Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

এইটা নিছকই একটা জন্মদিনের পোস্ট

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: মঙ্গল, ০৩/১১/২০০৯ - ১:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
কর্তা যারে দেয় থাপ্পড় মেরেই দেয়... সেই মোতাবেক গতকাল একজনে আমারে প্রায় ৯০টা সিনেমা দিলো। এক ঘন্টার নোটিশে দেখলাম আমি অন্দেখা ৯০টা সিনেমার মালিক হয়ে গেছি!!!
ধন্যবাদ দুষ্ট বালিকা। আপনার হার্ড ডিস্ক উপচে পড়ুক নতুন নতুন সিনেমায়। আপনার মাসব্যাপী পরিশ্রম আমি ঘন্টার নিমেষে কপি করে সিনেমা সাম্রাজ্য গড়ে তুলি।

২.
এই সচলে একজনের মন্তব্য বা পোস্ট দেখতে আমার খুব ভালো লাগে। সে হলো দুষ্ট বালিকা।
কেন?
তার প্রতিটা পোস্ট আর মন্তব্যের সঙ্গে তার যে প্রোফাইল পিকচারটা দেখা যায়, সেটার জন্য।
ছোট্ট একটা হাত... গুটিগুটি কুটিকুটি... মেহেদীরাঙ্গানো। সেই হাতটা আমার মেয়েটার, নিধির। দুষ্ট বালিকা সচলে নিজের ছবির বদলে ব্যবহার করে আমার মেয়ের হাতের ছবি। আমি মাঝে মধ্যে তার মন্তব্য আর পোস্ট পড়তে ভুলে যাই, তাকিয়ে থাকি সেই ছোট্ট মায়াময় হাতটার দিকে। অদ্ভূত একটা অনুভূতি হয়। অবিশেষণসম্ভবানুভূতি।

আবারো ধন্যবাদ দুষ্ট বালিকা...

৩.
দুষ্ট বালিকা যখন সচলে আসলো, বিরাট সারম্বরে আসলো। একেবারে হৈ হৈ রৈ রৈ অবস্থা। আমি তখন সচলে ফাঁকি দেওয়ার প্রাথমিক স্তরে। পারতপক্ষে পড়ি না বা মন্তব্য করি না। তখন দেখি এই বালিকার পোস্টে শত শত মন্তব্য আছড়ে আছড়ে পড়ছে।
আমি বলি খাইছে...
ব্যাপক প্রাণচাঞ্চল্যতা আর (দুষ্টার্থে) বদমানবিকতার জন্য অচিরেই সচলে প্রিয় হয়ে গেলো এই মেয়ে। আর সচলাড্ডায় তো সে বিরাট প্রয়োজনীয় একজন। সব আড্ডায় কতগুলা ধামড়া চেহারার ছেলেবুড়া দেখতে দেখতে অতিশয় টায়ার্ড হয়ে যেতে যেতে যখন ভাবছি আর কোনো সচলাড্ডার ধারে কাছেই যাবো না, তখন দুষ্ট বালিকার আগমন। আড্ডাটা যেন ভরে উঠলো... আহ্... সঙ্গে উপরি আছে, বালিকা মাঝে মধ্যেই সখিসঙ্গে আসে।
আমাদের বড় ভালু লাগে।
সচলাড্ডারে একঘেয়েমির হাত থেকে বাঁচানোর জন্যও এই বালিকাটারে একটা ধন্যবাদ দেওয়া যায়।

৪.
অবশ্য দেখা সাক্ষাতের আগে ভাবছিলাম বুড়া ধুড়া কেউ হবে হয়তো। বিভিন্ন মন্তব্যে তার এইটাই দাবী ছিলো। এরে তারে ছোটভাই, বা তুই তোকারি করে দেখি। ফেসবুকে দেখি তার ৭০টা নিকনেমের অধিকাংশই খালাম্মা বা এই কিসিমের। দেখা হইতেই ভুল ভাঙলো... এ যে পিচ্চি! অধবা আমিই বেশি বুড়া...

৫.
তবে বালিকার প্রাণোচ্ছল আর হৈ হৈ ভাবটা ভালো লাগে আমার। মেয়েদের সঙ্গে দুষ্টামি ফাইজলামি করাটা এক বিরাট ভয়ের ব্যাপার, কখন কী মনে করে না করে, আর ফান করলেই প্রেমপ্রস্তাব ভেবে ফেলে, সেই ভয়ে থাকি। বালিকা দেখলাম এসবের উর্ধ্বে। নির্দ্বিধায় যা খুশি ফাজলামি করা যায়। ফলে অচিরেই খুব আপন হয়ে গেলো।
তবে সেটা আমার চেয়ে নূপুরের সঙ্গে বেশি। নূপুরের এখন প্রাণের সই হয়ে গেছে এই বালিকা।

৬.
আর ভালো লাগে বালিকার বই পড়া স্বভাবটা। যারা পড়তে পছন্দ করে এবং পড়ে, তাদের আমার বিরাট ভালো লাগে।
আর আমি অবাক হয়ে দেখি এই মেয়ের মেহেদী অলঙ্করণ। এতো নিখুঁত সুন্দর করে মেহেদী দিতে আমি আর কাউকে দেখি নাই। অদ্ভূত তার দক্ষতা। ব্যাগের ভিতরে সবসময়ই মেহেদীর পোটলা থাকে।

৭.
আরো কী কী জানি বলতে চাইছিলাম, ভুলে গেছি। যাই, ৯০টার মধ্য থেকে একটা সিনেমা দেখি গিয়া।
তার আগে বলে যাই, আজকে এই হাফ সচল দুষ্ট বালিকার জন্মদিন। অনেক শুভেচ্ছা দুষ্ট বালিকা। বেশি করে দুষ্টামি করেন, বেশি বেশি বই পড়েন।


মন্তব্য

যূথচারী এর ছবি

আপনারা বহুত ঝামেলা করেন, একেকটা পোস্ট দেন, কমেন্ট না করলে হয় না, বিশেষ করে জন্মদিনের পোস্টের নিচের দিকে "শুভ জন্মদিন" লেখার একটা আইন আছে বলে আমার ধারণা। যাই হোক লিখবোই যখন খালি শুভ জন্মদিন লিখবো কেন? নিজের কম্প্যুটার, নিজের হাত, আরো দুই চার কথা লিখি। ঘুম পাচ্ছে, জন্মদিনটা সবসময় রাতে আসে কেন?

শুভ জন্মদিন।


চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...


চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...

যূথচারী এর ছবি

রেটিং দিতে ভুইলা গেছিলাম, আবার আইসা দিয়া গেলাম। ভালো কথা, এই ৫টা তারা নজরুল ভাইয়ের জন্য, ভালো লেখার জন্য। ভাই অনেক দিনের জমানো তারা, সাবধানে রাইখেন, কোন্ সময় কোন্ দুষ্টামির পাল্লায় পড়ে তারা খোয়াবেন কোনো ঠিক নাই।


চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...


চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...

দুষ্ট বালিকা এর ছবি

উপহার হিসেবে আমারেওতো তারা কয়টা দিতে পারতেন ভাইজান! মন খারাপ [তয় নজু ভাই বস পাব্লিক! উনারে দিবেন নাতো আমারে দিবেন?]

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

কয়েক বস্তা ধনে পাতা আনলাম, শুধু আপনারি জন্যে যূথচারী ভাইজান! দুই চার লাইন না লেখে নাহয় আটলাইন-ই লিখতেন... দেঁতো হাসি

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুমন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন ভালো বালিকা!



অজ্ঞাতবাস

দুষ্ট বালিকা এর ছবি

ভালোবাসা ন্যান ভাইজান!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যুধিষ্ঠির এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা, বালিকা।

দুষ্ট বালিকা এর ছবি

ধনে পাতার বস্তা কই পৌছাবো, বলেন শুধু! হাসি

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

হিমু এর ছবি

জন্মদিনে শুক্না কাঁথার শুভেচ্ছা।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

দুষ্ট বালিকা এর ছবি

এখন আমিও একটা শুক্না কাঁথার গর্বিত মালিক! দেঁতো হাসি ধন্যবাদ হিমুদা!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুজন চৌধুরী এর ছবি
দুষ্ট বালিকা এর ছবি

কবে যে আমি প্রাতঃস্মরণীয় হবো! [ খাইছে ] ধন্যবাদ রইলো!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ভ্রম এর ছবি

শুভ জন্মদিন! তা কেক খাইতে কোথায় আসবো? দেঁতো হাসি

দুষ্ট বালিকা এর ছবি

নিজেইতো কেক খাইনাইগো! মন খারাপ ধইন্যবাদ!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুহান রিজওয়ান এর ছবি

শুভ জন্মদিন দুষ্টাপা !!!

______________________________________________________

মধ্যরাতের কী-বোর্ড চালক

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ শব্দ ভাইয়া! দেঁতো হাসি

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বর্ষা এর ছবি

দুষ্ট বালিকা শুভ জন্মদিন! আর নিজেরে ২৩ দাবী করতে পারবে না হে......ইয়াহু!!! নজরুল ভাই খুব সুন্দর করে লিখেছেন, পড়ে মজা পেলাম। বালিকারে আমি অনেক অনেক ভালু পাই।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

দুষ্ট বালিকা এর ছবি

অনেক ধন্যবাদ বর্ষাপু! ২৩ আর ২৪ কী এমন তফাত! খাইছে
আর নজু ভাই? তারে আর কী কমু আপুনি! বস মানুষ আমার এই ভাইটা!
আপু তোমারে খোমাখাতায় যোগাই?

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বর্ষা এর ছবি

অবশ্যই। ইমেইল এ নিক টা পাঠাও, আমি যুক্ত করি।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

অনার্য সঙ্গীত এর ছবি

জন্মদিনের অনেক শুভেচ্ছা হাসি

____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দুষ্ট বালিকা এর ছবি

বেহালা শুনতে মঞ্চায়!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মৃত্তিকা এর ছবি

শুভ জন্মদিন বালিকা!!!
তোমার লেখাগুলো আমি খুব ভালো পাই। ঝকঝকে সুন্দর লেখা, লেখার ভিতরেই পড়ুয়া বালিকার গন্ধ। সেটা ছাড়াও তুমি তো আমার কলেজ ভইন, তাই তোমারে আরো বেশি ভালু পাই!
তোমার জীবন খুব সুন্দর হয়ে উঠুক, সমস্ত বিষন্নতা যেনো কেটে যায় নিমিষেই..... এই কামনা। শুভ জন্মদিন!

দুষ্ট বালিকা এর ছবি

ভালোবাসা রইলো আপুনি!

কলেজ যাব এই পিলানে আছি! হয়তো এই সপ্তাহের কোনও একদিন! দোয়া রাইখেন!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনার্য সঙ্গীত এর ছবি

[প্রথমের বৃহৎ প্যারাটি না পড়তে চাইলে নিচে সারমর্ম দেখুন]

শুক্রবারে পান্ডব'দার জন্মদিন উপলক্ষে খেলাম ভরপেট। আড্ডাও মারলাম ভরপেট। শনিবার খেলাম পান্থ'দার জন্মাদিনে। আড্ডাও হল যথারীতি। মুখে বিরাজ ভাব দেখালেও মনে মনে খুশি হই। ভাবি আহা, সচলায়তন! সে পেটের ক্ষুধাও মেটায়। গতকাল মনটা বড় বেজার ছিল। সিমন ভাই ফোন করে কারো জন্মদিনের পার্টিতে আসতে বলল না! ভাবতেছিলাম, একি সচলায়তন! দুদিন খাইয়ে পরে সারাবছর না খাইয়ে রাখবে না কি! ভাবতেছিলাম, সচলায়তনে ঢোকাই ছেড়ে দেব। কিন্তু না, নজরুল ভাই সচলায়তনকে এযাত্রা বাঁচালেন। থ্যাঙ্কিউ নজরুল ভাই।

[সারমর্ম]
দুষ্ট বালিকা, কখন কোথায় খাইতে আসব বলেন। সিমন ভাইয়ের ফোনের অপেক্ষায় থাকার ধৈর্য হচ্ছেনা।

____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দুষ্ট বালিকা এর ছবি

আমিতো ভাই কাউরে খাওয়াইনাই! সক্কলে ঐদিন আমারে খাওয়াইসে! ওগোরে ধরেন! ইয়ে, মানে...

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মাহবুব লীলেন এর ছবি

দুবারে জন্মদিনের শুভেচ্ছা আর নজরুল আংকেলরে অভিনন্দন লেখার জন্য

দুষ্ট বালিকা এর ছবি

ভালোবাসা, লীলেন্দা!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অবাঞ্ছিত এর ছবি

শুভ জন্মদিন বালিকা! (কত বছর বয়স পর্যন্ত বালিকা থাকা যায়? দেঁতো হাসি )

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ আপনাকে! মনের বয়েস যে বাড়েনা আমার! দেঁতো হাসি

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মূলত পাঠক এর ছবি

জন্মদিনের লেখা হবে এই রকম, পড়ে আমোদআহ্লাদ খানিক হবে, নাইলে আর লাভ কী। দারুণ লিখেছেন নজ্রুলিস্লামসাহেব।

আর ওহে শরারতিবালিকে, দুষ্টুমি বর্করার রাখো, জন্মদিনে বেশি বেশি করে করো, আর কী কী নতুন ফচকেমি করা হলো তার একটা ফিরিস্তি ঝটপট দিয়ে ফেলো (তুমি করে বললাম, তাতে মাইন্ড খাইও না)।

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন বালিকা!!!

আমি কায়মনে প্রার্থনা করি তোর বয়েস প্রতি বছর যেন দুই বছর করে বাড়ে।
তাতে যদি তোর এই 'বিষাদী' মনটা কিছুটা 'অবসাদী' হয়।

সচলে আসার পর থেকে এই বালিকা আমার টাইটেলের দিকে কুনজর দিয়েছে।

আমি সচলের সর্বজন স্বীকৃত 'বিষাদের পয়গম্বর'। ভেবেছিলাম, এইটা এমন একটা টাইটেল যেটা কখনো ফেল মারবে না। তা কি আর হবার জো আছে?
বালিকা এখানে এসেই একের পর এক খুন খারাপী টাইপের মন খারাপী লেখা দিয়ে আমার সেই একমাত্র সম্বলটাও ছিনিয়ে নেবার অপচেষ্টায় আছে।

আমি তার এই হীন চক্রান্তের তেব্র পেতিবাদ ও দিক্কার জানাই---

আর নজু ভাই--যা একখান লেখা দিসেন বস----
তারায় ছাওয়া একটা হাওয়ার রাত আপনার জন্যে---!!!

অতিথি লেখক এর ছবি

জন্মদিনে শুভেচ্ছা আর অ--নে-ক অনে--ক ভালবাসা!! সমবয়সী বালিকাকে অসাধারন লেখার জন্যে ভীষণ হিংসে করি.... *তিথীডোর

ধুসর গোধূলি এর ছবি
সাইফ তাহসিন এর ছবি

সেরাম পুস্ট দিছেন নজুদা, তাই লেখায় কুডি কুডি তারা দিলাম হাসি

আর শুভ জর্মদিন বালিকা, কার কার লগে দুষ্টামি করলা বালিকা, তা নিয়া হাত সাইজের পুস্ট চাই দেঁতো হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

আলমগীর এর ছবি

জন্মদিন শুভ হোক দুষ্টু বালিকা।

নজু ভাইয়ের দেখা মিলে না ইদানিংকালে। লেখাটা ভাল হইছে।

কনফুসিয়াস এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শিষ্ট বালিকা, আজকের দিনটা খুব ভাল কাটুক, তারপরের প্রতিটা দিন আজকের মত কাটুক। হাসি
নজু ভাইয়ের পোস্টটাও চ্রম ভালু হইছে।

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

চশমাওয়ালি এর ছবি

শুভ জন্মদিন মিষ্টি বালিকা।
সারাজীবন যেন বালিকা থাকতে পার সেই দোয়া করি।
নজরুল ভাই, আপনার পোষ্ট ভাল লেগেছে।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

মামুন হক এর ছবি

শুভ জন্মদিন আপুমনি। অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু এখন আলসেমীতে পাইছে।
লেখা অতিশয় উপাদেয় হইয়াছে নজ্রুলসাব।

নৈষাদ এর ছবি

অনেক শুভেচ্ছা রইল জন্মদিনে ।

খেকশিয়াল এর ছবি

শুভ জর্মদিন বালিকা। হার্ড ডিস্ক ভর্তি কইরা মুভি নিয়া আইবেন, দেখি কোনটা দেক্সি আর কোনটা দেখি নাই।

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

অশুভের হস্ত হইতে রক্ষা পাউক তোমার জনম দিন। আজি দুষ্টুমী কর প্রাণ খুলে, কাল হইতে করো হিসেব কষে।----------------এস হোসাইন

--------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

নুরুজ্জামান মানিক এর ছবি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন বালিকা'পু হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

স্পর্শ এর ছবি

দুষ্ট বালিকা মানুষটা খ্রাপ তবে লুকটা ভালো।

তবে তারে শুভজন্মদিন জানাতে পারব না। একবারে বিয়ে টিয়ে করুক। তখন শুভবিবাহ জানাবো। দেঁতো হাসি

তবে বালিকার প্রাণোচ্ছল আর হৈ হৈ ভাবটা ভালো লাগে আমার। মেয়েদের সঙ্গে দুষ্টামি ফাইজলামি করাটা এক বিরাট ভয়ের ব্যাপার, কখন কী মনে করে না করে, আর ফান করলেই প্রেমপ্রস্তাব ভেবে ফেলে, সেই ভয়ে থাকি। বালিকা দেখলাম এসবের উর্ধ্বে। নির্দ্বিধায় যা খুশি ফাজলামি করা যায়। ফলে অচিরেই খুব আপন হয়ে গেলো।

এটা একটা খাটি কথা লিখেছেন নজু ভাই। দুষ্ট বালিকাকে নিয়ে কত কিছু লেখা যায়। শেষ হবে না। আপনার মত সুন্দর করে লিখতেও পারব না। তারচে চুপ থাকি। আর এই মেয়েটার মঙ্গল কামনা করি।

তবে সেটা আমার চেয়ে নূপুরের সঙ্গে বেশি। নূপুরের এখন প্রাণের সই হয়ে গেছে এই বালিকা।

দেখেন আবার দুষ্টবালিকার সাথে বেশি মিশে মিশে আপনার বউটাও 'দুষ্ট বউ' হয়ে না যায়। ইয়ে, মানে... খাইছে


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনার্য সঙ্গীত এর ছবি

দুষ্ট বালিকা মানুষটা খ্রাপ তবে লুকটা ভালো।

মানে কি? দুষ্ট বালিকা মানুষটা খারাপ তবে look টা ভালো? খাইছে দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা দুষ্ট বালিকা।

আর ধন্যবাদ নজু ভাই, খ্যাতিমান লেখক দের 'লিখতে পারি না' জাতীয় পাতে ছাই দিয়ে, চমৎকার একটা জন্মদিনের পোস্ট দেবার জন্যে... খাইছে

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন হে দুষ্ট বালিকা।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন দু-বা! ভালো থাকুন, আনন্দে থাকুন, দুষ্টুমিতে চারপাশের মানুষকে ব্যতিব্যস্ত রাখুন।

শুধু নজরুলকে মুভি দিলে চলবেনা। ৩২০ গিগার একটা পোর্টেবল হার্ডডিস্ক জোগার করেছি, সেটা ভরে মুভি দিতে হবে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

পেন্সিলে আঁকা পরী এর ছবি

শুভ জন্মদিন দুষ্টবালিকা! তোমার এতো এতো ভক্তকূল চারিদিকে! দুষ্টুমি দিয়ে সব মাতিয়ে রেখেছো! দেঁতো হাসি

আমার হাতে একবার মেহেদী পরিয়ে দিও কিন্তু। আর ব্যাংকের নামটা বলো কানেকানে।খুঁজে বের করে ফেলি তোমাকে! চোখ টিপি

-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

সচল জাহিদ এর ছবি

শুভ জন্মদিন দুষ্ট বালিকা ।

----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

বালক এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা...
_____________________________________________
তুমি হতে পারো একটি স্বার্থক বিষাদের সংজ্ঞা। স্বার্থক নদী, স্বার্থক ক্লান্তি অথবা স্বার্থক স্বপ্ন।

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

_প্রজাপতি এর ছবি

যার জন্মদিন তার খোজ় নেই
সচলবাসীর ঘুম নেই ..

শুভ জন্মদিন বালিকা, সুন্দর কাটুক তোমার আজকের দিনটা ।

-----------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

শাহেনশাহ সিমন এর ছবি

শুভ জন্মদিন
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

এনকিদু এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সবুজ বাঘ এর ছবি

বালিকারো বয়স হয়, জর্মদিন এমুনই এক ভ্রান্ত ধারমা। আইজ আবার কুথায় খাওনের দাওত পড়ে কে জানে? জর্মদিন খাইতে খাইতে আর ভালো লাগে না! শুভ জর্মদিন দুষ্টুনি বালিকা...

কাদামাটি [অতিথি] এর ছবি

বালিকা তোমায় জন্মদিনের শুভেচ্ছা

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন বালিকারে

স্বপ্নদ্রোহ

তানবীরা এর ছবি

জন্মদিন উপলক্ষ্যে বালিকা নিখোঁজ ...........................
শুভেচ্ছা আবারো.........................
জন্মদিন হোক রঙীন
সুন্দর কাটুক সারাটি দিন
শুভেচ্ছা রইলো নিরন্তর
আনন্দ হোক চিরন্তন

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

বন্যরানা [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন

রণদীপম বসু এর ছবি

হুঁম...! দুষ্ট বালিকার খপ্পরে নজু ভাই ভালোই পটেছেন দেখছি !

বালিকাটার বেশি বেশি জন্মদিন পালন কইরা তাড়াতাড়ি বড় কইরা দেন। তাইলে যতি দুষ্টুমিটা কমে...।

জন্মদিনে অনেক শুভেচ্ছা, বালিকা।
তয় দুঃখ সিমনের জন্য, এইবার মনে হয় খাওয়ানোর কোন কনটাক পাইলো না, আহা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ভুতুম এর ছবি

তোমার না বাইশ তারিখ জন্মদিন???

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

আহির ভৈরব এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বালিকা। ভীষণ ভালো কাটুক বছরটা।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

আহমেদুর রশীদ এর ছবি

শুভ জন্মদিন

**খাওন দাওন কোথায় হইল-খবর পাইলাম না।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

শামীম রুনা এর ছবি

শুভ জন্মদিন বৃশ্চিক বালিকা।

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

ওডিন এর ছবি

ও ইয়ে- মানে আশা করি দেরি হয় নাই। অ্যাপারেন্টলি আমি আপনার থেকে বয়সে বড়- তাই হাল্কার উপর ঝাপ্সা একটু উপদেশ দিয়া নেই-আপনার লড়াকু মানসিকতার উদ্দেশ্যে সালাম জানিয়ে-
'take no sh*t from nobody- নেভার এভার!'

হাসি শুভ জন্মদিন

---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। চিন্তিত

মেহদী হাসান খান এর ছবি

দেরি হয়ে গেল একটু। শুভ জন্মদিন।

সাফি এর ছবি

শুভ জন্মদিন। বালিকা মনে হয় বয়স বাড়ায় দু:খে আর সচলপানে আসতে চাইছেনা।

রেজওয়ান এর ছবি

বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা হে বালিকা।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

নজমুল আলবাব এর ছবি

জঙ্গলে ছিলাম, তাই সময়মতো শুভকামনা জানাতে পারলাম না। বিলম্বিত শুভকামনা।

এই মাসে দেখি ব্যাপক ভালো মানুষ পয়দা হইছে। চোখ টিপি

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

হাসান মোরশেদ এর ছবি

অভিনন্দন ও শুভকামনা। ভালো থাকুন, সচল থাকুন।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ ভাই! দেঁতো হাসি

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ভূঁতের বাচ্চা এর ছবি

এইরে ... অনেক দেরি করে ফেললাম দোস্ত...
অনেক শুভেচ্ছা রইল তোর জন্য ... সবসময়।
--------------------------------------------------------

--------------------------------------------------------

দুষ্ট বালিকা এর ছবি

মন খারাপ দেরীতো করবিই! আমারে কি তুই ভালু পাস নাকি! মন খারাপ

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

নজু ভাইজান, ধন্যবাদ জানায়ে আপনারে মাইক্রো লুক বানাইতে চাইনা, তাই ভালোবাসাটুকু জানাইলাম! সারাদিন আপু, আপনি, আর নিধি মামনি যেটুকু ভালোবাসা দিয়েছেন তার সম্মান সামান্য ধন্যবাদ দিয়ে প্রকাশ করা যায়না! সারাটাজীবন আমার এই পাগ্লাটে ভাইটা এমনই থাকুক এইটুকু কামনাই উপরে যিনি আছেন তাঁর কাছে করি! দেঁতো হাসি

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দময়ন্তী এর ছবি

এইরে! অনেক দেরী হয়ে গেল৷ তবুও শুভকামনা তো আর পুরানো হয় না৷ অনেক অনেক মন ভালো থাকা দিনের শুভকামনা রইল বালিকা, ঝলমলে ঝকঝকে একটা জীবনের শুভকামনা রইল বালিকা৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

দুষ্ট বালিকা এর ছবি

ধনেপাতার বস্তা ন্যান দমুদিদি! মজার ব্যাপার হলো গতকাল নূপুরাপু আর সুরঞ্জনাকে নিয়ে যখন বইয়ের দোকানে ঢু মারছিলাম তখন একটা বই দেখে আপনার কথা মনে পড়েছিলো! 'দময়ন্তীর প্রতিশোধ!' খাইছে

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দময়ন্তী এর ছবি

য়্যাঁ!!! অ্যাঁ
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

দুষ্ট বালিকা এর ছবি

হ্যা! খাইছে

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দময়ন্তী এর ছবি

দুবার এসে গেছিল, বদলে দিলাম৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

স্নিগ্ধা এর ছবি

ইসসসসস - আমারও অনেক দেরী হয়ে গেলো মন খারাপ

অনেক অনেক শুভকামনা জানিয়ে গেলাম, দুষ্টবালিকা হাসি

দুষ্ট বালিকা এর ছবি

স্নিগ্ধাপু, শুভকামনা যে পুরানো হয়না কখনও, তাই দেরী হইলেও সমিস্যা নাইক্কা! দেঁতো হাসি

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দেরীতে হলেও শুভেচ্ছা নিশ্চই বাসী হয়না হাসি

দুষ্ট বালিকা এর ছবি

নাগো পিপিদা, ফরমালিন না দিলেও এটা টাটকাই থাকে! অনেক ধন্যবাদ, আর পিপি কন্যার জন্য ভালোবাসা!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রানা মেহের এর ছবি

ভালো থাকুন অনেক
শুভ জন্মদিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

দুষ্ট বালিকা এর ছবি

ঝামেলায় আছি, তাই শুধু দেরীই হচ্ছে! মন খারাপ ধন্যবাদ রানাপু!

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তরা
লমেলায়

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সাইফুল আকবর খান এর ছবি

আমি হাতে মেহেদী দিই না, দিলে দুষ্ট বালিকারে দিয়াই দেয়াইতাম তাইলে, লোভ লাগলো। হাসি

আল্লাকর্তা এইসব ভালো ভালো থাপ্পর খালি নজু ভাইরেই ক্যান দেয়, আমগোরে ক্যান্ চউক্ষে দ্যাহে না?! এই একটা মানুষরে এই নশ্বর জীবনে আর কতোবার হিংসা করুম?! মন খারাপ

আইচ্ছা, দেরিতে হৈলেও কয়ে যাই, শুভ জন্মদিন দুষ্ট বালিকা। দুষ্ট থাকেন, তবু ভালো থাকেন । অনেক বছর বেঁচে থাকেন। হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

দুষ্ট বালিকা এর ছবি

ধনেপাতা ভাইজান! ভাবীরেই নাহয় মেহেন্দি দিয়া দিমু! দেঁতো হাসি [নজু ভাইরে আমিও হিংসা করি! ]

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সাইফুল আকবর খান এর ছবি

ও নজু ভাই, আরেকটা কথা কইতে ভুইলা গেছিলামগা!
'অবিশেষণসম্ভবানুভূতি' শব্দটা আমার হেভি পছন্দ হৈছে! অবিশেষণসম্ভব পছন্দ! হাসি
পুরা লেখায়ও চলুক

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।