পরিচয় নেই, সেটিই কি মুখ্য? না, মোটেই তা নয়! প্রতিরাতে কত পাতা ঝরে ঝরে পড়া অগুনতি নক্ষত্রকে তবু হাত নেড়ে বলি, 'বিদায়!' মানুষেরা মরে গেলে মানুষেরই হৃদয় কাঁদায়...
বিদায় সন্ন্যাসী ভাই!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন। এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
বিদায় সন্ন্যাসী ভাই, মানে কি?
তবু হাত নেড়ে বলি, 'বিদায়!' মানুষেরা মরে গেলে মানুষেরই হৃদয় কাঁদায়...
--------------------------------------------------- মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
মন্তব্য
বিদায় সন্ন্যাসী ভাই!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
বিদায় সন্ন্যাসী ভাই, মানে কি?
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
নতুন মন্তব্য করুন