অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শুক্র, ২৬/১১/২০১০ - ৩:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

রশিদ লতিফ লোকটারে এমনিতেই দেখতারিনা দুই চোক্ষে, [তার কুকীর্তির কথা যদি কাউরে পুনরায় বলে দিতে হয় তাইলে তার এই পোস্ট পড়ার দরকার নাই] তার উপরে কালকা মেজাজ আরো গেলো গরম হয়া। প্রথম আলোতে তার সাক্ষাতকার পরে জানলাম আফগানিস্তান ক্রিকেট টিম নাকি এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে ভালো দল, পাকিস্তানরে তো হারাবেই, বাংলাদেশরেও নাকি হারাবে। আর তিন বছরের মাথায় টেস্ট খেলবে তারা।

পাকিস্তান টিমরে নিয়া তার ধারণা যে ঠিকই আছে, আফগানিস্তানের লগে হারনেরই যোগ্য, কিন্তু বাংলাদেশ নিয়া?
সে কি ভাবছে এবারও ক্যাচ ধরার বদলে মাটি খাবলাইলে ম্যাচ জিতা যাবে?

এমনিতে খুব বেশি আগ্রহ ছিলো না, কিন্তু এই ব্যাটার কথা শোনার পর থেকে তেতে ছিলাম, এই ম্যাচ জিততে হবে। সকাল থেকে টিভির সামনে আসন পেতে বসলাম।
টেন স্পোর্টস দেখাচ্ছে এশিয়াডের ম্যাচগুলো, শান্তি নাই, ক্রিকেটের মধ্যখানে ঢুকে যায় মহিলাদের কাবাডি দল... তাদের দেখে চোখের শান্তি নিতে নিতে অপেক্ষা করি আবার কখন ক্রিকেটে ফিরবে...
তবে শেষটা বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং অংশটা বেশ আরামসেই দেখা গেলো। ব্যাটিংয়ের চেহারা দেখে একটু ডরাইছিলাম যদিও, কিন্তু শেষতক ঠিকই জিতে গেলো বাংলাদেশ।

ওস্তাদের মাইর শেষ রাইতে চোখ টিপি

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল, এশিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণপদকের জন্য। বিশেষ ধন্যবাদ নাঈম ইসলাম আর সাব্বিরকে...


মন্তব্য

সুহান রিজওয়ান এর ছবি

সাব্বাশ বাঘের বাচ্চারা। বিশ্বকাপের জন্যে তো এখন আমাদের দলের ছোট-বড় সবাই প্রস্তুত দেখি।

রশিদ লতিফ এই বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলেও ডাক পাইবো না, ফাজিল একটা। চোর কীপারের বড় গলা।

_________________________________________

সেরিওজা

রাতঃস্মরণীয় এর ছবি

রশিদ লতিফরে নিয়ে এতো কথা না বলি। ফাউলের ব্যাটা ফাউল। উড়ে এসে জুড়ে বসে বড় নাপিত হয়েছে।

আফগানিস্তানের ক্রিকেটে যেটুকু উন্নতি হয়েছে তার সম্পূর্ণ কবির খানের অবদান। আপনাদের হয়তো মনে আছে তুলনামূলক খর্বকায় কবির খান পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার। ২০০৭ সালে অফিসে যাওয়া-আসার পথে দেখতাম কাবুলের ওয়াজির আকবার খানের মাঠে কবির খান কি পরিশ্রমই না করছে ছেলেগুলোকে তৈরী করতে। যদিও এই ছেলেগুলোর প্রায় সবই পাকিস্তানফেরত। গৃহযুদ্ধের সময় যাদের বাবা-মা শিশুগুলোকে পাকিস্তান চলে যায়, এরা সেই করাচিতে বেড়ে ওঠা শিশুগুলো।

বাংলাদেশ দলকে অভিনন্দন। যেভাবে তারা খেলায় ফিরে এসে শিরোপা জিতলো এবং বাংলাদেশকে প্রথম এশিয়াডের গোল্ড এনে দিলো। আফগানিস্তান দলকেও অভিনন্দন যেভাবে তারা বাংলাদেশের মতো একটা প্রতিপক্ষের বিপক্ষে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিলো।

======================================
অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিভেদ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। চলুক

এই রশিদ লতিফ তো আস্ত চোর। তার কথায় এত পাত্তা দেয়ার কী আছে?

কুটুমবাড়ি

দ্রোহী এর ছবি

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।


কাকস্য পরিবেদনা

তাসনীম এর ছবি

আপনার ব্লগ পড়েই খবরটা জানলাম...সাবাশ বাংলাদেশ।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অদ্রোহ এর ছবি

আজকে দুটো চরম মিস-

১. অফস্টাম্পের বলে কাট করতে গিয়ে বোল্ড হওয়া বাশ্রাফুলের ম্যাচ পরবর্তী এক্সক্লুসিভ ইন্টারভ্যু।

২. চাকরুল্লাহ শারাফতের আবেগমথিত ধারাভাষ্য।

জয়ের আনন্দটা ষোলকলা পূর্ণ হইত এই দুইটা হইলে।

--------------------------------------------

আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

জাহামজেদ এর ছবি

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

সুরঞ্জনা এর ছবি

হই হই কান্ড! রই রই ব্যাপার!! হাততালি
অভিনন্দন জানাই ক্রিকেট দলকে।
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সাইফ তাহসিন এর ছবি

পুস্টে ৫ তারা দাগাইলাম পরথমে, অহন কামের কথা হইল যে আফগানিস্থান তো পাকির চেয়ে ভালু খেলবেই, তারা অবসর সময়ে রাইফেলের বাট দিয়া ক্রিকেট খেলে, আর যারে তারে গ্রেনেড মাইরা দুনিয়া থিক্কা আউট করে। এই পরিমাণ অনুশীলন তো আমার জানামতে আর কোন দল করে না চোখ টিপি তয় বাঘের সামনে আসলে সবাই বিড়াল বইনা যায়, তাই আমাগো সামনে পইড়া 'আফি'রা আফিং এর নেশায় টাল-মাটাল অবস্থা। সাবাশ বাংলাদেশ। আর জানেন বোধহয়, পাকিগো জাতীয় পশু কি? উত্তরটা আর কিছু না ছাগুরাম সুলভ

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

আপনার এই মন্তব্যটা পড়ে আপনাকে রেসিস্ট মনে হ'ল। আশা করি আপনি তেমন নন। কোন জাতিকে এরকম অসম্মান করাটা ঠিক না। একটা দেশের সব মানুষ খারাপ হতে পারেনা; তাই আফগানিস্তানের মানুষ হলেই তার সাথে আফিমের যোগ থাকার ধারণা করা এক ধরণের অবিচার। এরকম পাইকারি ব্র্যান্ডিং খুব দুঃখজনক। মডুদের দৃষ্টি আকর্ষণ করছি।

সাইফ তাহসিন এর ছবি

ওরে, সবাই দেইখা যা, আইছে আমার বড় কুটুম্ব, তাইলে কাইল আইসা কইবেন, পাকিগো কিছু কইলাম কেন? তাগো গালেও চুমা দেওন লাগব? হ ভাই, আফগানিস্তানী ফাকিস্তানিগো ব্যাপারে আমি রেসিস্ট। তাতে আপনার সমস্যা থাকলে মডু দাদাগো সকাল বিকাল দৃষ্টি আকর্ষন করেন। আইসে আমারে জাতি লইয়া জ্ঞান দিতে। আমারে এগুলা কওনের আগে একটু পড়াশুনা করেন আপনার প্রিয় আফগানিস্তানীগো লইয়া। আর অতিথি একাউন্টের পিছে লুকায়া থাকলে কইলাম আবার পিছন দিয়া লেংগুর বাইর হইয়া যাইতে পারে। আপনার নামটা জানলাম না, জানলে আদর কইরা খাইতে দিতাম ইসপিশাল জিনিস!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

আমার নাম মামুন। থাকি মেলবোর্ন, পড়ছি মেলবোর্ন ইউনিতে। বিদেশে থাকার কারণে রেসিজম জিনিসটা কিরকম পেইনফুল তা টের পাই হাড়ে হাড়ে। আমার মন্তব্যের কোন অংশে আপনার আপত্তি বুঝা গেলনা। আপনি কি বলতে চাচ্ছেন আফগানিস্তানের ব্যাপারে রেসিজম চলতে পারে? যেমন, অস্ট্রেলিয়ান অনেকের মতে আমরা যারা অশ্বেতাংগ তাদেরকে racially abuse করাটা দোষের নয়। আমি আপনার মত পড়শুনা হয়তো করিনি; তাই কি কি পড়তে হবে যদি একটু দাগায় দিতেন। আর কুইয়ার না হওয়ার কারণে আপনার আদর নিতে পারবোনা, সরি।

সাইফ তাহসিন এর ছবি

আফগানিদের নিয়েই পড়াশুনা শুরু করেন, যে কোন বিষয়ে, তাদের দেশের নি্যমনীতি, মানসিকতা। আপনে তো একটু পরে, একই কথা বলে বলবেন, পাকিদেরও মাথায় করে নাচতে হবে। অসিদের সাথে কেন আফগানিদের তুলনা করছেন সেটা একটু বিস্তারিত বলেন, শুনি। আপনে রেসিয়ালি এবিউজড্ তা আপনার কথা শুনে কিভাবে বুঝব, সে ব্যাপারেও বিস্তারিত লিখেন। আপনার 'মনে হয়ে' থাকতে পারে কিন্তু বাস্তবে তা নয় এরকম ঘটনাও কিন্তু কম না। তাই বিস্তারিত বলেন। আমি প্রায় সাড়ে ৫ বছর ধরে আমেরিকায় আছি, অশেতাঙ্গ বলে এবিউজড্ হবার মত কোন ঘটনা মনে করতে পারলাম না।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অস্ট্রেলিয়ায় এরকম ঘটনা ঘটে এবং সাম্প্রতিককালে কয়েকটা ঘটনা আন্তার্জাতিক হেডলাইন হয়েছিল।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আফগানিস্তানী ফাকিস্তানিগো ব্যাপারে আমি রেসিস্ট

সাইফ, আপনার এই মন্তব্যটা পছন্দ হলো না।
পাকিস্তানকে জাতি হিসেবে কেন আমরা অপছন্দ করি ঘৃণা করি, তার সুনির্দিষ্ট কারণ আছে। তারা আমার মা বোনের হত্যাকারী, ধর্ষনকারী।
অনুরোধ থাকবে পাকিস্তানের সঙ্গে অন্য কোনো জাতিকে মিলিয়ে না ফেলার। তাতে পাকিস্তানকেই খাটো করা হয়।

আফগানিস্তান শুধু না, পৃথিবীর সব জাতিরই কিছু বৈশিষ্ট্য আছে, খারাপ ভালো ব্যাপার আছে, আমাদেরও আছে, এর জন্য জাতিকে গালি দিতে আমরা পারি? আফগানিস্তান নিয়ে পড়াশোনার প্রয়োজন নেই, ধরেই নিলাম আফগানিস্তান অনেক খারাপ একটা দেশ, তাই বলে তাদেরকে আমি গালি দিতে যাবো কেন? বরঞ্চ বছরের পর বছর ধরে এক পরাশক্তির কাছ থেকে আরেক পরাশক্তির অধীনে থেকে, কামান বারুদ আর যুদ্ধবিমানে বিধ্বস্ত একটি জাতি তবু যে চেষ্টা করে যাচ্ছে, সেজন্য তাদের প্রতি সহানুভূতিই থাকবে আমার।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাইফ তাহসিন এর ছবি

ব্যাপারটা এভাবে চিন্তা করি নাই নজুদা! আমি আমার মন্তব্য ফিরিয়ে নিলাম, আসলেও ফাকিস্তানের সাথে আফগানিগো তুলনা ঠিকনা। ফাকিগো শুধু পাকিরাই হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জানেন বোধহয়, পাকিগো জাতীয় পশু কি? উত্তরটা আর কিছু না ছাগুরাম সুলভ
আউট অফ কিউরিয়সিটি, চেক করে দেখলাম। ঘটনা সইত্য। তবে সাধারণ ছাগু না, বিশেষ ধরনের ছাগু। যার নাম মারখোর।

সাইফ তাহসিন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি চিন্তা করেন পিপিদা, একটা জাতি তার জাতীয় পশু রাখছে ছাগু, সেইটা শিংগালো হোক, পাহাড়ি হোক আর যে জাতই হোক, ছাগুই তো হো হো হো হো হো হো

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

পান্থ রহমান রেজা এর ছবি

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আলহামদুলিল্লাহ। সকালে উঠেই একটা খুশীর খবর। পোস্টের জন্য ৫।

অতিথি লেখক এর ছবি

রশিদ লতিফের ওই সাক্ষাৎকার ইচ্ছে করেই পড়িনি।
অভিনন্দন বাংলাদেশ।

বইখাতা এর ছবি

এশিয়াডে প্রথম স্বর্ণপদকের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।

হিমু এর ছবি

আফগানদের হাত থেকে সোনা ছিনিয়ে নিয়ে সোনা হাতে দেশে ফিরছে সোনার ছেলে আশরাফুল



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

মর্ম এর ছবি

রশিদ লতিফ এমন কোন হরিহর শর্মা না যে তার কথা পাত্তা দেয়ার কোন দরকার আছে। মেজাজ খারাপ হইছে তা ঠিক তবে শেষ পর্যন্ত নিজের কথা তার নিজেরি গিলতে হইছে এইটাই সবচেয়ে খুশির ব্যাপার।

একটু ভয় লাগছিল মাঝখানে, তবে শেষ পর্যন্ত আমরাই জিতছি- সবচেয়ে বড় কথা ঐটাই।

অভিনন্দন বাংলাদেশ!!! হাসি
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

শাহেনশাহ সিমন এর ছবি

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মুস্তাফিজ এর ছবি

বাংলাদেশ দলকে অভিনন্দন।

...........................
Every Picture Tells a Story

কিশলয় এর ছবি

ভাই কথায় আছে না কুত্তার লেজ সোজা হয় না । রশিদ লতিফ নিজে যে কি রকম ক্রিকেটার তা কারও অজানা নয় । মস্তিষ্ক বিকৃতির জন্য ওর চিকিৎসা প্রয়োজন ।
আর সাবাস বাঙ্গালি ক্রিকেটাররা -তোমরা দেখিয়ে দিয়েছ ।

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

চোরের কথারে গুরুত্ব দিয়া ফায়দা নাই...
আশারফুলগরে অভিনন্দন ! হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

রশিদ লতিফ কি বলে আর কি না বলে তা সে নিজেই জানেনা। তার উপর যদি ইংরেজিতে বলতে হয়। রমিজ রাজা বা রবি শাস্ত্রী না থাকলে রশিদের অবস্থা কি হয় তা শোনেন-

খেলা শেষ। খবর আসলো রশিদ লতিফের স্ত্রী বাচ্চা প্রসব করেছেন।

Tony Cozier: congratulations Rashid, your wife gave birth of a baby today. how do you feel with this news?

Rashid Latif: yeah Tony. thanks to Allah. boys worked too hard for it. specially Shoaib had to struggle a lot to get his opportunity. they all have done a great job. I was always behind them and assisted them in every way to let them make it done. Moreover, Bob Woolmar teaches us how to be productive.

Tony Cozier: what is your plan for the next round?

Rashid Latif: I hope Shoaib has the ability to make it happened alone but the assistance from me, Bob Woolmar and the rest will be with him.

======================================
অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিভেদ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অনিন্দ্য রহমান এর ছবি

নজু ভাই, ক্রিকেট কম বুঝি, কিন্তু কেপিটেস্ট দর্কার হইসে কারো কারো, শিওর


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শাহেনশাহ সিমন এর ছবি

গুল্লি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মানিক চন্দ্র দাস এর ছবি

ফাকিস্তানের রশি যা কইছিলো তা তার ছাগল ভাইব্রেদারদের জন্যে সইত্য। কিন্তু কোন দুঃখে যে বাঘের লেঞ্জা দিয়া কান চুলকাইতে গেছিলো!!! রশির এখন কোন কানের লতি নাই। এখন নাম হইলো গিয়া রশিদ ...ফ।

সৈয়দ আফসার এর ছবি

ঠিকই বলেছেন নজরুল ভাই-

ওস্তাদের মাইর শেষ রাইতে

ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অনিকেত এর ছবি

অভিনন্দন বাংলাদেশ!!

চমৎকার লেখার জন্যে নজু ভাইকে ত্রিশ লাখ তারা---

অনিন্দিতা চৌধুরী এর ছবি

পাকিস্তান যতবারই বাংলাদেশকে under estimate করেছে ততবারই গো হারা হেরেছে।
এর আর নতুন কী হাসি
আর পাকিস্তান কী, কোন দলই উল্টো পাল্টা বলে রেহাই পায় নি।
বাংলাদেশ ঠিকই সময় মত জ্বলে উঠতে জানে।
অভিনন্দন আশরাফুল বাহিনী!
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টীম!

অতন্দ্র প্রহরী এর ছবি

দেশের জন্য দারুণ খুশির ব্যাপার।

তিথীডোর এর ছবি

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম! (তালিয়া)

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তাসু এর ছবি

রশীদ লতিফতো আস্ত চোর। চোরের কথায় কান দিতে নেই।

শুভাশীষ দাশ এর ছবি

রশীদ লতিফ্রে কানমলা দেওনের লাইগা অভিনন্দন।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

দ্রুম দ্রুম দ্রুম.......................তোপধ্বনি!

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে......

রশীদ লতিফ একটা ফাউল লোক।

শাহেদ সেলিম

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

বাংলাদেশ দলকে অভিনন্দন। বিশ্বকাপে কাঁপিয়ে দেয়ার প্রতিক্ষা এবং প্রত্যাশায় হাসি

হোম - টুইটার - ফেইসবুক - উইকিপিডিয়া - এ্যাকাডেমিয়া

অতিথি লেখক [অতিথি] এর ছবি

রশিদ লতিফরে পচাইয়া আপনে কত বাং-পাকিদের দিলে চোট দিছেন, সেইটা জানেন? চোখ টিপি

সংসপ্তক এর ছবি

রাজকুমারের মজমায় গিয়া সবুজবাঘার লগে এই খ্যালা দেখসিলাম! হাসি
সাব্বির এর দুই ছক্কায় আফগানিস্তা উইড়া গিয়া ডাস্টবিনে পড়লো।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।