মণিবন্ধে বেঁধে দিলেম রাতের রাখী খানি
আবার তুমি সায়াহ্নেতে এসো
অন্ধকারের স্তনের ভেতর মুখ লুকিয়ে জানি
যাবার বেলায় তন্দ্রাহত তোমার বীণাপাণি
মৌন থেকো; একটু তবু হেসো।
রুগ্ন দিনের হলুদ আলোর মন কাঁদানো গানে
চন্দ্রাহত দূর গোধুলীর বাঁশী
আমার মাঝে তোমার ছায়া সন্ধ্যা ডেকে আনে
জাগিয়ে রাখে দৈন্যতারই হুতাশ ভরা বানে
স্তব্ধ রাতের বিষাদ রাশি রাশি।
শীর্ণ নদী খেই হারালো সাঁঝের তারার ডাকে
জ্যোৎস্না রাতে মুখ লুকিয়ে কাঁদে
জলের স্রোতে বনের কোলে মৌন ছবি আঁকে
শীতের দিনে ঘুমের নেশায় মাতায় যে কোন ফাঁকে
মুক্তো ফলার কষ্ট বুকে বাঁধে।
মণিবন্ধে বেঁধে দিলেম রাতের রাখী খানি
আবার তুমি সায়াহ্নেতে এসো
গোপন কোন কষ্ট নিয়ে একটু পাশে বসো
যাবার বেলায় নিঠুর খেলায় একটু ভালবেসো।
মন্তব্য
যাবার বেলায় তন্দ্রাহত তোমার বীণাপাণি
মৌন থেকো; একটু তবু হেসো।
চমৎকার কবিতা।
বোন,
তোমায় অনেক ধন্যবাদ!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
মোক্ষম চয়ন!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
দারুণ লিখেছেন!! আপনার কবিতার তো নিয়মিত পাঠক হয়ে গেছি, মিস করা যায় না!
ভাই,
আপনার এই অনুভূতি অকৃত্রিম ভালোবাসাজাত; আমায় নোতুন করে বাঁচতে আর ঘুরে দাঁড়াতে উদ্বুদ্ধ করে!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
খুব ভালো লাগলো।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
তাসনীম ভাই,
আপনার ভালোবাসা দামী এসেন্সের মতো, হৃদয়ের রঙ্গীন বোতলে ছিপি আটকে রাখি সযতনে!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ভালোলাগা জানাই।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
ধন্যবাদ রইল।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নতুন মন্তব্য করুন