তুমি আছো বলে বড় ভালো লাগে মাটি
বিকেলের রোদে মেঠো পথে হাঁটা হাঁটি
তুমি আছো বলে সবুজের আয়োজন
অনন্ত আকাশ, শঙ্কামুক্ত মন
তুমি আছো বলে জোনাকির ঝিলমিল
দুটি মন মাঝে মধ্য-অন্ত্যমিল
তুমি আছো বলে এত ভালো লাগে সখা
বিনিদ্র রাত, মুখোমুখি বসে থাকা
তুমি আছো বলে আজো বেঁচে আছি মোরা
স্বপ্নিল চোখে রূপোলি ডানায় ওড়া
তুমি আছো বলে কবিতার খাতা জুড়ে
সোনালি ডানার চিলেরা বেড়ায় উড়ে
তুমি আছো বলে পৃথিবীর কাছাকাছি
আলোয় আলোয় ভালোবাসা রচিয়াছি ।
মন্তব্য
আপনি আসলেই একটা বস্! কি অসাধারণ লেখেন আপনি, ধ্যুৎ বাল ............... মন্তব্য আসছেনা।
জীবনের সবথেকে রোমান্টিক মুহুর্তেওতো এরকম বলতে পারিনি। তবে শোনেন রোমেল ভাই, আপনাকেই বলছি-
তোমার কারনে কাব্যতে ফের ফেরা।
কয়েক যুগের 'আধুনাকাব্য' ভীতি
মূর্খ হৃদয়ে বেধে বসেছিলো ডেরা।
তোমার কাব্যে পুনঃজাগরিত প্রীতি।।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
রাতঃস্মরণীয় ভাই,
কবিতার প্রতি ভালোবাসা আবীরের মতো চারিদিকে ছড়িয়ে দেবার সুখ তো অপার্থিব। সেই উৎসবে এই দীনজনের সামান্য প্রয়াস যদি এতটুকু আনন্দ আনে তবে নিজেকে বড়ই ধন্য মনে হয়। আপনার জীবনের রোমান্টিক মুহূর্তগুলো বার বার আসুক আনন্দের এভালান্স হয়ে, এই কামনা করি।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ঘ্যাচাং
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
দুর্দান্ত বস্
-অতীত
ফয়সাল ভাই,
আপনাকে অনেক ধন্যবাদ, শুভপ্রীতি!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অনেক দিন পর আপনার কবিতা পড়লাম। বা বলতে গেলে, অনেক দিন পর কবিতা পড়লাম, আপনি আছেন বলেই...
কৌস্তুভ ভাই,
ধন্যবাদ। ভালো থাকবেন।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
এমন মায়াবী একটা কবিতা!!
সচলে কবিতা লিখেন খুব কম মানুষ। একজন ছিলেন ফকির লালন।
ভাইয়াটাকে অনেক মিস করি। এ রকম চমৎকার কবিতায় মন্তব্য মাত্র দুটো!
কথা হলো কোন থাকগে। আপনি আরো লেখুন ভাইয়া। শুভকামনা।
নতুন মন্তব্য করুন