শুভ জন্মদিন সচলায়তন [এবং সচলাড্ডার খবর]

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: বুধ, ৩০/০৬/২০১০ - ১১:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুভ জন্মদিন সচলায়তন

আমার সবটুকু সময় জুড়ে বসে থাকা সচলায়তন... হাজারো কাজের ভীড়ে একটু হলেও যাকে উঁকি দিয়ে দেখতে হয়, সেই সচলায়তন... জরুরী অনেক কাজ থামিয়েও যে সচলায়তন... অনেক ক্লান্ত শরীরে বিশ্রামে যাবার আগেও যে সচলায়তন... অনেক ভালো লাগার উচ্ছ্বাস প্রকাশে যে সচলায়তন... অনেক মন খারাপ করা সময়ে চুপ করে বসে বসে পড়া সচলায়তন... মতদ্বৈততা, দ্বন্দ্ব সবকিছুর পরেও যে সচলায়তন...
আর সচলায়তনের মানুষগুল...শুভ জন্মদিন সচলায়তন

আমার সবটুকু সময় জুড়ে বসে থাকা সচলায়তন... হাজারো কাজের ভীড়ে একটু হলেও যাকে উঁকি দিয়ে দেখতে হয়, সেই সচলায়তন... জরুরী অনেক কাজ থামিয়েও যে সচলায়তন... অনেক ক্লান্ত শরীরে বিশ্রামে যাবার আগেও যে সচলায়তন... অনেক ভালো লাগার উচ্ছ্বাস প্রকাশে যে সচলায়তন... অনেক মন খারাপ করা সময়ে চুপ করে বসে বসে পড়া সচলায়তন... মতদ্বৈততা, দ্বন্দ্ব সবকিছুর পরেও যে সচলায়তন...
আর সচলায়তনের মানুষগুলো...

আমার জীবনের অন্যতম একটা অংশ...

শুভ জন্মদিন সচলায়তন।

জন্মদিন উপলক্ষ্যে ঢাকায় একটা সচলাড্ডার আয়োজন করা হয়েছে। ১ জুলাই সন্ধ্যায় আড্ডা হবে। চলবে রাত পর্যন্ত।
যারা আড্ডায় অংশ নিতে চান, তারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা নিচে দেওয়া হলো।
তবে আড্ডায় শুধু সচল, হাচল এবং অতিথি সচলরাই [যাদের পোস্ট সচলায়তনে প্রকাশ পেয়েছে] অংশ নিতে পারবেন।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন।

পলাশ রঞ্জন সান্যাল

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন, সচলায়তন।

কুটুমবাড়ি

সুহান রিজওয়ান এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন !!!

_________________________________________

সেরিওজা

হাসিব এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন ।

মুস্তাফিজ এর ছবি

বান্দা হাজির

...........................
Every Picture Tells a Story

জুয়েইরিযাহ মউ এর ছবি

সত্যি ! সবকিছুর পরেও সচলায়তন... আর সচলপাড়ার এই মানুষগুলো......
ইদানীং কিছু ভালোলাগেনা...
ইদানীং দিনগুলো ধোঁয়াশায় মোড়া...
তবু... সচলায়তনে আসা হয় ঠিকই...
কৃতজ্ঞতা সচলায়তন... অনেক অনেক মনকাড়া লেখার জন্য...
বিভোর হয়ে দেখতে থাকা ছবিগুলোর জন্য...
আর অবশ্যই দারুণ কিছু মানুষকে পথ চলতে খুঁজে পাওয়ার জন্য...

জন্মদিনে জানাই অভিবাদন... প্রিয় সচলায়তন... হাসি

------------------------------------------------------
জানতে হলে পথেই এসো,
গৃহী হয়ে কে কবে কী পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

বোহেমিয়ান এর ছবি

শুভ জন্মদিন ।
শুরু থেকে এই পর্যন্ত কী হল না হল অর্জন সমূহ, ইবুক এই সবের লিস্ট চাই!!!

আড্ডায় আশা করতেছি আসতে পারব ।
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

নিবিড় এর ছবি
মূলত পাঠক এর ছবি

জন্মদিনে অভিনন্দন জানাই সবাইকে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল...

তাসনীম এর ছবি

শুভ জন্মদিন প্রিয় সচলায়তন।

++++++++++++++++++++++++++
কোথাও পাখির শব্দ শুনি;
কোনো দিকে সমুদ্রের সুর;
কোথাও ভোরের বেলা র'য়ে গেছে - তবে।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

_প্রজাপতি এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন !!
একটা ছোট প্রশ্ন ছিল,কততম বছরে পা দিলো আমাদের প্রিয় সচলায়তন?

------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তিন বছর।
http://www.sachalayatan.com/faq/show/820#q_8687

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তাসনীম এর ছবি

তিন বছর পূর্ণ করে চতুর্থ বর্ষে পা দিল।

এই রকম একটা পরিসংখ্যান কি পাওয়া যাবে?

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

একটা টেকনিক্যাল কারনে মাঝের কিছুদিনের ডেটা হারিয়ে গেছে। বাকি ডেটা থেকে দেয়া যায়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

প্রথম বছরে আমি সচলে একেবারেই এক্টিভ ছিলাম না। তবু এই পরিসংখ্যানে মন্তব্যকারীদের তালিকায় আমার নাম দেখে আমি নিজেই অভিভূত!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কাকুল কায়েশ এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন হাসি
সচলাড্ডাটা মিস করব!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন! জি২জি সফল হোক। ফোনে যোগ দেবার চেষ্টা করব। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় সচলায়তন। সকল 'চল'দের ভীড়ে এগিয়ে চলার পথে অভিনন্দন।
---- মনজুর এলাহী----

স্বাধীন এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন! একদিন আমিও আড্ডায় যোগ দিব নজু ভাই! সে দিন খুব দূরে নয়!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

(প্রায়) প্রথম পোস্ট:
বাংলা কিবোর্ড নিয়ে জরিপ - http://www.sachalayatan.com/node/3

(প্রায়) দ্বিতীয় পোস্ট:
সচলায়তনের ফন্ট নিয়ে অভিযোগ - http://www.sachalayatan.com/node/14

হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাসকাওয়াথ আহসান এর ছবি

আয়ুষ্মান হোক সচলায়তন, আমাদের অক্সিজেন চেম্বার, রেকসের আড্ডা কিংবা কফি হাউজ।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

সচল জাহিদ এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন!

অমিত এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন

জিজ্ঞাসু এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন!

___________________
সহজ কথা যায়না বলা সহজে

তৌফিক হাসান [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন প্রিয় সচলায়তন।
সচলাড্ডার ফটুক আর আলাপ নিয়া পোস্ট পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।

মেহবুবা জুবায়ের এর ছবি

প্রিয় সচলায়তন শুভজন্মদিন তোমাকে।
তুমি ওকে কেঁড়ে নিয়েছিলে আমার কাছ থেকে। তাই একদিন তোমাকে হিংসে করতাম, ভাবতাম আমার সতীন। মাত্র দেড় বছরে তুমি ওর সবটুকু জয় করে নিয়েছিলে, যা আমি পারিনি দীর্ঘ্য চব্বিশ বছরেও। রাতের বিছানায় একা শুয়ে শুয়ে অভিশাপ দিতাম তোমাকে। তুমি মর, তুমি এক্কেবারে শেষ হয়ে যাও।
আর আজ! আজ এসেছি তোমাকে আমার কৃতজ্ঞতা জানাতে। তোমাকে অবলম্বন করেই সে তার জীবনের শেষ কটা দিন ও রাত গুলি পারি দিতে পেরেছিলো। তুমি ভালোবেসে হাত বুলিয়ে দিয়েছিলে ওর ক্ষতে। তুমি ছিলে বলেই ও নিজেকে বিলিয়ে দিয়েছিলো তোমার মাঝে। তোমাকে নিয়েই ও ভুলে থাকতে পেরেছিলো ওর জীবনের অমোঘ নিয়তিকে।
শুধু কী তাই? আমি যখন ভাংগা বুক নিয়ে খুঁজে খুঁজে ফিরছি একটু সান্তনার স্হান, তুমি তখন হাত বাড়িয়ে আমাকে কাছে টেনে নিলে, বল্লে দেখো এসে তোমার ও আমার ভালোবাসার মানুষটিকে অনেক যত্নে ধরে রেখেছি আমার বুকে। কৌতুহলি মন নিয়ে আমি এসেছিলাম আমার ভালোবাসার মানুষটিকে খুঁজতে। এসে নিজেই জড়িয়ে পড়লাম তোমার ভালোবাসার বাঁধনে।
ধীরে ধীরে সে হারিয়ে যাচ্ছে পরিচিত সব জায়গা থেকে। সবার স্মৃতি থেকে, কিন্তু এক মাত্র তোমার কাছে এলেই আমি ওকে ফিরে পাই পরিপূর্ণ ভাবে। তোমার পাতায় পাতায় খুঁজে পাই ওর হাসি, ওর গান। ওর ভালোলাগা না লাগা।
আজ বলতে আর দ্বিধা নেই গো, তোমায় আমি ভালোবাসি ঠিক তেমনি ভাবে যেমনটি ও বেসেছিলো।
বড় হও। অনেক বড়। সবাইকে ছড়িয়ে, আকাশের সমান।

--------------------------------------------------------------------------------

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন।

আড্ডায় হাজির থাকবো। হো হো হো


কি মাঝি, ডরাইলা?

তুলিরেখা এর ছবি

জন্মদিনে একবাটি পায়েস আর ক্ষীরমোহন সন্দেশ। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

রেদওয়ানুর রহমান লিন এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন

সৈয়দ আফসার এর ছবি

শুভ জন্মদিন প্রিয় সচলায়তন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অতিথি লেখক এর ছবি

সচলায়তনের জন্মদিনটা একটা বিশেষ কারণে আমার সবসময় মনে থাকবে। হাসি

জন্মদিনে সচলায়তনকে শুভেচ্ছা।

=== অনন্ত ===

সাঈদ আহমেদ এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন ।
-----------
চর্যাপদ

-----------
চর্যাপদ

আব্দুর রহমান এর ছবি

কাজে অকাজে সময় নষ্ট করার ব্যাপারে সচলায়তন এর জুড়ি নেই, তবু ভালোবাসি। জনমদিন আনন্দময় হোক।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সাইফ তাহসিন এর ছবি

হিংসাইলাম, ঠাডা পরুক সচলাড্ডায় চোখ টিপি আমারে ছাড়া যেইখানে সচলাড্ডা হইব সেইখানেই যেন ঠাডা পড়ে চোখ টিপি গড়াগড়ি দিয়া হাসি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নৈষাদ এর ছবি

জন্মদিনে সচলায়তনের জন্য রইল অনেক শুভেচ্ছা।

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন!

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন।
সবার ভালবাসা নিয়ে সচলায়তন থাকুক চিরকাল।

আয়নামতি এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন!

দময়ন্তী এর ছবি

হ্যা বা সচলায়তন৷ হাসি
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

লুৎফর রহমান রিটন এর ছবি

সচলায়তন একটি বিশাল পরিবার।
জন্মদিনে এই পরিবারের সকল সদস্যকে আমার হ্রদয় নিংড়ানো ভালোবাসা।
জয়তু সচলায়তন।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

ধুসর গোধূলি এর ছবি

- ডায়াপার, ডায়াপার... সচলায়তনের জন্মদিনে একে ডায়াপারের শুভেচ্ছা।

ব্যানারে সচলায়তনের মুখে চুশনি আর পরনে ডায়াপার লাগানোর তীব্র দাবী জানাই। এবং দাবীর প্রতি সমর্থন জানাইলাম। (নিচের ভুটটা আমার) দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুস্তাফিজ এর ছবি

সচলাড্ডার ব্যানারে ধুগোর ডায়াপার পরা ছবি ছিলো। হো হো হো

...........................
Every Picture Tells a Story

ধুসর গোধূলি এর ছবি
আহমেদুর রশীদ এর ছবি

শুভেচ্ছা সবাইকে।
শুভ জন্মদিন।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নুরুজ্জামান মানিক এর ছবি

জয়তু বাংলা ব্লগিং !
জয়তু সচলায়তন !
শুভ হোক জন্মদিন !
পারিজাত শুভেচছা জানাই ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মৃত্তিকা এর ছবি

শুভ জন্মদিন প্রিয় সচলায়তন!

কিছু অসাধারণ লেখা আর লেখকদের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য সত্যিই কৃতজ্ঞ সচলায়তনের কাছে! এই পরিবারের সকল সদস্যদের জানাই শুভেচ্ছা!!

আপনাদের আড্ডার খাবার দাবারের ছবি দেখার অপেক্ষায় রইলাম নজু ভাই! দেঁতো হাসি

নীড় সন্ধানী এর ছবি

‍‌ব্যাপক চেতে আছি অফিসের উপর। আজকে সচলাড্ডায় যোগ দেয়ার কঠিন ইচ্ছেটাকে জবেহ করতে হয়েছে। কোন সুযোগই করতে পারলাম না। রাত দশটা পর্যন্ত চেয়ারে আঠা লাগিয়ে অফিসেই পড়ে থাকতে হবে আজ। মন খারাপ

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সাফি এর ছবি

সচলাড্ডায় চ্যাট বা ফোনে যোগাযোগের উপায় কি? কেউ একজন লাইভ ব্লগিং করেন

বাউলিয়ানা এর ছবি

!!শুভ জন্মদিন সচলায়তন!!

অতিথি লেখক এর ছবি

প্রতিদিনের সাথে সচলায়তন মিশে আছে জীবনে, তার জন্মদিনে আমার আনন্দ এর পূর্নাঙ্গ রূপ দেখে।
--শফকত মোর্শেদ

-------------------------------------------------------------------------
সহজ কথা যায় না বলা সহজে

সাহাদাত উদরাজী [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন

স্পর্শ এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

nuha এর ছবি

happy birthday-shachal

অতিথি লেখক এর ছবি

অনেক শুভেচ্ছা সচলের জন্মদিনে।

মাঝে মাঝে ঢু মারা হলেও এখানে নিয়মিত হতে পারিনাই। বাংলাদেশ টেলিভিশন নিয়ে সিরিজ পোষ্ট বেশ পছন্দ হয়েছিল সবার কিন্তু নিয়মিত না হবার কারণে নিয়মিত লেখা দেয়া হয়নাই ।

আর নিয়মিত না হবার আরেকটা কারণ হলো লেখা দিয়ে বার বার চেক করা - লেখা প্রথম পেজে এসেছে নাকি !!!

কমেন্ট করেও সেইম অবস্থা , অবশ্য এখানের নিয়ম এটা , তাই বলারও কিছু নাই।

সচলাড্ডার সাফল্য কামনা করছি।

রায়হান সাঈদ

তিথীডোর এর ছবি

শুভ জন্মদিন প্রিয় সচলায়তন ।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

শুভাশীষ দাশ এর ছবি

হ্যাফি বাড্ডে।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

সুরঞ্জনা এর ছবি

সচলায়তন এবং তার সকল 'চল ও পাঠকদের জন্যে শুভেচ্ছা রইল। হাসি
............................................................................................
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

শ্যাজা এর ছবি
মর্ম এর ছবি

সচলায়তন অনেককে পরিচিতি দিয়েছে, দিচ্ছে, দেবে।
আজকের দিনটায় 'ওর'নিজের 'পরিচয়' প্রথমবারের মত 'প্রকাশিত' হয়েছিল, সেই সুন্দর দিনটার আনন্দ ওর সাথে ভাগ করে নেয়ার দায়িত্ব বা অধিকার দুই-ই আমাদের।

শুভ জন্মদিন, সচলায়তন!!!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

[বিষণ্ণ বাউন্ডুলে] এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।।

সচল,যুগ যুগ জীয়ে।।

তিথীডোর এর ছবি

শুভ জন্মদিন প্রিয় সচলায়তন। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

এক লহমা এর ছবি

শুভ জন্মদিন প্রিয় সচলায়তন। চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন!

সুবোধ অবোধ এর ছবি

শুভ জন্মদিন ভালবাসার সচলায়তন। হাসি

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন

আমার সবটুকু সময় জুড়ে বসে থাকা সচলায়তন... হাজারো কাজের ভীড়ে একটু হলেও যাকে উঁকি দিয়ে দেখতে হয়, সেই সচলায়তন... জরুরী অনেক কাজ থামিয়েও যে সচলায়তন... অনেক ক্লান্ত শরীরে বিশ্রামে যাবার আগেও যে সচলায়তন... অনেক ভালো লাগার উচ্ছ্বাস প্রকাশে যে সচলায়তন... অনেক মন খারাপ করা সময়ে চুপ করে বসে বসে পড়া সচলায়তন... মতদ্বৈততা, দ্বন্দ্ব সবকিছুর পরেও যে সচলায়তন...
আর সচলায়তনের মানুষগুলো...

কিন্তু এখন আপনাকে ঠিক ওভাবে দেখিনা সচলে নাজু ভাই। ফিরে আসুক আগের দিনগুলো হাসি

মাসুদ সজীব

কল্যাণ এর ছবি

জরমোদিনের আগমন-শুভেচ্ছা স্বাগতম চলুক

_______________
আমার নামের মধ্যে ১৩

রণদীপম বসু এর ছবি

নজু ভাই, সচলাড্ডার কদ্দুর কী হলো বলেন ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

প্রৌঢ় ভাবনা এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।