সারাদেশে মহাসমারোহে শিবিরের ডাকা হরতাল চলছে...
প্রস্তুতি চলছে লংমার্চের...
গণজাগরণ মঞ্চ বন্ধ করতে বলা হয়েছে, রুমি স্কোয়াডের অনশন থামিয়ে দেওয়া হয়েছে...
বন্ধ করে দেওয়া হয়েছে আমার ব্লগ, গ্রেপ্তার করা হয়েছে ব্লগারদের...
ইউটিউব তো আগে থেকেই বন্ধ...
একে একে বন্ধ হয়ে যাচ্ছে সব কটা জানালা... যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, তারা আর চুপি চুপিও আসবে না হয়তো...
বন্ধ হবে গান, মৃত্যুহীন প্রাণ
নিষিদ্ধ হবে শুভবুদ্ধি, মুক্তচিন্তা...
সকাল থেকে সঞ্জীবদার গান শুনছি...
সব নিষিদ্ধ...
কষ্ট নিষিদ্ধ কষ্ট নাই
দুঃখ নিষিদ্ধ দুঃখ নাই
আমাদের কষ্ট থাকতে নাই
দুঃখ পাওয়ার আদেশ নাই
আমাদের জিহ্বা নাই বাক্য নাই
আমাদের মস্তক নাই হস্ত নাই
আমাদের মাথা থাকতে নাই
মাথা থাকার নিয়ম নাই
চক্ষু নিষিদ্ধ, দৃশ্য নাই
কর্ণ নিষিদ্ধ, শব্দ নাই
আমাদের দেখাশোনা নাই
দেখা শোনার নিয়ম নাই
আমাদের ক্ষুধা চুপ
আমাদের খাদ্য নাই
আমাদের তৃষ্ণা চুপ
আমাদের নদী নাই
আমাদের ক্ষুধা তৃষ্ণা নাই
ক্ষুধা তৃষ্ণার আদেশ নাই
কণ্ঠ নিষিদ্ধ, সুর নাই
চন্দ্র নিষিদ্ধ, বাদ্য নাই
আমাদের গানের আদেশ নাই
ও গান গাওয়ার নিয়ম নাই
আকাশ নিষিদ্ধ, পক্ষী নাই
বৃক্ষ নিষিদ্ধ, পুষ্প নাই
আমাদের মনের উড়াল নাই
উড়াল প্রজাপতি নাই
অন্তর নিষিদ্ধ, কান্না নাই
আনন্দ নিষিদ্ধ, হাসি নাই
এখানে কারো হৃদয় নাই
হৃদয় থাকার নিয়ম নাই
চিন্তা নিষিদ্ধ, ভাবনা নাই
রাজপথ নিষিদ্ধ, যাত্রা নাই
আমাদের কোনো স্বপ্ন নাই
স্বপ্ন দেখার আদেশ নাই
এইসব রাত্রি নাই দিনও নাই
http://soundcloud.com/ami-nazrul/vzcqb4kp35z4
মন্তব্য
আর যারা দেশটাকে ভালোবেসে যুদ্ধ করেছিলো, তারা হয়তো দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবে, নয়তো .......
অন্ধ হলেই কি বন্ধ হবে প্রলয়? মুক্তবুদ্ধির/মতপ্রকাশের জানালাগুলো সব বন্ধ করে দেয়া হচ্ছে! কিসের/ কার ইশারায়? আমরাতো দূর দেশে বসে নিরাপদ, কিন্তু দেশের মানুষের কি হবে? হা হ্ত্যমি!
বটতলার উকিল
এই দেশ আমাদের না। এই দেশ আমার দেশ নাই আর। অন্যের ইচ্ছায় এখন দেখতে, বুঝতে, শুনতে, আর চিন্তা করতে হবে! আমাদের দেশ এখন হয়েছে হীরক রাজার দেশের সেই দেশের মতো হয়েছে!
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
ক্ষমতায় আম্লীগ থাকলে কি হবে, প্রশাসনের শীর্ষে সিংহভাগ লোক জিয়া আর এরশাদের আমলের, সেইরকম মোটা এইগুলার মাথা। এদের পায়ুপথ আর ব্রেইন শর্টসার্কিটেড দায়িত্বে ঢুকারও অনেক আগে থেকে
আপনার মন্তব্য পড়ে মনে হল, হলিউড এর মুভির মতো হয়তো শেখ হাসিনা একদিন সংবাদ সম্মেলন করে হাসতে হাসতে বলবেঃ
আরে আমিতো গোপন CIA এজেন্ট, সব রাজাকার আর জামাত শিবিরের শয়তান গুলারে একসাথে ধরার জন্য এত্তদিন অভিনয় করছি।
Conspiracy থিউরি দেয়াটা এত্ত সোজা না ভাই!!
আমি কোন কন্সপিরেসি থিয়োরি দেই নাই রে ভাই। আমাদের শীর্ষ আমলাদের মাথা কেমন মোটা সেটাই বলতেছিলাম। কারও মাথায় রক্ত পাম্প হয় কারও মাথায় হাগু, এই আর কি
মুক্তচিন্তা মুক্তবুদ্ধির বিরুদ্ধে এই সরকার অবস্থান নিয়েছে । জঙ্গিবাদ সন্ত্রাস যারা করে যাচ্ছে আর উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কিছু না বলে তাদের কার্যকলাপ দেখেও না দেখার ভান করে যাচ্ছে। এর পরিণতি খুব খারাপ হতে যাচ্ছে, এটা সরকার বুঝতে পারছে না । এই গণজাগরণে মানুষ কাউকে ছাড় দিবে না। আপনারা যদি সাধারন মানুষের মনের আকাঙ্খার এবং তাদের দাবি পুরনে ব্যর্থ হন তাহলে আপনারাও ক্ষমা পাবেন না । মানুষের ইচ্ছা আকাঙ্খা নিয়ে দয়া করে রাজনীতি বন্ধ করেন । এতে আপনাদের ই মঙ্গল । কারন এই মানুষদের ভোট ই আবার আপনাদের ক্ষমতায় নিয়ে আসতে পারে।
"একে একে বন্ধ হয়ে যাচ্ছে সব কটা জানালা... যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, তারা আর চুপি চুপিও আসবে না হয়তো... "
সুবোধ অবোধ
অনেক দিন পরে লিখলেন । মন খারাপ করা লেখা । এছাড়া, কীইবা লেখার আছে এখন ? উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ...
অ টঃ আপনার লেখায় তারা দিতে ভাল লাগল ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
দেশে খুব একটা গাঢ় অন্ধকার সময়ের প্রয়োজন ছিল, সেটার দিকেই দেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার......অভিনন্দন সরকারকে।
নাবিলা
মুখ চোখ আঙ্গুল বেঁধে রাখলেও চেতনাকে বেঁধে রাখা যায় না। আমাদের সংগ্রাম চলবেই
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
কোন অতল গহ্বরে দেশ এগিয়ে যাচ্ছে ভাবতেও শিউড়ে উঠছি
ক'দিন আগেও কী ভেবেছিলাম আর কী দেখছি !
হায় !
আফসোস!!!সব কিছুই নষ্টদের দখলে--------------
হুম
দীর্ঘশ্বাস।
সব বদলে যাক! এইবার আমরা হারবো না।
একে একে বন্ধ হয়ে যাচ্ছে সব কটা জানালা..
হতাশ।
কী করে সব কিছু নষ্ট হয়...
কন্ঠ রুদ্ধ, কলম রুদ্ধ করে আর কতদিন?
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
বাঁকা পথে জ্যাম হরদম জমজমাট ভীড় কমেনা
_________________
ঝাউবনে লুকোনো যায় না
মৌলবাদের নখরে ক্ষত-বিক্ষত দেশ। মুক্তমনাদের কণ্ঠরোধ এতোবড় নজীর আগে কখোন ছিল কি? এই যদি হয় এখনকার অবস্থা বিএনপি-জামাত জোট ক্ষমতায় গেলে নাস্তিকদের ফাঁসি আইন চালু করবে!
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
নতুন মন্তব্য করুন