উজানগাঁ নাম, কিন্তু গ্রামে থাকে না। থাকে সিলট শহরে। ভাত মাছ খায় আর ফটো তোলে। আমাদের সেই তাহার নামটি শাওইন্যা... প্রণবেশ দাশ শাওন।
শুনাশুন কতো কথা, সে নাকি জব্বর এক ফটগফুর। আজকে সকাল থেকে দেখি ফেসবুক ভর্তি খালি শুভেচ্ছা আর শুভেচ্ছা। জন্মদিনের তোড়া তোড়া ফুল। দুনিয়ার তাবৎ বালিকারা তার ওয়ালে গিয়া গিয়া কতো কতো কথা লিখতেছে। দেইখা যথারীতি পিত্তি জ্বইলা গেলো।
ভাবলাম দেখি তো এই ব্যাটা ক্যাঠা? কেমন সে ছবি তোলে? গিয়া দেখি ও মা... এইটা কীসের ছবি? কী সুন্দর একটা নদী, সেই নদীতে নৌকা চলার কথা, কিন্তু উজানগাঁর ছবিতে দেখি নদীমধ্যে আস্ত ট্রাক। জলের মধ্যে পদ্ম না ফুইটা গোলাপ ফুইটা রইছে। মগের মুল্লুক নাকি?
আর একটু উপরে তাকাইতেই দেখি আসমানে কোনো মেঘ নাই, পক্ষীও নাই ঝাঁকে ঝাঁকে মাছ উড়তেছে! কস্কী মমিন! সেই মাছ ধরার জন্য আবার এত্ত বড় বড় বড়শী ঝুলে আছে সপ্ত আসমান থেকে!
আর কথা নাই বার্তা নাই, ঘর নাই বাড়ি নাই, আসমানে এক জানালা। সেই জানালা দিয়া উঁকি দিয়া এইসব কাণ্ড কারখানা দেখতেছে এক বুড়ি আর তার নাতনী। চাঁদের বুড়ি হইলেও নাহয় কথা ছিলো।
আর সবার সামনে কে? আমাদের ক্যানন শাওন। কাগু সফটওয়ার বানায়া নিজের ছবি দেয় আর শাওন মিয়া নিজের তোলা ছবিতে নিজের খোমা না লাগায়া পারে না। ক্যামেরার বেল্ট গলায় ঝুলায়, কিন্তু ক্যামেরা থাকে মাথার উপ্রে... ধিক ধিক, শতধিক...
কী রে ভাই? এইসব কী তেলেসমাতি শুরু হইলো দুনিয়ায়? উজানগাঁ কি তাইলে উত্তরাধুনিক ফটগফুর!
আজকে খালি তার জন্মদিন বলে কিছু কইলাম না। ছাইড়া দিলাম।
মন্তব্য
হা হা হা..
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন
এই পোলাটারে বালা পাইতাম, একন পাইনা কারন আজিন্টিনা সাপুট করে।
...........................
Every Picture Tells a Story
আমি কিন্তু আজিন্টিনা সাপুট করার পরো আপ্নেরে বালা পাই। :পি
শুক্না কাঁথার শুভেচ্ছা!
কেক এর ভাগ না পাইলে তো "শুভ জন্মদিন" আসে না মুখ দিয়া!
সুমিমা ইয়াসমিন
শুভজন্মদিন, আজকাল যে হারে ফটো চুরি করছি তাতে ফটোগফুরদের কাছে বিশেষ কৃতজ্ঞতা।
যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।
এই পর্যন্ত আমার কয়টা ফটুক চুরি করছেন হিসাব করেন। আমি আইতাছি বিল নিতে।
উজান গা - কে অনেক শুভ কামনা- ওর কবিতা পাই না বহুদিন। কেন কেন কেন?
শুভ জন্মদিন !!!!
_________________________________________
সেরিওজা
নাঃ, এখন তো উনি ফটুগফুর থেকে ব্যানারগফুর হয়ে গেছেন... আর্জেন্টিনা সমর্থকরে জন্মদিনের শুভেচ্ছা
শুভ জন্মদিন।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
তার আরেকটা নাম আছে "চ্যবন দাস" (গোপন কথা বলে দিলাম। )
শুভ জন্মদিন কবি
:::::: :::::::: ::::::::::::::: ::::::::::::::: ::::::::: ::::::::: :::::: ::::::: ::::::::::::
ভবিষ্যতে কি হবে তা ভেবে বর্তমানকে উপেক্ষা করবো কেনো?
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
হায় হায় !!! ঘরের কথা পরে জানলো ক্যামনে !!! :পি
শুভ জন্মদিন।
জন্মদিনে অনেক অনেক শুভ কামনা।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
ধন্যবাদ রিটন ভাই।
যত্রতত্র কয়েকছত্র কি বন্ধ হয়ে গেল?
শুভ জন্মদিন উজানগাঁ, আপনার এই নিকটা আপনার তোলা ছবির মতই পছন্দ আমার। ভালো থাকুন।
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
আপনার বাড্ডি আইকনটাও আমার অনেক প্রিয়।
শুভ জন্মদিন!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
শুভ জন্মদিন!
==========================
আবার তোরা মানুষ হ!
==========================
আবার তোরা মানুষ হ!
জন্মদিনের শুভেচ্ছা প্রিয় ফটোগ্রাফার ও কবি!
জন্মদিনের শুভেচ্ছা।
............................................................................................
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
তুমি তো মিয়া লুক পরাই খ্রাপ ... আইজ জম্মদিন দেইখা আর কিছু কইলাম না ... যাও, হেভভী বাড্ডে ... ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
হায় হায় !! পাপিষ্টের মুখ দিয়া এমুণ সুন্দর কথা বের হইলো ক্যামনে !!! (চিন্তিত ইমো)
শুভ জন্মদিন উজানগাঁ!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শাওন,
মনে পড়ে তোর সেই ২০০৪-এর জন্মদিনের কথা...
কি উড়ালচণ্ডি ছিল সেসব দিন...।
আর পরবাস ভালো লাগে না
ভালো লাগে না তোদের ছেড়ে থাকতে।
আমাকে ক্ষমা করো বন্ধু, বন্ধুরা...।
শুভ জন্মদিন তোকে
অনেক অনেক ভালোবাসা।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
আহ্ ! সেইসব দিন .............
শুভ জন্মদিন।
পলাশ রঞ্জন সান্যাল
শুভ জন্মদিন, ক্যামেরার কবি...এখন তো আর কবিতা দেখি, দেখি ছবি...
shawon shuva jonmodin :|)
জন্মদিনের শুভেচ্ছা।
নেমন্তন্নে কী খাওয়াইতেছেন ????
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
উট্রাডুনিক পুস্টার
শাওনকে জন্মদিনের শুভেচ্ছা।
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
- আমার এক ভাইগ্না ছোট বেলায় ড্রয়িং ক্লাসে ছবি আঁকছিলো সুন্দর প্রকৃতি, নদীতে পাল তোলা নৌকা, নীলাকাশ, সাদা মেঘের ভেলা। কিন্তু মাছ এঁকে ফেলছিলো ভুল করে আকাশে, নদীতে না। এই ছবি দেখে আমরা হাসতে হাসতে শ্যাষ!
কয়দিন পর পরই আপাকে জিজ্ঞেস করা হতো, "পোলার অংকন প্রতিভার খবর কী আপা! মাছ কি আকাশ থাইকা নদীতে নামছে!"
শুভ জন্মদিন উজান গাঁ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধন্যবাদ বস।
আপনার ভাইগ্নাতো দেখি জন্মের পর থিকাই উত্তারাধুনিক।
কবিরা কবিতা ছাড়লে যে তার উন্নতি কেউ ঠেকাতে পারে না তার অন্তত দুইটা প্রমাণ আমার একেবারে হাতের কাছে
প্রথমজন বাহার রহমান। কবিতা ছেড়ে যেই কাপড় ব্যবসা ধরল অমনি তার নিত্য উপহার হয়ে উঠল শিল্প
আর দ্বিতীয়জন উজানগাঁ শাওন
কবিতা ছেড়ে ক্যামেরা ধরে একেবারে বিখ্যাত হয়ে উঠল চোখের সামনে
০২
শুভ জন্মদিন শাওন
ধন্যবাদ লীলেন ভাই।
আপনার পর্যবেক্ষণ শক্তি নিঃসন্দেহে অসাধারণ।
শুভ জন্মদিন উজানগাঁ
আরো অসংখ্য অপরূপ ছবির প্রত্যাশায়
শুভ জন্মদিন উজানগাঁ।
অনেক শুভকামনা ।
উজানগাঁর ছবির মুগ্ধ ভক্ত আমি। শুভ জন্মদিন উজানগাঁ!!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন উজানগাঁ!
- - - - - - - - - - -
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন
শ্রাবণে জন্মানো শাওনকে জন্মদিনের শুভেচ্ছা।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
শুভ জন্মদিন উজানগাঁ!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
উজানগাঁ ভাইরে জন্মদিনের শুভেচ্ছা। ভাইয়ের দিলটা বিশাল। আর্জেন্টিনার সাপুর্টার হয়ে ব্রাজিলের যে সুন্দর ব্যানার বানায় দিসিলেন এখনো চোখে লেগে আছে। একজন আর্জেন্টাইন সাপোর্টার হিসেবে তারে আমগো মাঝে পেয়ে গর্ববোধ করি।
-----------------------------------------
এই গল্প ভরা রাতে, কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে
বেপরোয়া কিছু উচ্ছাস নিয়ে, তোমার অপেক্ষায় ...
-----------------------------------------
এই গল্প ভরা রাতে, কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে
বেপরোয়া কিছু উচ্ছাস নিয়ে, তোমার অপেক্ষায় ...
এই কমেন্টটা ভাল্লাগছে!
ধন্যবাদ বস্।
শুধু আমার দিল না আমাদের পুরো আর্জেন্টিনা সাপোর্টারদের দিল বিশাল। যদি আমাদের দেখে ব্রাজিলিয়ান সাপোর্টাররা কিছু শেখে। :পি
শুভ জন্মদিন শাওনদা!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
বিলম্বিত শুভ জন্মদিন৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
শুভ জন্মদিন!
পুরা সিরাকাম । হেপি বাড্ডে !
নীড়পাতা.কম ব্লগকুঠি
ধন্যবাদ সবাইকে। পুরো নিরস একটি দিন মোহময় হয়ে উঠল আপনাদের স্পর্শে। ভালো খাকুন সবাই।
নতুন মন্তব্য করুন