ভাইসব... ভাইসব... ভাইসব...
আসিতেছে... আসিতেছে... আসিতেছে...
মন মাতানো, রঙ নাচানো, দিল হাসানো, কেশর দোলানো, দম ফাটানো সিনেমা- গাছ কেন সুন্দরী রী রী রী রী... (ইকো ইফেক্ট হবে) THE DOG & THE TREE EE EE EE EE...
হা ভাই, এ এক অবিশ্বাস্য সিনেমা... ভুলোক গোলক তালাশ করিয়া কোথাও কোনো মনোমতো সুন্দরী না পাইয়া অবশেষে নজরুল-মুস্তাফিজ জুটি হাজির হইলো এক গহীন জঙ্গলে। আর কী আশ্চর্য... সেই জঙ্গলে হাজারে হাজারে লাখে লাখে সুন্দরী। এ যেন নতুন এক সপ্তাশ্চর্য...। কিন্তু বিধাতার কোন এক অসীম গোস্বায় তাহারা সকলেই বৃক্ষ হইয়া গিয়াছে। বৃক্ষ তোমার নাম কী? রূপে পরিচয়।
নজরুল মুস্তাফিজ এখন কী করিবে? সোনার কাঠি রূপার কাঠির পরশে সেই অগুন্তি বৃক্ষ সুন্দরীকে মানব সুন্দরীতে রূপান্তরিত করিতে পারিবে?
ভাইসব, বাঁচতে চাইলে জানতে হবে, জানতে চাইলে দেখতে হবে... সেই দূর্দান্ত সিনেমা... গাছ কেন সুন্দরী রী রী রী... (আবারো ইকো ইফেক্ট হবে)
সৌরজগতখ্যাতিসম্পন্ন চিত্রনাট্যকার বাঘা নজরুলের কাহিনী চিত্রনাট্য ও সংলাপে ত্রিভুবনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিচালক সিংহ কেশর মুস্তাফিজের পরিচালনায় বিগত এবং আগত ২১ জেনারেশনের শ্রেষ্ঠ চলচ্চিত্র গাছ কেন সুন্দরী রী রী রী রী... (ইকো ইফেক্ট হবে)
বনের রাজা টারজান নিবেদিত, ভ্রমণায়তন পরিবেশিত, টাকা আনা পাই প্রযোজিত সর্বকালের শ্রেষ্ঠ ছবি... গাছ কেন সুন্দরী রী রী রী রী...
এ যেন তিলোত্তমা... তিল তিল করে পৃথিবীর সেরা সব উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই সিনেমা... যার সঙ্গীত শুনলে সাগরের জল নাচিতে নাচিতে পাহাড়ের ঝর্ণা হইয়া যায়, বাতাসে ঝড় বইতে বইতে ঘুর্ণিঝড় হয়... সঙ্গীতে আছেন সেই কোকিলকণ্ঠী কাউয়া... (বাচ্চালোগ তালিয়া বাজাও)। আরো আছে... যার নৃত্যে তাণ্ডবলীলা হয়ে যায় এই ধরণীতে... প্রলয়নাচনখ্যাত বিশিষ্ট নৃত্যশিল্পী নৃত্যরাজ বিনরের ছন্দে আনন্দে নৃত্যে নেচে উঠেছে বনের সকল পশুপাখি। আর সেইসব অবিশ্বাস্য সব কাহিনী চিত্রায়ন করেছেন ফ্লিকারায়তনের মহাজ্ঞানী ফটুরেরা...
দেখতে চাইলে অপেক্ষা করুন... জানিয়া রাখিবেন... ধৈর্য্যনং সিনেমানং তপঃ
অধৈর্য হইয়ো না, যদি সচল হও।
ওহ হো... আসল কথাই তো বলা হলো না। এই ছবির বিশেষ আকর্ষণ... তারকাশিল্পীগণ। কী তাদের সুরত্... দেখিলে পরাণ কাঁপিয়া উঠে... দিল ধ্বক ধ্বক করনে লাগে... কদিন আগেই এই সিনেমার কাষ্টিং শুনিয়া সূর্য মুখ লুকাইয়াছিলো, তাহা বোধকরি আপনারা কেহ ভুলিয়া যান নাই?
সেই তারকারা... ১১টি ভস্কারপ্রাপ্ত নায়ক রয়াল বাঙ্গল ঠাইঘার আছেন নায়ক চরিত্রে, আর নায়িকা চরিত্রে হরিঙ... যার কান দেখিয়াই এই পৃথিবীতে কান চলচ্চিত্র উত্সবের জন্ম হইয়াছিলো... বাঘ হরিঙের যুগলন্দী দেখতে অপেক্ষা করুন। আর বিশেষ দিলদরিয়া কমেডি চরিত্রে আছেন মহামতি বান্দর... আর জলে স্থলে অন্তরীক্ষের সেরা গুটিবাজ ভিলেন কুমির। (বাচ্চালোগ... তালিয়া হইবে)
হা ভাই... এই সিনেমা যদি দেখিতে চাহেন, তবে খাস দিলে টিকিট কাটিয়া অপেক্ষা করিতে থাকেন... আসিতেছে... আসিতেছে আসিতেছে...
গাছ কেন সুন্দরী রী রী রী রী... (ইকো ইফেক্ট হবে)
THE DOG & THE TREE EE EE EE EE...
পোস্টার ডিজাইন: মুস্তাফিজ ভাই
সিনেমার ইংরেজী নাম কৃতজ্ঞতা: সন্ন্যাসীদা
মন্তব্য
কিছুই বলার নাই!
- ঈশ, কাইলকাও এইটা এফডিসির দেয়ার ছাড়াইতে পারলে জ্যান্ত পোস্টারে ঢুকায়া দেওন যাইতো।
যাউকগা, সিরাম আনন্দ পাইলাম। পুরাই দুইদিন না খায়া থাকার পরে ভাত খাওনের মতোন আনন্দ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
.......................................
......সবটুকু বুঝতে কে চায়!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
নিচের ছবির লিপস্টিক দেয়া বান্দররে যতবার দেখতেছি, ততবারই হাসি আটকাইতে পারতেছি না
এক্কেরে সেইরম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নায়িকার ছবি ছাড়া পোস্টারে সবই আছে। সুন্দরী গাছের ছবি কই?
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)
হে হে নায়িকা চরিত্রে হরিঙ... যার কান দেখিয়াই এই পৃথিবীতে কান চলচ্চিত্র উত্সবের জন্ম হইয়াছিলো
কুতায় আছেন?
...........................
Every Picture Tells a Story
হো হো হো হো
পাইট ডিলেকটারের নাম দেকলামনা পুস্টারে। ডিশিম ডিশিম ছাড়া পিলিম চলবো?
-----------------------------------------------
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কাব্য নিয়ে ঘুরি।
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কব্য নিয়ে ঘুরি।
হাহাপগে =))
---------------------
আমার ফ্লিকার
প্রথম পোস্টারে দেখি আমার অফিসের হামীম ভিলেনী হাসি দিতাছে। ঐ দেড়ফুটিয়া ভিলেন নাকি?
বালক
সেরম মেয়ে না থাকলে সিনেমা দেখি না
---------------------------------------------------------------------------
একা একা লাগে
হা হা হা। মজা পাইলাম।
বাঘা নজরুল আর সিংহ কেশর মুস্তাফিজ দারুণ কল্প কাহীনির গল্প অপেক্ষায় থাকলাম। এইয্যা কুতায় টিকিট পাব......তয় গুপনে কই পিরমিয়ার শুয়ের একখান পাস পাওন যাইব না?
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
ফিরোজ জামান চৌধুরী (অতিথি)
নজরুল, দারুণ হইছে। সিনেমায় নাইমা পড়েন ভাই।
প্রিমিয়ার শো'র একটা পাস চাই! না পেলে কিন্তু....
..................................................................
ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হাহাহাহাহাহহাহাহা! কি আর কমু!
গররর... গররর...
মনে থাকবে, ভুলব না।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
খুব ভালৈছে....!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
গুল্লি
সবাইকে অনেক ধন্যবাদ... এখনো সিট খালি আছে কে কে সুন্দরবন যাইতে চান জায়গায় খাড়ায়া হাত তুলেন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ব্রান্দর তো সিরাম!
তবে, হরিঙের অ্যাক্টো দেখবার মঞ্চায় বেশি!
কী আর কমু বস?! আগাগোড়াই তো ফাডায়ালাইছেন ডায়ালাইছেন য়ালাইছেন লাইছেন ইছেন ছেন ন্ (আমার ইকো-ডা ভালু না?!)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
প্রতিভা রে প্রতিভা !
দৃশা
পুরাই গুল্লি।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন