স্যার, দেবেন কি ফ্লাটের বুকিং?
তাহলে আসুন না চলে, রিহ্যাব মেলায়, আমাদের জালপাতা স্টলে।
অথবা জগতজোড়া আন্তঃজালে, আলতাভিসতা কিম্বা গুগলে
ভ্রমণে নিজেকে ভাবুন না ভাগ্যবান;
যদি অনিচ্ছা থাকে-
সমস্যাক্রান্ত শহরের দগদগে ক্ষতে লেগে থাকা
নীল মাছির ঝাঁকের মতো ট্রাফিক জ্যামে আটকে থাকা
সারি সারি গাড়ির আস্তাকুঁড় পেরিয়ে
আমাদের সাইটে পৌছুতে হবে না আপনার-
এইবেলা আপাতত: আমাদের ওয়েব সাইটেই ঢু মেরে
দেখতে পারেন আপনার কাঙ্ক্ষিত মনোহর ফ্লাটখানা; ত্রিমাত্রিক চেহারায়...
বক্তিমায় খ্যামা দিয়ে একটু সংবিধিবদ্ধ সতর্কবাণী কপচালে জনাবের হবে কি
চরম ধৈর্যচ্যুতি; আরে ধ্যাত বলছি কি? কবেই হয়েছে কালা সেইসব সূক্ষ্ণানুভূতি...
ততক্ষণ কিন্তু আমাদের সাথেই থাকুন ঘাম চটচটে এই (ঝা)মেলার ভিড়ে
আপনার আন্তঃজালে ঢোকার পথটি কি গ্রামীণ নাকি শহুরে?
ও আচ্ছা, আপনি তাহলে বাংলার বাঘ ব্যবহার করছেন, জ...টি...ল, বস!
আমাদের ফ্লাটগুলা অনেক সুন্দর;
একেবারে ডিফারেন্ট-হেব্বী জোশ; হতেই হবে আপনার দিলখোশ...
প্রতিটি ফ্লাটের আমরা একটি করে নাম দিয়েছি;
এই যে তেতলার ১৩৪২ স্কয়ার ফিটের এই ফ্লাটখানা
এর নাম ‘দখিনা’, যদিও দখিনা হাওয়ার নেই আনাগোনা;
আর এত আনাগোনা থাকার দরকারই বা কি বলুন?
কে কবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর ছেড়ে খাবে গেয়ো বাতাসের সালুন -
এখন তো আলট্রা আতশীকাচ আর দু’মাস
দরজার হাতলে ‘ডোন্ট ডিস্টার্ব’ ঝুলাবার রেওয়াজ।
এই যে পুবের ফ্লাটখানা, এর নাম ‘রোদ্দুর’
জুইত হইলোনা বুঝি; ওহ্ হো! আরে দুর দুর,
আমরা এমন প্যাঁচ দিছি - এই যে খোলা জায়গাটা
দেখছেন, সেখানে আরেকটা প্রাণহীন দানবের উঁচু মাথা
সকালের সোনারোদ চুরি করে নিতে পারবেনা
অন্তত: হ্যান্ড ওভার পর্যন্ত দু’নম্বর সিস্টেম করে তা স্থগিত রাখা আছে।
এই যে তাপ্পি মারা ফ্লাটখানা, ঠিক ধরেছেন
‘উত্তরমুখী’ না রেখে এর নাম দিয়েছি ‘উত্তরাধুনিক’
মতান্তরে ‘অধুনান্তিক’ও দেয়া যেত
কিন্তু ঝামেলা বাড়াইলাম না
হয়া গেছে চিনিপান
আখেরে আলোকপ্রাপ্তি এইখানে; অভেদের সন্ধান-
কি জানতে চাইলেন, ক’টা বেডরুম?
আরে বস, কইলাম না? এখানে একই ছাদের তলে
সবকটি রুম সৌহার্দ্যের সহবতে মিলে মিশে একাকার;
তাই বেডই নাই, হেহ্ বেডরুম, আবার জিগায়, তয় পাটি পেতে শুইবার
আছে আয়োজন, দেখেছেন কি চমৎকার রঙ্গিলা কমোডখানা;
আর দেখুন, বারান্দা-ব্যালকনি-রুমের চৌহদ্দি ঘুচিয়ে এখানে
ফ্লোর স্পেস বাড়াবার চলছে চোরাকারবার।
সরি বস, পশ্চিমের ফ্লাটটা দিতে পারবো না
ওটা বিক্রি হয়ে গেছে-
শুধু এটুকু বলি,
কায়দা করে নাম রেখেছিলাম একখান-
বলেন তো কি...
মন্তব্য
সমসাময়িক জ-টিল কবিতা। কেউ আবৃত্তি করলে মন্দ হয়না।
তবে প্রথম দিকে শুদ্ধ রূপ এবং শেষের দিকে কথ্য রূপ একটু বেমানান লাগলো। একই ধারা বজায় থাকলে মনে হয় ভালো হত।
আরে বস, বেমানানটাই তো অধুনান্তিক ফ্যাশান, যুগের দাবী জনাব, জ-টি-ল কেরদানি, আপনাদের সময় যারে কইতেন স্যাটায়ার। (কানে কানে) আপনি কিন্তু অসঙ্গতিটা ঠিক ঠিক ধরে ফেলেছেন।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
জটিল!
... মেঘলা
-কুটুমবাড়ি
সিওর? কনফিডেন্ট? লক কর দিয়া?
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
এই রিহ্যাব কি সেই রিহ্যাব নয়, যেখানে 'ম্যারিকান ছেলিব্রিটিরা যাতায়াত করে?
কবিতা তো বেশ লাগল।
একটু বিভ্রান্তিকর জানি, বাংলাদেশের এই REHAB মানে হলো Real Estate & Housing Association of Bangladesh
এখানে যদি কাউকে বলি রিহ্যাব মেলা থেকে বাড়ি বুকিং দিলাম তাহলে হয় পাগল ঠাওরাবে নাহলে ভাববে ড্রাগ নিয়েছি।
না রে ভাই, এটি 'ম্যারিক্যান ছেলিব্রেটি'দের বিচরণভুমি নয়। তয় ব্লগর ব্লগরটারে 'কবিতা'র মর্যাদা দেবার আগে আরেকবার ভাইবা লইলে ভালু হইতো না?
আপনে এত বেশি ভালোবাসা দিয়েন না আমারে!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
আচ্ছা, 'এত বেশি ভালোবাসা' যদি ভালো না লাগে তাহলে এরকম ভেবে নেন। আমি তো কবিতা তেমন বুঝি না, তবে আপনাকে কবিতা লিখতে দেখি, তাই যা-ই লেখেন তাকেই কবিতা ভেবে ফেলি। তাহলে চলবে?
আপনাকে খোঁচাবার জন্য কোনো ইমেল-ঠিকানা পেতে পারি?
ইমেইলে একা একা কবিতা দাবী করলে হবে না। রোমেল ভাইয়ের কবিতা জনসম্মুখে সবাইকে নিয়েই পড়তে/শুনতে হবে।
প্রকৃতিপ্রেমিক ভাই,
এই আমার ই-মেলঃ
কৌস্তুভ ভাইকে দিবেন। কায়দা করে একটু হাত ঘুরিয়ে দিলাম। কি, শ্যাম-কুল দুই'ই রাখতে পেরেছি না? আমার কবিতা মুদ্রনযোগ্য হলে সচলের পাতাতেই পাবেন।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
বেশ তো, পিপিদার অপেক্ষা করি, উনি কখন দলিলপত্র বানিয়ে প্রপার্টি হস্তান্তর করেন।
কাম সারসে। পিপিদা দেখি আমার উপর কঠোর নজর রাখছেন!
ওনার কাছে নিজের জন্য কবিতা দাবি করব, এমন ধৃষ্টতা আমার নেই। এই কাব্য-অনভিজ্ঞের কথা শুনে কেউ কবিতা লিখবেন, এমন উচ্চাকাঙ্খাও রাখি না। আমাদের প্রবাসী-(ব্যাচিলর)-ছাত্র-দুঃখনিবারণ-সমিতির উদ্বোধনী সঙ্গীতের জন্য ওনার সঙ্গে একটু পরামর্শ করতাম গোপনে...
চলবে জনাব, চলবে।
ই-মেল অবশ্যই পেতে পারেন। ১৯৮৪ কিম্বা ৮৫ তে সাপ্তাহিক বিচিত্রায় একজন মাওলানাকে নিয়ে একটা প্রচ্ছদ প্রতিবেদন বেড়িয়েছিল। শিরোনাম, 'খোঁচান ক্যান, কিসের বিতর্কিত আমি?' ভাই, আমারে যত পারেন খোঁচান, কিন্তু পিপিদার কাছে বিতর্কিত কইরেন না! কি, শ্যাম-কুল দুই'ই রাখতে পারছি না?
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
আপনি তো ঝানু পলিটিশ্যেন দেখি।
আপনভোলা কবিদের সাথে আমি তেমন যুইত করে উঠতে পারি না। তাই আপনার মতন হুঁশিয়ার লেখকদেরই খোঁচাখুঁচি করি।
তার উপর দেখেন না, মডুরা আপনারে ইস্পেশাল অনার দিয়া প্রথম পাতায় দুইটা পোস্ট টাঙায়ে দিয়েছে। আপনার সাথেই তো এখন ভাবসাব রাখা কর্তব্য।
কবিতাটি সুন্দর হয়েছে। তবে ভাষারীতি সবসময় একই রকম রাখলে আরো ভাল লাগত।
অনন্ত
যথার্থই বলেছেন জনাব, যতবারই পড়ি, বেশরমের মতো নিজেই অভিভূত হই!
ভাষারীতির ভীমরতি হয়েছে, কইবা যামু আখেরে উস্তাদ!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
কেবলা-মুখী।
ভালো লেগেছে...
টুক-টাক আবৃত্তী করে বেড়াই...কোথাও মেরে দিতে পারি আপনার নামে, আপত্তি নাই তো?
ভাই,
বিস্মিত হয়ে আপনার সাহসের তারিফ করি। সাবধান, ব্লাসফেমীতে পড়ে যেতে পারেন কিন্তু!
আমি আমার বিশ্বাসে স্থির যে, আনন্দের ভুবনে রচয়িতার স্বত্বাধিকার মূর্খতারই নামান্তর। তাই আবৃত্তির আসর মাতান যতখুশি, আনন্দ তো বিলিয়েই সুখ!
অনেক ধন্যবাদ ও শুভকামনা।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
সমসাময়িক ভাবনায় আপনার কবিতা পড়তে বেশ ভালো লাগে
শুভকামনা থাকলো
_______________________
হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন
বোন,
ধন্যবাদ ও শুভকামনা!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নতুন মন্তব্য করুন