ক্লেদ মল্লার

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: সোম, ১৩/০৬/২০১১ - ৩:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমরা এখন শঠতায় মাখা কিছু স্বপ্নকে করি বেচাকেনা
আমরা এখন ছুটছি বেতাল ছেনালি নেশায় হয়ে উন্মনা
আমরা এখন কাজের গুহায় মাথা গুঁজে রোজ প্রতিপলে মরি
আমরা এখন এঁদো কাদাজলে বৃথা খুঁজে ফিরি গাঢ় বিভাবরী

ও ব্যাটা বদ্ধ-পাগল, মাথায় ঢুকে আছে কোন নীল আত্মার পোকা
ও ব্যাটা শুদ্ধ-ছাগল, খাতায় টুকে রাখে কোন বিফলতা ভরা ব্যথা

আমরা এখন ছলাবান্ধব কিছু অভীপ্সা মনে পুষে রাখি
আমরা এখন আকাশের নীলে কদাকার কিছু সন্দেহ আঁকি
আমরা এখন ডুবি তমসায় আঁধার সে নয় আলেয়ার ছায়া
আমরা এখন প্রতিমুহূর্তেই সাজাচ্ছি কোনো অলীকের মায়া

ও ব্যাটা বদ্ধ-পাগল, মাথায় ঢুকে আছে কোন নীল আত্মার পোকা
ও ব্যাটা শুদ্ধ-ছাগল, খাতায় টুকে রাখে কোন বিফলতা ভরা ব্যথা

আমরা এখন এখানে সেখানে নির্বীজ কিছু সঙ্গমে মাতি
আমরা এখন কত না কষ্টে নিস্ফলা রাত সজ্জায় পাতি
আমরা এখন শুভ্র কাফনে গোলাপকে ঢেকে দিই চুপিচুপি
আমরা এখন পোষা কাকাতুয়া বচন শোনাবো কত বহুরূপী

ও ব্যাটা বদ্ধ-পাগল, মাথায় ঢুকে আছে কোন নীল আত্মার পোকা
ও ব্যাটা শুদ্ধ-ছাগল, খাতায় টুকে রাখে কোন বিফলতা ভরা ব্যথা

আমরা এখন বন্যতা পুষি পোষা হরিনীর সংসারী সাজে
আমরা এখন সুস্থতা খুঁজি ভ্রান্ত জটিল কবিতার খাঁজে
আমরা এখন......

ও ব্যাটা এবার খেয়েছে প্যাদানি ভুলে যাবে এই কাদা ছানাছানি
ও ব্যাটা ঝুলবে অন্তরীক্ষে আকাশ চষেই গিলুক গে দানাপানি।


মন্তব্য

মৌনকুহর. এর ছবি

চলুক

রোমেল চৌধুরী এর ছবি

হাসি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

আশালতা এর ছবি

"আমরা এখন বন্যতা পুষি...... জটিল কবিতার খাঁজে" - দারুন !

রোমেল চৌধুরী এর ছবি

হাসি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কৌস্তুভ এর ছবি

হ।

শেষ লাইনের ছন্দটা ধরতে পারলাম না... মন খারাপ

রোমেল চৌধুরী এর ছবি

অন্ততঃ এটি তো পরিস্কার যে এখানে দু'টি প্রতিপক্ষ কন্ঠ। একটি অকৃত্রিমতার, উদারতার, পীড়িতের। অন্যটি তাঁদের, যাদের ছন্দটা আপনি ধরতে পারলেন না। যেখানে যা নেই, সেখানে তা কি করে পাবেন বলুন? শেষ লাইন কিম্বা দু'লাইনের পৌনঃপুণিক কোরাসগুলিতে ইচ্ছাকৃতভাবে ছন্দপতন ঘটিয়ে সেটিই যে বলবার চেষ্টা করেছি। কোরাস, কারণ সংখ্যায় এরাই তো বেশি।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রাতঃস্মরণীয় এর ছবি

চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রোমেল চৌধুরী এর ছবি

হাসি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমরা এখন বন্যতা পুষি... আমরা এখন

______________________________________
পথই আমার পথের আড়াল

রোমেল চৌধুরী এর ছবি

চিন্তিত

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

আয়নামতি1 এর ছবি

হাততালি চলুক

রোমেল চৌধুরী এর ছবি

দেঁতো হাসি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কবি-মৃত্যুময় এর ছবি

নির্মম দ্বান্দ্বিক বাস্তবতার গভীর পর্যবেক্ষণ পেলাম। আর ছন্দে এতই সাবলীল হয়েছে যে এটিও কবিতাটির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য! চলুক

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

বেশ লাগলো।

রোমেল চৌধুরী এর ছবি

বেশ লাগার রেশ থাকলো আমার মনে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।