জেগে ওঠো ল্যাজারাস

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: বুধ, ২৫/০৪/২০১২ - ৮:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আবার ছুটবে বেগে করতলে সূর্যের ঢেউ
বিরান মাঠের বুকে উঁকি দেবে সবুজের স্তূপ
দীর্ঘ দুপুর জুড়ে ছায়াময় নিরালা নিশ্চুপ
শুয়ে র'বো দ্বিধাহীন কোন এক পুরনো অসুখ!
এই পথে ছায়া ফেলে হাতছানি দিয়ে যাবে কেউ।

শিশুর গালের মতো কোমল অলস কোন দিনে
আবার আসবে দেখো মিলনের মধুময় তিথি
চোখের গভীর কোণে ছায়াপথ তারা ভরা বীথি
জোনাকি জ্বালিয়ে জেনো আমাদের নেবে ঠিকই চিনে
আমাদের ভালোবাসা-রক্ত-স্বেদ-দেহের পিপাসা।

বাতাসের বউ এসে কানে কানে বলে যাবে কথা
দু'কুল ছাপিয়ে জল ঢেলে দেবে জলসিড়ি নদী
মেঘের ভেলায় সখা মেখে নেয়া অলস প্রহর
আমাদের পায়ে পায়ে আনন্দের অনিঃশেষ গতি
ধূসর আঁচল ফেলে ফের হবে ভাষা ঋতুমতী।

আবার ফল্গুধারা জঙ ধরা কলমের নিবে -
আবার অজস্র ফুল আরক্তিম প্রেম মেলে দিবে।


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
রাতঃস্মরণীয় এর ছবি

উত্তম জাঝা!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানিম এহসান এর ছবি

কি সুন্দর! প্রত্যাশার কতা শুনে গেলাম রোমেল ভাই...

রোমেল চৌধুরী এর ছবি

এই পথে আলো জ্বেলে — এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে;
সে অনেক শতাব্দীর মনীষীর কাজ:
এ বাতাস কী পরম সূর্যকরোজ্জ্বল;–
প্রায় তত দূর ভালো মানবসমাজ
(জীবনানন্দ দাশ, 'সুচেতনা')

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কাজি_মামুন এর ছবি

প্রত্যাশার হিরণ্ময় দীপ্তি পুরো কবিতা জুড়ে! সে দ্যুতি পাঠকের অন্তর্লোক অব্দি পৌঁছে যায় সব অন্তরীক্ষ ভেদ করে। কবিতাটা পড়ে মন ভাল হয়ে গেল, রোমেল ভাই।

আমাদের ভালবাসা-রক্ত-স্বেদ-দেহের পিপাসা।

মাত্রাবৃত্তের শর্তভঙ্গ হয়েছে কি, রোমেল ভাই?

রোমেল চৌধুরী এর ছবি

ভাই কাজি মামুন,
আপনার নিবিষ্ট পাঠ আমাকে বরাবরই অনুপ্রাণিত করে। আশাকরি সবসময় আপনাকে পাশে পাবো বেলজিয়ান আয়্নার মতো। কবিতাটিতে অক্ষরবৃত্তের ৮-১০ চাল দিয়েছি। মাত্রাবৃত্তের শর্তভঙ্গ হয়েছে কি না তা তো বলতে পারবো না!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কাজি_মামুন এর ছবি

রোমেল ভাই,

কবিতাটিতে অক্ষরবৃত্তের ৮-১০ চাল দিয়েছি। মাত্রাবৃত্তের শর্তভঙ্গ হয়েছে কি না তা তো বলতে পারবো না!

আমিও ভাবছিলাম হয়ত এটা ১৮ মাত্রার অক্ষরবৃত্ত। কিন্তু কবিতাটিকে ভাঙ্গা হলে প্রতি লাইনে তিনটি ছয় মাত্রার পর্ব খুঁজে পাওয়া সম্ভব, কয়েকটি লাইনে অতিরিক্ত দুটি অনিয়মিত মাত্রা মেনে নিয়ে। এছাড়া কবিতাটির গতিময়তাও কেন জানি মাত্রাবৃত্ত ঢংকে সমর্থন করছিল! শুধুমাত্র আমার উদ্ধৃত লাইনটিকেই মাত্রাবৃত্তের শর্তের সাথে মেলাতে পারছিলাম, এমনকি অনিয়মিত মাত্রা হিসাবে এনেও!
যাইহোক, অক্ষরবৃত্তের শর্ত পুরোই পূরণ করেছে আপনার কবিতা। আমারই ভুল। তবে একটা প্রশ্ন রেখে যেতে ইচ্ছে করছে, শুধু জানার জন্য। একই কবিতা যদি মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত- উভয়ের শর্ত পালনে সক্ষম হয়, তাহলে কাব্যের কোন হানি হয় কি?

রোমেল চৌধুরী এর ছবি

ভাই,
অকপটে স্বীকার করে নিতে আমার মোটেও দ্বিধা নেই যে আপনার এ প্রশ্নের উত্তর আমার জানা নেই।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তারেক অণু এর ছবি
কল্যাণ এর ছবি

রোমেল ভাই, ছিলেন কৈ লুকায়া চলুক

_______________
আমার নামের মধ্যে ১৩

রোমেল চৌধুরী এর ছবি

অনেক যন্ত্রণার ভিড়ে !

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

দারুণ!!!!!

প্রখর-রোদ্দুর এর ছবি

অদ্ভুত মোহনীয় টান জং ধরা কলমের নিবে -

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আবার ফল্গুধারা জং ধরা কলমের নিবে—

ফল্গুধারা নয়, কলমের নিবে (কম্পিউটারের কী-বোর্ডে) বাঁধভাঙা জোয়ার আসুক!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রোমেল চৌধুরী এর ছবি

ঠিক বলেছেন, এখন তো লেখালেখি কম্পিউটারে, কী-বোর্ডে — দুইহাতে লেখালেখি, দশটি আঙ্গুলে তোলা ছন্দময় টঙ্কার !

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তাপস শর্মা এর ছবি

মুগ্ধতা রইলো প্রিয় কবি। চলুক

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

উচ্ছলা এর ছবি

এত সুন্দর!

❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤

রোমেল চৌধুরী এর ছবি

আগ্রহ নিয়ে কবিতাটি পড়বার ও মন্তব্য করার জন্য বন্ধুগণ তোমাদের সবাইকে অনেক অনেক শুভপ্রীতি জানাই। সেই সাথে ঋণী হয়ে রইলাম প্রিয় লুৎফর রহমান রিটন ভাইয়ের কাছে, শিরোনামের ভুলটি শুধরে নেয়ার পেছনে তার অবদান কি করে অস্বীকার করি ?

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

দুর্দান্ত এর ছবি

হতাশা আছে তাই
আশার সুর শুনে
ভাল লাগে,
সুদিন যদি আসেই
চলে কোন দিন,
তাহলে
তো আর গাইবেনা
কেউ আশার সুরেলা
সংগীত
হতাশার পরে সুদিন
নিরেট বেসুরোই হবে
তাহলে।

রোমেল চৌধুরী এর ছবি

আলবৎ ঠিক। যেমন আলোর রহস্যময়ী সহোদরার মত অন্ধকার।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

হাসান আল জামী এর ছবি

অভিনন্দন কবি !
কবিতার প্রতিটি পংক্তিতে সুরেলা ছন্দ মুখরতা ! দারুণ সুন্দর !
ব্যতিক্রমী শব্দবিন্যাসে কবিতার শরীর থেকে উঠে আসা আশ্চর্য গীতময়তা সমস্ত হৃদয় জুড়ে মুগ্ধতার পরশ বুলালো যেনো !

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ জামী ভাই,
কবিতাটির পায়ে ছন্দের নুপুর পড়াতে আপনার মূল্যবান পরামর্শ কৃতজ্ঞচিত্তে মনে রাখবো আজীবন।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

হাসান আল জামী এর ছবি

অভিনন্দন কবি !
কবিতার প্রতিটি পংক্তিতে সুরেলা ছন্দ মুখরতা ! দারুণ সুন্দর !
ব্যতিক্রমী শব্দবিন্যাসে কবিতার শরীর থেকে উঠে আসা আশ্চর্য গীতময়তা সমস্ত হৃদয় জুড়ে মুগ্ধতার পরশ বুলালো যেনো !
হাসান আল জামী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।