চিরস্মরণীয় জুবায়ের ভাই

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শুক্র, ২৪/০৯/২০১০ - ৫:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের বামদিকে একেবারে উপরে দেওয়া আছে একটি লিঙ্ক- চিরস্মরণীয় মুহম্মদ জুবায়ের

দুবছর হয়ে গেলো তাই না? আজ আবার এলো সেই ২৪ সেপ্টেম্বর। জুবায়ের ভাই অসুস্থ হয়ে হাসপাতালে। তানভীর ভাইয়ের দেওয়া সেই পোস্ট দেখার পর থেকে সারাবিশ্বে ছড়িয়ে থাকা সচলদের প্রবল আকুতি প্রার্থণা সব বিফল করে দিয়ে, সবাইকে হাউমাউ করে কাঁদিয়ে দুবছর আগের ঠিক এই দিনটিতে চিরবিদায় নিয়েছিলেন জুবায়ের ভাই। আমাদের খুব খুব খুব প্রিয় জুবায়ের ভাই। 

শুধু সচলায়তনেই না, বাংলা ব্লগ জগতে সবসময়ই সবচেয়ে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় এই নামটি- মুহম্মদ জুবায়ের। যারা গত দুবছরে ব্লগে শুরু করেছেন, জুবায়ের ভাইকে পাননি, তারা সত্যিই হয়তো বিশ্বাস করতে পারবেন না শুধু ভার্চুয়াল পরিচয়ে একজন মানুষ কতোটা শ্রদ্ধার আসনে বসতে পারেন। হাউমাউ কান্নার কথা যে লিখলাম, অনেকে ভাবতে পারেন এটা আদৌ সম্ভব? 

কিন্তু আমি জানি আজকে এই পোস্ট পড়েই অনেকে আবার কাঁদবেন সশব্দেই

জুবায়ের ভাই, যেখানেই থাকবেন, ভালো থাকবেন...


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

ঘুমাও শান্তিতে

...........................
Every Picture Tells a Story

হাসান মোরশেদ এর ছবি

ঘুমাও শান্তিতে।
বাংলাদেশ সময় হিসেবে ২৫ সেপ্টেম্বর ধরা হয়( সম্ভবতঃ)
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তিথীডোর এর ছবি

আজ সকালেই স্মৃতি হাতড়াচ্ছিলাম, কাল ২৫ সেপ্টেম্বর...
যেখানেই থাকুন, ভাল থাকুন জুবায়ের ভাই...

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

দ্রোহী এর ছবি

শ্রদ্ধা

মুহম্মদ জুবায়ের। ভুলিনি, ভুলবো না।


কাকস্য পরিবেদনা

শাহেনশাহ সিমন এর ছবি

শ্রদ্ধা
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সাইফ তাহসিন এর ছবি

আপনাকে চিনেছি আপনার লেখায়, আপনার সাথে পরিচয় হয়নি বলে আফসোস থেকে যাবে আজীবন। আপনার উপরে শান্তি বর্ষিত হোক।

শ্রদ্ধা

পোস্ট দেবার জন্যে ধন্যবাদ নজুদা
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ফারুক হাসান এর ছবি

প্রিয় জুবায়ের ভাই, ঘুমাও শান্তিতে।

তাসনীম এর ছবি

জুবায়ের ভাই, যেখানেই থাকবেন, ভালো থাকবেন...

শ্রদ্ধা

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শ্রদ্ধা

সচল জাহিদ এর ছবি

চির শান্তিতে থাকুন জুবায়ের ভাই।

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

সচল জাহিদ ব্লগস্পট


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অতিথি লেখক এর ছবি

ব্লগে আমি মোটামুটি নতুন। জুবায়ের ভাইএর কিছু লেখা পড়েছি। অসাধারণ সব চিন্তাভাবনা। হুমায়ুন আজাদ কে নিয়ে তাঁর একটা লেখার কথা মনে পড়ছে। চমৎকার লেখা
জুবায়ের ভাইয়ের আত্না শান্তিতে থাকুক- এই কামনায়

---আশফাক আহমেদ

সাইফ শহীদ এর ছবি

জুবায়ের-এর সাথে পরিচয় হবার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু তার লেখা, মেহবুবার লেখা এবং অন্যান্যদের লেখা পড়তে পড়তে মনে হয়েছে তাকে যেন আমি বহুদিন থেকে জানি। ডোরা এবং অর্ণব যেন আমার পরিবারের কেউ। পরে ডাঃ জাকিরের সাথে কথা বলে আরও জেনেছি জুবায়েরের মনের প্রসারতার কথা। ডাঃ জাকির, যার কথা মেহবুবার লেখাতে উল্লেখ আছে, আমার মামাত ভাই, যাকে আমি সান্টু ভাই বলে ডাকি - যদিও বয়েসে আমার ছোট সে। কতটা টান থাকলে এক জন অনাত্মীয় লোক তার সব কাজ ফেলে, মিশিগান থেকে ছুটে যায় ডালাসে, রোগীর বিছানার পাশে বসে থাকার জন্যে। এক জন ডাক্তারের কাছে মৃত্য তো সাধারণ ঘটনা। কি এমন গুন ছিল জুবায়েরের - যাতে মানুষকে এতটা কাছে টানতে পারতো এত সহজে?

আমার এখন ইর্ষা হচ্ছে জুবায়েরকে। কত সৌভাগ্যবান তিনি।

সাইফ শহীদ

সাইফ শহীদ

অনুপম ত্রিবেদি এর ছবি

যেখানেই থাকুন, শান্তিতে থাকুন ... অনেক শান্তিতে ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

স্বাধীন এর ছবি

জুবায়ের ভাই, যেখানেই থাকবেন, ভালো থাকবেন... শ্রদ্ধা

ইশতিয়াক রউফ এর ছবি

ভাষা হারিয়ে ফেলি এই দিনটায়... ভালো থাকবেন, জুবায়ের ভাই।

বইখাতা এর ছবি

আফসোস, জুবায়ের ভাইয়ের সাথে ব্লগে পরিচিত হওয়ার সুযোগ হয়নি। তাঁর আত্মা শান্তিতে থাকুক এই প্রার্থনা করছি।

অর্বাচীন [অতিথি] এর ছবি

এর আগে বারবার চোখে পড়লেও কখনোই কেন যেন এ লিংক পড়িনি । আজ বিশেষ করে তাঁর শেষ পোস্ট পড়ে আবার বাঙালী ইমোশনে আক্রান্ত হলাম ।

ধন্যবাদ, পোস্টের জন্য ।

চিরস্মরণীয় জুবায়ের ভাই ।

জাহামজেদ এর ছবি

শ্রদ্ধা

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

নিবিড় এর ছবি

যেখানেই থাকুন শান্তিতে থাকুন জুবায়ের ভাই


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চির স্মরণীয় জুবায়ের ভাই...
শ্রদ্ধা, ভালোবাসা...

অনার্য সঙ্গীত এর ছবি

শ্রদ্ধা
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

শুভাশীষ দাশ এর ছবি

শ্রদ্ধা

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

রণদীপম বসু এর ছবি

কোন কথাই শোকের চেয়ে বড় হয় না-------

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নীলকান্ত এর ছবি

শ্রদ্ধা

--------------------------------------------------------------------------------------------

চলে যাবে দিন, রবে স্মৃতি অমলিন


অলস সময়

অনিকেত এর ছবি

জুবায়ের ভাই ভাল আছেন---এইটা আমার বিশ্বাস নয়, আমি স্থির নিশ্চিত।

কিন্তু আপনাকে হারিয়ে আমরা ভাল নেই,জুবায়ের ভাই।

অনেক কিছু বদলে গেছে এই দুই বছরে। আপনার ডোরা, অর্ণব আরো পরিনত হয়েছে এই দুই বছরে। আপনার ফেলে যাওয়া শূণ্যতা ভরাট হবার নয়---এইটা তারা জানে। তারা হয়ত এতদিনে শূণ্যতাটাকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখে গেছে।

আমরা সকলে বুড়িয়ে গেছি আরো। আপনার প্রিয় সচলায়তনেরও বয়েস বেড়েছে। বেড়েছে ঝগড়া-ঝাঁটি,বেড়েছে মিল-মিশও।

কেবল প্রবল ঝড়ো হাওয়ার দিনগুলোতে কেন জানি আপনার কথা মনে হয়---কেন জানি নিজেকে অবোধের মত বলতে থাকি,"জুবায়ের ভাই থাকলে এমনটা হতে দিতেন না নিশ্চয়ই--"

আমাদের মেঘলা দিনে, আমাদের রোদেলা দিনে---আপনাকে বড় মিস করি।

জানেন জুবায়ের ভাই, আমি আর আগের মত 'মন-খারাপী' লেখা লিখি না---আচ্ছা, হয়ত পুরোপুরি সত্যি না কথাটা---কিন্তু বিশ্বাস করুণ, যতবার মন-খারাপী লেখা লিখি ততবার আপনার সেই অনুচ্চ কন্ঠের শাসন কানে ভেসে আসে---হয়ত সেই শাসন শোনার লোভেই লিখি এইসব

আপনার সাথে ভাল করে পরিচয় হবার আগেই আপনাকে ছুটতে হল---কিন্তু আমি ঠিক জানি--কোন একদিন আবার দেখা হবে আপনার সাথে, অন্য কোথাও, অন্য কোন খানে---

আপনাকে আসলেই বড় মিস করি, জুবায়ের ভাই

~~ইতি
আপনারই
'বিষাদের পয়গম্বর' অনিকেত

নুরুজ্জামান মানিক এর ছবি

শ্রদ্ধা

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আনন্দী কল্যাণ এর ছবি

শ্রদ্ধা

নীড় সন্ধানী এর ছবি

‍‌ভাষাহীন শ্রদ্ধা!

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বিশ্বাস করি, যেখানেই থাকুন আপনি নিশ্চিত ভাবেই ভালো আছেন, ভালো থাকবেন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সাফি এর ছবি

জুবায়ের ভাই আপনার না থাকাই আপনার সবচেয়ে বড় থাকা হয়েছে, সবার হৃদয়ে।
শ্রদ্ধা জানিয়ে গেলাম

অতিথি লেখক এর ছবি

শ্রদ্ধা

অনন্ত

বাউলিয়ানা এর ছবি

শ্রদ্ধা

নাহার মনিকা এর ছবি

জুবায়ের ভাইকে আর কেউ ভুললেও সচলায়তন ভোলে না, এটা ভাবলে ভালো লাগে।
তার জন্য চিরশ্রদ্ধা।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

বড় দেরী হয়ে গেল।
তবুও বলি জুবায়ের ভাই আপনি আমাদের মাঝেই থাকবেন সব সময়।
কারণ আমরা সব সময় আপনাকে অনুভব করি। ভাল থাকুন।

পুতুল এর ছবি

ভাল থাকবেন প্রিয় জুবায়ের ভাই।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অমিত আহমেদ এর ছবি

এখানে আগে চারবার এসে ফিরে গেছি। কী লিখবো বুঝতে পারি না! জুবায়ের ভাই বেঁচে আছেন। থাকবেন। আমাদের মাঝে। আমাদের স্মৃতিতে।

নাজনীন খলিল এর ছবি

ভাল থাকুন জুবায়ের ভাই।তাঁর স্মৃতি যেন এভাবেই অম্লান থাকে।

লুৎফর রহমান রিটন এর ছবি

বিশেষ দিবসটি ছাড়াও সচলায়তনে এলেই আমার জুবায়ের ভাইয়ের কথা মনে পড়ে।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

শ্রদ্ধা

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।