লতিফ আর গাজীউল হক---একেবারে সমার্থক হয়েছিলেন একুশ তারিখের। আব্দুল লতিফের সেই "ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়---" আর গাজীউল হকের স্মৃতি চারণ---বার বার শোনা, কিন্তু প্রতিটি বার সমান উদ্দীপনাময় ছিল।
আপনার আর আপনাদের নিঃস্বার্থ আত্মত্যাগ আমার মুখের ভাষা কেবল যে কেড়ে নিতে দেয়নি----আপনাদের সংগ্রাম রোপন করেছিল প্রতিটি বাঙ্গালীর বুকে স্বাধীনতার স্বপ্নবীজ।
আমরা কখনোও এই আত্মত্যাগ ভুলব না-----
শ্রদ্ধা...
হুম..... দেখলাম, ধীরে ধীরে অনাথ হয়ে যাচ্ছি আমরা........
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
পাঠ্যবইয়ের বাইরে আমার পড়া প্রথম লেখক।
শ্রদ্ধাঞ্জলী।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
না শিখেছি শুদ্ধ বাংলা, না বিদেশী ভাষা
তবুও আমাদের দিন তাঁর বা তাঁদের স্বপ্নে আঁকা
নদী
শ্রদ্ধা, হৃদয়ের অন্তঃস্থল থেকে।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
(মোম)
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
(শ্রদ্ধা)
(শ্রদ্ধা)
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
নতশির শ্রদ্ধা!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
তাঁর প্রতি শ্রদ্ধা... পরিবারের প্রতি সহমর্মিতা।
তাঁর এবং তাঁদের জন্যই এই প্রিয় বাংলা ভাষায় লিখতে পারছি...
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন