সন্ধ্যায় বইমেলায় যাবো, মোটামুটি সব ঠিকঠাক। এসময় আচমকা এক ঝড়। প্রচণ্ড ঝড়, ফাল্গুনের ১১ তারিখেই প্রবল কালবৈশাখী। সঙ্গে শিলাবৃষ্টি। যাওয়া হলো না আজকে আর মেলায়।
তবে তারচেয়ে বড় খবর হলো বইমেলা পুরাই লণ্ডভন্ড। না গেলেও বিভিন্ন জনের সঙ্গে ফোনকথা বলে যা জানলাম, তাতে মনে হলো বইমেলা শেষ।
বাঁশের খাম্বার উপর ত্রিপল আর কাপড় দিয়ে তৈরি স্টলগুলো সাধারণ বৃষ্টির জন্যই ততটা তৈরি থাকে না। এরকম ঝড়ের কবলে পড়লে তাদের অবস্থা সঙ্গিন। আর তা যদি হয় এরকম নোটিশ ছাড়া, তাহলে তো আর কথাই নেই।
শুনলাম অনেক নাকি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর বই উড়ে গেছে, ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। ভিজে চুপচুপা স্টলগুলোর অবস্থাও ভালো না। মেলার প্রাঙ্গন জুড়ে গোড়ালিকাঁদা। মনে হচ্ছে এই ঝড় বৃষ্টি কয়েকদিন চলবে।
এই ধকল কাটাতেই প্রকাশক বিক্রেতাদের অন্তত দিন দুয়েক সময় লাগার কথা। সব মিলিয়ে মনে হচ্ছে বইমেলার পরিবেশটা আর জমবে না। এমনিতেই বিক্রিবাট্টা কম, তার উপর এই ক্ষয়ক্ষতি। প্রকাশকদের জন্য খারাপই লাগছে। খারাপ লাগছে নবীন লেখকদের জন্য। অন্তত আরো কিছু বই বিক্রি থেকে বঞ্ছিত হলো নিশ্চিত।
আমার নিজেরও আরো বেশকিছু বই কেনার প্রয়োজন ছিলো। তালিকাও করে রেখেছিলাম। দেখি, শুক্রবারের মধ্যে যদি মেলা শেষ মুহূর্তের আলো নিয়ে জ্বলে ওঠে, তবে হয়তো কেনা হবে। নতুবা
গতবছরও ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে দিন দুয়েক মেলা প্রায় বন্ধ ছিলো। এবার ২৪ তারিখেই ঝড়...
মন্তব্য
বিকালে হঠাৎ করেই দেখি বৃষ্টি।
আকাশ কালো করে প্রথমে মেঘ, তারপর হুড়মুড় করে (শিলা)বৃষ্টি। অফিসের বারান্দায় দাঁড়ায়া দেখতে তো ভালোই লাগলো। তবে বাইরে যারা ছিলো, তাদের তো দফা রফা!
বইমেলার অবস্থা শুনে খারাপ লাগলো।
আপনি নাকি আহত হইসেন শুনলাম?
হ, ঝড় দেখতে বারান্দায় গেছি আর মাথার উপর এসির ফোকড় ঢাকা বোর্ড লাফ দিয়ে পড়লো ঝড়ের দাপটে। এখনো ব্যাথা করতেছে![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আজকের বইমেলাতে বৃষ্টির একদম প্রত্যক্ষদর্শী হচ্ছি, আমি আর তারেক।
আমরা দুইজন, সাথে আমাদের আরো দুই বন্ধু মিলে ছিলাম সংবেদের স্টলের সামনে। আচমকাই ঝড় উঠলো। আমরা পাশের একটা স্টলে ( সৌভাগ্যক্রমে সেই স্টল ছিলো অ্যাজমা সচেতনতা বৃদ্ধির স্টল, বই টই নেই) ভিতরে ঢুকে দাঁড়িয়ে থাকলাম। চোখের সামনে দেখলাম ঝড়ের তাণ্ডব।
বইমেলার প্রস্তুতি যে কতোটা ঠুনকো, আজ একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলো ঝড় বৃষ্টি। বিশ মিনিটের বৃষ্টি থামার পরই দেখি গোড়ালি সমান জল। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার ছিলো ইলেক্ট্রিক তার। ঝড়ে বেশ কিছু তার ছিঁড়ে গিয়েছিলো, এবং থেকে থেকেই মেলার মধ্যে দাঁড়িয়ে থাকা লাইট স্ট্যান্ড বাঁশগুলির তারে স্পার্ক হচ্ছিলো। কপাল ভালো যে, পানিতে কোন ছেঁড়া তার এসে পড়েনি।
সব মিলিয়ে ভোগান্তি ভালোই গেলো আজ সবার- প্রকাশকের, পাঠকের।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মেলা কর্তৃপক্ষ এই বিদ্যুৎ সংযোগের ব্যাপারে আগামী বছর সাবধান হলেই হয়। ঝড় এলে সাথে সাথে সাপ্লাই [সম্ভবত সেটা বাংলা একাডেমী থেকেই নেয়া] বন্ধ করে দেয়া উচিত।
ঝড়ের সময় প্রথমেই মনে হয়েছে বই মেলার কথা
...........................
Every Picture Tells a Story
আমারও
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আবার এইটা বইলেননা যে আমার মত আপনারও বোয়াল মাছের পেটি দিয়া খিচুরী খাইতে ইচ্ছা করতেছে।
...........................
Every Picture Tells a Story
আইলসামির-কারণে-ডিমের-উপ্রে-বাইচা-থাকা লোকজনরে এইসব লোভনীয় খাবারের কথা মনে করায় দেওয়ার তীব্র প্রতিবাদ!!
=======================
যদি আমি চলে যাই নক্ষত্রের পারে —
জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
নাহ্, এরকম বৃষ্টি... ঠাণ্ডা ঠাণ্ডা রাত... মনটা তরল হয়ে আছে...![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
বোয়াল মাছের পেটি দিয়া খিচুড়ী আপনেই খান...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তরল ?![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
এই একটু নেহাত বৃষ্টি ঠাণ্ডা বলে... আমের মুকুলগুলো সব ঝরে গেলো... সেই দুঃখে নাহয় একটু...![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
জরিনারে ডাকলে আমারেও ডাইকেন![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
জরিনারে জরিনা ডাকলে মাইন্ড করি আমি... প্রিন্সেস জরিনা বলতে হবে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হ, বছরে তো খালি দুই দিনই খান।
বৃষ্টি হইলে... আর না হইলে...![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
খ্রান, আপনের নামে মানহানির মামলা করতেছি
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ঝড়ের নিউজ টিভিতে দেখেছি সকালে (যেটা ঢাকার সন্ধ্যার খবর), প্রথমেই মনে হয়েছে বইমেলার কি হবে। আপনার লেখা পড়ে জানলাম বই মেলাও ক্ষতিগ্রস্ত।
আশা রাখছি।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
প্রথমতো শিলা কুড়িয়ে খেলাম কতক্ষণ
তারপর মনে হলো বইমেলার কথা
ফোন কর্লাম একজনকে
তারপর হঠাৎ মনে হলো বছর দুয়েক আগে এরকম এক বৃষ্টি ফেব্রুয়ারিতে ভিজতে ভিজতে বইমেলায় হাজির হতেই জারুল গাছের নিচে গুটিসুঁটি হয়ে বসা কবি সৈয়দ মবনু ধরিয়ে দিয়েছিল ছোট একটা মিনারেলের অর্ধেক বোতল চোয়ানি
সেটা গলায় ঢেলে যখন বইমেলার বৃষ্টি দেখছি তখন ওড়না দিয়ে পুরো মুখ মাথা প্যাচানো একটা মেয়েকে টানতে টানতে ক্যামেলিয়া হাজির- বিয়ে করবি এইটারে?
অন্ধকারে শুধু সেই মেয়েটার জ্বলজ্বলে টিপ দেখেই বললাম- করব
আজ হঠাৎ করেই মনে হলো আজকেও সৈয়দ মবনু আর সেই মেয়েটাকে পাবো
এবং সেই ভেবে রওয়ানাও দিলাম
কিন্তু যেতে যেতে যেতে যেতে টিএসসিতে পৌছে দেখলাম মেলার টাইম শেষ....
যাক্ মেয়েটা বাঁচলো
...........................
Every Picture Tells a Story
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
( গড়াগড়ি দিয়া হাসি )
হে হে হে নবীন কাগুজে [নবীন লেখক না বলাই ভালো] যারা আছি, তারা এখন ঝড়ের কান্ধে বন্দুক রাখতে পারবো। বলবো আরে ভাই হুড়হুড় করে বিক্রি হচ্ছিলো এই ঝড়টা এসেই সব পণ্ড করলো ...
...তারপরও মেলা থেকে ঘুরে আসলাম। মানুষ শেষ পর্যন্ত মাথা তুলে দাড়ায়। মেলাও দাড়িয়ে যাবে- কাল বিকেলের মধ্যেই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আজ প্রায় শুরু থেকেই ছিলাম বই মেলায়। আজ প্রথম থেকেই ভালো লোক সমাগম ছিলো মেলা চত্বরে। ইচ্ছা ছিলো শেষ পর্যন্ত থাকবো। প্রকৃতি বাধ সাধলো আমার ইচ্ছায়। অল্প একটু মেঘ থেকে হঠাৎ তুমুল ঝড় শুরু হয়ে গেলেও বাতাসের তীব্রতা দেখে ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে না। কিন্তু সাথে সাথে শুরু হলো ভারী বৃষ্টি। পুরো মেলার লোকজন তখন আশ্রয় নিয়েছে একাডেমী ভবনের নীচে। মেলার যেখানে প্রতিদিন আলোচনা অনুষ্ঠান হয় সে জায়গার অবস্থা আরো বেহাল দেখলাম। প্রায় ৪০ মিনিট আটকা থেকে যখন বের হলাম তখন অধিকাংশ বইয়ের স্টলের সামনেই প্রায় এক হাটু পানি জমে আছে! পানি নেমে গেলে আবারো আসবো ঠিক করে টিএসসি তে গেলাম চা খেতে। সন্ধ্যার পরে ঢুকে দেখি এবার স্টলের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন। মাইকে ঘোষণা দেয়া হচ্ছে পানি অপসারণ হলেই বিদ্যুত সংযোগ দেয়া হবে। যদিও অধিকাংশ স্টলের ভিতরে পানি ঢুকে যাওয়ায় ততোক্ষণে স্টল মালিকরা ঝাঁপি নামানো শুরু করে দিয়েছিলো। তবুও আশায় ছিলাম শেষ পর্যন্ত হয়তো আবারো শুরু হবে বই মেলা। কিন্তু ভাগ্য খারাপ তখনই আবারো আকাশ ভেঙ্গে আরেক দফা শুরু হলো বৃষ্টির বিড়ম্বনা। মৌসুমের প্রথম বৃষ্টি, তবে বই মেলা ভন্ডুল করে দেবার জন্য বৃষ্টির উপর একটু রাগই হচ্ছিলো। অবশেষে তথ্যকেন্দ্র থেকে ঘোষণা আসলো আজকের মতন বইমেলা এখানেই শেষ। কিছুটা ব্যর্থ মনোরথে বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতেই পলাশি মোড় পর্যন্ত আসলাম। হাতে তখন আজকের কেনা একমাত্র বই-"রোকেয়া রচনাবলী"।
আজ বইমেলা যাবার প্ল্যান ছিল![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
তবুও যাব । হয়ত কাল/পরশু নয় । তারপর কোন একদিন । বিক্রেতারা আবার একটু গুছিয়ে উঠুক ।
প্রস্তুতি থাকা উচিত সব কিছুর জন্যই । যেমন ইলেকট্রিক তার যদি পানিতে পড়ে যেত তাহলে কেমন হত?!!!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
কাঁচের দেয়ালে শিলার টুংটাং বিকালে ভালোই লাগছিলো। প্রস্তুতিও ছিলো মেলায় যাবার, কিন্তু হলো না।
শুক্র-শনিতে মেলা যাবো। মেলা আশা করি এর মধ্যেই দাঁড়াবে
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
- হে হে হে
আমি এইটা সন্দো করেই এইবার বই বাইর করি নাই।![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
টিভিতে ঝড়ের তান্ডব এবং লন্ডভন্ড বইমেলা দেখে খুব খারাপ লেগেছে। দীর্ঘ দীর্ঘকাল বইমেলা থেকে দূরে আছি,তবু টিভির কল্যাণে বইমেলার জমজমাট রূপ দেখতে পাচ্ছিলাম। অসময়ের এই ঝড় তছনছ করে দিল সব। তবে আশা করছি সবাই সামলে ওঠে আবারো আগের ছন্দে ফিরে যাবে। বইমেলা ফিরে পারে পাবে আবারো তার জমাটি রূপ।
তমিজ উদদীন লোদী
নতুন মন্তব্য করুন