উদভ্রান্ত পথিকের ক্যামেরায় সচলাড্ডা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শুক্র, ০২/০৭/২০১০ - ২:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকে দারুণ মজা হলো। সবাই মিলে ব্যাপক আড্ডানো গেছে। সচলায়তনের জন্মদিন উপলক্ষ্যে পার্টি। জি এম তানিম, নির্জন সাক্ষর, শাহেনশাহ আর উদভ্রান্ত পথিক প্রচুর ছবি তুলছে।
উদভ্রান্তর ছবিগুলো এখানে দেওয়া হলো...

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

সুন্দর ছবি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আনিস ভাই, বুনো, বালিকা, জিয়েমটি, ওডিন, - বলেছি আগেই আমার নিজেরো একটা অন্য রকম আড্ডা ছিল আজকে, ভালও লেগেছে। হবে তোমাদের সাথে ফের দেখা, সেটা জানিও । কিন্তু খাবার টেবিলের আড্ডার ছবিটা দেখে এখন সত্যিকার অর্থেই মন খারাপ হল... মিস করলাম তোমাদেরকে অনেকখানি। মিস করলাম গান, বই, ছবির আলাপ! দেখা হলেও সব্বাইকে একসাথে পাওয়াটা অনেক বড় ব্যাপার। মিস করলাম নূপুরাপু, নজরুল ভাই, এনকিদু, সুর আর সকলকেই। হবে নিশ্চয়ই... হবে একদিন।

ধন্যবাদ সচলায়তন... এত বড় হয়ে যাবার পরেও সেই স্কুলের দিনগুলির মত গুচ্ছ ধরে বৈচিত্রময় বন্ধু উপহার দেবার জন্যে। অনেক ধন্যবাদ মুর্শেদ ভাইকে সচলায়তনে লিখতে অনুপ্রেরণা দেয়ায়। ভাল থেক সচলায়তন। অনেক অনেক অনেক বড় হও! ভাল থাকুন জড়িত সবাই, বিশেষ করে লেখক-পাঠকেরা।

শুভ জন্মদিন! হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অতিথি লেখক এর ছবি

সুন্দর ছবি।

বাবুল হোসেইন

তাসনীম এর ছবি

দারুণ...সচলায়তনের বর্ষপূর্তি...করেছেন সবাই হর্ষফুর্তি...(রিটন ভাইয়ের জন্মদিনের কবিতা রিসাইকেল করলাম)।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

নূপুরের ছন্দ এর ছবি

বহুদিন পর অসাধারন ১টা আড্ডা হয়েছে।

নূপুরের ছন্দ এর ছবি

কেউ আর রাতের খাবারের ছবি দেয়নাই।সবাই খাওয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে পরেছিল।তাও বলে দেই মেনু ছিল- পরোটা,নান,শিক কাবাব,চিকেন গ্রিল,ডাল তরকা, সালাদ,পেপসি,সেভেন আপ,কেক।

তাসনীম এর ছবি

আপনাদের সচলাড্ডার সময় অফিস করছিলাম, সারাদিনে খেয়েছি একটা অখাদ্য স্যান্ডউইচ আর কোক, খাবারের মেনু শুনে রীতিমত মেজাজ খারাপ হয়ে গেল।

ভাবছি একা একাই একটা সচলাড্ডা করব, আর কেউ না আসুক প্রাণ ভরে খাওয়া দাওয়া করব।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

কৌস্তুভ এর ছবি

প্রাণভরে খাওয়াদাওয়ার ব্যাপার হলে আমি ঠিক চলে আসব আপনার সচলাড্ডায়, একবার জানাইয়া দেখেন!

সাফি এর ছবি

কমেন্টে মাইনাচ

সাঈদ আহমেদ এর ছবি

এইসব ঈর্ষাজাগানিয়া পোস্ট 'ভালুপাই' না।
ছবিয়ালকে প্লাস... পোস্টে মাইনাস হো হো হো
-----------
চর্যাপদ

-----------
চর্যাপদ

ধুসর গোধূলি এর ছবি

- মাইনষে কী সুন্দর সুন্দর ফটুক তোলে। আর আমাগো ক্যামেরাম্যান মাশাল্লা! হারাজীবন খালি হুনলামই, "এই লেন্সটা দেখছোস? এইটা দিয়া ঐটা হয়!" মরার আগে আর নিজের খোমাটা ভালো কৈরা দেইখা যাইতে পাল্লাম না! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুস্তাফিজ এর ছবি

"এই লেন্সটা দেখছোস? এইটা দিয়া ঐটা হয়!"

মজা পাইলাম। তবে আপনাগো ক্যামেরাম্যান কিন্তু ভালো ওয়াইড তুলে দেখলাম।

...........................
Every Picture Tells a Story

ধুসর গোধূলি এর ছবি

- এই তো দিলেন ভেজাল লাগায়ে মুস্তাফিজ ভাই। এখন তো ক্যামেরাম্যান আগামি ছয়মাস কানের কাছে ঘুরঘুর করবো, "মুস্তাফিজ ভাই কইছে আমি 'ওয়াইড বল' ভালো করি। আয় তোর ছবি উঠাইয়া দেই"।

সমস্যা এই ছবি তোলানিতে না, সমস্যা হইলো এতো আয়োজন করে তোলার পরেও আমার ছবি কো! আমি তো ঐখানে আমারে দেখি না! চিন্তিত

আর, বয়স হইছে। কোন্দিন পটল তুলি তার ঠিক নাই। আমার নাতিপুতিরা কি তার ওয়াইডে ফুলের মালা ঝুলায়ে দেয়ালে টাঙ্গাবে? মন খারাপ

কতো আশা আছিলো, তেল জবজবে চুলে মাঝখানে সিঁথি করে নিজের একটা ত্যালত্যালে ফটুক নায়-নাতিনের হাতে তুলে দিয়ে যাবো! সেই আশা আমার পূরণ হলো না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নিঘাত তিথি এর ছবি

বাহ বাহ।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

রাহিন হায়দার এর ছবি

বাজে পোস্ট।
________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দারুণ হয়েছে বোঝা যাচ্ছে। ছবিগুলোও দারুণ আসছে। চলুক

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

নজু ভাইকে ধইন্যবাদ ছবি দিয়া পুস্টের জন্যে আর পুরো অনুষ্ঠান্টা আয়োজনের জন্যে হাসি
---------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

স্পর্শ এর ছবি

আমার ছবি কই? আমিতো সচলাড্ডায় ছিলাম। কেউ আমার ছবি তোলেনি মন খারাপ


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

দারুণ পার্টি! একদিন আমরাও.....

আচ্ছা ছবির পরিচিতি দেয়া যায় না?
আমরা যারা অ-চল
চিনি কে কে সচল!!

নাদিম

সাইফ শহীদ এর ছবি

ছবির সাথে পরিচিতি দিলে খুব ভাল হবে।

সাইফ শহিদ

http://www.saifshahid.com

সাইফ শহীদ

নাম প্রকাশে অনিচ্ছুক এর ছবি

দামী DSLR ক্যামেরা মানেই ভাল ছবি নয়। DOF করলেই ছবি ভাল হয় না। ফোকাস, এঙ্গেল, লাইট, সাবজেক্ট ইত্যাদি সবকিছু মাথায় রেখে ছবি তুলতে হয়।

যাদের তোলা ছবি এখানে রয়েছে, তারা ষ্টুডিও'র পাসপোর্ট সাইজের ছবি তোলা মাপের ফটোগ্রাফার। আর সেটি হতে হলে প্রায় কোন জ্ঞান'ই লাগে না।

প্রথম থেকে শুরু করলে ১০ নম্বরে যে ছবি, মেহেদী রাঙানো হাত, সেটি কাকতালীয় ভাবে মোটামুটি মানের ছবি।

আর ফটোগ্রাফারদের উদ্দেশ্যেঃ পারলে ন্যাশনাল জিওগ্রাফীর ফিচার ফটোগুলো দেখবেন। এন্ড জাস্ট, শুট শুট শুট!!!

নিজেকে প্রচার করতে ভাল লাগে না, তাই নাম-ঠিকান কিছুই জানালাম না। কমেন্টটি ইতিবাচক ভাবে নেবেন।

শুভ জন্মদিন।

নিবিড় এর ছবি

এই কমেন্ট টা দেখে লগিন না করে পারলাম না খাইছে
নাম প্রকাশে অনিচ্ছুক ভাইজান, যতদূর বুঝি এই "পোস্টটা আমি কত ভাল ছবি তুলি" এরকম কোন কিছু বুঝাতে দেয়া হয় নায় বরং জমজমাট সচলাড্ডায় অনুপস্থিত সচলেরা যাতে এই সব ফটুক দেখে দুধের সাধ কিছুটা হলেও ঘোলে মিটাতে পারে তার জন্য দেওয়া। তাই ছবি এখানে কি ক্যামেরায় তোলা হয়েছে বা কত বড় মাপের ফটোগ্রাফার ছবি তুললেন তা মূখ্য না। এই সামান্য ব্যাপার যে মাঝে মাঝে মন্তব্য করে বুঝিয়ে দিতে হয় এতে বড় আশ্চর্য লাগে


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

যারা খুব সুক্ষ বিষয় গভীরভাবে খেয়াল করেন আপনি মনে হয় তাদের দলে। তবে এই পোস্ট আর আর সাথের ছবিগুলো মনে হয় অতটা সুক্ষভাবে নিরীক্ষা না করলেও চলে হাসি

আপনাকে সচলায়তনে পেলে এর পাঠক হয়তো ভালো কিছু শিখতে পারবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

কৌস্তুভ এর ছবি

ফটুর লোকেদের নাম চাই। নইলে খেলুম্না।

মুস্তাফিজ এর ছবি

প্রথম ছবি সচল ব্যানার, আমার পেন্সিলের টানে রঙ দিয়েছে দুষ্ট বালিকা আর সুরঞ্জনা, ছবি-২ নুপুর, ছবি-৩ প্রবাসি আর প্রবাসিনী, ছবি-৪ মাতিস আর রিতা, ছবি-৫ মাতিস, ছবি-৬ সুরঞ্জনা, ছবি-৭ নুপুর, নিধি, রিতা, ছবি-৮ মুস্তাফিজ, ছবি-৯ নির্জন সাক্ষর, ছবি-১০/১১ সায়কা, ছবি-১২ ওডিন, ছবি-১৩ রিতা, ছবি-১৪/১৫ গৌতম নিধি, ছবি-১৬ সচল কেক, ছবি-১৭ সবজান্তার গলা কাটা হচ্ছে, ছবি-১৮ সচল কেক কাটা হচ্ছে, ছবি-১৯ এনকেদু, ছবি-২০ সিমন, সুহান, ছবি-২১ জি এম টি, ছবি-২২ চাঁদা তুলছে দুষ্ট বালিকা, পাশে নির্জন সাক্ষর, ছবি-২৩ আরিফ জেবতিকের আঙ্গুল, ছবি-২৪ সুরঞ্জনা আর জি এম টি, দুষ্ট বালিকা আর মাতিস, ছবি-২৫ এনকিদু আর নির্জন সাক্ষর, বাকি গুলা আড্ডার ছবি

...........................
Every Picture Tells a Story

_প্রজাপতি এর ছবি

দারুন যে একটা সচলাড্ডা হয়েছে, ছবিগুলো সবার হাস্যোজ্জল মুখ দেখেই বোঝা যাচ্ছে। ব্যানারটাও দারুন হয়েছে ।

----------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ সব ছবি। মুস্তাফিজ ভাইকে একেবারে অর্ণবের মতো লাগতেসে দেঁতো হাসি

মুস্তাফিজ এর ছবি

অর্ণব কিডা??

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

ওই যে গানটান গায় আর কি, ওই পুলাডা... চোখ টিপি

auto

মুস্তাফিজ এর ছবি

শেষ পর্যন্ত একটা গাঞ্জা খোরের সাথে!!!

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

নেগেটিভলি নিয়েন না প্লিজ মন খারাপ

অর্ণব আমার খুবই প্রিয় শিল্পী। আর গেটাপে হালকা মিল লাগসে জন্যই বলসি। অন্য কিছু মিন করি নাই তো হাসি

বোহেমিয়ান এর ছবি

ধুর মিস করলাম মন খারাপ
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

গৌতম এর ছবি

ওইদিন নিধি একমাত্র আমার কোলেই এসেছিলো। আমার কি তবে আরেকটা বিয়া হবে? চিন্তিত

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।