আমিও ছিলাম সেখানে সেদিন
নিশ্চিত, অনেকেই ছিলো;
সশরীরে কিম্বা মনের গহনে
সেই তেজ সযতনে পুষেছিল আত্মার দহনে
আমরা আমজনতা রয়ে গেছি; ক্ষতি নেই -
আমাদের সব দেহ, সব আশা, সবটুকু প্রেম
নিমেষেই একটি বক্ষে অমর হয়েছে,
অমর হয়েছে সারা বাংলাদেশ বুকে ধরে
আমাদের নূর হোসেন।
মন্তব্য
খানিকটা মনে হয় রিটন ভাইতের ব্লগের রিপ্লাই হিসেবে পড়েছিলাম।
ভাল হয়েছে!
--- থাবা বাবা!
রাজীব ভাই,
ধন্যবাদ।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
স্বশরীরে বলতে চেয়েছেন না কি সশরীরে? দুটোরই অর্থ লাগতে পারে এখানে, তাই জিজ্ঞাসা করছি।
স্বশরীরে মানে তো নিজের শরীরে। এই অর্থ এখানে কীভাবে লাগতে পারে?
কুটুমবাড়ি
১। পারে, পারে, সবই পারে, আপনি বুইতে পারেন না;
২। আসলে পারে না, আমিই কবিতা কিছু বুঝি না;
৩। আসলে হয় না, কিন্তু সেটা ভদ্রতা করে আর সরাসরি বললাম না;
৪। কেউ নিজের শরীরে কিংবা মনে সেই তেজ পুষেছিল...
এইবার এই অপশনগুলার মধ্যে যেটা খুশি বেছে নেন
খাইসে! আমি কি হটসিটে বসছি নাকি? আপনি অমিতজির কেবিসি-র মতো আমার স্ক্রিনে চারটি অপশন ঝুলিয়ে দিলেন যে বড়?
আচ্ছা, কোনো লাইফলাইন দেয়া যায় না? সঠিক উত্তর কোনটি তা নিয়ে একটু কনফিউশনে আছি... কোনটা সঠিক উত্তর... ১ না ৩ নম্বর?
কুটুমবাড়ি
--
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
কৌস্তুভ ভাই,
'স্বশরীরে' নয় 'সশরীরে'। ভুল ধরিয়ে দেবার জন্য অশেষ ধন্যবাদ। এখানেই আপনার কল্যানে আমার উত্তরণ।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
রোমেল, বানান নিয়ে আমার মাথা ব্যথা কম। কিন্তু শিরোনাম বলে চোখে লাগছে, তাই বলছি--নামটা নূর হোসেন।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
এই নামের ভুল করা অমার্জনীয় অপরাধ হয়েছে।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নতুন মন্তব্য করুন