কখনো কখনো উটের গ্রীবার মতো কোনো-এক নিস্তব্ধতা এসে ছুঁয়ে যায়, বলে যায় মৃদু পায়... ‘জানো, আমারো একটা পথ আছে...’ সেই পথটা কখনো খুঁজে পাই না...
পথে নামলেই আমার শুধু পথ হারাবার ভয়। সেই ছোট্টবেলায় একচিলতে লুকনো বনে শুকনো পাতা মাড়িয়ে যেতে যেতে এক রুপোলী নদীর সঙ্গে দেখা হয়েছিলো। যে নদীর দু’দিকে দু’টো মুখ, এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেলো। সেই থেকে দাঁড়িয়ে আছি, অপেক্ষায়...
একবার মাঝ নদীতে কোষা নৌকায় শুয়ে উপরে তারাজ্বলা আকাশ দেখেছিলাম রাতভোর, দেখেছিলাম ছায়াপথ... সেই অজস্র নিযুত তারাদের ভীড়ে ঘিরে থাকা ছায়াপথে হারিয়ে গিয়েছিলাম...
তেমনি উজ্জ্বল এক রাতে ঘাসের পাশে বসে নিজেকে হারিয়েছিলাম জোনাকিদের পথে। এতো তীব্র জোনাকজ্বলা চরাচর আর কোনোদিন দেখা হবে না জানি... সেই থেকে আমার কেবল জোনাক দেখার অপেক্ষা... ভয় ভয় হারিয়ে যাওয়ার অপেক্ষা... যে পথ বেয়ে কখনো ফিরতে হবে না পুরনো জীর্ণে...
অনেকদিন জোনাকজ্বলা দেখি না, সাঁতার কাটি না রূপোলী জলে... মাথা নিচু হতে হতে চাঁদ পায় না চোখের নাগাল...
মেয়েকে স্কুলে নিয়ে যেতে যেতে রাস্তায় আমরা কল্পনা কল্পনা খেলি। রাজপথটা হয়ে যায় কখনো সমুদ্র কখনো নদী। যান্ত্রিক যান দেখিয়ে নিধি চিৎকার করে বলে ‘বাবা বাবা, ঐ দেখো তিমি মাছ!’ কল্পনার রাজ্যে আমরা চুনোপুটি হয়ে যাই। তবু হারিয়ে যেতে পারি না...
হারিয়ে যেতে তবু অনেক ভয়... হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে...
মন্তব্য
আসলেই ... দিন যাচ্ছে আর হারাচ্ছে সব, ভিড় বাড়ছে হারানোর তালিকায়!
তবুও হারানোর কথা ভাবলেই ভয় হয়।
চমৎকার লেখা নজু ভাই
- শ্রাবস্তী
খাইছে, এই বস্তু তো লুকায়া রাখছিলাম, আপনে খুঁজে পাইলেন কী উপায়ে?
______________________________________
পথই আমার পথের আড়াল
এমন সুন্দর লেখা লুকিয়ে রেখেছেন কেন ?
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
কি মায়াবী লেখা!
[হক কথা! এই দারুন জিনিস লুকাই থুইছেন কি কামে? ]
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
লেখাটা বেশ কিছুদিন আগে লিখেছিলাম। হুদাই। আবোল তাবোল মনে। এসব হাবিজাবি প্রকাশের কিছু নাই জানি। তাই নিজের ওয়ালে লুকিয়ে রেখেছিলাম। তবু দেখি লুকিয়ে থাকা গেলো না! কয়েকজন পড়ে আবার মন্তব্যও করে ফেলছে।
তাই কী আর করা, বাধ্য হয়ে আজ প্রকাশ্যেই নিয়ে এলাম।
যদিও অনেক আগেই প্রকাশিত বলে সচলায়তনের নীড়পাতায় আসবে না
______________________________________
পথই আমার পথের আড়াল
লেখাটা চমৎকার লাগল।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
বাঃ!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন