বন্ধু চলো আজ যাবো বরাহ শিকারে মোরা... ধার ধার ধার দিয়ো বল্লমে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: বিষ্যুদ, ১৫/০৭/২০১০ - ১:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সময় এসেছে আবার একত্রিত হবার, হাত তুলবার মিছিলের, সময় এসেছে রাজপথে নামার।
যারা আমাদের মা বোনদের তুলে দিয়েছিলো হায়েনার সামনে, ধর্ষনের জন্য। যারা আমার বাবা ভাইদের হত্যা করেছিলো, যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিলো একটি বুদ্ধিবৃত্তিক জনগোষ্ঠীকে, পরিকল্পিতভাবে হত্যা করেছিলো এদেশের শ্রেষ্ঠ সন্তানদের, তাদের বিচার দাবীতে আমরা সবসময় ঐক্যবদ্ধ।

আমাদের সুষ্পষ্ট দাবী, আমরা এই নরঘাতকদের শাস্তি চাই।

প্রায় চল্লিশ বছর পরে আমরা আবারো আশাবাদী হয়ে উঠছি। ইতোমধ্যে ৫ টা গ্রেপ্তার হয়েছে। আশা করা যাচ্ছে এবার অন্তত শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হবেই। বর্তমান সরকার এই প্রত্যাশা কাঁধে নিয়েই এসেছিলো। অবস্থা দেখে মনে হচ্ছে সরকার সেই পথেই এগুচ্ছে।

আমরা অপেক্ষা করছি এই বরাহদের শাস্তির। সরকার জানুক, আমরা তার পাশে আছি, থাকবো।

হিমুর গানটা সবাই মিলে গাই...

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

হিমু এর ছবি

সরকার মুরগির বাচ্চার দাম কমিয়ে দিয়েছে, আশা করি ডিমের দামও কমবে। প্রত্যেক ছাগুর জন্যে একটি করে সিদ্ধ ডিম এখন সময়ের দাবি।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দেশে এখন নতুন করে পাট বিপ্লব শুরু হয়েছে। পাটের দড়িতেই এদের ফাঁসী হোক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

এইড্যা একটু পইড়্যা দেখেন।
হাসতে হাসতে শেষ।

পলাশ রঞ্জন সান্যাল

বোহেমিয়ান এর ছবি

হ!
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

মাসকাওয়াথ আহসান এর ছবি

এখনি নইলে কখনও হবে না।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

সংসপ্তক এর ছবি

মাসকাওয়াথ আহসান লিখেছেন:
এখনি নইলে কখনও হবে না।

ঠিক তাই।
ভার্চুয়াল পাঁচিয়ে গেলাম।

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সুজন চৌধুরী এর ছবি
শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

বাহ, হিমুতো প্রতিভায় রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গেল!
অন্তত: গলাটা রবিবুড়ার চেয়ে ভালো এই দাবীর পক্ষে আমি জান লড়িয়ে দেব।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মাসকাওয়াথ আহসান এর ছবি

হিমুর কন্ঠ খুব শাণিত যাকে বলে ব্রডকাস্টিং ভয়েস। তবে রবি বুড়োর ঐ কঁকানো আজিএ প্রভাতে রবির কর, রেকর্ডিং ত্রুটিজনিত। কন্ঠ এতো ফাটাবাঁশের মতো ছিলো না রবিদার।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

স্বাধীন এর ছবি

প্রক্রিয়া কিছু শুরু হয়েছে এটাই যা শান্তি। এখন অন্ততঃ নিম্ন আদালতের বিচারের কাজটুকু এই আমলেই শেষ করা উচিত।

অতিথি লেখক এর ছবি

এখন সবাই মিলে বলেন,"আল-হামদুলিল্লাহ"

অতিথি লেখক এর ছবি

এখন সবাই মিলে বলেন,"আল-হামদুলিল্লাহ"

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এখনই...

খেকশিয়াল এর ছবি

এখনই সময়

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

বাউলিয়ানা এর ছবি

আমাদের সুষ্পষ্ট দাবী, আমরা এই নরঘাতকদের শাস্তি চাই।

শাস্তি চাই ফাঁসি চাই

স্পর্শ এর ছবি

এখনই...


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।