কবিতা নয়, দীর্ঘশ্বাস লিখি

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: শুক্র, ১০/০১/২০১৪ - ১০:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেমন আছো, প্রিয়তা? সেলফোন, স্কাইপ, ভাইবার... কতকিছু আছে
তবু কথা নেই বহুদিন, নেই আসা কাছে।

ভালো আছি, খুব ভালো আছি আমি। স্বচ্ছল সদয় স্বামী, দুটি ফুটফুটে বাবু।
এখনও কি তেমনি আছেন, এলোচুল, উস্কোখুস্কো, বড় অগোছালো, পোশাকে-স্বভাবে হাবুগাবু?

নিউজে দেখলাম, ওখানে ভীষণ শীত, তুষার ঝড়, হিমাঙ্কের বহু নিচে নেমে আছে পারদের চুড়ো।
বুড়ো সান্তাক্লজ তো বিদায় নিল, তো শীত কেমন দাঁত বসাচ্ছে তোমাদের?

আস্ত গাড়ল, জানেন না বুঝি, আতপের ব্যবস্থা আছে এদেশে, কামরার ভেতরে। শীত-গ্রীষ্ম কিছুই পাবেন না টের।

হৃদয়েও আছে? উষ্ণতা জমে থাকে কতটুকু, চুপে চুপে, শিহরিত রোমকুপে?

দাঁতাল জন্তুর স্বভাব আজো গেল না আপনার, যাবেও না কখনো।
আপনাকে ক্ষমা করতেও রুচিতে বাঁধে
খাদি পাঞ্জাবি, ক্যাম্বিসের ব্যাগ কাঁধে
এখনও কি কবিতা লিখেন ?

শত বছরের নীরবতা নেমে আসে প্রাণে
ধুসর মৃত্যুর মতো এই অঘ্রাণে
পাতা ঝরে, পাতা উড়ে যায়, দূরে যায় শুকনো বাতাসে ভেসে ভেসে
গোধুলির বিমর্ষ আকাশে ম্লান রক্তের স্পন্দন জেগে উঠে

মুহূর্তের নীরবতা তারপর; মুহূর্ত যেন গিলে ফ্যালে সহস্র বছর!
কিছু উপহাস, করুণায় ভেজা প্রেম, কিছুটা উচ্ছ্বাস!
শ্লেষের গরল কিছু, হু হু ডাক, লিলুয়া বাতাস--
এ কেমন অচেনা বিষাদ ইথারের শরীর বেয়ে নামে?

কবেই তো সব গেছে, বুকের গভীরে ঘুণ, ক্ষয়ের আওয়াজ--
তবু যে জলতরঙ্গের মত হাসি তার, কিছু তো উত্তর দিতে হয়!

কিছু তো উত্তর দিতে হয়, তাই অস্ফুটে, ক্ষীণস্বরে বলি--
কবিতা নয়, প্রিয়তা, এখন দীর্ঘশ্বাস লিখি।


মন্তব্য

গান্ধর্বী এর ছবি

কবিতা নয়, প্রিয়তা, এখন দীর্ঘশ্বাস লিখি।

বাহ্‌! হাততালি

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

রোমেল চৌধুরী এর ছবি

যাক, অন্ততঃ একটি পংক্তি উৎরে গেছে

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

গান্ধর্বী এর ছবি

জ্বি না, সুন্দর এই কবিতার এই লাইনটা দুর্দান্ত লেগেছে রোমেল ভাই!

শুভকামনা হাসি

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সেই দীর্ঘশ্বাসকে ক্ষয়িষ্ণু করে কবিতাই প্রিয়ত্বের মত জেগে ওঠে কবি! ফিরে ফিরে আসেন এও ভালো........


_____________________
Give Her Freedom!

রোমেল চৌধুরী এর ছবি

হয়ত ফিরি, হয়ত ফিরি না। তবে এটুকু জানি, আমার কাছে 'সচলায়তন' বাড়ির মতই, যেখানে ফিরতে কোন যোগ্যতার প্রশ্ন অবান্তর।

It all depends on what you mean by home.
"Home is the place where, when you have to go there,
They have to take you in."
The Death of the Hired Man, Robert Frost

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

আয়নামতি এর ছবি

বৈরি আবহাওয়াকে উত্তম জাঝা! যার ছুঁতোয় আপনার দেখা মিললো বহুদিন বাদে!
প্রিয়তাকে উত্তম জাঝা! যার কারণে এমন লেখা পাওয়া গেল।
কেমন আছেন ভাইয়া? খুব ভালো লাগলো আপনাকে দেখে হাসি

রোমেল চৌধুরী এর ছবি

আয়নামতি আয়নামতি আমার লক্ষ্মী বোন
তোর জন্যে স্নেহের পুষ্প রইল একশ' মন।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

আয়নামতি এর ছবি

কী দারুণ রে ভাইয়া আমাকে নিয়ে লাইন দু'টো হাততালি
সঙ্গে করে নিয়ে গেলাম, রেখে গেলাম ভাইয়ের জন্য অনেক শুভাশিস হাসি

সাফিনাজ আরজু এর ছবি

বাহ, বেশ তো। হাসি হাততালি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

রোমেল চৌধুরী এর ছবি

হাসি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এখনও তো তেমনি আছেন, এলোচুল, উস্কোখুস্কো, বড় অগোছালো, পোশাকে-স্বভাবে হাবুগাবু।

- এই লাইনে 'তো' এর বদলে 'কি' হলে কি ঠিক হতো না? আর এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নের বদলে পূর্ণচ্ছেদ চিহ্ন কেন?

শত বছরের নীরবতা নেমে আসে প্রাণে
ধুসর মৃত্যুর মতো এই অঘ্রাণে
পাতা ঝরে, পাতা উড়ে যায়, দূরে যায় শুকনো বাতাসে ভেসে ভেসে
গোধুলির বিমর্ষ আকাশে ম্লান রক্তের স্পন্দন জেগে উঠে
তবু আমি নিঃস্পৃহ, অস্ফুট, ক্ষীণস্বরে বলে উঠি ঠিকই

- এই অনুচ্ছেদ কবির রক্তের মধ্যে থাকা উত্তরাধিকারের কথা স্মরণ করিয়ে দেয়।

কবিতা ভালো লেগেছে। আপনার নিজস্ব ধরনটা আরো স্পষ্ট হচ্ছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রোমেল চৌধুরী এর ছবি

এই লাইনে 'তো' এর বদলে 'কি' হলে কি ঠিক হতো না? আর এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নের বদলে পূর্ণচ্ছেদ চিহ্ন কেন?

তোমার মত অধিকতর যুক্তিসংগত হওয়ায় বদলে দিলাম।

- এই অনুচ্ছেদ কবির রক্তের মধ্যে থাকা উত্তরাধিকারের কথা স্মরণ করিয়ে দেয়।

আমৃত্যু তাঁর জীবনানন্দ

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

আশালতা এর ছবি

লগিন করিয়ে ছাড়লেন দেখি! এত সুন্দর করে কিভাবে কেউ বলে! কতটা কষ্ট হয় তাতে তাই ভাবছি।

----------------
স্বপ্ন হোক শক্তি

রোমেল চৌধুরী এর ছবি

অবলীলায় ছুরি হেনে যেতে পারে নারী
নিরবে যে সয়ে যায় সেই তো নিভৃতচারী।

তবু আমার এ রচনাটি নিছক প্রেম কিম্বা বিরহের পদ্য নয়।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ ভালো লাগলো

______________________________________
পথই আমার পথের আড়াল

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, নজরুল। তোমার বউভাগ্যে অনেকের মত আমিও কম ঈর্ষান্বিত নই।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রোমেল চৌধুরী এর ছবি

বালক ভুল করে---

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তাসনীম এর ছবি

অসাধারণ ভালো লাগলো।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রোমেল চৌধুরী এর ছবি

অনেকদিন পর আপনার কমেন্ট পেয়ে কি যে ভালো লাগছে! কেমন আছেন তাসনীম ভাই? আপনার কন্যাদের বেড়ে উঠার গল্প শুনতে বড়ই ভালো লাগতো !

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তানিম এহসান এর ছবি

দারুণ ফেরা!

রোমেল চৌধুরী এর ছবি

ফিরে এসেই যে তোমাদের পরিচিত প্রিয়মুখগুলো ফিরে পাবো, ভাবিনি। দারুণ পাওয়া!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

কবিতা নয়, প্রিয়তা, এখন দীর্ঘশ্বাস লিখি

চলুক চলুক

মাসুদ সজীব

রোমেল চৌধুরী এর ছবি

লইজ্জা লাগে

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

বাহ্...

কড়িকাঠুরে

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, কড়িকাঠুরে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ সুন্দর একটি আধুনিরকম কবিতা। ভাল লাগলো পড়ে। এরকম কবিতা আরো আশা করছি কবির কাছ থেকে। হাসি

রোমেল চৌধুরী এর ছবি

প্রশংসা ভালোলাগার পালক ফেলে যায়, প্রত্যাশা অনুপ্রেরণার সাথে ঝুলিয়ে রাখে ব্যর্থ হবার অক্ষম আশঙ্কা।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নীড় সন্ধানী এর ছবি

কবিতাটা পড়তে পড়তে ভাবছিলাম কোন লাইনটা আমার জন্য না। খুঁজে পেলাম এই ছত্রটা।

দাঁতাল জন্তুর স্বভাব আজো গেল না আপনার, যাবেও না কখনো।
আপনাকে ক্ষমা করতেও রুচিতে বাঁধে
খাদি পাঞ্জাবি, ক্যাম্বিসের ব্যাগ কাঁধে
এখনও কি কবিতা লিখেন ?

এইটা বাদে পুরোটাই দখল করলাম লইজ্জা লাগে

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

রোমেল চৌধুরী এর ছবি

হায়, হায়! আপনার গল্প 'বই প্রতিরক্ষা'-এর সেই ধনাঢ়্য ভদ্রলোকের সাথে আপনার বিস্তর মিল খুঁজে পাচ্ছি, জনাব। তিনি রেখে দিতে চান দালান বাদ দিয়ে দোকানের সবকিছু; আর আপনি চার দেয়ালের মতো চারটি চরণ রেখে পুরো কবিতা দখল করতে চান। চোখ টিপি মন্তব্যে অনুপ্রেরণা পেলাম! আপনাকে ধন্যবাদ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

শাহীন হাসান এর ছবি

মনে পড়ে গেল আমার অনেক আগের লেখা একটা কবিতার পংক্তি > এখন যা লিখি অন্ধকার *

এখন দীর্ঘশ্বাস লিখি।
অসাধারণ!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, আরণ্যক কবি। আপনার সাথে বুনোপথে হেঁটে যাবার শখ আমৃত্যু লালন করি!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তারেক অণু এর ছবি

লেখা -গুড়- হয়েছে অনেক দিন পর লিখলেন ! আর চৈনিক ভ্রমণের বিবরণ কি শেষ?

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ!
কই না তো, প্রতিদিনই তো মনে মনে কত কথা লিখি, ছাপতে দেয়া হয় না কিম্বা ছাপা হয় না, এই আর কি!
না ভাই, অসমাপ্ত রয়ে গেছে। হয়ত চায়না নিয়ে আর লিখতে মন চায় না।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

প্রৌঢ় ভাবনা এর ছবি

বহুদিন পরে, বহুপথ পড়ি দিয়ে এসেছেন তাহলে !
কবিতা খুব একটা বুঝিনা। তবে পড়তে ভাল লেগেছে।
ভাল থাকুন, সুস্থ থাকুন।

রোমেল চৌধুরী এর ছবি

বহুদিন পরে তবু বহুপথ পাড়ি দিয়ে নয়! তবুও মনে পড়ে গেল কবিগুরুর সেই চরণকটি--

এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে
সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে॥
তোমার সে উদাসীনতা সত্য কিনা জানি না সে,
চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে॥
তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল,
শ্যামল বনান্তভূমি করে ছলোছল্‌।
তুমি চলে গেছ ধীরে ধীরে সিক্ত সমীরে,
পিছনে নীপবীথিকায় রৌদ্রছায়া যায় খেলে॥

নিখিল বিশ্বের কতটুকু জানি, বলুন। তবু পাঠ করবার যে ধৈর্য্য দেখিয়েছেন তাই বা কম কিসে?

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

এক লহমা এর ছবি

অতি চমৎকার!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।