সারাদিন নানা অকাজ করার পর হঠাৎ মনে যাই আজকে বিকেলে একটু হাওয়া খেয়ে আসি। তাই হাটা দিলাম শাহাবাগ থেকে সোজা কার্জন হলের দিকে। যেতে যেতে হঠাৎ দেখি সামনে বাচ্চা কালের দোস্ত রহমান। আমাকে দেখেই বলে নে পরিচিত হ, তাকাতেই দেখি আরে এযে সচল বান্দা রায়হান। অন্যদের নাম শুনতেই একজন কে আবার চিনে ফেললাম, উইকি মুহাম্মদ। শুনলাম সবার মেলা দেখা শেষ তাই বাড়ি যাবার পায়তারা করছে। এর মধ্যে দেখি একজনের হাতে জায়গীরনামা। মুহাম্মদ কে প্রশ্ন করতে জানা গেল এইটা আসলে কিনেছে মুহিব। কোন মুহিব প্রশ্ন করতে ভাল করে জানা গেল এই সেই পরিবর্তনশীল।এইবার যখন প্রশ্ন করলাম কোনটা মুহিব তখন দেখি গ্রুপের সবচেয়ে শান্ত ছেলেটি কে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে। মনে মনে ভাবলাম মেয়ে টু দি পাওয়ার ইনফিনিটি এর লেখক যদি শিক্ষানবিস এর মত গম্ভীর হয় তাইলে কেম্নে কি।
শিক্ষানবিস আর পরিবর্তনশীল ঢাকা শহর থেকে আইইউটি এর দিকে যাত্রা করতে আমি আর রায়হান মেলার ভিতর ঢুকে পরলাম। ঢুকেই দেখি মূর্তলা রামাত ভাইয়ের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে। দেখে মনে হল উনি দারুন নার্ভাস। মন্ব্ঞে নাই কোন মাইক্রফোন আবার পাশেই ঘোষণা মন্ব্ঞ থেকে যে ঘোষণা হচ্ছে তার জন্য এখানে ভাল করে কিছু শুনাই কষ্ট হয়ে পড়েছে। বুঝাই যাচ্ছে অন্তত এইখানে মেলার ব্যবস্থাপনা অব্যবস্থার শিকার। মোড়ক উন্মোচন চলতে চলতেই দেখি দাঁড়ি গোফ সমৃদ্ধ তারেক ভাই হাজির। প্রশ্ন করতে জানা গেল প্রিয়া নয় বরং পরীক্ষার জন্যই এই সাজ।
মোড়ক উন্মোচন শেষ হতেই মেলার ভিতর রায়হান আর আমি ভদ্র ছেলের মত হাটা শুরু করলাম। বিভিন্ন স্টলের ভিতর কঠিন কঠিন বই নেড়ে চেড়ে দেখি আর ততধিক কঠিন চেহারা নিয়ে দাম জিজ্ঞেস করি কিন্তু দোকানদাররা মিচকা হাসি দিয়ে ভাব করে চান্দু পড়বা না তো ছাই শুধু শুধু দাম জিজ্ঞেস কর কেন। ঠিক করলাম এর পর থেকে আধুনিক সমাজতত্ত্বে মার্কসীয় প্রভাব এই টাইপ বই হাতে নিয়ে ঘুরব, আর তখন পাত্তা না দিয়ে যাবে কই।
এরমাঝে হাজির হলাম শুদ্ধস্বরের সামনে, দেখি এইখানে যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে সাক্ষর সংগ্রহ করা হচ্ছে। এইখানে দেখি হঠাৎ করে নজরুল ভাই হাজির। ওনার সাথে গল্প করতে করতে সাক্ষর সংগ্রহকারীদের পিছনে চোখ পড়তে দেখি গত সাপ্তাহে দেখা যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে লাগান স্টিকার ছেড়া। মনে মনে বলিলাম হা ঈশ্বর, বাচ্চা রাজাকারের সংখ্যা দেখি আসলে কম না।
মেলার শেষের দিকে লিটল ম্যাগ চত্বরে হাজির হতে দেখা গেল এইখানে রামাত ভাইয়ের সাথে দাড়িয়ে আছে সাইফুল ভাই, পান্থ ভাই, তারেক ভাই। একটু দূরে দাড়িয়ে আছে নজরুল ভাই আর নূপুর ভাবী। তারেক ভাইয়ের হাতে দেখি অনেক গুলো বইয়ের প্যাকেট। বের করে দেখি প্রায় সবি কবিতার বই। বললেন বই কিনে ফতুর আর বই কিনবেন না এইবার কিন্তু ঠিক সেই সময় জানা গেল তারেক ভাই এই মেলায় আর কয়েকবার এই কথা বলেছেন কিন্তু পরের দিনই তাকে বইয়ের প্যাকেট হাতে নাকি দেখা গেছে। ভাবলাম কবিরা তো কত কিছুই ভুলে এইটা আর এমন কি।
এইভাবে ঘুরতে ঘুরতে আর জায়গায় জায়গায় গল্প করতে করতে দেখি মেলার টাইম শেষ। বের হবার সময় দেখি আরেক হুজ্জত, সোজাসুজি বের হওয়া যাচ্ছে না বরং ঘুরে বের হতে হচ্ছে, কি কারনে এই ব্যাবস্থা তা ঠিক বুঝা গেল না। বের হয়ে শাহাবাগের দিকে হাটতে হাটতে দেখি চারুকলায় সাজসাজ রবরব, কালকের পহেলা ফাল্গুনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বুঝা গেল কালকে ক্যাম্পাস থাকবে রঙ্গিন আর মেলায় থাকবে দারুন ভীড়। তাই আসতেই হচ্ছে কালকের মেলায়।
বিশেষ খবরঃ মেলায় আজ আর দেখা গেছে লীলেন্দা, মৃদুল ভাই, টুটুল ভাই আর শেখ জলিল ভাই কে।
শেষ খবরঃ অনেক মোবাইল ফটুক তুলা হইছিল আমার নোকিয়া ১১০০ মোবাইলে কিন্তু সময়ের অভাবে তা এই ব্লগে সংযুক্ত করা গেল না। (চোখটিপি)
মন্তব্য
আমি আজকের বিলম্বিত সংযোজন, মেলায় গেছি রাত ৯টা ১৫তে।
মেলা ভাঙ্গার আড্ডায় ছিলাম।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ভাবছিলাম আপ্নে আর এনকিদু ভাইয়ের সাথে দেখা হবে কিন্ত তা হইল না। মেলায় মেলা শেষ হবার পর আসলে কেম্নে কি। ছিলেন কয়টা পর্যন্ত??
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
আরে ভাই আর কইও না । একটা পরীক্ষা বাকি আছে, কিন্তু এইটাই সবচেয়ে কষ্টকর । মানে আমি এই বিষয়ে একেবারেই দূর্বল আর কি :p
পনের তারিখ থেকে আশা করি নিয়মিত মেলায় যেতে পারব । তোমরা মেলায় গেলে আওয়াজ দিও । ফোন নম্বর তো জানই ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ঠিক আছে আওয়াজ দিমুনে । ভাল কইরা পরীক্ষা দেন।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ইশ্... আড্ডা মারতে মারতে মূর্তালার বইটা কেনা হলো না... কালকেই কিনবো...
মেলায় যাবার পথে বিদেশী সুখবর পাইছি... নতুন উদ্যমে আঠাকাগজ ছাপানো হবে... বাচ্চা ছাগুরা কতো ছিঁড়বে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হুম...... বিদেশী সুখবর আমিও পাইছি তবে আপনার কাছ থেকে। আর একটা কাজ কিন্তু করা যায় যারা মেলায় যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে সাক্ষর করছে তাদের প্রত্যেক কে একটা করে স্টীকার দেওয়া যায়।
আর ঠিকি বলছেন , দেখি কত ছিড়তে পারে ?
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
- লেখা মজার হইছে
ইয়া হাবিবি (চলুক)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ইয়া হাবিবি (হাসি)
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
জানা হলো। ধন্যবাদ।
ধন্যবাদ পিপিদা ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
বেশ প্রাণবন্ত লেখা। এরকম আরও চলুক।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ধন্যবাদ জলিল ভাই ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
কতটা মজা করসো জানি না, কিন্তু লিখসো খুব মজা করে :-)
রায়হান, পরিবর্তনশীল, শিক্ষানবিস ছিল, কিন্তু স্বপ্নাহত তখন কী করতেছিল? :-?
প্রহরী ভাই দারুন মিস করলেন (শয়তানীহাসি)
স্বপ্নাহত তখন স্বপ্নে আহত অবস্থায় আইইউটি তে অবস্থান করছিল (দুঃখ)
আফটপিকঃ মেলায় আসলে আপ্নে খালি ফুন নাম্বার না দেখাও পাইতেন (চোখটিপি)
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ঝরঝরে বর্ণনা পড়ে ভালো লাগলো। ছবিগুলো দেখতে পেলে আরও ভালো লাগতো।
কমেন্টেই দিন না আপলোড করে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
সন্ন্যাসী'দা, নকিয়া ১১০০-তে কোনো ক্যামেরা নাই :-D
আমি আসলেই পুরা মোবাইল-অন্ধ :(
নিজের সেটের নামটাই জানি শুধু। মডেল নাম্বারও কইতারুম না :)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
সন্ন্যাসী'দা আপ্নেরে মোবাইল অন্ধ পাইয়া প্রহরী ভাই আমার মোবাইল সম্পরকে অপপ্রচার চালাচ্ছে (হাসি) আশা করি বিভ্রান্ত হবেন না (হাসি)
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
বিডিআর ভাই দিলেন তো ভাব টা নষ্ট করে (দুঃখ) সন্ন্যাসী'দা কি সুন্দর ভাবছিল আমার দারুন একটা ক্যামেরাওয়ালা মোবাইল আছে (দেঁতোহাসি) যান এই কারনে আপ্নেরে আর কচিকাচাদের ফুন নাম্বার আর দিমু না (শয়তানীহাসি)
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
অন্ধজনে দেহ আলো... ;-)
কি দিনকাল আসল (চোখটিপি) এক আন্ধা আরেক আন্ধার কাছে আলো চায় (দুঃখ)
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
আপাতত মোবাইল বিষয়ক সাময়িক জটিলতার কারনে ছবি আপলোড করা যাচ্ছে না (চোখটিপি)
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
আবারো ?? এই নিয়ে তারমানে দুইবার এই জায়গায় স্টিকার ছেঁড়া হল । মনে হচ্ছে কোন আন্ডার-কভার ছাগুর কাজ ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
র্টাম টা ভালই ব্যবহার করছেন- আন্ডার-কভার ছাগু।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
তারেক আবারো বই কিনেছে ! =))
তারেকরে তুই তো ফতুর হয়ে গেলি !!
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আজ বোধহয় যাচ্ছি না...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সুপেয় হয়েছে লেখা (Y)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
ধন্যবাদ
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
দোস্ত। মজাক পাইলাম। :)
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
তোর কথায় আমিও মজাক পাইলাম (দেঁতোহাসি)
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
দারুন লিখছস।
মার্কসের বইটা দুই কপি কিনিস। তারপর দেখামুনে কত ধানে কত চাল। কালকে মেলায় যেয়ে আমার বিশাল লাভ হইছে।
আশরাফের কাছ থেকে বই কেনা বাবদ নিলাম ১০০ টাকা। আর বইটা কেনার সময় মৃদুলদারে দিলাম ঠেক। >:) এখনও নজু ভাই আর লীলেন দা রে ঠেক দেওয়া বাকি আছে। তারা সবাই আমারে একটা করে বই গিফট করার অঙ্গীকার করছিল। আমি জানি "নিশ্চয়ই তারা ভংগ করবেনা অঙ্গীকার"
=============================
সারাজীবন তো ঠেক দিয়ে কাটিয়ে দিলি আর কত (চোখটিপি)
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
দেখিস একদিন আমরাও.....................।
একদিন বড় হয়ে আমরাও মেলায় যাবো। বাবা আমাদের কিনে দেবেন পছন্দের সব বই। আমরাও ভুট্টা খাবো সাথে চপ আর চা।
কিন্তু সে দিন কোন দিন আসবে?
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হুম... বুঝছি।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
নতুন মন্তব্য করুন