ঘরকুনো হিসেবে বাঙালির সুনাম আছে। ইউরোপের লোকেদের টাকা হলে বা না হলেও তারা জাহাজে চড়ে বের হয়ে যেতো, সাগর মহাসাগর পার হয়ে যেতো। আর আমাদের টাকা হলে আমরা হেরেমখানা খুলে বসতাম।
বাঙালির সেই ঐতিহ্য সম্ভবত একমাত্র আমিই সবল হাতে ধরে রেখেছি প্রবল নিষ্ঠার সাথে। বাকী সবাই ভুলে গেছে, তারা এখন খালি ঘুরতে বেড়াতে যায়। আগে দুদিন ছুটি পেলেই লোকে গ্রামের বাড়ি ছুটতো, এখন ঘুরতে যায় পাহাড়ে পর্বতে সাগরে নদীতে বা পুরনো স্থাপত্যে!
আগে ঘুরবার জায়গাগুলোর বাসের টিকিট যে কোনো সময়ই পাওয়া যেতো, কিন্তু এখন কমপক্ষে সপ্তাহখানেক আগে বুকিং না দিলে পাওয়া যায় না, থাকার জায়গার দখল তো নিতে হয় আরো আগে থেকে।
সচলের পাতাতেও মাঝে মধ্যেই এখানে সেখানে যাওয়ার কাহিনী প্রচুর আসে।
আচ্ছা প্রত্যেকের সেরা সুন্দর ভ্রমণ অভিজ্ঞতাগুলো একসঙ্গে করে একটা ইবুক করলে কেমন হয়?
[আগেই বলে রাখি, প্রস্তাবটা আমার না, অমিতের]
যেই ভাবা সেই কাজ। আসছে পহেলা বৈশাখ উপলক্ষ্যে সচলায়তনে একটা ইবই নাজেল হোক, আমাদের সবার সবচেয়ে সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে।
যেন এটা হয়ে ওঠে একটা পরিপূর্ণ ভ্রমণ বহি। দেশ বিদেশের সুন্দর জায়গাগুলো উঠে আসুক এই ইবই তে। কোথাও ঘুরতে গেলে সবার আগে যেন এখানে ঢুঁ মারতে হয় সবার। চলুন অনলাইনে এরকম একটা ইবই তুলে রাখি আমরা সবাই মিলে।
তো আর কথা বাড়িয়ে লাভ কী? এখুনি লিখতে বসে যান আপনার জীবনের সুন্দর একটা ভ্রমণের অভিজ্ঞতার কথা। হার্ড ডিস্কের তলা হাতড়ে খুঁজে বের করুন স্মৃতিময় ছবিগুলো। তারপর পাঠিয়ে দিন
ঠিকানায়
লেখার সঙ্গে ছোট একটা নোট যোগ করে দিতে পারেন, সেখানে যাওয়ার উপায়, থাকা খাওয়ার হদিস ইত্যাদি...
ইবইটি পহেলা বৈশাখ প্রকাশ করার ইচ্ছে আছে। সেক্ষেত্রে লেখা আর ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৮ এপ্রিল। সময়টা বড্ড কম, কিন্তু যে ভ্রমণটা আপনার স্মৃতির মনিকোঠায় জ্বলজ্বল করছে, তা লিখতে তো এক বেলাই যথেষ্ট তাই না? শেষ তারিখের জন্য বসে না থেকে এক্ষুণি লিখে ফেলুন। সময় গেলে সাধন হবে না।
লেখা হতে হবে দেড় থেকে দু হাজার শব্দের মধ্যে। ছবির সংখ্যা ৫টি। বেশি ছবি পাঠালে আপত্তি নেই, সম্পাদনা পরিষদ বাছাই করে নেবেন।
লেখা ইউনিকোডে হতে হবে। সোলাইমানলিপি ফন্টে।
আরো একটা আবেদন... ইবইটির নাম কী হতে পারে? প্রস্তাব করুন।
সংক্ষেপ
লেখার বিষয়: ভ্রমণ
লেখা জমা দেওয়ার ঠিকানা:
শেষ তারিখ: ৮ এপ্রিল ২০১১
শব্দ সংখ্যা: দেড় থেকে দুহাজার
ছবি সংখ্যা: ৫টি
ফর্মেট: ইউনিকোড
ফন্ট: সোলাইমানলিপি
লেখার সঙ্গে যা যা দিতে হবে:
১) ছবি
২) সচলায়তন নিক
২) শিরোনাম
ইবইতে লেখার আহ্বান শুধু সচল আর হাচলদের জন্যই বরাদ্দ থাকলো।
বইটি সম্পাদনা করবেন: সর্বসচল মুস্তাফিজুর রহমান, বুনোহাঁস ও নজরুল ইসলাম
তিনজনেই অধীর হয়ে অপেক্ষা করছেন আপনার লেখাটির। তাড়াতাড়ি পাঠান...
ধন্যবাদসহ
সম্পাদনা পরিষদ
মন্তব্য
দুর্দান্ত উদ্যোগ। আইডিয়াবাজ এবং সম্পাদনা-প্রকাশনা পরিষদ ও সচলায়তনকে ধন্যবাদ উদ্যোগের জন্যে। লেখা পৌঁছে যাবে হাতের কাজ শেষ হলেই ইনশা-আল্লাহ। কিন্তু বাকিদের লেখাও পৌঁছুনো চাই সময়ের আগেই!!
পড়ার জন্যে অধীর হয়ে রইলাম।
ইয়ে, পয়সা হলে হারেম যুগে যুগে সব অঞ্চলের লোকেই মনে হয় খুলেছে!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আরে ধুর, ওটুকু তো শুধু শুধু লেখলাম... সিরিয়াসলি নিলে কিন্তু মুছে দিমু
লোকজনের সাথে আজকাল মশকরাও দেখি করা যায় না
______________________________________
পথই আমার পথের আড়াল
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আশা করি এই ব-e-টা আলোর মুখ দেখবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পাণ্ডবদা, কালকে থেকে অফিস আছে, আর সময় পাবেন না, আজকেই লিখে ফেলেন
______________________________________
পথই আমার পথের আড়াল
টাইম বেঁধে, বিষয় বেঁধে লেখা আমার কর্ম নয়। সেই ক্ষমতা থাকলে আজকে আমার পেশা ভিন্ন হতে পারতো। নিজের যে গুণ নেই সেটা নিয়ে আফসোস্ করি না, অপচেষ্টাও করি না। তাই সচলে এই ধরনের যে সব ঘোষণা আসে, সেগুলো শুধু পড়ি। আর আশা করি ব-eটা বের হবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
যাযাবর ব্যাকপ্যাকার আসতেছে... লেখা না দিয়া রেহাই নাই
______________________________________
পথই আমার পথের আড়াল
'ভ্রমণ' শব্দটা শুনলে আমার আবার আবুল হাসানকে মনে পড়ে--
'এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া...'
আইডিয়া/ প্রস্তাবের জন্য অমিত ভাইকে অনেক ধন্যবাদ।
পড়ার অপেক্ষায় থাকছি।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
লেখা কবে দিচ্ছেন?
______________________________________
পথই আমার পথের আড়াল
হা হতোস্মি, মোল্লার (আমার) দৌড় ওই মসজিদ পর্যন্ত!
ইবুকের নাম ঠিকঠাক হলো?
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আমার ছেলে এই মাত্র জানালো সেও একটা লেখা দিবে।
...........................
Every Picture Tells a Story
মাতিসকে বিশাল একটা ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল
মুস্তাফিজ ভাই, আপনি নিজে তো সুন্দরবন আর এখানে ওখানে বেড়ানো নিয়ে মোটামুটি নিয়মিতই লেখা দেন, কিন্তু আপনার ছাত্রজীবনের কোন ভ্রমণকাহিনি, বা মনে দাগ কেটে আছে এমন কোন বেড়াবার কথা লিখবেন কি? আমার নিজের পড়ার আগ্রহ আপনার সেইইই প্রথম হিমালয় দর্শনের গল্প, জানি না সেটা আগেই লিখে ফেলেছেন কিনা, না লিখে থাকলে আমাদের জন্যে লিখবেন?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আমি আবার ছাত্র ছিলাম কবে?
...........................
Every Picture Tells a Story
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ভালো উদ্যোগ।
লেখা দিচ্ছেন তো
______________________________________
পথই আমার পথের আড়াল
দারুন উদ্যোগ। সাথে থাকার চেষ্টা করব
দারুণ উদ্যোগ; দূরে থাকার চেষ্টা করবো।
পিপিদা... লেখা দিয়া তারপর যেখানে খুশি সেখানে যান। আর লেখা না দিলে কিন্তু খবরাছে
______________________________________
পথই আমার পথের আড়াল
চিন্তা করতেছি কোনটা নিয়ে লিখব। আট তারিখ একটু টাইট হয়ে যায়, তবুও বেশি সময় নিয়ে আসলে লাভ নাই। লিখলে এক দিনই যথেষ্ট।
প্র-প্রে দাদা, সবাইকে গুঁতিয়ে গুঁতিয়ে লেখা আদায় করার জন্যে নজরুল ভাই আমাকে অফিশিয়াল 'খোঁচায়ক' নিয়োগ দিয়েছেন! আমার খোঁচানোর পাল্লায় ইতিমধ্যে অনেকেই পড়েছেন, আপনি ফেসবুকের তালিকায় না থাকায় এখানেই অনুরোধ করছি, তাত্তাড়ি লেখা দিন!
লিখলে কিন্তু আসলে কয়েক ঘন্টাই যথেষ্ট!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
এখন পর্যন্ত লেখার চিন্তাভাবনা করতেছি। আমি আবার হুটহাট লিখতে পারি না। একটা ঘটনা নিয়ে লিখব ঠিক করেছি। কিন্তু অনেক পুরনো সেই স্মৃতি, অনেকখানিই হারিয়ে গেছে। তবে চেষ্টা থাকবে।
লেখা দেন তাড়াতাড়ি
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি দেব৷ আমি দেব৷
আমি ভাবছিলাম জিগ্যেস করব, যে বারে ই-বই বেরোবে না?
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আহ্ দমুদীর লেখা... অপেক্ষায় রইলাম দিদি
______________________________________
পথই আমার পথের আড়াল
আরে কী দারুণ! বাহ! বাহ!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ভালো উদ্যোগ।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
লেখা কই?
______________________________________
পথই আমার পথের আড়াল
এটা একটা কাজের কাজ হয়েছে বটে! টো টো করার মত এত মজা আর কিছুতে কি আছে ?
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
লেখা কই?
______________________________________
পথই আমার পথের আড়াল
খুবই ভালো উদ্যোগ। লিখা দেব।
হুম, কিছুদিন আগে যে মহাকাশযানে চেপে চাঁদে সফর করে এলাম, সে কাহিনী লিকতে বস্তে হবে দেকচি
ধৈবত
ভ্রমণ-সংক্রান্ত লেখা পড়তে খুবি খুবি ভালু পাই।
যারা টো টো কইরা বেড়ায়, তাগো দিকে তাকায়ে থাকলাম...
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
লেখা না দিলে ঠ্যাঙ ভেঙে দিবো
______________________________________
পথই আমার পথের আড়াল
লেখা না দিলে ঠ্যাঙ ভেঙে দিতে নজরুল ভাইকে সাহায্য করবো!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ঠ্যাং ভেঙ্গে যাবার পর ওডিনের কাছে যাওয়া ঠেকাবো
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাই! আপনিও!!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ইয়ে, ডান নাকি বাম, কোন ঠ্যাঙটা আগে ভাঙা হবে?
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ভাইয়া
ঠিক বুঝলাম না। আপনি ঐতিহ্য ধরে রাখসেন মানে? আপনার হারেমখানা আসে নাকি?? একটু জোক কল্লাম!
খুব ই ভাল উদ্যোগ।
এখনো নাই, খায়েশ আছে
______________________________________
পথই আমার পথের আড়াল
সচলে প্রকাশিত লেখা দেওয়া যাবে? হাতে সময়ের টানাটানি তাই রিসাইকেল করার কথা ভাবছিলাম।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
সচলে প্রকাশিত লেখা তো সবাই পড়েই ফেলছে, সেটা দিয়ে কী হবে?
নতুন একটা দেন
বেশি সময় লাগবে না
______________________________________
পথই আমার পথের আড়াল
বাহ বাহ ... ওয়েটিং
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
আমরাও আপনার লেখার জন্য ওয়েটিং
______________________________________
পথই আমার পথের আড়াল
শব্দ সংখ্যা দুহাজার ছাড়িয়ে গেলে কী করণীয়? একটা লেখা ছিল, হাজার তিনেক শব্দের। সেটা কি আমিই ছোট করে পাঠাবো? নাকি দায়িত্বটা সম্পাদকদের ঘাড়ে ছেড়ে দেব
সচলায়তনে কী নামে লেখেন?
______________________________________
পথই আমার পথের আড়াল
"ধুসর গোধূলি"
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
একটা সেমি অন টপিক প্রশ্ন: ব-e আর ইবুক দুইটা আলাদা জানতাম, তবে শিওর না। এই ব্যাপারে মডুরা বা যে কেউ আলোকপাত করতে পারেন? মানে কোনটা কী?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ব-e টা সচলায়তনের নিজস্ব একটা ফিচার যতদূর জানি। এটা পোস্ট আকারেই থাকে, খালি প্রথম পাতা বা সোর্স হিসেবে যে পোস্টটা, সেটার সাথে অন্য রিলেটেড পোস্টগুলো লিঙ্কড থাকে, বইয়ের অন্যান্য পাতার মতোন করে, ঠিক যেন একটা ভার্চুয়াল বই।
ভ্রমণের এটা একটা pdf ই-বুক হবার কথা আসলে। নজরুল ভাই সম্ভবত লেখার সময় ভুলে ব-e বলেছেন।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ঠিক্করা হইলো
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি আগাগোড়াই বাঙালী। খালি পয়সার জন্য হেরেমখানাটা বানাইতে পারতেছি না। বানানো হইলে সেইটা নিয়া বিশদ লেখা দিমুনে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
রঙ তামাশা বন্ধ কইরা লেখা দেন... যাযাপরাপা আইলো কিন্তু
______________________________________
পথই আমার পথের আড়াল
হ! চলে আসছি! রঙীন ভাই তাত্তাড়ি লেখা পাঠান নাইলে কিন্তু খবরাছে!!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ভুলি নাই, ভুলবো না...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হে হে হে, পুরান কথা মনে রেখে কী হবে, দুই দিনের দুইন্যা!
তার চেয়ে লেখা দিয়ে দেন, এসেছে নতুন দিন...
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
দারুণ আইডিয়া। অপেক্ষায় থাকছি।
দারুণ আইডিয়া। অপেক্ষায় থাকছি।
- কুটুমবাড়ি
এই ৮ তারিখ কী প্যাসিফিক টাইমে? তাহলে বেশ সুবিধা হত।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
না, বাংলাদেশের টাইম
______________________________________
পথই আমার পথের আড়াল
বাবুইল্লা, চুলায় পানি চড়া।
এইবার লিখে ফাটিয়ে ফেলবো।
হই মিয়া... বাবুইল্লা ছুটিতে থাকলে নাহয় আমরাই চা করে দিচ্ছি, লেখা পাঠান তাত্তাড়ি! নাইলে কইলাম ...
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
লেখা যদি না দেন, তাইলে কিন্তু খবরাছে... যাযাবর আপায় কিন্তু লাঠি হাতে আইতেছে
______________________________________
পথই আমার পথের আড়াল
অপেক্ষায় রইলাম।
সুপ্রিয় দেব শান্ত
অপেক্ষায়
______________________________________
পথই আমার পথের আড়াল
ভালো উদ্যোগ। এই সুযোগে ভালো কিছু ভ্রমণকাহিনী পড়া যাবে।
ফাইজলামী বাদ দিয়া লেখা দেও, নাইলে সবাইকে বলে দিবো তোমার কাছে কত টাকা পাই।
...........................
Every Picture Tells a Story
বলে দ্যান।
দয়াপরবশ হয়ে কোনো সুন্দরী রমনী যদি এই সুযোগে এগিয়ে আসেন আমার ঋণমুক্তির জন্যে । :পি
পুরাতন লেখা হলে কিন্তু চলবে না। নতুন দিতে হবে।
আমি লেখা পাঠিয়েছি
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাইকে ফার্স্ট প্রাইজ দেয়া হউক!
উজানগাঁদা, আপনাকে গরমে গাঁদা ফুলের রস করে গিলিয়ে দেব কিন্তু লেখা না পেলে!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
@ উজানগাঁ
রঙ তামাশা বন্ধ কইরা লেখা দেন... যাযাপরাপা আইলো কিন্তু
______________________________________
পথই আমার পথের আড়াল
নজরুল ভাই, আমি তো এখনো অচল। লেখা দেয়ার জন্য সচল হওয়া কি জরুরী?
- রিসালাত বারী
ভাই, নজু ভাই যদি আপত্তি করেন তাহলে আপনার লেখাটা আমার নামে ছাপতে আমার আপত্তি থাকবে না
পিপিদা, চলেন আধাআধি চুক্তিতে যাই। অর্ধেক আপনের নামে, আর বাকিটা আমার নামে ছাপা হোক। আল্লা ভরসা। রিসালাত বারী, রাজী থাকলে বলেন, লাব্বায়িক।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হে হে .. দেখি অতিথি রাজী হয় কিনা।
রাজী না হইলেও ক্ষতি নাই। বিশ্বস্ত সূত্রে শুনলাম, আপনিও একটা লেখা লিখবেন বলে ঠিক করছেন।
মানে বলছিলাম কী! আমরা তো আপনজনই। তাই না পিপিদা? আরও কিছু কি বলার প্রয়োজন আছে?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হাহা .. ঠিকাছে তাই সই।
গরীবের আবার কপিরাইট কি?!? অল্প একটু রয়্যাল্টি পাইলেই খুশি
- রিসালাত বারী
গরীবের আবার কপিরাইট কি?! অল্প কিছু রয়্যাল্টি পাইলেই খুশি আমি
- রিসালাত বারী
অতিথিদের মধ্যে যাদের অন্তত একটা লেখা সচলের মডারেশন পার হয়ে প্রথম পাতা পর্যন্ত এসেছে, তাদের লেখা গ্রহণযোগ্য।
আপনার লেখা নীড়পাতায় ছাপা হয়ে থাকলে লিঙ্ক যোগ করে দিয়েন
______________________________________
পথই আমার পথের আড়াল
-রিসালাত বারী
ভ্রমনগপ্পো পড়তে ভালু পাই। যাক, এইবার একটা পড়ার সুযোগ পাওয়া যাচ্ছে।
কত্তামশাইরা, লেখা শুরু করে দ্যান জলদি ... ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
মাইর হবে কিন্তু রক্ত বের হবেনা অনুপম। তাড়াতাড়ি লেখা দাও।
...........................
Every Picture Tells a Story
মাইর হবে কিন্তু রক্ত বের হবেনা অনুপম। তাড়াতাড়ি লেখা দাও।
______________________________________
পথই আমার পথের আড়াল
nice efforts Nazrul Bhai. shall put something soon which has not yet been published, another memorable event.
From my iPhone
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ভাই ও বোনেরা তাড়াতাড়ি লিখুন।পপকর্ণের বিশাল মজুদ নিয়া গ্যালারীতে বসার অপেক্ষায় রইছি। সাথে বিশ্বকাপের বেকার হাতি ভাইরে দিয়া কাউন্টডাউন শুরু করাবো ভাবতেছি।
শর্টকাটে লেখার একটা তরিকা বের করতে হবে।
১) বানানের ব্যাপারে নাকে তেল দিয়ে ঘুমানো যায়, জনস্বার্থে বুনোপাই যথেষ্ট।
২) ছবির বিষয়টাও না ভাবলে চলে। যে কোনো স্থান নিয়েই লেখা হোক, মুস্তাফিজ ভাই উনার কালেকশন থেকে যোগ করে দিতে পারবেন।
৩) একটাই সমস্যা, লেখার কাহিনী কি হবে। এক্ষেত্রে নজু ভাই বা ব্যাগ-প্যাকিং আপু একটু হেল্পাইলেই লেখা রেডি।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আমি নিজেই আছি বিরাট ঝালেমায়... আমার কাহিনী নাই, যে কাহিনী লিখতে চাই, সেই কাহিনীর ফটো নাই
পূর্ব জন্মে আমি ফটো বিষয়ে বিরাট উদাসী ছিলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি আছি মহা বিপদে, কী নিয়ে লেখা দিব ঠিক করতে পারছি না, আর ভয়াবহ কাজের চাপে আমি মরে টরে যেতে পারি যে কোন দিন! এদিকে যেই মাস্তানি শুরু করেছি, লেখা না দিলে তো আমাকে কেউ আস্ত রাখবে না মনে হয়, মরার আগে হলেও যে করে হোক লেখা জমা দিয়ে দিতে হবে, সেটা অখাদ্য হলে সম্পাদনা পরিষদ বাতিল করে দেবেন এইটাই ভরসা।
বলাইদা বেড়ানো সংক্রান্ত যেমন মনে হয় লেখা দিন। নজরুল ভাই বলছিলেন খেকশিয়ালদা-র উচিত কোবতে/ছড়া দেয়া, আমারো তাই মত, আবার আমি বলেছি সুরঞ্জনার উচিত বেড়ানো নিয়ে একটা ছোট গল্প দেয়া, সেখানে কৌস্তুভের ধারণা সুরঞ্জনা একটা দারুণ স্কেচ যোগ করে দিতে পারে, যেহেতু সে চমৎকার আঁকে। অমিত ভাই বলছিলেন যে বেড়াবার মজার, হাস্যকর, বেড়াতে যাবার যে গল্প সেগুলো আসতে পারে। মানে আসলে আইডিয়ার কিন্তু অভাব নাই!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ভালো উদ্যোগ। আমিও একটি লেখা দেবার চেষ্টা করবো।
আর অনেকদিন পর এসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরুদা... কেমন আছেন?
বহুদিন পরে আপনাকে দেখা গেলো
আপনার লেখা তো লাগবেই
আপনি তো ভ্রমণের জাহাজ... আপনি লেখা না দিলে চলবে?
______________________________________
পথই আমার পথের আড়াল
ভালো আছি নজরুল। আপনি ভালো তো? বাসায় গিয়ে খুঁজতে হবে লেখা। ভালো থাকবেন।
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ওহ! আমি কেবলই আপনাকে ব্যক্তিগত মেসেজ দিচ্ছিলাম! লিখেও ফেলেছি, পাঠিয়ে দেই!
আর জলিল ভাইয়ের পোস্টে অনুরোধ করে এসেছি! প্লিজ প্লিজ সময় করে লিখে ফেলুন, অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকলাম!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
হ্যা! দেবো বলে ঠিক করেছি। তবে দুতিনদিন সময় নিতে হবে আমাকে। আপনাকে অনেক ধন্যবাদ!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরুদা...
অনেক অনেকদিন পর!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আসলেই। বহুদিন পর। ব্যস্ততা বেড়ে গিয়েছে খুব।
**********************************
যাহা বলিব, সত্য বলিব
বাহ!! চমৎকার উদ্যোগ। অপেক্ষায় থাকলাম
আচ্ছা নজরুল ভাই, স্ক্যান করা ছবি কি দেওয়া যাবে? ইলেক্ট্রোনিক ভার্সন হারিয়ে গেছে। এখন একমাত্র উপায় প্রিন্টেড ভার্সন থেকে স্ক্যান করা।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
পাঠায়ে দেন... যা থাকে কপালে
______________________________________
পথই আমার পথের আড়াল
চৈত্র-সংক্রান্তির দিনগুলিতে রচিত ই-বই বোশেখের প্রথম ভোরে আলোর মুখ দেখুক এই কামনা করি।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নতুন মন্তব্য করুন