হিমুর প্রস্তাবানুসারে ব্যক্তিগত সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক বইগুলোর তালিকা দিলাম।
১. লক্ষ প্রাণের বিনিময়ে (রফিকুল ইসলাম বীর উত্তম)
২. আমি বিজয় দেখেছি (এম আর আক্তার মুকুল)
৩. ১৯৭১ (চারখণ্ডের সেট) (আফসান চৌধুরীর সম্পাদনায়)
৪. একাত্তরের বিশটি ভয়াবহ যুদ্ধ (মেজর রফিকুল ইসলাম পিএসসি)
৫. রক্তাক্ত বাংলা (মুক্তিযুদ্ধের প্রথম প্রকাশনা)
৬. আত্মকথা ১৯৭১ (নির্মলেন্দু গুণ)
৭. স্মৃতিময় '৭১ (হেনা দাস)
৮. মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের বাঙ্গালীর অবদান (শেখ আব্দুল মান্নান)
৯. একাত্তরের ডায়েরী (সুফিয়া কামাল)
১০. একাত্তরের দিনগুলি (জাহানারা ইমাম)
১১. দুর্দিনের দিনলিপি (আবুল ফজল)
১২. ১৯৭১-এর আত্মকথা (রোকেয়া ইমাম)
১৩. ১৯৭১: ভয়াবহ অভিজ্ঞতা (সম্পাদনা: রশীদ হায়দার)
১৪. বাংলাদেশের স্বাধীনতা: যুদ্ধের আড়ালে যুদ্ধ (অধ্যাপক আবু সাইয়িদ)
১৫. একাত্তরের রণাঙ্গনে (নিজামউদ্দিন লস্কর)
১৬. মুক্তিযুদ্ধের ইতিহাস (মুহম্মদ জাফর ইকবাল)
১৭. মুক্তিযুদ্ধের দিন-দিনান্ত (ড. সা'দত হুসাইন)
১৮. অবরুদ্ধ নয়মাস (আতাউর রহমান খান)
১৯. যুদ্ধে যুদ্ধে নয় মাস (সাহিদা বেগম)
২০. বিলেতে বাংলার যুদ্ধ (মজনু-নুল হক)
২১. আব্দুল মান্নান খান: ১৯৭১ এক সাধারণ লোকের কাহিনী (আব্দুল মান্নান খান)
২২. মূলধারা '৭১ (মঈদুল হাসান)
২৩. মুক্তিযুদ্ধে বাংলাদেশ (মেজর জেনারেল কে.এম. সফিউল্লাহ)
২৪. একাত্তরের স্মৃতি (বাসন্তী গুহঠাকুরতা)
২৫. যখন ক্রীতদাস: স্মৃতি ৭১ (নাজিম মাহমুদ)
২৬. আমার একাত্তর (আনিসুজ্জামান)
২৭. বিজয়ী হয়ে ফিরব নইলে ফিরবই না (মেজর কামরু হাসান ভুঁইয়া)
২৮. পাকিস্তানীদের দৃষ্টিতে একাত্তর (মুনতাসীর মামুন ও মহিউদ্দিন আহমেদ সম্পাদিত)
২৯. ডেটলাইন বাংলাদেশ: নাইন্টিন সেভেন্টিওয়ান (শিডনি শনবার্গ, অনুবাদ: মফিদুল হক)
৩০. জার্নাল ৭১ (বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর)
৩১. দিনলিপি একাত্তর (কাজী ফজলুর রহমান)
৩২. স্মৃতি ও কথা ১৯৭১ (অঞ্জলী লাহিড়ী)
৩৩. সেইসব পাকিস্তানী (মুনতাসীর মামুন)
৩৪. একাত্তরের গণহত্যা: রাজধানী থেকে বিয়ানীবাজার (আজিজুল পারভেজ)
৩৫. যুদ্ধ ও নারী (ডা. এম এ হাসান)
৩৬. একাত্তরের যুদ্ধশিশু (সাজিদ হোসেন)
৩৭. স্বাধীনতা যুদ্ধের অপর নায়কেরা (নুরুজ্জামান মানিক)
৩৮. মুক্তিযুদ্ধ ও ভারতের শরণার্থী ক্যাম্পের স্মৃতি (মোঃ মিজানুর রহমান)
৩৯. বাংলাদেশে যুদ্ধাপরাধ: কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন (শামীমা বিনতে রহমান)
৪০. বেহাত বিপ্লব ১৯৭১ (সম্পাদনা: সলিমুল্লাহ খান)
৪১. চরমপত্র (এম আর আখতার মুকুল)
৪২. হায়েনার খাঁচায় অদম্য জীবন (মন্টু খান)
৪৩. রাইফেল, রোটি আওরাত (আনোয়ার পাশা)
৪৪. স্মৃতি: ১৯৭১, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম খণ্ড (রশীদ হায়দার সম্পাদিত)
৪৫. বঙ্গবন্ধু শেখ মুজিব: কিছু না-বলা সত্য বচন এবং না শোনা সত্য কথন (কাজী মোহাম্মদ সাখাওয়াতউল্লাহ)
৪৬. তাজউদ্দীন আহমদ, আলোকের অনন্তধারা (গ্রন্থনা ও সম্পাদনা: সিমিন হোসেন রিমি) (এটা ব্যক্তিগত হলেও, এর পুরোটাই আসলে মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ, তাই এই তালিকায় এটাও থাকলো)
৪৭. সিরাজ সিকদার রচনা সংগ্রহ (শ্রাবণ প্রকাশনী, ২০০৯)
গল্প উপন্যাস কবিতার বই এই তালিকায় উঠানো হয়নি শুধু রাইফেল রোটি আওরাত ছাড়া (এই বইটা মুক্তিযুদ্ধ সময়কালে লেখা বলে ঐতিহাসিক গুরুত্ববিচারে রাখা হয়েছে)
কয়টা বই খ্রাপ লুকজন ধার নিছে, ফেরত দেয় নাই। কানে ধরে সেগুলো ফেরত আনার চেষ্টা করছি।
আরো বেশকিছু বই রয়ে গেছে আমার উত্তরা অফিসে। একদিন হানা দিয়ে সেগুলো নিয়ে আসবো অচিরেই। বইগুলো হাতে এলেই লিস্ট আপডেট করে দিবো।
প্রাসঙ্গিক সহায়ক পোস্ট |
মন্তব্য
নজরুল ভাই, ধন্যবাদ।
প্রকাশনীর নাম এবং প্রকাশকাল দিতে হলে তো বই ঘেঁটে ঘেঁটে দিতে হবে। কাল পরশু যোগ করে দিবোনে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সচলাড্ডায় বই গুলা ধার দিতে পারেন ।
ফিকশানধর্মী বই গুলো কিন্তু সবার কাছেই গ্রহণযোগ্য হবে। তথ্যপূর্ণ বই সাধারণত সবাই পড়েন না ।
৩৩. মুনতাসীর মামুন (সেইসব পাকিস্তানী)
লেখক আর বইয়ের নাম এর স্থান উলটে গেছে
চরম পত্র পড়ার খুব শখ ।
"বিজয়ী হয়ে ফিরব নইলে ফিরবই না" এই বইটিও । জাফর ইকবাল এর লেখায় এর বেশ প্রশংসা শুনেছিলাম ।
"একাত্তরের দিন গুলি" আমার সবচেয়ে প্রিয় বই। মুক্তিযুদ্ধ শুধু জানার নয় ,অনুভবের বিষয়, সেটা এই বই পড়ে বুঝেছিলাম ।
বোহেমিয়ান
বই ধার দিতে ডর করে। আর এগুলো মূলত রেফারেন্স-এর কাজে লাগে তো, কখন কোন তথ্য দরকার হয়, তাই হাতের কাছে রাখাটাই ভালো।
ফিকশানধর্মী বই সবার কাছে গ্রহণযোগ্য হউক। আমার কাছে মুক্তিযুদ্ধ বিষয়ক সঠিক তথ্যই বেশি দরকারী। কল্পিত কাহিনীর দরকার নাই। আর তথ্য জানতে হলে তথ্যপূর্ণ বই-ই পড়তে হবে।
ঠিক করে দিলাম
চরমপত্র একবার না, যখন খুশি তখনই পড়া যায়, দারুণ জিনিস। আর জাফর স্যারের বইটা একেবারেই ছোট, দশ টাকা মনে হয় দাম। পড়ে ফেলেন... নেটেও পাওয়া যায়। খুঁজলেই লিঙ্ক পেয়ে যাবেন।
একাত্তরের দিনগুলি আমার ভালো লাগে, কিন্তু সবচেয়ে প্রিয় বই না। মুক্তিযুদ্ধের অন্যকিছু দিনলিপি আমার বেশি প্রিয়। বিশেষ করে আব্দুল মান্নানের বা অঞ্জলী লাহিড়ীরটা। তবে একাত্তরের দিনগুলি অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো একটা বই।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনি বলছিলেন আমাকে কাজ দিবেন... কি করতে হবে জানায় দিবেন...
---নীল ভূত।
ফোন দিমুনে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খুব ভালো উদ্যোগ। ধন্যবাদ, নজরুল ভাই।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
২৬৬ দিনে স্বাধীনতা (মুহাম্মদ নুরুল কাদির)। লেখক কুটনীতিক ছিলেন, সে অভিজ্ঞতার বয়ান হয়েছে সেখানে।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
এই বইটাতে প্রচুর পেপার কাটিং আর দলিলের ছবি আছে।
৬, ৭, ২১, ৩০ এ বন্ধনী শেষ হয়নি।
আমার সংগ্রহ খুব বেশি উল্লেখযোগ্য না। তবে এখানে উল্লেখ করা বইগুলোর (সবগুলো আমার কাছে নাই অবশ্যই) বাইরে একটা দুইটা থাকতে পারে। সেগুলো খুঁজে পরে না হয় মন্তব্যে জানাবোনে।
উদ্যোগের জন্য বিরাট ধন্যবাদ।
টাইপিং মিস্টেক... ঠিক্করা হইলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
"মা" আনিসুল হক।
আমি ঠিক শিওর না, কিন্তু এটাকে কি অর্ন্তভুক্ত করা যায়?
সম্ভবত না । এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস , ইতিহাসগ্রন্থ নয় ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
১. "বাংলাদেশ একটি রক্তাক্ত দলিল" (এ্যান্থনী ম্যাসকারেনহাস-এর "বাংলাদেশ: এ লিগ্যাসী অব ব্লাড" অবলম্বনে)
- অনুবাদ: ফরিদ কবির
[বন্ধু প্রকাশনী, ঢাকা। ১৯৮৭]
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
- আসাদ চৌধুরী
[বাংলা একাডেমী, ঢাকা। ১৬ ডিসেম্বর, ১৯৮৩]
হুমায়ূন আহমেদের বই কি উল্লেখ করা যাবে?
এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নয় বরং শেখ মুজিব হত্যা থেকে জিয়া হত্যা পর্যন্ত ক্যু-পাল্টা ক্যু এর বিষয়বস্তু ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপরে তাজুল মোহাম্মদ এর কিছু অসাধারণ গবেষণাধর্মী বই রয়েছে, এগুলো ও যোগ হতে পারে। চাইলে আমি সব বই এর নাম, প্রকাশনী সব জোগাড় করে দিতে পারি।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
অনেক ধনেপাতা ভাইয়া!
পড়েছি অল্পকটা বইই,
এইবেলা বাকিগুলো খুঁজে পেতে সুবিধে হবে..
--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অন্যান্য বইয়ের চিপা কাঞ্চি থেকে আরো বই বের হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক। সেগুলো যোগ করে দিচ্ছি একে একে।
সিরাজ সিকদার রচনা সংগ্রহে ১৯৭১ সালে তাঁর লেখা মুক্তিযুদ্ধ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ আছে। সর্বহারাদের নিয়ে বাংলাদেশের সরকার গঠন, বিভিন্ন পরিকল্পনা আর সিরাজ সিকদার রচিত খসড়া সংবিধান, শেখ মুজিব ও তাজউদ্দিনের নেতৃত্ব সম্পর্কে তাঁর বিশ্লেষণ...
মুক্তিযুদ্ধের আগে বামপন্থীদের চিন্তাভাবনা, আওয়ামীলীগ বিরোধীতা... এসব নিয়েও এই বইটা গুরুত্বপূর্ণ। বইটায় ১৯৬৮ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত সিরাজ সিকদারের সব লেখা একত্র করা হইছে।
মুক্তিযুদ্ধের ভিন্নমতের একটা উল্লেখযোগ্য বই 'সিরাজ সিকদার রচনা সংগ্রহ'
শ্রাবণ প্রকাশনী বইটা বের করেছে ২০০৯ বইমেলায়
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কাদের সিদ্দিকীর একটা বই আছে নামটা মনে আসছে না।
ময়মনসিংহ জেলা স্কুলের তৎকালীন হেডমাস্টার শাকুর সাহেবের সেসময়ের ঘটনাবলী নিয়ে লেখা বইটার নামও মনে আসছে না।
চোখে পড়লে জানামুনে।
...........................
Every Picture Tells a Story
সম্ভবত বইটার নাম "স্বাধীনতা ১৯৭১"...আমার ছিল...৮০ এর দশকে বের হয়, কলকাতার দে'জ পাবলিশার্স থেকে...
ধন্যবাদ, নজরুল! খুব ভালো একটা কাজ করলেন!
দারুণ! এখন এই বইগুলি পড়ে তথ্য ছেঁকে বার করে জায়গামতো যোগ করে আসতে হবে।
নজরুল ভাই, একদম প্রকাশ্যে জানাবেন কোন বই কে নিচ্ছে । বই নিয়ে ফেরত না দেয়াটা পৃথিবীর সবচেয়ে মহৎ চৌর্যকর্ম , কিন্তু এক্ষেত্রে একটু হিসাব রাইখেন, যাতে করে এক বই কয়েক হাতে যেতে পারে।
আগের বই ফেরত না দেওয়া পর্যন্ত একটারেও বই দিমুনা...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
একটা শর্ত সাপেক্ষে সাধারণ ক্ষমা ঘোষণা করা যায়। সেটা হচ্ছে ঐ বই থেকে তথ্য ও তথ্যসূত্র উইকিতে যোগ করে দেয়া হলে জনসমক্ষে তাদের তহবন খোলা হবে না। আর যদি তা না করে ... তাহলে নামধামছবিসহ শ্বেতপত্র বের হবে। ইহজনমে তখন কেউ আর তাদের বই ধার দিবে না ... মুহাহাহাহাহাহাহাহা!
আমি তো আপনার ঋণখেলাপী লিস্টে নাই। আমারে ধার দিয়েন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
মূলধারা '৭১ নাই?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আছে তো... ২২ নম্বরে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
উফ... দেখলাম মোটে। আমি আসলেই ....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
মূ্লধারা '৭১ বইটি সবার পড়া উচিত মনে করি । কারো লাগলে আমি Doc/PDF ইমেইল করতে পারি ?
অবশ্য, বইটির অনলাইন ভার্সন আছে ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
হ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
যার কাছে যে বইগুলোর পিডিএফ ভার্সন আছে, সেগুলো মন্তব্যের ঘরে যোগ করে দেয়ার অনুরোধ করি। নজু ভাই পরে সুযোগমতো সেই লিংকগুলো মূল পোস্টে যোগ করে দিয়েন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মেজর কামরুল হাসান ভূঁইয়া সম্পাদিত কয়েক খন্ডের একটা বই আছে, সম্মুখ সমরে যোদ্ধাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে- স্বাধীনতা (প্রকাশ করেছে বাংলাদেশ সেন্টার ফর লিবারেশন ওয়ার স্টাডিজ আর পরিবেশক অনন্যা)
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কে নিয়ে চমৎকার একটা স্মৃতিচারণমূলক গ্রন্থ আছে বেলাল মোহাম্মদের- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ( অনুপম প্রকাশনী)
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
Fall of Dhaka 1971 http://www.storyofpakistan.com/contribute.asp?artid=C028&Pg=1
...........................
Every Picture Tells a Story
গোলাম মুরশিদের একটা বই আছে, যখন পলাতক। এটা এক কথায় দারুণ। কারো সংগ্রহে না থাকলে কিনে ফেলুন। এখানে অনেক সূক্ষ্ম তথ্য রয়েছে।
গোলাম মুরশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছেন শুনলাম। অপেক্ষায় আছি।
এই বইটা পড়া হয় নাই। পড়ে ফেলবো... ধন্যবাদ তথ্যটা দেওয়ার জন্য
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মেজর কামরুল হাসান ভূঁইয়ার একটা বই আছে, খুবই চমৎকার, জনযুদ্ধের গণযোদ্ধারা সম্ভবত। আরেকটা বই আছে, সম্মুখ থেকে গেরিলাযুদ্ধ (নামটা ঠিক খেয়াল নেই), সেইটাও খুব চমৎকার !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সবজান্তা ভাই বইটার নাম গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে হবে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
বহুদিন পরে সচলে আসা। সত্যি চমৎকার একটি উদ্যোগ। আমি জালাল ভাইয়ের লিস্টটা এখানে দিচ্ছি: http://nybangla.com/Muktijoddho/Library/Liberation%20War%20Library_MMRJalal.pdf
উদ্যোগটি অতি মহত। মুক্তিযুদ্ধের বিষয়ভিত্তিক ভাগ করা যেতে পারে। আমি আরও কিছু যোগ করব। ধন্যবাদ।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
কাজে লাগবে। অনেক ধন্যবাদ।
অনলাইনে কিছু পাওয়া যায়?
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
এখানে দেখুন।
হিমু এবং নজু ভাই
এই বইগুলো হতে কিছু বা সবগুলো স্ক্যান করে পীডিফ করে বিতরন করা গেলে যারা দেশের বাহিরে আছে তাঁদেরকেও কাজে লাগানো যেতে পারে। শুভাশিস এর আগের একটি লেখায় আর্কাইভায়তনের কথা হচ্ছিল। সেখানে অনুপম ত্রিবেদি এবং আরো কয়েকজন বলেছিলেন উনাদের স্ক্যানার আছে এবং এটা করতে পারবে। আমি কপিরাইট নিয়ে চিন্তিত না। দরকার হলে esnips এ ব্যক্তিগত ভাবে রেখে দিব। কিন্ত চাই সবাই যেন বইগুলো পড়তে পারে। আর এখন সবাইকে একেকটি বই দিয়ে সেই বই হতে প্রাপ্ত তথ্য জড়ো করা হোক।
আমার একটি প্রস্তাব ছিল। ধরি, গোলাম আযম, মুজাহিদ, নিজামী, মইনুদ্দিন, সাকা, আশারাফুজ্জামান, এভাবে একে একে সবার নামে একেকটি ব্লগ খুলি। সেখানে সবাই বিভিন্ন বই হতে প্রাপ্ত তথ্য সেই সব রাজাকারদের নামের ব্লগে যুক্ত করতে থাকি। সকল বই হতে যখন সব তথ্য যুক্ত করা শেষ হবে তখন সেখান হতে তথ্য বাছাই করে মূল তথ্যগুলো একত্র করে তাঁদের কীর্তি নামা বানিয়ে সেটা উইকিতে যুক্ত করি।
এ কারণে এই বইগুলো স্ক্যান করা থাকলে অনেক মানুষের সাহায্য নেওয়া সম্ভবপর হবে। আমার মতে বই অনেক আছে। কিন্ত এখান হতেও বই বাছাই করি। মূল দশটি বা বিশটি বই বাছাই করে একেক জন একেক্টি বইয়ের দায়িত্ব নিই। সেই বইয়ের সকল তথ্য একে একে করে যুক্ত করি। শুধু ইতিহাস বা বিভিন্ন স্থানীয় যুদ্ধের নামেও আলাদা ব্লগ ক্যাটাগরী হতে পারে। সকল ব্লগের লিঙ্ক একটি মেইন ব্লগে (রাগিবের ব্লগেও হতে পারে) দিয়ে দিতে পারি। এভাবে পরিকল্পনা মাফিক না এগুলে এত বড় প্রজেক্ট শেষ করা যাবে না। মনে রাখতে হবে বার বার এই কাজে মানুষ্কে উদুদ্ধ করা যাবে না। তাই আমাদের ব্যর্থ হবার কোন সুযোগ রাখা যাবে না।
কতো কিছু যে করতে চাই, কতো কিছু যে করার আছে।
বইগুলো স্ক্যান করে ফেলবো আস্তে আস্তে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কোন বই স্ক্যান করা হলে আমাকে জানিয়েন। আমি এখানে আপলোড করে দিতে পারবো। এই লাইব্রেরীটি করাই হয়েছে মুক্তিযুদ্ধের বই রাখার জন্য। আলাদা ডোমেইন কেন হয়েছে এই কাজের জন্য।
নজরুল ভাই, এটা তো আহমদ ছফার লেখা , তাই না ? আর বইয়ের নাম হবে 'জাগ্রত বাংলা' ,প্রকাশক মুক্তধারা ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
বইটার তথ্যঃ
বইঃ জাগ্রত বাংলাদেশ
লেখকঃ আহমদ ছফা
প্রকাশনীঃ মুক্তধারা
প্রথম প্রকাশঃ শ্রাবণ ১৩৭৮ (জুলাই ১৯৭১)
প্রকাশ স্থানঃ মুজিবনগর
তবে এই বইটি মুক্তিযুদ্ধের প্রথম প্রকাশনা কিনা আমার জানা নেই।
না, দুটো ভিন্ন বই।
রক্তাক্ত বাংলা প্রথম প্রকাশ হয় '৭১ সালের আগস্টে। প্রচ্ছদ করেছিলেন কামরুল হাসান।
মুখবন্ধ লিখেছিলেন তৎকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি আজিজুর রহমান মল্লিক।
লেখকসূচিতে আছেন- রঞ্জন, শেখ মুজিবুর রহমান, রণেশ দাশগুপ্ত, জহির রায়হান, ড. আনিসুজ্জামান, শওকত ওসমান, রামেন্দু মজুমদার, বুলবন ওসমান, সন্তোষ গুপ্ত, মতিলাল পাল, সত্যেন সেন, আব্দুল গাফফার চৌধুরী, আহমদ ছফা, আসাদ চৌধুরী, আব্দুল হাফিজ, সৈয়দ আলী আহসান, জাফর সাদেক, ফেরদৌসী মজুমদার।
এই বইটি দিয়েই মুক্তিযুদ্ধের প্রকাশনা সংস্থা মুক্তধারার সূচনা হয়।
'৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তধারা মোট ৩৩টা বই প্রকাশ করেছিলো। তার মধ্যে রক্তাক্ত বাংলাই প্রথম। আর আহমদ ছফার 'জাগ্রত বাংলাদেশ' দ্বিতীয় প্রকাশনা।
এছাড়া আরো প্রকাশিত হয়েছিলো ধনঞ্জয় দাস-এর 'আমার জন্মভূমি: স্মৃতিময় বাংলাদেশ' নির্মলেন্দু গুণ'র 'প্রেমাংশুর রক্ত চাই' আব্দুল গাফফার চৌধুরীর বাংলাদেশ কথা কয়, আবু সায়ীদ'র বাংলাদেশের গেরিলাযুদ্ধ, যতীন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আব্দুল হাফিজ সম্পাদিত 'রক্তাক্ত মানচিত্র' গোলাম মহিউদ্দিন'র পিন্ডির ষড়যন্ত্র ও বাংলাদেশ, সত্যেন সেন'র প্রতিরোধ সংগ্রামে বাংলাদেশ ও মহাবিদ্রোহের কাহিনী... প্রভৃতি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সারেন্ডার অ্যাট ঢাকা: বার্থ অভ্ আ নেশন
লেখক: লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জেকব (প্রকাশক: ইউনিভার্সিটি প্রেস লিমিটেড)
বইটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই পাওয়া যায়।
মনে হয় এই বইয়ের অনুবাদক সচল আনিস মাহমুদ।
হ্যাঁ।
জরুরি একটা কাজ করছেন নজরুল ভাই। অনেক ধন্যবাদ।
আচ্ছা, "বাংলাদেশে গণহত্যা" শিরোনামের একটি বই পড়েছিলাম সপ্তম/অষ্টম-এ ছাত্র থাকা অবস্থায়, স্কুল লাইব্রেরী থেকে নিয়ে। একাত্তরের গণহত্যা ও নিপীড়নের অনেকগুলো তথ্য সেখানে ছিল। মুক্তিযুদ্ধ ও এর শত্রু-মিত্র চেনার জন্য আমার কিশোর মানসে তীব্র ছাপ ফেলেছিল বইটি। দুর্ভাগ্য, বইটির লেখক-প্রকাশক কারো নামই এখন আর মনে করতে পারছি না। মনে পড়ে কারও?
"স্বাধীনতা আমার রক্ত ঝরা দিন" - বেগম মুশতারী শফি
**************************************
প্রাসঙ্গিক বিবেচনায় একটা কথা বলি। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিষয়ক ইংরেজী বইয়ের বড়ই অভাব আছে। কিছু কিছু বই ইংরেজীতে বের হলেও সেগুলো কিনতে পাওয়া যায় না। রিপ্রিন্ট হয়না বেশির ভাগ বইই। বাংলা পড়তে না পারা কানাডাপ্রবাসী আমার দুই শ্যালকের জন্য ইংরেজী ভাষায় লেখা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিষয়ক বই খুঁজতে আমার আর দিশার কালো ঘাম ছুটে গিয়েছিল। ইংলিশ মিডিয়ামের জোয়ারে ভেসে যাওয়া বাংলাদেশের এখনকার নতুন প্রজন্মের জন্য এইসব বইয়ের ইংরেজী অনুবাদ জরুরী। বিদেশী কাউকে পড়তে অনুরোধ করার জন্য, উপহার দেবার জন্যও এটা জরুরী। আমাদের মুক্তিযুদ্ধ আর ইতিহাসকে দুনিয়ার মানুষের কাছে তুলে ধরার জন্য অনুবাদকর্মের বিকল্প নেই।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
যারা অনুবাদ ভালো পারেন, তারা কিছু কিছু বই অনুবাদ করা শুরু করে দেন না...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এই ব্যাপারে মূল বইয়ের লেখক আর প্রকাশকের সাথে আলোচনা করার প্রয়োজন আছে। অন্য কোনো প্রকাশক রাজি না হলে মুক্তিযুদ্ধ জাদুঘরকে অনুরোধ করে দেখা যায়। ইলেকট্রনিক সংস্করণ প্রকাশে প্রকাশায়তন আগ্রহী।
মুক্তিযুদ্ধ জাদুঘরকে অনুরোধ করা যায়, একটা অনিয়মিত প্রকাশনা ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই বের করার। সেই প্রকাশনায় আমরা বিভিন্ন বাংলা বইয়ের অংশবিশেষ ইংরেজিতে অনুবাদ করে দিলেই কিন্তু উইকিপিডিয়ার জন্যে এবং পরবর্তী ঐতিহাসিক গবেষণার জন্যে একটি গ্রহণযোগ্য সূত্র পেয়ে যাই আমরা। সুলভতা নিশ্চিত করার জন্যে এই প্রকাশনার অনলাইন সংস্করণ পিডিয়েফ করে মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইটে আপলোড করা যায়, এবং অন্যান্য মাধ্যম [যেমন প্রকাশায়তন] এর মাধ্যমে ছড়িয়েও দেয়া যায়।
বিশ্ববাসীকে জানানোর এর চেয়ে ভালো উপায় আর কিছু নেই।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
কাজ বাড়িয়ে দিলেন।
শেখ নজরুল
শেখ নজরুল
নজরুল ভাই ও অন্যান্যরা ( বাংলাদেশের) মুক্তিযুদ্ধের দলিল ( বিশ্বসাহিত্যকেন্দ্রের) গুলো কি পিডিএফ করা যায়? যতদূর মনে পড়ে অষ্টম খন্ডে ২৬ মার্চের বর্ণনা ছিলো।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
Testimony of Sixty by OXFAM...I believe there's a link somewhere here in Sachal...Sorry for the English
নম্বর ১ আর ৪ অবিলম্বে স্ক্যান করা হৌক! স্ক্যানসেক্টরের লোকজন কোথায়? জাগো বাহে কুনঠে সবাই?
আজকের আড্ডায় তাইলে নম্বর ১ আর ৪ নিয়া যামু। স্ক্যানসেক্টরের লোকজনের হাতে ধরায়া দিমু।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এই দৃশ্যটা ফোটোবন্দী করবেন। যাতে পরে বই ফেরত পাবার ব্যাপারে পিয়ার প্রেশার তৈরি হয় । দিনকাল যা পড়সে ... হে হে।
এই বুদ্ধিটা ভালো দিছেন... তাই করুম। এখন থেকে যে যা বই নিবে, সব ছবি তুলে রাখা হবে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার "৪. একাত্তরের বিশটি ভয়াবহ যুদ্ধ (মেজর রফিকুল ইসলাম পিএসসি)"র স্ক্যানকপি দরকার ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
দারুণ! এই পোস্ট কখন এলো, কখন হাওয়া হলো নীড়পাতা থেকে?! স্টিকি করার আবেদন জানাই।
আমিও কিন্তু আপনার বই-খেলাপি নই নজরুল ভাই! খেয়াল রেখেন।
আচ্ছা, এখানে কি শুধুই আপনার সংগ্রহে থাকা বইগুলোর নাম দিচ্ছেন, না মুক্তিযুদ্ধের উপরে সব নামকরা বইয়ের নামই দেয়া যাবে?
আমিও একটা সাজেস্ট করি -
বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে নারীর অবদান - শাহনাজ পারভিন, বাংলা একাডেমী থেকে প্রকাশিত।
আজকেই আম্মা অন্য একজনের কাছ থেকে নিয়ে এসেছেন পড়ার জন্যে। লেখিকা রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক (এখন অধ্যাপক সম্ভবত)। এখানে ভাষা আন্দোলনের অংশে টাঙাইলে কুমুদিনী কলেজ প্রসঙ্গে নানীর নাম আছে। আমি উলটে পালটে দেখলাম, বেশ তথ্যবহুল মনে হলো। আমাদের নিজেদের সংগ্রহের জন্যে এক কপি অর্ডার দেয়া হয়েছে।
সম্পাদিতঃ
ওহ! পোস্ট পাবলিশের তারিখ দেখেছিলাম না! নতুন মন্তব্য দেখে ঢুকে ভাবছিলাম নতুন পোস্ট! এখন লিংকটা আবার শেয়ার করতে গিয়ে খেয়াল করলাম।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
এই লাইব্রেরীতে ডাকাতি করবো, খালি লোকেশনটা প্লেস করে নেই।
লক্ষ প্রাণের বিনিময়ে, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম
আমার এই বইটা একজন মেরে দিছে। সম্ভবত ৯২ সালে কিনেছিলাম। আমাকে কেউ কি এইটার কোন পিডিএফ দিতে পারবেন।
এই পোস্টের আপডেট হবে না? হলে আরো কিছু বইয়ের নাম আসবে।
পোস্ট কপি করে নিলাম। আমি একটা মূর্খ।
-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু
আমি এখন রৌদ্র-ভবিষ্যতে
নতুন মন্তব্য করুন