১। সেল বাজার
কি বললি, বলতো শুনি, সেল বাজারের কেসটা?
ফোন না শুধু, যা খুশী তোর বেচতে পারিস বেশটা।
আরেব্বাস, করবো নাকি দেশটা বেচার চেষ্টা?
পারবি নারে, তুই কোথাকার ক্যাবলা কান্ত কেষ্টা
তুই কি বেটা পারবি হতে মন্ত্রী-উপদেষ্টা ?
২। শিল্পীর লিমেরিক
দাদার জন্মে দাদাবাদের নাম শুনিনি আমি
প্রকাশ বাদের কথা শুনে কুলকুলিয়ে ঘামি
ইমেজিসম তুলিতে নেই
স্যুরিয়ালিজম ঝুলিতে নেই
চাষাবাদের হাভাত ঠেলেই শিল্পী আমি নামী।
৩। বিবরে বিলাস
নির্জনে যদি অরণ্যে খুঁজি শ্রান্তি
খোলা দরজায় সাহসী দাঁড়াবো ঘুরে
মাধুকরী মাগি যদি বা শীর্ণকান্তি
গোলাপকে নেব পুরোটা হৃদয় জুড়ে।
৪। নরকের দেউরী
নীলচে-ধুসর চোখের চ্যারণ, মৃত্যু নদীর মাঝি
ঠেলেন লগি শক্ত হাতে, জোরে
নয়-বৃত্তের নরক দেখেন, কবি ভার্জিল আজি
দান্তে তখন বেহুঁশ ঘুমের ঘোরে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন