পুড়ে যাচ্ছে...
পুড়ে যাচ্ছে...
পুড়ে যাচ্ছে...
লোলুপ লালার মতো অন্ধ আগুন এক
একচোখা মাতাল দৈত্যের মতো
লাল ফিতে মাথায় বেঁধে ছুটে আসছে
গিলে খাচ্ছে আশ্রয় উপাসনালয় পিতৃপুরুষের ভিটে
ভালোবাসা শেষ সম্বল এক চিলতে গেরস্থালি
আর আমাদের ক্ষয়িষ্ণু অসহায় বিবেক।
সব কি পুড়ে শেষ ?
চারিদিকে ধ্বংসস্তূপ; বীভৎসতার আধপোড়া দগদগে ক্ষত।
এস তবু এই পোড়া মাঠে
হাতে হাত ধরে মানবতার কসম নিয়ে রুখে দাঁড়াই
আবার উঠবেই জেগে নবীন ফিনিক্স —
অনেক মৃত্যুতেও জীবনের বিনাশ নাই।
মন্তব্য
-অয়ন
সবাই সুখী - বৃক্ষের সারি, পক্ষীকুল, পতঙ্গের দল অথবা অবোধ শিশুরা।
শুধু পরিণত বয়সের পুরুষ বা নারীরা একে অন্যের সাথে প্রবঞ্চনা করে,
মনের ওপর করাত চালায়।
সর্বপ্রাণে আনন্দ বিলায় যে বসন্তের প্রভাত অথবা প্রকৃতির সৌন্দর্য
ওসবকে তারা নিষ্কলঙ্ক আর দরকারী ভাবেনা।
এই সৌন্দর্য -
যা হৃদয়কে প্রশান্তি, ঐক্য আর আর ভালোবাসার দিকে আনত করে
তা নিয়েও তারা ভাবেনা।
তারা শুধু ভাবে একে অন্যকে শৃঙ্খলিত করার কৌশল নিয়ে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অনুবাদ ভালো হয়েছে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
পথে নামার সময় চলে এসেছে আসলে।
আসলেই।
"আবার উঠবে জেগে নবীন ফিনিক্স"--------------জেগে উঠবেই।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
আবার উঠবেই জেগে নবীন ফিনিক্স —
facebook
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
প্রকৃত অর্থেই স্বজ্ঞানী মানুষ 'নবীন ফিনিক্স' এর আশায় দিন দেখে যায়
ডাকঘর | ছবিঘর
কিন্তু নাগিনীরা যে দিকে দিকে ফেলছে বিষাক্ত নিঃশ্বাস!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
খুব অস্থির হয়ে লিখেছেন বোধ করি। আপনার অন্যগুলোর মত ভালো লাগেনি।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আপনি ঠিক ধরেছেন, অস্থিরতা এখনও কমেনি।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
আমার এই রচনার ট্যাগে সুচিন্তিতভাবে 'পদ্য' নয় 'সমসাময়িক' সাঁটা। যারা পড়েছেন কিম্বা পড়েন নি, মন্তব্য করেছেন কিম্বা করেননি তাঁদের সবাইকে এ বিশ্বাসে স্থির হয়ে ধন্যবাদ জানাই যে, তাঁরা সবসময় নিপীড়িত মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। নিপীড়িত জনতার বঞ্চনামুক্তি ঘটুক। ফিরে আসুক সুদীপ্ত সুদিন।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অনেক মৃত্যুতেও জীবনের বিনাশ নাই
______________________________________
পথই আমার পথের আড়াল
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
নতুন মন্তব্য করুন