মানবতার কসম নিয়ে

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: মঙ্গল, ০২/১০/২০১২ - ৯:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

All were happy: the plants, the birds, the insects, and the children. But men, grown-up men and women, did not leave off cheating and tormenting themselves and each other. It was not this spring morning men thought sacred and important, not the beauty of God’s world, given for a joy to all creatures, this beauty which inclines the heart to peace, to harmony, and to love, but only their own devices for enslaving one another.
[Leo Tolstoy, ‘Resurrection’]

পুড়ে যাচ্ছে...
পুড়ে যাচ্ছে...
পুড়ে যাচ্ছে...

লোলুপ লালার মতো অন্ধ আগুন এক
একচোখা মাতাল দৈত্যের মতো
লাল ফিতে মাথায় বেঁধে ছুটে আসছে
গিলে খাচ্ছে আশ্রয় উপাসনালয় পিতৃপুরুষের ভিটে
ভালোবাসা শেষ সম্বল এক চিলতে গেরস্থালি
আর আমাদের ক্ষয়িষ্ণু অসহায় বিবেক।

সব কি পুড়ে শেষ ?
চারিদিকে ধ্বংসস্তূপ; বীভৎসতার আধপোড়া দগদগে ক্ষত।
এস তবু এই পোড়া মাঠে
হাতে হাত ধরে মানবতার কসম নিয়ে রুখে দাঁড়াই
আবার উঠবেই জেগে নবীন ফিনিক্স —

অনেক মৃত্যুতেও জীবনের বিনাশ নাই।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চলুক
-অয়ন

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সবাই সুখী - বৃক্ষের সারি, পক্ষীকুল, পতঙ্গের দল অথবা অবোধ শিশুরা।
শুধু পরিণত বয়সের পুরুষ বা নারীরা একে অন্যের সাথে প্রবঞ্চনা করে,
মনের ওপর করাত চালায়।
সর্বপ্রাণে আনন্দ বিলায় যে বসন্তের প্রভাত অথবা প্রকৃতির সৌন্দর্য
ওসবকে তারা নিষ্কলঙ্ক আর দরকারী ভাবেনা।
এই সৌন্দর্য -
যা হৃদয়কে প্রশান্তি, ঐক্য আর আর ভালোবাসার দিকে আনত করে
তা নিয়েও তারা ভাবেনা।
তারা শুধু ভাবে একে অন্যকে শৃঙ্খলিত করার কৌশল নিয়ে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রোমেল চৌধুরী এর ছবি

অনুবাদ ভালো হয়েছে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তানিম এহসান এর ছবি

পথে নামার সময় চলে এসেছে আসলে।

ধুসর জলছবি এর ছবি

আসলেই।

যুমার এর ছবি

"আবার উঠবে জেগে নবীন ফিনিক্স"--------------জেগে উঠবেই।

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি

আবার উঠবেই জেগে নবীন ফিনিক্স —

অতিথি লেখক এর ছবি

চলুক

কড়িকাঠুরে এর ছবি

চলুক

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

অরফিয়াস এর ছবি

আবার উঠবেই জেগে নবীন ফিনিক্স —

অনেক মৃত্যুতেও জীবনের বিনাশ নাই।

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তাপস শর্মা এর ছবি

প্রকৃত অর্থেই স্বজ্ঞানী মানুষ 'নবীন ফিনিক্স' এর আশায় দিন দেখে যায়

রোমেল চৌধুরী এর ছবি

কিন্তু নাগিনীরা যে দিকে দিকে ফেলছে বিষাক্ত নিঃশ্বাস!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অনার্য সঙ্গীত এর ছবি

খুব অস্থির হয়ে লিখেছেন বোধ করি। আপনার অন্যগুলোর মত ভালো লাগেনি।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রোমেল চৌধুরী এর ছবি

আপনি ঠিক ধরেছেন, অস্থিরতা এখনও কমেনি।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রোমেল চৌধুরী এর ছবি

আমার এই রচনার ট্যাগে সুচিন্তিতভাবে 'পদ্য' নয় 'সমসাময়িক' সাঁটা। যারা পড়েছেন কিম্বা পড়েন নি, মন্তব্য করেছেন কিম্বা করেননি তাঁদের সবাইকে এ বিশ্বাসে স্থির হয়ে ধন্যবাদ জানাই যে, তাঁরা সবসময় নিপীড়িত মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। নিপীড়িত জনতার বঞ্চনামুক্তি ঘটুক। ফিরে আসুক সুদীপ্ত সুদিন।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অনেক মৃত্যুতেও জীবনের বিনাশ নাই

______________________________________
পথই আমার পথের আড়াল

উচ্ছলা এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।