ব্রে হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ঠিক পাশের কাউন্টি উইকলোর একটি টাউন। ডাবলিনের স্কাইরেইল ডার্টের একটা লাইনের শেষ স্টেশনও ব্রে। এই শহরটি ছোট হলেও জনপ্রিয় বিভিন্ন কারণে। ব্রেভহার্ট ছবির যুদ্ধগুলোর স্যুটিং স্পট এটি। আয়ারল্যান্ডের একমাত্র প্রফেশনাল ফিল্ম স্টুডিও এখানে অবস্থিত। এখানে নিয়মিত অনুষ্ঠিত হয় বিভিন্ন ফেস্টিভেল। আর ব্রে বিচতো রয়েছেই।
সাগরের পাশ দিয়ে ট্রেনে চলতে চলতে তাকিয়ে দেখছিলাম আইরিশ সি-কে।
মাঝে মাঝে একেকটা স্টেশনে ট্রেন থামছিল আর উঠা-নামা করছিল যাত্রী।
ট্রেন থেকে আইরিশ সাগর দেখা যাচ্ছে।
"ব্রে আর কত দূর?” - নাফিস ম্যাপ দেখে বোঝার চেষ্টা করছিল আর কতগুলো স্টেশন বাকি আছে।
তখনও আমরা ট্রেনে - দেখা যাচ্ছে ব্রে বিচের একাংশ (যদিও আমরা গিয়েছি বিচটার একেবারেই ঐ প্রান্তে)।
চলে এসেছি - এখন এগিয়ে যাওয়া সাগরের পানে।
একটা রংধনুর ছবি তোলার চেষ্টা করেছিলাম। কিন্তু খুব একটা স্পষ্ট আসে নি।
নাফিসকেও বেশ পুলকিত মনে হলো....।
বিচে হাটাহাটির পর ক্লান্ত হয়ে আমরা এসে বসেছি পাশের একটা দেয়ালে। দূরে এক বালক তার বাবার সাথে খেলা করছে। দৃশ্যটা অদ্ভুত সুন্দর লাগছিল... হয়তো আমার বাবা নেই, তাই আরো বেশি ভালো লাগছিল।
মন্তব্য
বীচের পাশ দিয়ে ট্রেন চলে-- ভাবতেই ভালো লাগে। কিন্তু ট্রেনের ভিতরে লোকজন নাই কেন?
রবিবার ছিলতো, তাই সম্ভবত লোকজন কম ছিল। কিছু দিন আগেও দেখতাম ট্রেন ভর্তি মানুষ ব্রে যেত। সেদিন সেই তুলনায় মানুষই ছিল না।
এই ট্রেন লাইনটার একটা বড় অংশ বিচের পাশে। অদ্ভুত সুন্দর লাগে দেখতে।
শুভেচ্ছা রইলো।
টুইটার
বাহ্, ট্রেন থেকে সমুদ্রদর্শন! ব্যাপারটা তো ভালোই!
.......................................................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
পাহাড়ের উপর-নিচ দিয়ে ট্রেনে যেতে যেতে অদ্ভুত লাগে সমুদ্র দেখতে।
টুইটার
ছবি সুন্দর হয়েছে।
দারুণ বেড়িয়েছেন বুঝতে পারছি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
রোজা থাকায় খুব একটা হাটাহাটি করতে পারিনি। আশা করি রোজার পর আরেকটা বিচে যাবো। তখন আবার একটা পোস্ট দিব।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
টুইটার
ট্রেনে বসে সাগর দেখা? ভারী চমৎকার তো!
ছবি সুন্দর হয়েছে। আরো একটু বেশি পরিমাণ ছবি হলে আরো জমত। একটু বোধহয় কম হয়ে গেছে।
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
ছবি তেমন একটা তোলা হয় নি। রোজার কারণে ক্লান্তিও ছিল। তবে ব্রের পাশের বিচে যাবো আগামী মাসে। তখন বেশি করে ছবি তুলবো।
যেকোন একটা ছবিতে ক্লিক করে আমার ফ্লিকারে যেতে পারবেন। ওখানে চল্লিশটার মত ছবি আছে।
শুভেচ্ছা রইলো।
টুইটার
অনেক ধন্যবাদ।
টুইটার
ভাল্লাগ্লো
--------------------------------------------
<ঘ্যাচাত, ঘ্যাচাত, ঘ্যাচাত> - আমার সিগনেচার
--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........
ব্লগে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
টুইটার
বাহ্, সুন্দর জায়গা তো। ট্রেনে চড়ে সাগর দেখতে দেখতে ভ্রমণ করা... ভাবতেই তো দারুণ লাগল।
"নাফিসকেও বেশ পুলকিত মনে হলো....।" - ছবিটার ডানদিকে দেখে বেশ পুলকিত হলাম
সাগর এবং ভালোবাসা - দুটো তাদের কাছে এক হয়ে গিয়েছে
টুইটার
নতুন মন্তব্য করুন