পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: মঙ্গল, ১৭/১২/২০১৩ - ৭:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কথাটা বেশ কিছুদিন আগে এই সচলায়তনেই বলেছিলাম মন্তব্যের ঘরে, এবার মনে হয় উচ্চস্বরেই বলার সময় এসেছে, "পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক।"
বাংলাদেশের সঙ্গে ইজরায়েলের কোনো জাতিগত বিরোধ নাই, ছিলোনা কোনোকালে, তবু সেই দেশটির সঙ্গে আমাদের কূটনীতির বিরোধ আছে। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েল যাওয়া যায় না।
যতদূর মনে পড়ে একসময় একই সিস্টেম ছিলো তাইওয়ান আর উত্তর কোরিয়ার সঙ্গেও।
দেখা যাচ্ছে অন্য জাতিকে খুশি করতে তাদের বিরোধী জাতির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতেও আমাদের কোনো সমস্যা নেই, ছিলো না।

কিন্তু বিশ্বের ইতিহাসের অন্যতম গণহত্যাকারী জাতি, যারা আমাদের ত্রিশ লক্ষ স্বজনকে হত্যা করেছে, লাখ লাখ মা বোনের সম্ভ্রম নিয়েছে, এদেশের অর্থনীতিকে ধ্বংশ করে দিয়ে গেছে, এবং স্বাধীনতার ৪৩ বছর পরও এখনো যারা প্রতিনিয়ত বাংলাদেশকে ধ্বংশ করার সবরকম চেষ্টা করে যাচ্ছে, তাদের সঙ্গে আমাদের রয়েছে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক!

কেন?

কূটনৈতিক কেন? পাকিস্তানের সঙ্গে তো বাংলাদেশের কোনো প্রকারের নৈতিক সম্পর্কই থাকা উচিত না।

আমাদের দেশের একটা সড়কের নাম শহীদ মুক্তিযোদ্ধার নামে রাখতে গেলে তারা গোস্বা করে!
যুদ্ধাপরাধীদের বিচার করতে নিলে তাদের পররাষ্ট্রমন্ত্রী এসে বলে যায় তাহলে নাকি তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক "শীতল" হবে!
আমাদের সর্বোচ্চ আদালতের রায়কে অপমান করে তাদের রাজনৈতিক দল বাংলাদেশে আক্রমণ করার আহ্বান জানায় পাকিস্তান সরকারের প্রতি!
আমাদের বিচার ব্যাবস্থাকে অপমান করে তাদের দেশের সাংবাদিক রাজনীতিবিদ!
একজন শিশু ধর্ষক, একজন গণহত্যাকারীর বিচার করলে পাকিস্তান সংসদ অধিবেশনে বিল এনে শোকপ্রস্তাব পাশ করে, অন্যান্য যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা তুলে নিতে বলে! ১৯৭১ সালে ঘটে যাওয়া ইস্যুটি সামনে না আনার দাবি জানায়!

বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে এতোটা নাক গলানো একটি রাষ্ট্রর সঙ্গে তবু কেন আমাদের কূটনৈতিক সম্পর্ক রেখে চলতে হবে?

সার্ক, ওআইসি এসব জোটের দোহাই দিয়ে পাকিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব (!) কেন টিকিয়ে রাখতে হবে?

আমরা কেন বলে দিতে পারছি না আমার ত্রিশ লক্ষ স্বজন হত্যাকারী আর ধর্ষকদের সঠিক বিচার না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না?


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আমরা কেন বলে দিতে পারছি না আমার ত্রিশ লক্ষ স্বজন হত্যাকারী আর ধর্ষকদের সঠিক বিচার না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না?

চলুক গুল্লি উত্তম জাঝা! মিজান, পিষে ফ্যালো বাঙালিকে দেখায়ো না আঙুল, হয়ে যাবে নিজেই ভন্ডুল

বিদ্রঃ ডাইনোসরের ন্যায় কূটনৈতিক সম্পর্ক লুপ্ত হউক, তেলাপোকার ন্যায় বাংলাদেশে 'পাকিস্তানী হাইকমিশন' টিকিয়া থাকুক। নইলে উপযুক্ত সময়কালে পশ্চাৎদ্দেশে পদাঘাতের নিমিত্তে বরাহৌরসজাত সারমেয় শাবক দিগের নিরবচ্ছিন্ন রাষ্ট্রীয় সরবরাহ পাইব কীরূপে? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হাইকমিশনের নাম বদলায়ে রাখা হোক পাকিলোকমিশন

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

চলুক এই বন্ধুত্বের(!) কোনো প্রয়োজন নাই!

গান্ধর্বী

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

______________________________________
পথই আমার পথের আড়াল

হাসিব এর ছবি

নাপাকিস্তানরে সার্ক ব্লক থেকেও বিদায় করে দেয়া দরকার।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কাজী নজরুল ইসলাম লিখছিলো "করি শত্রুর সাথে গলাগলি"
এই বিষয়টা শান্তিবাদীরা খাইছে। পাকিদের সাথে সুসম্পর্কের স্টাইলটা ভারত থেকে আসছে আসলে, হিন্দি সিনেমা মারফত। এইসব হানাহানি ভেদাভেদ ভুলে শান্তির বাণিজ্য...
আমরা ভুলেই যাই ভারত-পাকিস্তান আর বাংলাদেশ-পাকিস্তান বিষয়টা একেবারেই ভিন্ন ব্যাপার...

______________________________________
পথই আমার পথের আড়াল

তানিম এহসান এর ছবি

গুল্লি মিজান, পিষে ফ্যালো

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

______________________________________
পথই আমার পথের আড়াল

আলতাইর এর ছবি

আমি দুই হাত তুইলা ভোট দিলাম

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

হোক, তবে তাই হোক!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হোক

______________________________________
পথই আমার পথের আড়াল

এনালিস্ট এর ছবি

হবে না ভাই হবে না। বাংলাদেশ মিলিটারী ফোরামে একটু ঘোরাঘুরি করে দেখেন, প্রচুর পরিমাণে পাকু সোনা পাকু সোনা আওয়াজ পাবেন। এখনো চীন এদেশের প্রধাণ সমরাস্ত্র সরবরাহকারী এবং তাদের অনেক অস্ত্রেরই ম্যানুফ্যাকচারিং ও সার্ভিসিং লাইসেন্স পাকিস্তানকে দেয়া। জলপাইরা পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবেই। সুতরাং বারবার পাছা মেরে গেলেও কুটনৈতিক সম্পর্ক থাকবেই

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কুটনৈতিক সম্পর্ক তো মিলিটারিদের বিষয় না... সরকার এই সিদ্ধান্ত নিবে

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

গুল্লি হাততালি

আমার এক কাজিন একটা দারুণ কথা বলছিল। মনে ধরছে আমার। "পাকিস্তান আর আফগানিস্তান দেশ দুইটার চারিদিকে বিশাল উঁচু দেয়াল দিয়ে বিচ্ছিন্ন করে দেয়া উচিৎ। ওই দুইটা গলাগলি ধইরা থাক।"

সুবোধ অবোধ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এতো বড় চিড়িয়াখানা বানানিটা কষ্টকর হয়ে যাবে না?

______________________________________
পথই আমার পথের আড়াল

দীনহিন এর ছবি

সার্ক, ওআইসি এসব জোটের দোহাই দিয়ে পাকিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব (!) কেন টিকিয়ে রাখতে হবে?

বাংলাদেশের পাকি-প্রেমিদের কি হবে? পাকিস্তানের সঙ্গে তাদের শুধু বন্ধুত্বই নয়, গড়ে উঠেছে দীর্ঘদিনের সংসার! তারা একা একা কিভাবে থাকবে? পাকি-প্রেমিদের আগে পাকিস্তানে পাঠিয়ে দিয়ে সম্পর্ক ছেদের কাজটি শুরু করলে সবচেয়ে ভাল হয়।

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যাবতীয় পাকিপ্রেমিরা পাকিস্তানে যাগ্গা...

______________________________________
পথই আমার পথের আড়াল

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

গোটা বিশ্বজুড়ে ফাকিস্তানীদের বদনাম। দে না শালাদেরকে বের করে ঘাড়ধরে।

____________________________

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পাকিরা এগুলারে নিয়ে যায় না কেনু?

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

সমর্থন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

তিথীডোর এর ছবি

পাকিস্তানের সঙ্গে তো বাংলাদেশের কোনো প্রকারের নৈতিক সম্পর্কই থাকা উচিত না।

নৈতিক- অনৈতিক, বাণিজ্যিক কোন ধরনের সম্পর্কই থাকা উচিত না আসলে।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

হাহাহা, পাকিস্তানি লন ছাড়া অন্য ফ্যাব্রিকের ড্রেস দেশের যেই বিশাল নারীগোষ্ঠি পরতে পারেনা, তাদের কি হবে?

ওয়াইফাই ক্যানসার

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তারা স্থায়ীভাবে পাকিস্তানে চলে যাবে চোখ টিপি

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

পাপিস্থানের সাথে কোন সম্পর্ক নয়? তাদের সাথে সম্পর্ক মানে উদাস দার গল্পের মতো পেছনের গল্প ভুলে যাওয়া। আমরা অনেক কাল ভুলে ছিলাম, আর নয়। আজ থেকেই বন্ধ হোক পাপিস্থানের সাথে সব ধরনের সম্পর্ক। মিজান, পিষে ফ্যালো

মাসুদ সজীব

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পেছনের গল্প আমরা কখনো ভুলি নাই, ভুলবো না

______________________________________
পথই আমার পথের আড়াল

এক লহমা এর ছবি

"আমরা ভুলেই যাই ভারত-পাকিস্তান আর বাংলাদেশ-পাকিস্তান বিষয়টা একেবারেই ভিন্ন ব্যাপার..."
- সেইটাই। চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

______________________________________
পথই আমার পথের আড়াল

স্যাম এর ছবি

পূর্ণ সমর্থন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

______________________________________
পথই আমার পথের আড়াল

সাফিনাজ আরজু এর ছবি

আমরা কেন বলে দিতে পারছি না আমার ত্রিশ লক্ষ স্বজন হত্যাকারী আর ধর্ষকদের সঠিক বিচার না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না?

মিজান, পিষে ফ্যালো গুল্লি

দারুন বলেছেন। সম্পূর্ণ একমত।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

______________________________________
পথই আমার পথের আড়াল

বালক এর ছবি

"কূটনৈতিক কেন? পাকিস্তানের সঙ্গে তো বাংলাদেশের কোনো প্রকারের নৈতিক সম্পর্কই থাকা উচিত না।"
-সহমত

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

______________________________________
পথই আমার পথের আড়াল

প্রৌঢ় ভাবনা এর ছবি

র ত্রিশ লক্ষ স্বজন হত্যাকারী আর ধর্ষকদের সঠিক বিচার না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না।

চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

______________________________________
পথই আমার পথের আড়াল

আয়নামতি এর ছবি

ঘোড়ার ডিমের পাকিস্তানের সাথে সব ধরণের সম্পর্ক ছিন্ন করা উচিৎ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

______________________________________
পথই আমার পথের আড়াল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

নির্লজ্জ পাকিস্তান। তৃতীয় মাত্রায় আবু সাইয়্যিদের মুখে শুনলাম পাকিরা নাকি এখনো স্বপ্ন দেখে বাংলাদেশকে ফিরে পেতে। তত্ত্বাবধায়ক প্রশ্নে সরকারের (আ লীগের) বর্তমান সিদ্ধান্তের সমালোচনা আমি করি তবে পাকিস্তানের সাথে জোড়া লাগার এই স্বপ্ন যারা দেখে তারা যেন জেনে রাখে যে জনতা আজ সরকার বিরোধী, পাকিস্তান প্রশ্নে তারা কিন্তু শেষ রক্তবিন্দু দিয়েও আপনাদের বিরুদ্ধে লড়বে।

পাকিস্তানের এই ধৃষ্টতার কোন ক্ষমা নেই। চুপ করে বসে থাকার সময়ও এটা নয়। সরকারের উচিত হবে ব্যাপারটাকে কঠোর ভাবে হ্যান্ডল করা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পাকিস্তানের এই ধৃষ্টতার কোন ক্ষমা নেই

______________________________________
পথই আমার পথের আড়াল

ঈয়াসীন এর ছবি

সহমত

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

অবিলম্বে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক।

শব্দ পথিক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

______________________________________
পথই আমার পথের আড়াল

গৃহবাসী বাউল এর ছবি

আপনার এই লেখা পোস্ট হবার ঘন্টা বিশেক আগে আমি আমার রুম্মেটকে বলছিলাম, " আমি যদি কোনদিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার/ এম্পি হইতে পারি, তাইলে সবার আগে আমার কাজ হবে পাকিস্তানের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, আর যে বা যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করবে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া।"

তাই এইখানে আর মুখে বলে সহমত প্রকাশ করলাম না।

মিজান, পিষে ফ্যালো

-----------------------------------------------------------
আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো
ঐ আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে
-----------------------------------------------------------

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আর যে বা যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করবে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া

সহমত

______________________________________
পথই আমার পথের আড়াল

নজমুল আলবাব এর ছবি

ফাকিস্তানের লগে নো সম্পক্ক। কাটাপ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ, কাটাপ

______________________________________
পথই আমার পথের আড়াল

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"যতদূর মনে পড়ে একসময় একই সিস্টেম ছিলো তাইওয়ান আর উত্তর কোরিয়ার সঙ্গেও।"

না, একটু ভুল হচ্ছে। নব্বইয়ের দশকের আগে পর্যন্ত ইসরায়েল, রিপাবলিক অভ চায়না (তাইওয়ান/ফরমোজা) এবং রিপাবলিক অভ সাউথ আফ্রিকা (দক্ষিণ আফ্রিকা) নিষিদ্ধ ছিল। পরে নিষেধের তালিকায় শুধু ইসরায়েল থেকে যায়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ধন্যবাদ পাণ্ডবদা... আশাকরি এই তালিকায় পাকিস্তানও যুক্ত হবে অচিরেই

______________________________________
পথই আমার পথের আড়াল

মোহছেনা ঝর্ণা এর ছবি

কূটনৈতিক কেন? পাকিস্তানের সঙ্গে তো বাংলাদেশের কোনো প্রকারের নৈতিক সম্পর্কই থাকা উচিত না।

সহমত।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

______________________________________
পথই আমার পথের আড়াল

নির্ঝর অলয় এর ছবি

অবিলম্বে পাকিস্তানের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন কড়া হোক। পাকিস্তানের সব ডিগ্রি বাংলাদেশে বাতিল করা হোক। পাকিস্তানি সব পণ্য নিষিদ্ধ কড়া হোক। চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পাকিস্তানি পণ্যের মধ্যে জামাত ইসলাম প্রধান হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

Helal এর ছবি

কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে স্টেবল সরকার দরকার. কারণ মিডল ইস্ট সহ অন্যান্য কিছুদেশ বেকে যাতে না বসে সে জন্য ব্যাপক কুটনৈতিক তৎপরতা জরুরি. এ ক্ষেত্রে আওয়ামীলীগ ইউনুসকে না ক্ষেপিয়ে তাকেও কাজে লাগাতে পারত. তাছাড়া দেশের ভেতরেও ক্লিন ভাবমূর্তি আছে ( যেমন- আব্দুল্লাহ আবু সাইদ, ফজলে হাসান আবেদ ইত্যাদি) এমন লোকদের কিভাবে নিরব থেকে সরব বানানো যায় তা ভাবা দরকার.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ইউনুস?
একটা প্রবাদ আছে "শিয়ালের কাছে মুরগী রাহানী দিতে নাই" হাসি
দেশের দুর্দিনে যারা চুপ করে থাকে, তাদের ক্লিন ভাবমূর্তি ধুয়ে পানি না খাওয়াই ভালো

______________________________________
পথই আমার পথের আড়াল

Emran  এর ছবি

এ ক্ষেত্রে আওয়ামীলীগ ইউনুসকে না ক্ষেপিয়ে তাকেও কাজে লাগাতে পারত

নিজের স্বার্থরক্ষার কোন সম্ভাবনা বা সুযোগ নেই, কিন্তু বাংলাদেশের স্বার্থরক্ষা হতে পারে - ইউনুসের এমন কোন একটা কাজের উদাহরণ কি আপনি দিতে পারবেন?

দেশের ভেতরেও ক্লিন ভাবমূর্তি আছে ( যেমন- আব্দুল্লাহ আবু সাইদ, ফজলে হাসান আবেদ ইত্যাদি) এমন লোকদের কিভাবে নিরব থেকে সরব বানানো যায় তা ভাবা দরকার.

যুদ্ধাপরাধিদের বিচার নিয়ে দেশজোড়া আলোড়ন, হরতাল, অবরোধ, গণজাগরণ মঞ্চ - এসবের পরও যদি এই ক্লিন ভাবমূর্তিওয়ালা লোকেরা স্বতঃস্ফূর্তভাবে নীরব থেকে সরব হতে না পারেন, তাহলে নীরবতার মধ্য দিয়েই তাঁরা চিৎকার করে তাঁদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে দিয়েছেন।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।