খবর আছে! [বিজ্ঞাপন বিরতীর পরে]

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শনি, ১২/০২/২০১১ - ৫:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সংবিধিবদ্ধ সতর্কীকরণ বিজ্ঞপ্তী: হুদাই মজা পোস্ট, কোনোভাবেই এখানকার কোনোকিছুরে সিরিয়াসলি নেওয়া যাবে না।

আজকে ছিলো কালা দিবস, সবাই কালা। শুধু দুজন কুলি... ১) শাহেনশাহ্ কুলি, ২) হাসিব হক্কুলি হাসি
কারণ তারা ঘাড়ে করে বই আনছে

সুরঞ্জনা ভাবছিলো আজকে বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বইটার মোড়ক উন্মোচন হবে, তাই সে রাবীন্দ্রিক সাজ দিয়া আসছিলো, কিন্তু এসে শোনে কালাবইয়ের মোড়ক উন্মোচন, শুনে তার ফর্সা চেহারাটা কালা হয়ে গেলো নিমিষে

আজকের মোড়ক উন্মোচন দেখে সৈয়দ শামসুল হক নাকি নতুন একটা উপন্যাস লেখার আইডিয়া পাইছেন, নাম- "কালারাম কোলে যা"

গোয়েন্দা ঝাকানাকার কথা শুনে শিল্পা শেঠির পাশে বসে হঠাৎ চিৎকার করে উঠলো জেমস- ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা...
এই শুনে শিল্পা তো মহাক্ষাপা... কয়- ঐ ছ্যামড়া, কী কইবার চাস?
জেমস তারপর মধুর কণ্ঠে বলে- দেহ দোলা না!

বাংলা একাডেমীর মূল মঞ্চে তখন ভাবগম্ভীর আলোচনা অনুষ্ঠান চলতেছিলো। হঠাৎ বক্তারা খবর পাইলো যে বইমেলায় নাকি এখন থেকে আর কোনো আলোচনা হবে না, শুধু লোচন হবে। তারপর তারা ঘুমাইতে গেলো।

নিবিড় পোস্টে লিখছে যে আজকে নাকি পুলিশেরা লাইন ধরে গান গাইতেছিলো, কেন বলেন তো? কারণ, তারা শুনছে যে মেলায় তুখোড় গোয়েন্দা ঝাকানাকা আসছে, তাদের তাই আর কোনো চিন্তা নাই, যাবতীয় পুস্তকচোর এখন ঝাকানাকাই ধরবো

সংবাদে এখন একটা ছোট্ট বিরতী, সংবাদের পরবর্তী অংশে পাবেন গোয়েন্দা ঝাকানাকা আসলে কী ঝাকায়? কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন হাসি

বিজ্ঞাপন বিরতীর পর-

বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের কাছে।

এইমাত্র প্রাপ্ত সংবাদে জানা গেছে আজকেই কালের কণ্ঠ পত্রিকাটা সঠিক বানানে ছাপা হইছে। সবার উপরে লেখা আছে- "কালার কণ্ঠ"

আরো খবরে প্রকাশ, দেশ থেকে সব "কালা"কানুন বাতিল হয়ে যাচ্ছে

আরো জানা গেছে, গায়ক আলমগীর বহুবছর আগেই কালাইডোস্কোপের কপিরাইট ভাংছেন, তিনি গাইছেন "আমার হাড় কালা করলাম রে..."

মোড়ক উন্মোচনের সময় পাশ দিয়ে কিছু হুজুর যাচ্ছিলেন, তারা এতো এতো কালামানব দেখে তেলোয়াত করলেন- "ক্বালা ক্বালা কুতুবিহি"

এবার বিশেষ সংবাদ। তার আগে একটা কুইজ। আইচ্ছা, কুইনছান দেহি... ৩০ বছর ধরে ক্ষমতায় থাকলেন, একবারও যাবার নামগন্ধ নিলেন না, ১৮ দিন ধরে জনগন আন্দোলন করলো, তবু তিনি নড়লেন না... কিন্তু হুট করে কেন ঈদ মোবারক সাহেব মিশরের ক্ষমতা ছাড়লেন গতকাল?
ঠিক যখন গোয়েন্দা ঝাকানাকা ধরাধামে অবতীর্ণ হইলেন... ঠিক তখনি!

সংবাদে আবারো একটা বিজ্ঞাপন বিরতি... একটু চা খেয়ে আসি


মন্তব্য

কৌস্তুভ এর ছবি

হো হো হো

ধুসর গোধূলি এর ছবি

হুর্মিয়া। আপনের পোস্ট দেইখা লুঙ্গিতে মালকোচা মাইরা বসলাম, কালা, ঝুনঝুনওয়ালা সবাইরে ঝালা দেয়ার লাইগ্যা। আর আপনে গেলেন গিয়া ব্রেক-এ। বলি, ব্রেকের পর কি ঝালা দেয়ার এই জিহাদী জোশ থাকবো?

অনার্য সঙ্গীত এর ছবি

ব্রেকের জন্য মাইনাস! মন খারাপ
জলদি ফিরে না আসলে মাইনাস বাড়তেই থাকবো... শয়তানী হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মৃদুল আহমেদ এর ছবি

আমারে একটা এসএমএস পাঠাইতে কি আপনের হাত ক্ষইয়া গেছিল?
কাজে অকাজে তো আমার দরজায় প্রায়ই নক করেন, কাইলকা কি দোষ কর্লাম?

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

হিমু এর ছবি

বসসসসসসসসসস আপনাকে মিস করলাম সবাই! চলেন এইবার বইমেলায় নজরুল ভাইয়ের মোড়ক উন্মোচন করি দেঁতো হাসি !

ধুসর গোধূলি এর ছবি
সুজন চৌধুরী এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কাজী নজরুল কী করবো? আর সৈয়দ নজরুল?

______________________________________
পথই আমার পথের আড়াল

রাতঃস্মরণীয় এর ছবি

আর নজরুল ভাইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের থিম সং হবে মরহুম নজরুল ইসলাম বাবুর লেখা একটা গান।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি ধরেই নিছি আপনের লগে এই জীবনে আর দেখা হবে না আমার মন খারাপ

______________________________________
পথই আমার পথের আড়াল

নাশতারান এর ছবি

মৃদুলদা, আপনি যে জানেন না সে তো আমরা জানি না। মঞ্চে আপনি নেই দেখে বরং আমরা কজন হাহুতাশ করছিলাম মন খারাপ

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অপছন্দনীয় এর ছবি

মন খারাপ থাকতে পারলাম না...প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতার স্বাদ কি আর খবর শুনে পাওয়া যায় মন খারাপ

অতিথি লেখক এর ছবি

হো হো হো হো হো হো হো হো হো
------------------------------
Sad Songs

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের কাছে।

এইমাত্র প্রাপ্ত সংবাদে জানা গেছে আজকেই কালের কণ্ঠ পত্রিকাটা সঠিক বানানে ছাপা হইছে। সবার উপরে লেখা আছে- "কালার কণ্ঠ"

আরো খবরে প্রকাশ, দেশ থেকে সব "কালা"কানুন বাতিল হয়ে যাচ্ছে

আরো জানা গেছে, গায়ক আলমগীর বহুবছর আগেই কালাইডোস্কোপের কপিরাইট ভাংছেন, তিনি গাইছেন "আমার হাড় কালা করলাম রে..."

মোড়ক উন্মোচনের সময় পাশ দিয়ে কিছু হুজুর যাচ্ছিলেন, তারা এতো এতো কালামানব দেখে তেলোয়াত করলেন- "ক্বালা ক্বালা কুতুবিহি"

এবার বিশেষ সংবাদ। তার আগে একটা কুইজ। আইচ্ছা, কুইনছান দেহি... ৩০ বছর ধরে ক্ষমতায় থাকলেন, একবারও যাবার নামগন্ধ নিলেন না, ১৮ দিন ধরে জনগন আন্দোলন করলো, তবু তিনি নড়লেন না... কিন্তু হুট করে কেন ঈদ মোবারক সাহেব মিশরের ক্ষমতা ছাড়লেন গতকাল?
ঠিক যখন গোয়েন্দা ঝাকানাকা ধরাধামে অবতীর্ণ হইলেন... ঠিক তখনি!

সংবাদে আবারো একটা বিজ্ঞাপন বিরতি... একটু চা খেয়ে আসি

______________________________________
পথই আমার পথের আড়াল

কৌস্তুভ এর ছবি

হাততালি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।