উৎসর্গ :
“এমন এক কবি যিনি সর্বোতভাবে কবি হ’তে চেয়েছিলেন। প্রতিদিন প্রতিমুহূর্তে কবি। দৈনন্দিন জীবনের অর্থহীনতম মুহূর্তেও। ভ্রমণে ও মননে, বাক্যে, ব্যবহারে, পত্ররচনায়। যখন কবিতা লিখছেন না বা লিখতে পারছেন না তখনও। যখন তিনি অসুস্থ, বা হতাশ, বা মনঃক্ষুণ্ণ, তখনও।”
রিল্কের জীবন ও কবিতার সাথে বাংলা ভাষাভাষী পাঠককে পরিচিত করে দিতে গিয়ে এমনটিই লিখেছিলেন বুদ্ধদেব বসু। বড় শখ করে ছেলের নাম রেখেছি এই মহান কবির নামে। গত ০৫ মে ২০১১ ছিল ওর প্রথম জন্মদিন। বাবা, জন্মদিনে তোমায় কি উপহার দেব? কি আছে আমার বলো, কাঁচের বৈয়ামে রাখা লাল-নীল দুঃখগুলো ছাড়া। সেখান থেকেই এই নাও তোমার উপহার।
পাতা ঝরে যায়, পাতা ঝরে যায়, ওই উঁচু থেকে―
সুদূর আকাশে অনেক বাগান মরে মরে যায়।
না পাওয়ার ব্যথা শোকে দুলে উঠে প্রতি পলে পলে।
আজ রাতে ফের পৃথিবী হয়েছে ঠিকানাবিহীন
হাজার তারার বাঁধন ছিঁড়ে সে একা হয়ে যায়।
আমরাও ঝরি। এই হাত ঝরে, আরটিও দেখো
ঝরেছে এখানে। সকলের প্রাণে ঝরা বকুলের
গান বেজে উঠে। তবু আছে জানি, কোনো একজন
হাত দুটি যার শান্ত কোমল; পতন ঠেকায়।
(রাইনের মারিয়া রিলকে বিরচিত "Autumn"এর ছায়ায়।)
মন্তব্য
বাহ!
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ছোট্ট রিল্কের জন্য অনেক শুভকামনা। বাবার মতই জ্ঞানী আর বিনয়ী হোক ছোট্ট বাবুটা
ধন্যবাদ বোন। রিল্কের বাবা সম্পর্কে আপনার ধারণাটি ভুল, একদম ভুল। তবুও এ ভুল আমার কাছে আদৃত, হয়তো এ প্রশংসাবাক্যটি আমায় আলোর পথে দু'কদম এগিয়ে নেবে। আমার শিশুসহ পৃথিবীর সকল শিশুই পূর্ণ মানুষ হোক মেধায় ও মননে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
রোমেল ভাই, ছোট্ট রিল্কেকে শুভ জন্মদিন।
অ.ট. রিল্কের আসল নাম কী?
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
ওকে জন্মদিনের শুভেচ্ছা পৌছে দেব ভাই। আর আপনাকে ধন্যবাদ।
অ.ট. রিল্কের পূর্ণ নাম মোস্তফা নাজমুস সাকিব রিলকে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
শুভ জন্মদিন রিল্কে! বড় হও, বড় মনের মানুষ হও।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
এমন শুভকামনার জন্য রিল্কের হয়ে আপনাকে ধন্যবাদ জানাই পাণ্ডব দা।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
'শুভ জন্মদিন' রিল্কে!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধন্যবাদ বোন।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অনুবাদ গতিময় হয়েছে।
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
ধন্যবাদ আশরাফ ভাই। বহুদিন পড়ে আপনার উপস্থিতি একদল সবুজ বাতাসের মতো আমায় নিরাময় করে দিল।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
চমৎকার অনুবাদ!!! শুভ জন্মদিন রিলকে!
ধন্যবাদ বোন।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
দিলেন তো ছেলের সব্বোনাশ করে। বড় হলে এই নাম নিয়ে তার কপালে দুঃখু আছে কৈলাম
শুভ জন্মদিন রিলকে
তাইতো, একেবারে সাড়ে সর্বনাশ করলাম দেখছি। তবে গ্রহনকাল মনে হয় দীর্ঘ হবে না, আপনাদের শুভকামনা আছে না!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
লেখাটা মিস করে গেছিলাম। উইশিং মেনি রিটার্ণস এণ্ড বিলেটেড হ্যাপি বাড্ডে টু রিলকে। ব্যাটা আপনার বড়োই শান্ত, ঠিক তার বাপের মতো।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ধন্যবাদ ছোটো!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ধন্যবাদ ছোটো!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নতুন মন্তব্য করুন