Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

শুভ জন্মদিন "তনু" আপা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: মঙ্গল, ১৪/০৭/২০০৯ - ৩:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পয়লায় তানবীরা তালুকদার ওরফে স্বাতী ওরফে "তনু" আপাকে জন্মদিনের শুভেচ্ছা।

আমি পয়লা ভাবছিলাম উনি বুড়াধুরা কেউ হবেন। কিন্তু এখন ভাবি উনি জীবনেও বুড়া হইতে পারবেন না। অসম্ভব আমুদে একজন মানুষ। সারাক্ষণ হৈ হুল্লোড়, মাস্তানী করে বেড়াচ্ছেন। আর আক্ষরিক অর্থেই বেড়াচ্ছেন। দুদিন পর পর দেখি তিনি এখানে ওখানে ঘুরতে গেছেন। নাচা গানা ছাড়া তার জীবন চলে না। এর মধ্যেই চাকরি করেন, আবার অসম্ভব সুইট একটা মেয়েকে সামলান।

নেদারল্যান্ডে থাকেন। সেখানে শুধু থাকেন বা কাজ করেন তা না, পুরো বাঙ্গালী দঙ্গলকে নিয়ে সারাক্ষণ বাংলায় মেতে থাকেন।

তার জীবনের মজার অভিজ্ঞতা আর বাঁদরামীর বিবরণ দিয়াই আস্ত একটা বই নাজেল করা সম্ভব। আবার এই মানুষটাই যখন জ্ঞানী জ্ঞানী কথা লেখেন, তখন বুঝতে হবে উনি কিন্তু জ্ঞানী লোক। বুঝে ইজি থাকতে হবে। আবার তিনি মাঝে মাঝে দারুণ সব গল্প লিখেও ফাটিয়ে ফেলেন। আর কেবল ঢাকায় এলেই খোলে তার ছড়া প্রতিভা

উনি ফটো তোলেন ভালো। ফুল ফলাদির ছবি তিনি নিয়মিতই ব্লগে দিয়ে থাকেন। আর ফেসবুকে দেন মজাদার সব খাওনের ছবি। সচলেও দেন... তবে একেবারেই কাঠখোট্টা রেসিপি... সচলের উনি খুবই প্রাণের মানুষ।

যা হোক... অনেক লিখে ফেলছি। এরচেয়ে বেশি লেখা উচিত না। আমারো তো ভয়ডর আছে... লেজেহুমো এরশাদ উনার বন্ধুকাঙ্খী... চোখ টিপি হুশিয়ার তো হইতেই হয়...

তাই আগে ভাগে পলাই।

তনু্ আপা... থুক্কু তানবীরা আপা, তবু আপনারে পুনরায় জন্মদিনের শুভেচ্ছা


মন্তব্য

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন তনু।

দেঁতো হাসি

তুলিরেখা এর ছবি

শুভ জন্মদিন। হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জন্মদিনের অনেক দিনের শুভেচ্ছা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

'জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা' বলতে চাইছিলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হ্যাপি বাড্ডে!
____________
অল্পকথা গল্পকথা

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন তানবীরাপু। অনেক সুন্দর কাটুক আপনার আজকের এবং আগামীর দিনগুলো।

প্রজাপতি

সুমন সুপান্থ এর ছবি

শুভ জন্মদিন, দাদী !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

তানবীরা এর ছবি

আরে নাতি নাকি? ধন্যবাদ আপনাকে
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

যুধিষ্ঠির এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা!

সাইফ তাহসিন এর ছবি

পয়লায় তানবীরা তালুকদার ওরফে স্বাতী ওরফে "তনু" আপাকে জন্মদিনের শুভেচ্ছা।

এইটুক পইড়াই হাসতে হাসতে শেষ হইয়া গেলাম, এট সুন্দর জন্মদিনের উপহার এর আগে কেউ পেয়েছে বলে মনে হয় না।

শুভ জন্মদিন তনুদি চোখ টিপি

জন্মদিনের কেকের ইমোটিকন না পাইয়া কেক ই দিয়া দিলাম

এমন ফাটাফাটি লেখা দেবার জন্যে উদ্ভিন্ন যৌবনা সুন্দরীর ছবি দিতে ছাইছিলাম, মাগার মডারেশনের ভয়ে চাইপা গেলাম দেঁতো হাসি , ঐটা আড়ালে আবডালে দিমুনে

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

তানবীরা এর ছবি

তাহসিন, ছেলে ভালো হলেও লুক খ্রাপ। আড়ালে আপনে আমারে বাজে ছবি দিবেন? আস্তাগফিরুল্লাহ মিন জালেক। মইরাও বেহেশত নসীব হবে না।

তবে হ্যা, এমন জন্মদিনের গিফট সত্যিই অমূল্য
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফ তাহসিন এর ছবি

নাউজুবিল্লাহ, ছবি নজুভাইয়ের জন্যে, আপনে কী কম সুন্দরী যে অন্যকারো ছবি লাগবে? আয়নায় নিজেরে দেখেন চোখ টিপি

আর কেক আপনার জন্যে, হে হে হে। এক স্লাইস পাচার করলেই চলবে

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সচল জাহিদ এর ছবি

শুভ জন্মদিন তানবীরাপু

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

রেজওয়ান এর ছবি
তানিয়া এর ছবি

প্রিয় তানবীরা জন্মদিনে আপনার জন্যে অনেক শুভেচ্ছা।
অনেক আনন্দে কাটুক আজকের এই দিন।
আবারও ধন্যবাদ জানিয়ে রাখলাম সুস্বাদু আ্যপল পিকেলের রেসিপির উদ্ভাবক কে।

ভালো থাকুন তাতা সারাদিন সারাক্ষন।


আহমেদুর রশীদ [অতিথি] এর ছবি

শুভেচ্ছা। শুভ জন্মদিন।

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন তানবীরা।
আপনার লেখার এক মুগ্ধ পাঠক আমি।কিন্তু সবচাইতে বেশি ভক্ত আপনার মেয়ের---এত্ত মজার মজার কান্ড ঘটায়---ওকে নিয়ে আরো লেখা আসুক--
নিরন্তর শুভেচ্ছা---

তানবীরা এর ছবি

শুভেচ্ছার জন্য থ্যাঙ্কু দাদা, মেয়েকে নিয়ে রোজ একটা ব্লগ লেখা যায়। মেয়ে রোজই কিছু না কিছু নতুন করে। মেয়ের জন্যও নতুন, মায়ের জন্যও নতুন। পাছে সবাই বিরক্ত হয়, এই ভয়ে চেপে যাই
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রেনেট এর ছবি

একুশবর্ষীয় তনুর জন্মদিনে শুভেচ্ছা রইল।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ধুসর গোধূলি এর ছবি

- হিমু এখনো কাঁথা নিয়া আসে নাই?
আসবে, ধৈর্য্য ধরেন। হাসি

শুভেচ্ছা জন্মদিনের 'তনু'পা। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তানবীরা এর ছবি

হিমুর কথা বাদ দাও, তুমি কি খালি হাতে আসছো নাকি ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ইশতিয়াক রউফ এর ছবি

শুভ জন্মদিন তাতাস্বাত আপু!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

যার জন্মদিন তিনি কোন এক পোস্ট বলেছিলেন তাকে (সচলায়তনে) প্রচলিত নামে ডাকা যাবেনা, শুধু তানবীরা নামে ডাকতে হবে।

তানবীরা-কে জন্মদিনের শুভেচ্ছা।

তানবীরা এর ছবি

দ্রোহীদা, তুলিদি, মুর্শেদ ভাই, শিমুল, প্রজাপতি, যুধিষ্টির, জাহিদ ভাই, রেজওয়ান, তানিয়া, ইশতি, পিপিদা, টুটুল ভাই, রেনেট সব্বাইকে শুভেচ্ছার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অম্লান অভি এর ছবি

দীর্ঘ প্রস্বস্তি গাথা আপনার স্মরণালোচনা যাপিত জীবনের তানবীরা তালুকদারকে নিয়ে সত্যি অন্য রকম ভাবে উপস্থাপন। ধণ্যবাদ।
দীর্ঘ জীবন আর মননের কামনায় শুভ জন্মদিন...............স্বাতী'দি (অনুমতি প্রার্থনায় রাখলাম উচ্চারিত নামে ডাকার)

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

তানবীরা এর ছবি

স্বরণালোচনা পড়ে আমার জন্মদিন নাকি ফুটার দিন, আমিই কনফিউজ ছিলাম ঃ)

সানন্দে অনুমতি দেয়া হলো
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ভূঁতের বাচ্চা এর ছবি

শুভ জন্মদিন তাতাপু। তারপর জন্মদিনে আমাদের এবার কি কি খাওয়াচ্ছেন ? আপনার তনু নামটা কিন্তু আমার জানা ছিলনা। আপুর কততম জন্মদিন এইটা ?
---------------------------------------------------------

--------------------------------------------------------

তানবীরা এর ছবি

আমি জন্মাবো কষ্ট করে আবার আমিই খাওয়াবো ???তুমি কি করবা?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ভুতুম এর ছবি

শুভ জন্মদিন তনু আপু! দোয়া করি আপনি এড়শাদুর চেয়েও বেশি দিন বেঁচে থাকুন ব হালতবিয়তে।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন তাতাপু।
আরো বড় হও, ভালো থেকো। চোখ টিপি

নুরুজ্জামান মানিক এর ছবি

দোস্ত !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

গৌতম এর ছবি

তাতাপুকে জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুখে থাকবেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দময়ন্তী এর ছবি

শুভ জন্মদিন! শুভ জন্মদিন!
এক আকাশ শুভেচ্ছা, এক পৃথিবী ভালবাসা দিলাম৷ আজ, কাল, প্রতিদিন হয়ে উঠুক ঝলমলে সুন্দর৷
----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন!

মামুন হক এর ছবি

শুভ জন্মদিন তনু দেঁতো হাসি

অনিন্দিতা চৌধুরী এর ছবি

তাতা ওরফে তনুর জন্মদিনে অফুরান শুভেচ্ছা।
ভাল থাকবেন।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন তনুআপু দেঁতো হাসি

সাইফুল আকবর খান এর ছবি

শুভ জন্মদিন। হাসি

আর, নজরুল ভাই কী গবেষণাটাই না নামাইলেন একজনের জন্মদিনের উছিলায়! দেঁতো হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

বিপ্লব রহমান এর ছবি

তাতা আপুর জন্মদিনে অনেক অনেক অনেক শুভেচ্ছা।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তানবীরা এর ছবি

সিমন, সাইফুল ভাই, ভুতুম, পান্থ, বিপ্লব ভাই, নুরুজ্জামান, গৌতম, দমুদি, আকতার ভাই, মামুন ভাই, অনিন্দিতা কে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্য
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন (কী নামে ডাকব ভেবে পাচ্ছি না)। ভালো থাকুন, আনন্দে থাকুন, আপনার "ভালু ভালু" কর্মকাণ্ড দিয়ে আপনার চারপাশের মানুষের "খবর" করে দিন আরো বহু বহু বৎসর।

পুনশ্চঃ দিশা দেখলাম আজ চিংড়ী-পোলাও, রুই মাছের দো-পেঁয়াজা, মাছের কোফতা আর কী কী সব রেঁধেছে। দুলাল ভাই আর মেঘকে নিয়ে সকাল সকাল চলে আসুন। সাথে আপনার কোন তুতো ভাই-বেরাদর আনবেন না।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

দুষ্ট বালিকা এর ছবি

দিশা নামটা সচরাচর শুনিনা... শুনলে বড়ই মজা লাগে, আপুনির রান্নার খবর শুনে খাইতে মঞ্চাইতেছে। ভাইয়া আমাদের কথা একবারও ভাববেন না? ইয়ে, মানে...

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি যে আপনের সামনের বাড়িতে থাকি, আর আমার যে বউ বাপের বাড়ি গেছে, আর আমি যে মাঝে মধ্যেই খাদ্যের অভাবে অখাদ্য খাই... আমারে আপনের চোখে পড়ে না?
নেদারল্যান্ডে দাওয়াত দেন? আপনের বাড়িতে আমি সন্ত্রাসী হামলা করবো বলে রাখলাম। পুরা সচল বাহিনী নিয়া হাজির হবো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শাহেনশাহ সিমন এর ছবি

সঙ্গে আছি দেঁতো হাসি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

রণদীপম বসু এর ছবি

চলেন এখনি রওনা দেই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

ষষ্ঠদা, দিশার আক্কেলটা দেখেনতো। আগে বলবে না। এদিকে আমি অন্য জায়গায় দাওয়াত নিয়ে ফেলেছি। আচ্ছা, থাক ওকে বলেন সব ডীপ করে দিতে, সামনের বার ওর হাতের রান্না না খেয়ে যাচ্ছি না ঃ)

শুভেচ্ছার জন্য ধন্যবাদ।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মুস্তাফিজ এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।

...........................
Every Picture Tells a Story

দুষ্ট বালিকা এর ছবি

তাতাতাতাতাতাপু... কে হেফী বাড্ডে!

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

গোপাল ভাঁড় এর ছবি

হ্যাপ্পি বার্থডে

--------------------------------------------
<ঘ্যাচাত, ঘ্যাচাত, ঘ্যাচাত> - আমার সিগনেচার

--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........

পুতুল [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন, আনন্দে কাটুক প্রতিটি দিন।

অমিত আহমেদ এর ছবি
কল্পনা আক্তার এর ছবি

জন্মদিনের অনেক শুভেচ্ছা আপু হাসি

........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

তানবীরা এর ছবি

অফিসে আছি, শুধু পড়েছিযে তার স্বাক্ষর রাখতে আসা। জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর হয় না। চোখ আর মন দুইই ভরে এসেছে। শুধু তনু লেখার জন্য বিগ মাইনাস (রাগের ইমোশনটা) পরে দিবো।

ধন্যবাদ সবাইকে, বাড়ি গিয়ে কথা হবে।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রণদীপম বসু এর ছবি

যা-ই বলেন, তনু'পা সম্বোধনটাতে ভারি সৌন্দর্য্য !

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

রণদা কি বুড়া আঙ্কেল হইবার চেষ্টায় আছেন, ভালো থাকতে পয়সা লাগে না, এই কইয়া গেলাম
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন!!

রিমঝিম [অতিথি] এর ছবি

আমার মা কে যখনই বলেছি জন্মদিন পালনের কথা, উওর (কিংবা আশীবাদ) ছিল - "আমাকে কেন তোমার জন্মদিন পালন করতে হবে? আমি তো জন্ম দিয়েছি তোমায়। এত বড় হও যেন অন্যেরা তোমার জন্ম উৎসবে মেতে উঠে।" ছোটবেলায় বুঝতাম না। পরে বুঝেছি। আর আজ আপনার জন্মদিনের এই আয়োজন দেখে আবার উপলব্ধি হল মা কি বোঝাতে চেয়েছিলেন। আর আপনি কি না অভিযোগ করছিলেন আপনার জন্মদিনে বিশেষ কিছু হয় না? আপনার উদ্দেশ্যে আজ সকালে লেখা দু'লাইন এভাবে সত্যি হবে বুঝতে পারিনি.....পরের বছর আরও বড় কিছু চাইব......সেই দু'লাইন আবার তুলে দিচ্ছি......

রংধনু রাঙা রঙে সব বিস্মিত বাকহীন
একটিই শুধু স্তুতি আজ তোমার জন্মদিন

তানবীরা এর ছবি

রিমঝিম, ব্লগে সুস্বাগতম। পাশাপাশি বাড়ি থেকে ব্লগিং এর মজাই আলাদা হবে।

যারা এখানে আমার জন্মদিন পালন করছেন, তাদের কাছে আমি কিছুই না। তারা ভালোবাসেন এটাই আমার ভাগ্য। আমি তাদের কাছাকাছি থেকে তাদের চা-কফি বানিয়ে দেয়ার কাজটা করি, এই আর কি............

তোমার লেখা লাইন দুটো অপূর্ব হয়েছে, আবারো বললাম এখানে। স্বীকার করছি, আর বলার উপায় নেই জন্মদিনে কিছু হয় না। বড় ডিজিটাল পার্টি হয় আর ছোটটা হবে শনিবার, একসাথে সব্বাই, কি বল?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আবারো শুভেচ্ছা, স্বাতী আপা। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ফকির লালন এর ছবি

শুভ জন্মদিন। সকল শুভকামনা।

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন তাতাপু হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

তানবীরা এর ছবি

মুস্তাফিজ ভাই, দুষ্টু বালিকা, গোপাল ভাড়, পুতুলদা, অমিত, কল্পনা, লালন, স্নিগ্ধাপু, নিবিড়, শিমুল সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মৃদুল আহমেদ এর ছবি

হিমুর জন্য অনেকক্ষণ ওয়েট কইরা আর পারলাম না...
জন্মদিনে শুকনো কাঁথার শুভেচ্ছা! হো হো হো
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

তানবীরা এর ছবি

আপ্নেও কাঁথা ? আইচ্ছা দিলেন যখন তখন ধন্যবাদ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নাজনীন খলিল এর ছবি

তানবীরার জন্মদিনে (দেরীতে হলেও )অনেক শুভেচ্ছা।

লেখকের জন্যেও শুভেচ্ছা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।