• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

শুভ জন্মদিন রিটন ভাই

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: রবি, ০১/০৪/২০১২ - ৫:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বনের পশু মুক্ত ক'রে দেখল রিটন বিপদ ভারি
হিংস্র ভয়াল পশুর সাথে জোট বেঁধেছে স্বৈরাচারী!
একাত্তরর ঘাতক দালাল মাথায় টুপি লম্বা দাড়ি
ওদের সাথে যোগ দিয়েছে নেংটি ইঁদুর এবং ধাড়ি
চোর বাটপার দুর্নীতিবাজ মন্ত্রী নেতাও করল ধাওয়া
সম্মিলিত ধাওয়ার মুখে রিটন কোথায়? রিটন হাওয়া!

ইত্তেফাকে জনকণ্ঠে মানবজমিন যুগান্তরে
খবরটা যেই ছাপা হল জানল মানুষ ঘরে ঘরে!

রিটন রিটন ডাক পাড়ি
রিটন গেল কার বাড়ি?
রিটন রিটন করে মায়
রিটন গেল কাদের গাঁয়?

[রিটন গেল পালিয়ে- লুৎফর রহমান রিটন]

রিটন ভাই বাংলাদেশে থাকেন শুধু ফেব্রুয়ারি মাসে। জানুয়ারির শেষদিকে এসে মার্চের শুরুতেই ফিরতি উড়াল। ব্যতিক্রম ছিলো গেলোবারের আগেরবার, অর্থাৎ ২০১০ সালে। সেবারের জন্মদিনটা রিটন ভাই পালন করলেন সচলায়তন পরিবারের সঙ্গে।
এবার তিনি দেশে নাই, তাতে কী? এদেশ কি ভুলে গেছে সেই দারুণ উৎসব মুখর দিন? আমরা সেদিনের স্মৃতিচারণ করতে করতেই রিটন ভাইয়ের জন্মদিন পালন করি নাহয়। আর সবাই মিলে জোরসে বলি

শুভ জন্মদিন রিটন ভাই

রিটন ভাইয়ের জন্মদিন ছড়া ছাড়া জমে না। তাই প্রথমে তাঁর লেখা একটা ছড়া দিলেও ভাবলাম একটা গিফট তো দেওয়া উচিত। তাই বিপ্লব স্পন্দিত বুকে লিখে ফেললাম দুলাইনের একটা হাতুড়ে ছড়া-

রিটন ভাই, দেশে নাই, কী করিবো তাই?
গরুর মাংস রেঁধে টেধে, একলা বসে খাই :)

রিটন ভাইয়ের জন্য নিধির উপহার

সেবারের জন্মদিনের পোস্ট দেখুন
আর ছবি দেখুন


মন্তব্য

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

রিটন ভাইয়ের জন্মদিন উপলক্ষে নজরুল ভাইয়ের আগমন,
শুভেচ্ছা স্বাগতম!!

যাক! ভাগ্যিস রিটন ভাইয়ের জন্মদিন এসেছিলো, তাই আপনার দেখা মিললো! এবার খেলাপী লেখাগুলো নামান ঝটপট! :D

রিটন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আরও আরও দুর্দান্ত সব ছড়ায় তিনি মাতান আমাদের পরবর্তী প্রজন্মকেও সেই শুভাশিস।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কয়েকমাস আগেও সারাক্ষণ লিখতাম পেটের দায়ে। গত ছয়মাসে কিছুই লিখি নাই
গত কয়েকদিন ধরে সচলে একটা কিছু লিখতে চাচ্ছি, কিন্তু পারছি না।
মনে হলো হাতে মরিচা ধরে গেছে
আজকে আদাজল খেয়ে নামছি
এখন তো আমার আরো অন্তত দুটো পোস্ট দিতে ইচ্ছে করতেছে ;)
হাতে সময়ও আছে ম্যালা
কিন্তু ফ্লাডিং হয়ে যাবে বলে রহম দিলাম

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গেলোবারের পোস্ট থেকে একটা অংশ আলাদা করেই বলতে হয় আসলে-

সবাই যখন চলে গেছেন। রিটন ভাই সেই ফুলটা আর শুভেচ্ছাবার্তাটা হাতে নিয়ে গাড়িতে উঠবেন। থামলেন... দেখলেন... বললেন- "সবশেষে এটাই, একটা দারুণ পরিবার। সচলায়তন পরিবার। কোনো রাজনৈতিক বা শিশু সংগঠন না, শুধু ব্লগের মাধ্যমে এতো অসাধারণ একটা পরিবার গড়ে উঠেছে। কল্পনাতীত!"

______________________________________
পথই আমার পথের আড়াল

অরফিয়াস এর ছবি

শুভ জন্মদিন রিটন দা !! :D

আর তার সাথে শুভেচ্ছা স্বাগতম নজরুল ভাই :D

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অনার্য সঙ্গীত এর ছবি

শুভ জন্মদিন রিটন ভাই! আরো হাজার বছর অপাত্রে স্নেহদান করে যান!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

লুৎফর রহমান রিটন এর ছবি

:D

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

রিটন ভাইকে টিভি-মঞ্চে দেখছি ত্রিশ বছরের উপর হয়। প্রথম যখন তাঁকে দেখি তখন আমি হাফপ্যান্ট পরা বালক, আর আজ আমি প্রায়বৃদ্ধ একজন মানুষ। অথচ রিটন ভাই এই তিন দশকে সেই একই রকম আছেন। কোন ক্রীম/সালসা/বটিকার বলে তিনি এই জাদুকরী কাজটা করতে পেরেছেন জানতে পারিনি। আমার খুব অবাক লাগে একজন মানুষ কী করে প্রতি মুহূর্তে নিজেকে নবায়ন করে যান।

বাংলা সাহিত্যের ছড়া বিভাগটা সম্পর্কে যাদের নূন্যতম ধারণা আছে তারাই জানেন রিটন ভাইয়ের অবস্থানটা কোথায়। অথচ তিনি কী অবলীলায় ছোট-বড়, বিখ্যাত-অখ্যাত সবার সাথে অন্তরঙ্গভাবে মেশেন। কাউকে ছোট করেন না, কাউকে হেয় করেন না - সবাইকে তার প্রাপ্য সম্মানটাই দেন, কোন আত্মপ্রচারণা নেই। ব্যক্তিগতভাবে আমি খুব সচেতনভাবে বিখ্যাত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলি। কিন্তু এই বিখ্যাত ব্যক্তিটি আমার সে হিসেব উলটে দিয়েছেন।

আরো অনেক অনেক বছর বাঁচুন রিটন ভাই - এমনি তরুণ থেকে তরুণতর হয়ে, কর্মচঞ্চলভাবে, সুস্থ-সবল-আনন্দময় হয়ে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

লুৎফর রহমান রিটন এর ছবি

(কস্কী) (ধইন্যা) (গুড়) :D (কোলাকুলি)

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

তাপস শর্মা এর ছবি

জন্মদিন শুভ রিটন দাদা।

নজমুল আলবাব এর ছবি

শুভ জন্মদিন রিটন ভাই।

(হুই মিয়া, একলা খাওনের দর্কার কি? ঢাকায় মানুষ নাই? হালায় ফাউল)

দময়ন্তী এর ছবি

জন্মদিনের অনেক শুভেচ্ছা সচল রিটনকে

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

ধুসর গোধূলি এর ছবি

হই হই রই রই-
রিটন ভাই গেলেন কই!
চিরসবুজ যার মন,
ছড়ার রসে করে টনটন।

ওয়াহ ওয়াহ ধুগো, ক্যায়া বাত! আদাব আরজ হ্যায়! পুরাই পরহেজগার ছড়া হৈছে। - কেউ তো আর আমার ছড়ার সুনাম করবেন না, তাই নিজেই করি। :(

শৈশবের প্রিয় ছড়াকার রিটন ভাইকে জন্মদিনে অনেকগুলো ডায়াপারের শুভেচ্ছা। সাথে এই কালজয়ী ছড়া। আমার নায়-নাতিনের জীবনও আপনার নিত্য নতুন ছড়ার রসাস্বাদনে ভরে উঠুক, এমনটাই কামনা করি।

লুৎফর রহমান রিটন এর ছবি

):)

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

তারেক অণু এর ছবি

শুভ জন্মদিন রিটন ভাই।
ঘটনা কি, সেদিন ফাকিবাজে তালিকায় উনার নাম দেখলাম!

লুৎফর রহমান রিটন এর ছবি

;)

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

শুভ জন্মদিন, রিটন ভাই। (হাসি)
আর নজু ভাইকে স্পেশাল থ্যাংকস। (হাসি)

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুমিমা ইয়াসমিন এর ছবি

রিটন ভাইয়ের জন্মদিন শুভ হোক।

স্পর্শ এর ছবি

শুভ জন্মদিন রিটম ভাই! :)


ইচ্ছার আগুনে জ্বলছি...

লুৎফর রহমান রিটন এর ছবি

(গুলি)

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

রণদীপম বসু এর ছবি

কী দারুণ লাগছিলো রিটন ভাইকে সেদিন বইমেলায় !

শুভ জন্মদিন রিটন ভাই !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

লুৎফর রহমান রিটন এর ছবি

(ম্যাঁও)

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

আশালতা এর ছবি

শুভ জন্মদিন :)

----------------
স্বপ্ন হোক শক্তি

পুতুল এর ছবি

শুভ জন্মদিন রিটন ভাই।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

লুৎফর রহমান রিটন এর ছবি

ধন্যবাদ নজরুল।
সচলায়তনে কিছুতেই প্রবেশাধিকার পাচ্ছিলাম না। সুজনের বিটলা বুদ্ধি প্রয়োগ করে নতুন পাসওয়ার্ড হাসিল করে তবেই ঢুকতে পারলাম।

আগে পড়ি।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

চরম উদাস এর ছবি

শুভ জন্মদিন রিটন ভাই। ভালো থাকুন।

সাবেকা এর ছবি

শুভ জন্মদিন রিটন ভাই । এক্টা রহস্যের উত্তর দেন প্লীজ, আমার টিনেজ কালে যেরকম বিটিভির পর্দায় আপনাকে দেখতাম এখন নিজের তিন কাল গিয়ে এককালে টেকেছে, কিন্তু এখনো আপনাকে চ্যানেল আইয়ের পর্দায় ফেব্রুয়ারী মাসে একই রকম দেখি :-?

আগামী দিনগুলো ও একই রকম থাকুন এই চাই ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

রিটন ভাই আসলে বিশ বছর আগে এই অনুষ্ঠানগুলা রেকর্ড করে রাখছিলো, এখন খালি দেখায়। ভীষণ দূরদর্শী মানুষ ;পি

______________________________________
পথই আমার পথের আড়াল

লুৎফর রহমান রিটন এর ছবি

@নজরুল
:D

@সাবেকা
(কস্কী) (ধইন্যা) (গুড়) :D

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

শুভ জন্মদিন রিটন ভাই।
অনেক অনেক শুভেচ্ছা।

কুমার এর ছবি

শুভ জন্মদিন রিটন ভাই।

প্রৌঢ় ভাবনা এর ছবি

ধন্যবাদ নজরুল ইসলাম। লুৎফর রহমান রিটন এর জন্মদিনে তাঁর প্রতি রইল শুভেচ্ছা।

সচল জাহিদ এর ছবি

শুভ জন্মদিন রিটন ভাই।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

জি.এম.তানিম এর ছবি

আবারও বলি... শুভ জন্মদিন রিটন ভাই!

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রোমেল চৌধুরী এর ছবি

রিটন ভাইয়ের জন্মদিনে আর কিছু সে পাক না পাক,
সাগর নাকি ফিরিয়ে দেবে হারিয়ে যাওয়া ছড়ার ঝাঁক।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

লুৎফর রহমান রিটন এর ছবি

(মোম)

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

রানা মেহের এর ছবি

শুভ জন্মদিন রিটন ভাই।
আমিও মোটা :D

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

লুৎফর রহমান রিটন এর ছবি

=DX

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

ত্রিমাত্রিক কবি এর ছবি

শুভ জন্মদিন, রিটন ভাই :)

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

শুভ জন্মদিন রিটন ভাই!

লুৎফর রহমান রিটন এর ছবি

(ধইন্যা)

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

লুৎফর রহমান রিটন এর ছবি

এবার জন্মদিনে সেরা উপহারটি পেলাম নিধির কাছ থেকে। রনবী, শিশির, সৈয়দ এনায়েত হোসেন, সুজন চৌধুরীরা আমার বহু কার্টুন এঁকেছেন কিন্তু নিধি মামনিটার আঁকা আমার কার্টুনটি আমাকে সবচে বেশি আনন্দ দিয়েছে।
ফেসবুকে নিধির বাবা নজরুল জানিয়েছে--"রিটন ভাই, নিধি আপনাকে আঁকতে চেষ্টা করলো... একবার না পারিলে দেখো শতবার... দুবার আঁকলো। আমি বললাম এটা রিটন আঙ্কেল কিভাবে হলো? তখন গোঁফ দেখিয়ে দিলো :)
সচল পোস্ট দেখে এঁকেছে, তাই আপনার পিঠে দুটো ডানাও বসিয়ে দিয়েছে।"
বেঁচে থাক রে মা নিধি। বড় হ তাড়াতাড়ি। আমার অনেক ছবি তোকেই এঁকে দিতে হবে। সুজনদের দিন শেষ :-?

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন রিটন ভাই!

বাউলিয়ানা এর ছবি

শুভ জন্মদিন।

ভাল থাকুন সবসময়।

নীড় সন্ধানী এর ছবি

রিটনভাইকে দেখলেই আমার বুড়োকাল সরে যায়। আজকাল রিটনভাইরে কম কম দেখি তাই নিজেরে বেশী বুড়া বুড়া লাগে। =((

শুভ জর্মদিন রিটন ভাই!!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অমিত এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা

স্বাধীন এর ছবি

শুভ জন্মদিন রিটন ভাই ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।