শুভ জন্মদিন মুহম্মদ জাফর ইকবাল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: সোম, ২৩/১২/২০১৩ - ১২:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


অনির্বাচিত সরকার আমি কখনোই সমর্থন করি না। কিন্তু মাঝে মধ্যেই মনে হয় একজন দেশপ্রেমিক, সৎ এবং স্বপ্নবাজ মানুষের হাতে দেশটা কয়েক বছরের জন্য তুলে দিতে পারলে খুব ভালো হতো।
আমার ক্ষমতা থাকলে জাফর স্যারের কাঁধে বাংলাদেশের দায়িত্বভার তুলে দিতাম। অথবা অন্তত তাঁর কাঁধে তুলে দিতাম দেশের শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ দায়িত্ব। বলতাম "স্যার, অসাম্প্রদায়িক এবং সুস্থ চিন্তা নির্ভর একটা প্রজন্ম গড়ে তোলেন।"

শুভ জন্মদিন স্যার... এই আকালে আপনাকেই শ্রদ্ধেয় মানি

[ছবিটা আমারই তোলা]


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

শুভ জন্মদিন স্যার, অনেক অনেক ভাল থাকুন হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এনালিস্ট এর ছবি

এদেশে এই একটাই পুরোমাত্রায় একটিভ মানুষ আছেন নিখাদ শ্রদ্ধা পাওয়ার মত।

মৃষৎ এর ছবি

যদিও অবাস্তব তবু স্বপ্ন দেখতে দোষ কীঃ যদি উনাকে শিক্ষা মন্ত্রণালয়ও দেওয়া যেত তবে দেশের তরুণরা এমনই দক্ষতা অর্জন করত যে দেশ তারা নিজেরাই পরিবর্তন করে দিত, ডক্টর সাহেবের প্রধানমন্ত্রী হোয়া লাগত না!

আয়নামতি এর ছবি

শুভ জন্ম!

এত্তটুকুন পোস্ট কেন রেগে টং

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন স্যার। আপনার পথ চলা আরো দীর্ঘ হোক, আপনার দেখানো আশাবাদী স্বপ্নের পথে হাঁটুক বাংলাদেশ।

মাসুদ সজীব

প্রৌঢ় ভাবনা এর ছবি

শুভ জন্মদিন মুহম্মদ জাফর ইকবাল।
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

milon এর ছবি

শুভ জন্ম দিন জাফর ইকবাল স্যার।

কড়িকাঠুরে এর ছবি

শুভ জন্মদিন স্যার... অনেক ভাল থাকুন হাসি

অতিথি লেখক এর ছবি

সশ্রদ্ধ প্রণতি স্যার । জানি নেকড়েদের কাছ থেকে মৃত্যুর হুমকি পাওয়া আপনার নৈমিত্তিক ঘটনা। তবু ছাগুদের মুখে ছাই দিয়ে বেঁচে থাকুন আরো সহস্র শরৎ ।

রাজর্ষি

স্পর্শ এর ছবি

শুভ জন্মদিন স্যার!

----

মিয়া! মানুষটা এমনিতেই কত কিছু করতসে। আর আপনি দুনিয়ার আরো সব দায়িত্বের বোঝা চাপাইতে চান। চোখ টিপি

আমার মনে হয় অর্পিত ক্ষমতা বলে না, বরং এই যে ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে তাঁর হাত ধরে যে পরিবর্তনটুকু হচ্ছে সেটুকুই টেকসই।

স্যারকে বিভিন্ন বক্তৃতায় ছেলেমেয়েদের আরো অ্যাকটিভ হতে, একাই একশ জনের সমান কাজ করতে বলতে শুনি। এমন কথা অনেকেই বলে। কিন্তু স্যারের পার্থক্য হচ্ছে তিনি কজটা করে দেখাচ্ছেন প্রতিনিয়ত।


ইচ্ছার আগুনে জ্বলছি...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শুভেচ্ছা ও অভিনন্দন ড: ইকবাল!

অতিথি লেখক এর ছবি

স্যার, অসাম্প্রদায়িক এবং সুস্থ চিন্তা নির্ভর একটা প্রজন্ম গড়ে তোলেন।

শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর দায়িত্ব জাফর স্যারকে দেয়া হলে এমন একটা প্রজন্মই আমরা পেতাম। শুভ জন্মদিন মুহম্মদ জাফর ইকবাল স্যার।

শব্দ পথিক

এক লহমা এর ছবি

শুভেচ্ছা ও অভিনন্দন ড: ইকবাল!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন স্যার---!!

অমি_বন্যা এর ছবি

শুভ জন্মদিন স্যার।
ভালো থাকবেন সবসময়। আপনার মত মানুষ আছে বলেই আজও স্বপ্নরা বেঁচে আছে।

সুমিমা ইয়াসমিন এর ছবি

শুভ জন্মদিন!

তারেক অণু এর ছবি

শুভ জন্মদিন স্যার

(ফাঁকিবাজি পোস্ট। স্যারকে নিয়ে অভিজ্ঞতাগুলো লিখলেও পারতেন নজু ভাই !)

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

প্রথমে অভিজ্ঞতাগুলোই লিখেছিলাম। সেই ১৯৯৬ সাল থেকে শুরু করেছিলাম। আধাআধি লেখার পর মনে হলো স্যারের কাঁধে চড়ে নিজের বিজ্ঞাপন না দেওয়াই ভালো হবে। তাই মুছে ফেলেছি। ততক্ষণে ঘুম পেয়ে যাচ্ছিলো, তাই ছোটখাটো একটা পোস্ট নামিেয় দিয়ে ঘুম

______________________________________
পথই আমার পথের আড়াল

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

চলুক

নীড় সন্ধানী এর ছবি

এই সহিংস সময়ে বাংলাদেশের নিরাপত্তা, প্রিয় স্বজনদের নিরাপত্তার পাশাপাশি আমি আরেকজনের নিরাপত্তার জন্য দুর্ভাবনা করি, সে আমাদের প্রিয় জাফর ইকবাল। কুৎসিত জানোয়ারদের থাবা থেকে নিরাপদ থাকুন, ভালো থাকুন আপনি।

শুভ জন্মদিন প্রিয় জাফর ইকবাল।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন স্যার।

সুবোধ অবোধ

তানিম এহসান এর ছবি

শুভ জন্মদিন স্যার। আপনি ভাল থাকুন সবসময়। নিরন্তর শুভকামনা।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

একজন অনন্য অসাধারণ মানুষ!

দীনহিন এর ছবি

আমার ক্ষমতা থাকলে জাফর স্যারের কাঁধে বাংলাদেশের দায়িত্বভার তুলে দিতাম।

আমিও। এ মুহুর্তে বাংলাদেশে জাফর স্যারের মত খাঁটি মানুষ আমার চোখে আর দ্বিতীয়টি নেই।

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

স্বপ্নহারা এর ছবি

উনি না থাকলে আমাদের আশার আলো অনেক কমে যেতো!!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

তিথীডোর এর ছবি

শুভ জন্মদিন স্যার। হাসি
ছবিটা খুব পছন্দ হৈসে।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

স্বপ্নদ্রষ্টার জন্মদিন।

____________________________

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।