প্রত্যাবর্তনের অনুষঙ্গ

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: সোম, ২৮/০৩/২০১১ - ১২:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তাঁকে দেখি আমি কুয়াশার পথ হেঁটে হেঁটে
আবার এলেন ফিরে এই বাংলায়।
নিপুণ আতশি কাঁচ তাঁর বারবার
আদিগন্ত খুঁজে ফিরে সবুজ ফড়িং,
নির্মোহ তাঁর দুটি চোখে অজস্র নক্ষত্রের ঝাঁক
নির্জন রাতের কোলে রূপোলী ইলিশের মতো জেগে উঠে।
এই বাংলার মিহি ঘাসে, জলসিড়ি নদীটির পাড়ে শুয়ে
অশ্বত্থের সাথে কথা হয় তাঁর
ঘুমের শান্তির সাথে কখনো বা হয় অভিসার।

মাঝরাতে দেখি অদ্ভুত আঁধার ঠেলে
শীতল চাঁদের আলো হাতে আমাদের এই শহরে
চুপে এসে দাঁড়ালেন তিনি।
ক্লান্ত ওভার ব্রিজের ঠিক মাঝখানটায়
রেলিঙে হেলান দিয়ে শোঁ শোঁ সমান্তরাল ছুটে চলা
উদভ্রান্ত গাড়ল মোটরগুলোর দিকে
একবার তাকিয়ে কিম্বা না তাকিয়েই
অনন্ত আকাশের পানে মুখ ফেরালেন;
তখন তাঁর চোখের তারায় অজস্র মৃত্যুর শান্তি-ফুল
কেবলই ঝরে পড়ছিল।

তারপর হঠাৎ তিনি ব্যস্ত শহর থেকে আক্রান্ত পাড়াগাঁর
পথে ক্রমশ পায়চারী করতে থাকেন
যেন এলোমেলো পায়ের চিহ্ন এঁকে দিতে দিতে
অলৌকিক কোন যোগসূত্র রচনার দুর্মোহ বাসনা
তাঁকে নিশিপাওয়া মানুষের মতো অধিকার করে থাকে।
তখন আমাদেরও কারো কারো সাধ জাগে
শস্যের স্তন থেকে ঝরে পড়া সুখের শিশির
ছুঁয়ে দিতে দিতে
হেমন্তের অরণ্যে চিরতরে হারিয়ে যাবার।

(আব্দুল মান্নান সৈয়দ বিরচিত একটি কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে লেখা।)


মন্তব্য

রাতঃস্মরণীয় এর ছবি

অদ্বিতীয়রা কখোনো ফেরেনা। ফেরে তাদের ছায়া বা প্রতিভূ। জন্ম হয় নতুন অদ্ধিতীয়ের। তবুও আমরা চাতকের মতো চেয়ে থাকি তাদের জন্যে, তারা ফিরবে না এটা জানা সত্বেও।

কবিতা জোস হয়েছে বস।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রোমেল চৌধুরী এর ছবি

আপনার উপলব্ধির সাথে সহমত। তাহলে তো এই দাঁড়ালো যে তাঁরা বারবার ফিরে আসেন আমাদের চাতক চেতনার অনুসংগ হয়ে, তাই না? অনেক ধন্যবাদ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ফাহিম হাসান এর ছবি

শস্যের স্তন থেকে ঝরে পড়া সুখের শিশির - জীবনানন্দের গন্ধ পেলাম। ভালো লাগলো পড়ে।

রোমেল চৌধুরী এর ছবি

কবিতাটিতে আপাদমস্তক জীবনানন্দস্নাত হতে চেষ্টা করেছি।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার মনে হলো জীবনানন্দকে নিয়েই কবিতাটি লিখেছেন... ভুল হলো?

কবিতাটা ভালো লেগেছে

______________________________________
পথই আমার পথের আড়াল

রোমেল চৌধুরী এর ছবি

জ্বী, নজরুল ভাই। আবদুল মান্নান সৈয়দ বিরচিত 'জীবনাঁনন্দ' কবিতাটিই এর অনুপ্রেরণা। তবে মূলভাব ভিন্নতর। তিন স্তবকের প্রথমটিতে আবহমান বাংলার মাঝে তিনি ঘুরে বেড়াচ্ছেন, দ্বিতীয়টিতে আমাদের শহরে এসেছেন, তৃতীয়টিতে শহরের সাথে পাড়গাঁর মেলবন্ধন রচনায় উদ্ভ্রান্তপ্রাণ হচ্ছেন। ফয়সালা হলো, এই দেখে আবেশিত হয়ে আমরা কেউ কেউ 'শস্যর স্তনের' মতো 'নতুন জন্মের' স্বপ্নসুখ ছুঁতে ছুঁতে মৃত্যুরূপ হেমন্তের অরণ্যের মাঝে হারিয়ে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সাফি এর ছবি

আমি কবিতা বুঝিনা, কিন্তু কেন জানি পড়ার পরে আমারও জীবনানন্দের কথাই মনে পড়ল।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

আছেন কেমন?

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ ও শুভপ্রত্যাবর্তন। আমি ভালো আছি, আপনি?

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আমি আছি ভালই। তবে, মাঝেসাঝে এই একটু আধটু ব্যস্ততা এই আর কি!

রোমেল চৌধুরী এর ছবি

একই মন্তব্য দুইবার আসায় ঘ্যাচাং।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

রোমেলানন্দ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! দেঁতো হাসি

অতীত

রোমেল চৌধুরী এর ছবি

হাসি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তাসনীম এর ছবি

অসাধারণ, জীবনানন্দময়...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ তাসনীম ভাই,
আপনার নাম দেয়া কবিতালয়ের যাত্রা শুরু হয়েছে। এইখানে দেখুন

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।