সময় গড়ায় যেন
ময়লা ছেঁড়া ফুটবল।
আমি বসে বসে
'আরব বসন্ত' দেখি
কালো অজগর
আলো ছড়াবার নামে
গ্রাস করে
আসমুদ্রহিমাচল।
কোথাও কি ডাকছে পাখি ?
বাইরে বেজায় তেজ
বিছানায় শুয়ে থাকি
শিল্পের লোলচর্ম গালে চুমো আঁকি
শঠতাই সম্বল।
সময় গড়ায় যেন
ময়লা ছেঁড়া ফুটবল।
মন্তব্য
আলো ছড়াবার নামে
গ্রাস করে
আসমুদ্রহিমাচল
কড়িকাঠুরে
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
দারুন লাগলো আপনার ইদানিং! সেম টাইমে আমিও "ইদানিং" নামে লেখা দিয়েছিলাম। শুধু ইদানিং লেখাগুলো জালে আটকা পড়ে যাচ্ছে।! এই কালো অজগর, তাকে আমরাই লালন-পালন করে যাই খুব যত্নে, আমরা তার পরিনাম সম্পর্কে সচেতন, তবু আমরা আমাদের পচনটুকু সেন্টর ঘ্রানের আড়ালে রক্ষা করে চলি।
যে সময় ময়লা ছেঁড়া ফুটবলের মতো, তাকে আমরা ঠিক মতো খেলতে পারি না, অথচ আমরা সবাই যে যার ভূমিকায় খেলে যাই, হেরে যাই, তবু আমাদের অজগরটাকে যত্ করে পুষে জিতে যাওয়ার অভিনয় করে যাই। এই অজগর ইচ্ছে করলে একটা পাখি হতে পারতো, ইচ্ছে করলে একটা নদী হতে পারতো - তখন হয়তো আমাদের গড়িয়ে যাওয়া বলটাকে নিজের কন্ট্রোলে রেখে সত্যিকারের বিজয়ী হতে পারতাম। আমাদের অভিনয় করে যেতে হতো না নিজের সাথে।
আপনার লেখা ভালো লাগলো অনেক।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
আমার কবিতা আপনাকে ভাবাচ্ছে ভেবে সুখী হই।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অনেক ভালো লাগলো।
__________
বুনোফুল
ধন্যবাদ, বুনোফুল।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ভাই চরম উদাস,
"ডরাইলেই ডর" এ প্রকাশিত চরমীয় কাব্যবিচারে এই পদ্যখানার একখানা সম্মানজনক অবস্থান বিনির্দেশ করিবার সনির্বন্ধ আবেদন রাখিতেছি।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ভালো লাগল ভীষণ।
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ, তাপস দা।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
কোথাও কি ডাকছে পাখি
#অনেক সুন্দর লিখেছেন, ভালো থাকুন।
ধন্যবাদ আশরাফুল কবীর,
আপনার লেখা সুখ নিয়ে পড়ি। শুধু মন্তব্য করা হয় না, এই যা। আর গল্পের প্রকরণ নিয়ে আমার তেমন পড়াশোনাও নেই যে মন্তব্যে মুগ্ধতা ছাড়া আর কিছু যোগ করতে পারবো।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ধন্যবাদ কবীর ভাই।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ভাইয়া, কবিতা ভাল লাগলো কিন্তু আপনাকে পুরোপুরি খুঁজে পেলামনা বলে একটা অনুভূতি হয়েছে। ভাল থাকবেন।
একজন কবির সবচাইতে বড় সম্পদ তাঁর স্বর, যা দিয়ে তাঁকে অনেকের থেকে আলাদা করে চেনা যাবে। সম্ভবতঃ শামসুর রাহমানের ষষ্ট কাব্যগ্রন্থ হচ্ছে 'বন্দী শিবির থেকে'। এই কাব্যগ্রন্থটির একটি অনন্য বৈশিষ্ট্য এই যে এখানে এসেই আমরা কবিকে তাঁর নিজস্ব স্বরের মধ্যে আবিস্কার করি। এর আগে প্রকাশিত পাঁচটি কাব্যগ্রন্থে যদিও আমরা অনেকগুলি হীরের ঠুকরো কবিতার সন্ধান পাবো, তবুও জীবনানন্দ কিম্বা সুধীনের ছায়া সরিয়ে তিনি আত্মস্বরে স্ফুরিত হলেন 'বন্দী শিবির থেকে'-তেই।
তোমার এই মন্তব্যটি আমার কাছে অমূল্য বলে মনে হলো। তবে কি আমার আত্মস্বর পরিস্ফুট হয়েছে ? পাঠক কি সেটি চিনেছে ? হয়ত হয়েছে, না হলে আমার পদ্যে সে আমাকে পুরোপুরি খুঁজে না পাবার অতৃপ্তিতে ভুগবে কেন ? আবার মনে হয়, কই, মুখে তো ভালো করে বোলই ফুটলো না।আরো অনেক কথা কইতে হবে। তবেই না আবোল তাবোলের গণ্ডি পেরিয়ে অর্থবহ বাক্য। তারও ঢের পরে বয়ঃসন্ধিতে এসে শিশু কণ্ঠস্বর ভেঙ্গে যুবক কণ্ঠ ফুটবে, প্রাজ্ঞ হবে আরো পরে এসে। এসব মনে করে এক সময় লিখেছিলাম, 'এবার তো তোল মুখ স্পষ্ট হোক আপন উচ্চারণ'। জানিনা কখন মুখ তুলে আপন বোল ফোটাবার সময় হবে। সে বিচার তো করবে তোমরা, সচেতন-সমজদার পাঠকেরাই। তোমার কাছ থেকে এমনই ধারালো ব্লেডের মতো তীক্ষ্ম মন্তব্য আশাকরি। তোমায় অনেক ধন্যবাদ।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
খুব ভালো, একটু ব্যতিক্রমী মনে হল।
facebook
বহুদিন থেকেই এমন একটি পদ্য লেখার দুর্বাশা হচ্ছিল।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অজগর নাকি ঈগল। ন্যাটোর ফুটবল।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
লক্ষ্যভেদ হয়েছে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
বাহ্! টের পাওয়া গেলো।
ধ্রুব দা,
আপনারা শাণিত বুদ্ধির তীব্র যুক্তিবাদী মানুষ। সমসাময়িক ইস্যুগুলি নিয়ে সচলায়তনে ছাপানো পোষ্টগুলোতে, মন্তব্যে, প্রতিমন্তব্যে নিপুণ দক্ষতায় ছোঁড়া আপনাদের প্রখর উজ্জ্বল যুক্তিবাণের লক্ষ্যভেদ দেখে আমি বিস্ময়াভিভূত হই, বিমুগ্ধতায় হৃতবাক হই। কিন্তু আমার দেখার পন্থার সাথে তা আমি মিলিয়ে নিতে চাই না। বহু ভেবে আমি স্থিতবিশ্বাস হয়েছি যে আমাকে পথ চলতে হবে হৃদয়ের পথে, মস্তিস্কের পথে নয়। মস্তিস্কের পথে চলবার মতো সাহস, শক্তি কিম্বা যোগ্যতা কোনটিই হয়ত আমার নেই। তবু আমদের লক্ষ্য এক, সেখানে পৌছুতে আপনাদের আলো দেখায় বিজ্ঞান, আমাকে আলো দেখায় প্রজ্ঞান। "এই পথে আলো জ্বেলে জ্বেলে পৃথিবীর একদিন ক্রমমুক্তি" হলেই হয়।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
কোন কারণ নেই, তবু সমর সেনকে মনে পড়ল। এই কবিতাটি যখন বই আকারে বের হবে তখন আজকের প্রেক্ষিত বুঝতে গেলে ফুটনোটে হয়তো 'আরব বসন্ত', 'অজগর', 'ফুটবল' - এ'সবের ব্যাখ্যা দিতে হবে। অবশ্য ফুটনোট না দিলেও চলবে। 'ইতিহাস' পরিবর্তনে অপরিবর্তনীয়। সে বার বার ফিরে আসে। এমন কবিতা তাই কখনো অপ্রাসঙ্গিক হবে না।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
হ্যাঁ, সমর সেনকে মনে পড়াটাই সবচেয়ে যৌক্তিক। অনিন্দ্য রহমান মোক্ষম শব্দটি চয়ন করেছেন, 'অজগর' না লিখে 'ঈগল' লিখলেই আরো বেশী লক্ষ্যভেদী হতো। আর 'আরব বসন্ত' ও 'ফুটবল' বুঝে নিতে পাঠকের বোধকরি তেমন কষ্ট হতো না।
আপনার এই উক্তিটি বহুদিন মনে থাকবে। অনেক অনেক ধন্যবাদ।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
'ময়লা ছেঁড়া ফুটবল' - চমৎকার লাগলো! তবে 'তীব্র কালাহারি'র মতো রোমেলীয় হয়নি। জানি না বোঝাতে পারলাম কি না, তবে প্রিয় কবিকে পড়ার সুযোগ পেয়েই এই পাঠক খুশি।
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
আরে সুমন !
এতদিন ছিলেন কেমন?
তুমি তীব্র কালাহারি মনে রেখেছ?
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ধন্যবাদ ভাই প্রদীপ্ত!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নতুন মন্তব্য করুন