এক সচলের জন্মদিন আর বালিকার না পাওয়া ফোন নাম্বার

নিবিড় এর ছবি
লিখেছেন নিবিড় (তারিখ: বিষ্যুদ, ২৩/০৪/২০০৯ - ১২:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঘুমের মাঝে হঠাৎ করে দেখি এক বিশাল কাঠের দরজার সামনে দাড়িয়ে। ভাল করে তাকিয়ে দেখি দরজরার সামনে অনেক গুলো জুতা পরে আছে, লাল-নীল-কাল কিংবা ছোট-বড়-মাঝারি। এই দরজা আর এতগুলো জুতার মাজেজা না বুঝলেও এইটা বুঝলাম ভিতরে ঢুকতে হলে কলিংবেল টিপা ছাড়া কোন উপায় নাই। তাই আল্লার নামে দিলাম টিপে বোতামখানা। সাথে সাথে ভিতর থেকে মানুষের হাসির শব্দের সাথে টিয়ে পাখির ট্যা ট্যা শব্দও শুনা গেল।

অপেক্ষায় থাকতে থাকতে হঠাৎ দেখি দরজা খুলে সামনে দাড়িয়ে আছে পুরা গুলাবী চেহারার এক 'প্রায়' পরিচিত ব্যাক্তি। আমাকে দেখেই বলে- ইয়া হাবিবি, কি ব্যাপার এত দেরী কেন? আসেন আসেন ভিতরে আসেন। আপনে আসার পর হিমু ব্যাটা আর বদ্দা ছাড়া আর তেমন কেও বাকী নাই। কাসেলবাসীর আসলে কোন আক্কেল নাই। আর আমি এইখানে হিমু আর বদ্দা কিভাবে আসল এইটা না বুঝেই মাথা নাড়তে নাড়তে ভিতরে ঢুকে গেলাম।

ভিতরে ঢুকেই দেখি ছোট-বড়-বাচ্চা এইরকম নানা পদের দেশি বিদেশি অনেক সচল বান্দা হাজির। নানা জনের সাথে হাত মিলাতে মিলাতে হঠাত দেখি লীলেন্দা কে গম্ভীর মুখের এক সচল বালক খালি বলছে- লীলেনদা আমার ভবিষ্যতের সমস্ত কামাই আপনার নামে লিখে দিলাম তাও আপনি আমাকে খালি একজন সিলেটী বালিকার সাথে পরিচয় করিয়ে দেন। উওরে দেখি লীলেনদা খালি মুচকি মুচকি হাসে আর বলে- ধীরে বৎস, ধীরে। এইটা কিসের অনুষ্ঠান না বুঝলেও এইটা বুঝলাম এইকালের ছেলে-ছোকড়ারা আমাদের তুলনায় বড়ই পাকনা।

এইটা কার বা কিসের অনুষ্ঠান এইটা খুজতে খুজতে হঠাৎ দেখি রূমের মাঝখানে রাখা এক বিশাল কেকের সামনে এই গরমের মাঝখানে কমপ্লিট স্যুট-টাই পড়ে ভাল ছাত্র-ভাল ছাত্র টাইপ একজন দাড়িয়ে আছে, আর গরমে ঘামতে ঘামতে ব্যাপক হাসফাস করছে। ঠিক এইসময় দেখি এক সুন্দরী হঠাত এসে গরমে হাসফাস করা টাইওয়ালা কে বলছে- বলি তোমার পাগল সচল বুন্ধুগুলো কি সব হাজির হল? এইবার ঘামতে ঘামতে মিষ্টি হাসির সাথে টাইওয়ালা উত্তর দিল- ডার্লিং, আর মাত্র কিছুক্ষণ। বুঝলাম চারুকলার ছবির মতই সুন্দর এই দম্পতি।

এইসময় হঠাৎ পিছনে বালিকা কন্ঠের কলকল হাসির সাথে কথা শুনেই মনটা কেমন জানি তরল হয়ে গেল। বুঝলাম সময় হয়েছে পিছনে ফিরার। ফিরেই দেখি নানা বর্ষীয় চারজন বালিকা। ভাবলাম সচলের নতুন আসা কোন লেখক দল বুঝি। এই প্রশ্ন করতেই দেখি এরা হেসেই গড়িয়ে পরছে। ভূল কোথায় বুঝতে দ্বিতীয়বার একি প্রশ্ন করতেই এক বালিকা বিরক্ত স্বরে উত্তর দিল- আরে আমরা সচলে লিখতে যাব কেন? কিন্তু আমাদের দূলাভাই লিখে। আবার প্রশ্ন করলাম- কে সেই দূলাভাই? জানা গেল গরমে টাই পরে হাসফাস করতে থাকা ভাল ছাত্র টাইপ চেহারার কেকওয়ালা ভদ্রলোকই এই চার ললনার দূলাভাই।

জ্ঞানী লোকেরা বলেন স্বপ্নের স্থায়িত্বকাল নাকি মাত্র কয়েক সেকেন্ড। তাই স্বপ্নে বালিকাদের দূলাভাইয়ের পরিচয় উদ্ধার করতে করতেই সময় চলে গেল কিন্তু বালিকাদের ফুন নাম্বার নেওয়ার সময় পাওয়া গেল না, আফসোস। তবে একটা কথা মনে পড়তেই মনটা ভাল হয়ে গেল। মনে পড়ে গেল আজকে কেক আর কুক খাওয়ার বিশাল এক দাওয়াত আছে। কারণ আজকে চারুকলার ক্রেজ অনি ভাই ওরফে শাহরিয়ার মামুন ওরফে অতন্দ্র প্রহরীর শুভ জন্মদিন।


মন্তব্য

পলাশ দত্ত [অতিথি] এর ছবি

আচ্ছা, এইরকম চমত্কারভাবে বলার আইডিয়া কিভাবে পান বলুন তো!

নিবিড় এর ছবি

হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

রনি মিয়ার জন্মদিনে তার মাথায় একটা চাঁটি মারা হইলো দেঁতো হাসি

শুভ জন্মদিন ... জীবন বালিকাময় হোক হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

অতন্দ্র প্রহরী এর ছবি

আউচ! দেঁতো হাসি

থ্যাংকস ম্যান। ভাল থাইকো। হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অতন্দ্র প্রহরীকে বিশাল শুভেচ্ছা!

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রিয় ব্লগার, প্রিয় মানুষ - শিমুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ হাসি

রায়হান আবীর এর ছবি

শুভ জন্মদিন "গডফাদার", "বড়ভাই"।

নিবিড়ের স্বপ্ন সত্যি হোক, আরেকটু দীর্ঘও হোক। চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ, "সুখী মানুষ", "ছোটভাই" হাসি

আমিও চাই নিবিড়ের স্বপ্ন সত্যি হোক, এবং ... চোখ টিপি

নিবিড় এর ছবি

আমিন, সুম্মা আমিন


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

দেঁতো হাসি

সবজান্তা এর ছবি

শুভ জন্মদিন...

ক্যাক-কুক কি চারুকলায় খাওয়াবেন চোখ টিপি ?


অলমিতি বিস্তারেণ

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ। হাসি

দেখাই যাক না... চোখ টিপি

তারেক এর ছবি

শুভ জন্মদিন শিগগিরি সাবেক হতে যাওয়া বিডিআর মাইনাস মামুন ওরফে রনি ভাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক অনেক ধন্যবাদ, প্রিয় কবি তারেক হাসি

স্নিগ্ধা এর ছবি

আরেএএএএ ... শুভ জন্মদিন, শুভ জন্মদিন!!!

আহা, এইদিনে খাসদিলে কামনা করি, তোমার - মাথায় বুদ্ধি বাড়ুক, 'সংশয়' দূর হউক, 'বন্ধুত্ব' চিরস্থায়ী হউক, পহেলা বৈশাখ অথবা পহেলা ফাল্গুন প্রতি সপ্তাহে আসুক, হিন্দী সিনেমা দেখা কমুক, 'স্নিগ্ধা'পু' নামক ব্যক্তিকে গান পাঠানোটা অভ্যাসে পরিণত হউক, 'অভিজ্ঞ' ব্যক্তিদের পরামর্শ সম্মানীর বিনিময়ে গ্রহন করা হউক ...... ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ............ চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

আরেএএএএ ... ধন্যবাদ, ধন্যবাদ!!! দেঁতো হাসি

আপনার শুভকামনাগুলো ডিকোড করে খুব মজা পাইলাম। আপনার সমস্ত দোয়া কবুল হোক। আমীন। গানও (পড়ুন- যন্ত্রণা) নিয়মিত বিরতিতে পাবেন বলে আশা রাখি দেঁতো হাসি

বিঃদ্রঃ আমি শেষ হিন্দি সিনেমা দেখসি মনে হয় "জানে তু ইয়া জানে না"। এর আগেও অ-নে-ক মাস কিছুই দেখিনি। কেন যে আমার সম্পক্কে এই ভুল ধারমা হইল আপনার মন খারাপ

স্নিগ্ধা এর ছবি

কারণ তুমি একাধিকবার আমাকে ঐ মুভিটার রেফারেন্স দিসো এবং আমি কিছুই বুঝি নাই, তারপর কথা বা চিঠির বক্তব্য অন্যদিকে চলে গেসে বলে জিজ্ঞেস করাও হয় নাই - আর, তারপর ঝাড়ি খেয়ে সব খোলাসা করে বলার আগে পর্যন্ত আমি সংশয়িত থাকতে বাধ্য হইসি, তাই তোমার সম্পক্কে এই ভ্রান্ত ধারমাই রেখে দিলাম রেগে টং

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। এখন তো সব সংশয় কিলিয়ার হইসে আশা রাখি। তাইলে ধারমা এইবার বদলায়া ফেলেন দেঁতো হাসি

যদিও আমি নিজেই কিছুটা সংশয়িত মন খারাপ

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শুভ শুভ শুভ জন্মদিন বি ডি আর।
সচলায়তনের সীমান্ত অরক্ষিত রেখে সে কোথায় গেল?
পোস্টটা চমৎকার হয়েছে।

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক অনেক অনেক ধন্যবাদ অনিন্দিতা আপু হাসি
খুব খুশি হইলাম।

মাহবুব লীলেন এর ছবি

চারুকলার ছেলেরা চুল দাড়ি ছেঁটে যখন থেকে স্মার্টলি ডিজিটাল প্রিন্টের বিলবোর্ড আর বিজ্ঞাপনের ক্ষেপ মারা শুরু করেছে তখন আমার মতো অনেকেই চারুকলার নামটা পর্যন্ত ভুলতে বসেছিলাম

সেই ক্রান্তিকালে যে চারুকলাকে আবার মনে করিয়ে দিয়ে প্রমাণ করে দিলো
শুধু ছবি এঁকেই নয়
জোড়া চক্কর দিয়েও যে চারুকলাকে বাঁচিয়ে রাখা যায়

সে আমাদের প্রহরী বিডিআর...

০২

বেঁচে থাক চারুকলা
বেঁচে থাক প্রহরী
আর সুটকুটকেককুক বালিকার দল

স্নিগ্ধা এর ছবি

সেই ক্রান্তিকালে যে চারুকলাকে আবার মনে করিয়ে দিয়ে প্রমাণ করে দিলো
শুধু ছবি এঁকেই নয়
জোড়া চক্কর দিয়েও যে চারুকলাকে বাঁচিয়ে রাখা যায়

সে আমাদের প্রহরী বিডিআর...

হা হা হা, ঠিক ঠিক, খুবই ঠিক কথা !

তবে, চারুকলার ছেলেদের চুল and/or দাঁড়ি কি রাখতেইইইই হবে?!
ডিজিটাল বিলবোর্ড আর বিজ্ঞাপনের ওপরই বা আপনার এতো গোসসা কেনু?! আপনাকে নেয় নাই? দেঁতো হাসি

মাহবুব লীলেন এর ছবি

সঙ্গে সঙ্গে কমেন্ট করে দিলেন তো বারোটা বাজিয়ে
কমেন্ট এডিট করে নিবিড়ের জন্য একটা প্যারা যোগ করতে গিয়ে দেখি আপনি জবাব দিয়ে দিযেছেন বলে আমার আর সম্পাদনার এখতিয়ার নাই...
(ঝামেলা পাকানোটা আপনার মজ্জাগত বৈশিষ্ট্য)

তাই প্রথমে নিবিড়ের জন্য বলি...

এই পোস্ট লেখার জন্য আমার কাছে চাহিবামাত্র দুইহালি বালিকার ফোন নম্বর নিবিড়ের পাওনা রইল (শর্ত প্রযোজ্য)

০২

এইবার বলেন
আপনার প্রশ্নটা যেন কী?

স্নিগ্ধা এর ছবি

প্রশ্ন? আমার আবার কোন প্রশ্ন থাকে নাকি?!! আমি তো সব প্রশ্নেরই উত্তর জানি ...... এই যেমন আপনার কেনু বিলবোর্ড আর বিজ্ঞাপনের মডেল (পুরুষ শুধু, নারী মডেল যে না সেটা ভালো করেই জানি!) দের উপর গুসসা সেটা শেষ লাইনে বলে দিলাম চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

লীলেন ভাই চুপ কেন, জাতি জানতে চায়। সেইসাথে জানতে চায় গুসসার কারণটাও দেঁতো হাসি

নিবিড় এর ছবি

এত সহজে ফুন নাম্বার পাওয়া যায় জানলে প্রহরী ভাই সচলের সমস্ত জন্মদিনের পোষ্ট লেখার দায়িত্ব নিত হাসি
লীলেন্দা ফোন নাম্বারের ব্যাপারটা ভুলে যাইয়েন না আবার চিন্তিত


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

একটা রহস্যের সমাধান হইল আজ। সবজান্তা কেন সচলায়তনে জন্মদিনের সব পোস্ট লেখে, সেইটা বুঝলাম চোখ টিপি

নিবিড়, লীলেনদার কাছে ফোন নাম্বার তো চাইতেছ, কিন্তু আগে শুনে নাও "শর্ত"(গুলো) কী... খাইছে

অতন্দ্র প্রহরী এর ছবি

@লীলেন'দা

হা হা হা। বিশাল সম্মান দিয়ে ফেললেন কিন্তু ভাইজান চোখ টিপি

আপনিও অনেকদিন বেঁচে থাকুন।
বেঁচে থাকুক আপনার দাড়ি, উকুন।
আর ফলমূলকলাকমলাকাঁঠালফ্লেক্সি উপহার প্রদানকারী বালিকার দল দেঁতো হাসি

অনেক ধন্যবাদ। আপনার কমেন্টটা পছন্দ হইসে খুব খাইছে

রণদীপম বসু এর ছবি

জন্মদিনটা কি চারুকলার কোন গ্যালারীতে হইতেছে !?

আহা ! এ জীবন প্রহরীর, স্বপ্নের, বালিকার !
এ জীবন মামুনের, চারুময় রনিটার !

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। কী মনে হয়? চোখ টিপি

অনেক অনেক ধন্যবাদ ইয়োগা-গুরু রণ'দা। আজকাল এত কম-কম দেখা যায় কেন আপনাকে?

স্পর্শ এর ছবি

বিডিআর কে জন্মদিনের লাল স্যালুট। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতন্দ্র প্রহরী এর ছবি

লাল স্যালুট না দিয়া আমারে আলবিনো হাতির গল্পটা শুনাইতে পারো। বেশি খুশি হবো চোখ টিপি

অনেক ধন্যবাদ হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

জন্মদিনে অনেক শুভেচ্ছা রইলো প্রহরীর প্রতি। আজ (= বৃহস্পতি বার) কিন্তু আরো এক সচলের জন্মদিন। আরো একটি পোস্টের অপেক্ষায় আছি তাই। হাসি

পলাশ দত্ত এর ছবি

মুহুহাহাহাহা, আমি পাইছি আর এক সচলকে, যার জন্মদিন এই ২৩শে এপোরিল (এপ্রিল)। কিন্তু তার সঙ্গে আমার একটা বিতর্ক বাকি আছে চোখ টিপি

সে আমার বিতর্কের প্রতিপক্ষ বলে একটা খামোশ খামোশ ভাব আছে আমার মধ্যে। কিন্তু জন্মদিনের আওয়াজটা দেইখাই তারে খুইজা হ্যাপি বার্থডে বলতে ইচ্ছা করতেছে।

শালা মানুষ জিনিসটা আসলেই অর্ধ ভূত (অদ্ভুত)।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ, অভি।

আমি কিছুদিন আগে সচলায়তনের সদস্যদের জন্মদিনের লিস্টটা দেখতেছিলাম। তখনই প্রথম খেয়াল করলাম যে ২৩ তারিখ মুর্শেদ ভাইয়েরও জন্মদিন। খুব মজা পাইছিলাম। ভালোও লাগছিল অনেক। হাসি

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

প্রহরী
অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন
পান্হ, নিবিড় সবাই মিলে নাচছে তাধিন ধিন
নাচের কারণ শালী তোমার আছে গোটা তিন
একটা করে শালি না হয় দাওনা ওদের ঋণ !!!

Lina Fardows

পান্থ রহমান রেজা এর ছবি

লীনাপু', প্রহরী'র শালি নিয়ে তাধিন ধিন নাচলে, আপনার ননদ তো আমারে পিটিয়ে ঘরছাড়া করবো। দেঁতো হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠিক। এইজন্য বলি, আমার শালির দিকে নজর না দিয়ে আপনি বরং লীনাপুর ননদের দিকে মনোযোগ দেন চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা।

নাহ, আপনার মতো এতো মজা করে ছন্দে ছন্দে তো লিখতে পারব না, তাই শুধু ধন্যবাদই জানাই। কিন্তু আমি তো জানতাম পান্থ'দাকে আপনি আপনার ননদকে দিচ্ছেন চোখ টিপি

আর নিবিড়ের এখনো বয়স হয়নি দেঁতো হাসি

নিবিড় এর ছবি

আমার বয়স নিয়ে অপপ্রচার চালানোয় প্রহরী ভাইয়ের তীব্র নিন্দা জানাই রেগে টং
আর এইসব ব্যাপারে বয়স কোন ম্যাটারস না চোখ টিপি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

তোমার যে আসলেই বয়স হয় নাই, সেইটা আবারও প্রমাণ করলা। তাড়াতাড়ি বড়ো হও, নাইলে কত্তো কী যে মিস করতেছ, বুঝবা না চোখ টিপি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভ জন্মদিন অতন্দ্র প্রহরী! মাঝে মাঝে বার্থডে প্যারডক্সটা খুব সত্যি মনে হয়!!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতন্দ্র প্রহরী এর ছবি

অসংখ্য ধন্যবাদ মুর্শেদ ভাই হাসি

ভার্সিটিতে আমাদের ব্যাচে একটামাত্রই ছেলেকে পেয়েছিলাম, যার জন্মদিনও ২৩ এপ্রিল। বার্থডে প্যারাডক্সটা আগে জানা ছিল না। মজা লাগল হাসি

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন প্রহরী!!!
দূরে থাকি বলে কেকের দাবী ছেড়ে দিয়েছি ভাবলে ভুল করবে।
যখনই দেশে আসব, কড়ায় গন্ডায় কেকের হিস্যা আদায় করে নেব--
হুঁ হুঁ বাবা, মনে থাকে যেন।

অনিঃশেষ শুভকামনা তোমার জন্যে এবং তোমার বালিকা -র/দিগের জন্যে

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। ঠিকাছে, আপনার ভাগের কেকটা অবশ্যই রেখে দিব। পরে নষ্ট হয়ে গেলে কিন্তু আমার দোষ নাই। চোখ টিপি

অসংখ্য ধন্যবাদ অনিকেত'দা। (আমাদিগের সকলের পক্ষ হইতেই) দেঁতো হাসি

সচল জাহিদ এর ছবি

শুভ জন্মদিন রনি (অতন্দ্র প্রহরী)। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক অনেক ধন্যবাদ রিপন ভাই। আপনার জন্যও অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনার 'হাসতে নাকি জানেনা কেউ' সিরিজটা আমার খুব প্রিয় হাসি

ভাল থাকবেন।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

শুভেচ্ছাবাণী এখান থেকে কপি-পেস্ট করা হলো। কনফিউজড হয়ে আগেই বলে দিয়েছিলাম।

চারুকলার অলিগলিতে ঘোরাঘুরি কাঙ্ক্ষিত পরিণতি পাক।
ভালো থাকবেন। পাহারায় ফাঁকি দেবেন না খবরদার!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার আগের শুভেচ্ছাবাণীও দেখেছিলাম। কিছুটা সময়ের অভাবে বেশ অনেক পোস্ট পড়াও হচ্ছে না, এমনকি নিজের পোস্টের মন্তব্যগুলোরও জবাব দেয়া হচ্ছে না। উফ, দিন যে কেন ২৪ ঘন্টায় হলো! চোখ টিপি

আপনার শুভেচ্ছা, শুভকামনার জন্য অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার, প্রিয় মানুষ, প্রিয় বড়োভাই (চার্লি) দেঁতো হাসি

আপনিও ভাল থাইকেন। খোঁজখবর রাইখেন। আর নিয়মিত সব অসাধারণ উপভোগ্য সিরিজ নামায়া আমাদের তাব্দা বানায়েন হাসি

নিবিড় এর ছবি

পোষ্টে বলতে ভুলে গিয়েছিলাম তারউপর পোষ্ট দেওয়ার পর কারেন্ট চলে গেল তাই বলা হয় নাই মন খারাপ তাই এখন বলি শুভ জন্মদিন প্রহরী ভাই শ্যালিকার নাম্বার চাই দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

মূলত পাঠক এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল অতন্দ্র প্রহরী। ভালো থাকুন।

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক অনেক ধন্যবাদ "মূলত বিস্ময়"। হাসি
আপনিও ভাল থাকুন। ছড়া-কবিতা-আঁকা ছবি-গান-গল্প-রিভিউ নিয়মিত উপহার দিয়ে যান। আমি কিন্তু আপনার মূলত ভক্ত পাঠক হয়ে গেছি।

বলা হয়নি বুঝি, একটু একটু ঈর্ষাও কিন্তু করা শুরু করে দিয়েছি চোখ টিপি

জিফরান খালেদ এর ছবি

আমি বঙ্গদেশে না আসা পর্যন্ত যেন খানাপিনা মুলতবি থাকে... এইটা বিবৃতি না, হুমকি হিশেবে নেয়ার অনুমতি দিলাম

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। ঠিক আছে ভাইজান, আপনি যখন বললেন, তখন সেই কথা ফেলি কীভাবে বলেন? চোখ টিপি
এই যে দেশি সচল ভাইবোনেরা, আমি কিন্তু খাওয়াতেই চাইসিলাম, কিন্তু জিফরান ভাই মানা করল। তাই খাওয়াদাওয়া পাবেন না কেউ আপাতত। আমার কিন্তু কোন দোষ নাই চোখ টিপি

আপনার চুল আমার খুব পছন্দ হইসে। খাইছে

আপনি ভাল থাইকেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা থাকল। দোয়া করি যেন সাহসের সাথে সংগ্রাম চালিয়ে যেতে পারেন। সাথেই আছি... হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

প্রহরীর যে জন্মদিন তা তো ভুইলাই গেছিলাম। কিন্তু আমি ঠিক বারোটার সময় ফোন করছি। ফোনে অনেকক্ষন ধইরা অন্য অন্য অনেক কথা বইলা ফোন রাইখাও দিছি। তার এক ঘন্টা পরে এই পোস্ট দেইখা দেখি ব্যাটার তো জন্মদিন।

ইশ্... জটিল টাইমে তার ফোন আমি বিজি রাখছিলাম। তার গার্লফ্রেন্ডগুলার ধাতানি এইবার সে খাউক। এইডাই আমার জন্মদিনের গিফট।

আর প্রহরী, কেএফসিতে খাবো নাকি পিজা হাটে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

মিয়া, আপনারে কইষা মাইনাস করতে চাইসিলাম, কিন্তু যে 'বড়োদের কথাবার্তা' শোনাইলেন ফোনে, তারজন্য যান মিয়া সব মাফ করে দেয়া হইল চোখ টিপি

ধাতানি কিন্তু আসলেই খাইতে হইসে! আর আপনে কন এইটা গিফট! খ্রাপ! ভালু কিছু দেন মিয়া। তাইলে ওই হাটে না বাজারে কী জানি খাইতে চাইলেন, সেইগুলা খাওয়াবনে দেঁতো হাসি

যাই হোক, অনেক ধইন্যবাদ প্রিয় নজু ভাই হাসি

খেকশিয়াল এর ছবি

শুভ জরমোদিন ভাইডি
ক্যাক-কুক কো?

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতন্দ্র প্রহরী এর ছবি

ধইনাপাতা খেকু'দা।

শিয়ালে আবার ক্যাক-কুক খায় নাকি! আপনারে মুরগি খাওয়াবনে দেঁতো হাসি

তানবীরা এর ছবি

অনি ভাইকে শুভ - ইচছা ।

বড় হও ভালু হও
চারুকলার কারু হও

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনে কি কইতে চান যে আমি বড় হই নাই, আর আমি ভালু না? চিন্তিত

খালি শুভেচ্ছা দিলেই হইবে না তাতাপু। আমারে পূর্বপ্রতিশ্রুত আম্রিকা যাওনের টিকিট, হ্যান্ডিক্যাম, আইফোন দিতে হইবে। অথবা আপনার বাসায় কাজের ছেলের চাকরিটা। দিবেন নাকি কন! দেঁতো হাসি

হিমু এর ছবি

জন্মদিনে শুকনা কার্তুজের শুভেচ্ছা।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধুসর গোধূলি এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

শুকনা খ্যাতা মনে হয় ছিল না, সব হয়ত ভিজে গেছে চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক 'ডাংকে' প্রিয় হিমু ভাই খাইছে

ধুসর গোধূলি এর ছবি

- না, এখন বয়স হইছে। মানুষের শালির পিছে আর ঘুরার ইয়ে নাই। এসেছে নতুন ক্যাণ্ডিডেট, তারে ছেড়ে দিতে হবে অধিকার- কোবি বলেছেন। তাই বলি কি বিডিআর ভাই, আমার ভাগের শালিগুলোকে সমান ভাগে বন্টন করিয়া দেন আপনে বাকি সবার মাঝে। শালিদায়গ্রস্ত দুলাভাই হিসাবে এই কাজটা করেন আজকে আপনের এই শুভ(জন্ম)দিনে। আমার পুলাপানের কষ্ট আর সহ্য হয় নাগো! মন খারাপ

নিবিড় রে এই পোস্টের লাইগা পরকালে জাঝা'র লিষ্টে (ওয়েটিং) রাখা হইলো, আর বিডিআররে জীবদ্দশায় জাঝা প্রদান করার জন্য সুপারিশ করা হইলো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

আসলে বুঝাইতে চাইলেন যে আপনার শালিগুলারে যেন সবার মধ্যে ভাগ কইরা দেই, তাই না? দেঁতো হাসি ঠিকাছে, এতো এতো বছর ধরে মাইনষের কাছ থেকে শালি তো আর কম বাগাননাই মিয়া। কী আর করা, এতো করে যখন অনুরোধ করলেনই, আপনার অনুরোধ তো আর ফেলতে পারি না গুর। নাইলে আবার কষ্ট পাবেন। আমি আবার কাউরে কষ্ট দিতে কষ্ট পাই খুব। তাই কই কী, আপনের শালিগুলারে আমারে দেন আগে। আমি সর্টিং করি, যাচাই-বাছাই করি। তারপর কারে কোনটা দেব, সেইটা ঠিক করবনে চোখ টিপি

আপনে খুব ভালা মানুষ। এতো ব্যস্ততার মধ্যেও যে ফোন দিসিলেন দুপুরে, খুব ভাল্লাগসে, খুব খুশি হইসি ভাইজান। হাসি

এই দিনে আপনের জন্যও দোয়া করি যেন খুব তাড়াতাড়ি একলা থেকে দোকলা হইতে পারেন, এবং জীবনটাকে নিজের মতো করে সাজায়া নিতে পারেন। ভালো থাইকেন। কথা হবে পরে...

তানভীর এর ছবি

শুভ জন্মদিন প্রহরী

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ তানভীর ভাই হাসি

হাসান মোরশেদ এর ছবি

অভিনন্দন হে !
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ, 'শমন শেকল ডানা'র জনক মোরশেদ ভাই হাসি

মূলত পাঠক এর ছবি

আচ্ছা এমনিতে তো তাঁর দর্শন মেলে দৈনিক, আজ ভদ্রলোক গেলেন কোথায়? জন্মদিনে উড়ে বেড়াচ্ছেন না কি ফুলে ফুলে?

অতন্দ্র প্রহরী এর ছবি

হে হে হে, বেশ দৌড়াদৌড়ি করতে হলো আজ। বুঝতেই পারছেন নিশ্চয়ই... চোখ টিপি

তবে শেষ প্রশ্নটা শুনে আমাদের সন্ন্যাসীদার বহু আগের একটা সিগনেচার লাইনের কথা মনে পড়ল কেন যেন - 'মৌমাছির জীবন কি মধুর?' খাইছে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জন্মদিন হে বিডিআর! ভালো থাকো, আত্নহনন করিওনা। (বুঝে নিও কী বলছি)।

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। নাহ্ টেনশিত হইয়েন না, জাতে মাতাল হলেও তালে মনে হয় ঠিকই আছি চোখ টিপি

অনেক ধন্যবাদ পিপিদা। (আপনার আসল নামটা আজও এক রহস্যই থেকে গেলো আমার কাছে) চোখ টিপি

ভালো থাইকেন ভাইজান। পোস্ট দেন না কেন আর? আপনার তোলা ছবি মিস করি অনেক।

রানা মেহের এর ছবি

ভেবেছিলাম অপ্রর জন্মদিনে একটা উপন্যাস নামবে
অতন্দ্র প্রহরী এবং তার গোপন প্রেমিকারা চোখ টিপি

কম করে ঘুরাঘুরি
কম করে প্রেম
ভবিষ্যতে যেন ফেইসবুকের স্ট্যাটাস
'ইটস কমপ্লিকেইটেড' না হয় দেঁতো হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অতন্দ্র প্রহরী এর ছবি

এহ্! শখ কতো! খাইছে
আমার আবার গোপন কী। সবই তো এখন ওপেন, এনটিভির (এন=নিবিড়) বদৌলতে চোখ টিপি

অসংখ্য ধন্যবাদ প্রিয় রাপ্পু। হাসি

এপ্রিল শেষ হতে এখনো এক সপ্তাহ বাকি। আশা রাখি এর মধ্যেই একটা পোস্ট পাব, নাকি? এভাবে অপেক্ষায় রাখা একদমই ঠিক না। নইলে কিন্তু ছয় মাসের চক্রও কিন্তু ভেঙে যাবে! দেঁতো হাসি

নিবিড় এর ছবি

এনটিভি নামটা পছন্দ হইছে দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

রানা মেহের এর ছবি

নিবিড়ের লেখার জন্য উত্তম জাঝা!
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নিবিড় এর ছবি

লইজ্জা লাগে


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠিক। প্রথমে ভেবেছিলাম 'সাজা' দিব, কিন্তু পরে মনে হলো এই লেখার জন্য 'জাঝা'ই প্রাপ্য ওর হাসি

বিপ্রতীপ এর ছবি

বিডিআর ভাইকে জন্মদিনের শুভেচ্ছা...

আর নিবিড়কে পাঁচতারা... চলুক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

অতন্দ্র প্রহরী এর ছবি

অসংখ্য ধন্যবাদ বিপ্রদা। ভালো থাকবেন। হাসি

আলমগীর এর ছবি

জন্মদিনে একঝাক শুভেচ্ছা!

অতন্দ্র প্রহরী এর ছবি

অসংখ্য ধন্যবাদ আলমগীর ভাই হাসি

লেখালেখি, সফটওয়্যার বানানো, গানাবাজনা নিয়ে ভালো থাকবেন। আপনার জন্যও শুভেচ্ছা রইল।

ভুতুম [অতিথি] এর ছবি

জন্মদিনে শুভেচ্ছা।

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ। নিয়মিত লিখুন। ভালো থাকুন।

অতন্দ্র প্রহরী এর ছবি

অসংখ্য ধন্যবাদ অরূপ'দা।

নুরুজ্জামান মানিক এর ছবি

শাহরিয়ার মামুন ওরফে অতন্দ্র প্রহরীর জন্মদিনে পারিজাত শুভেচ্ছা রইল ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ মানিক ভাই।

হাসিব ভালো আছে এখন, আশা করি। ভালো থাকবেন।

পান্থ রহমান রেজা এর ছবি

কালক্যা রাইতে অনেকক্ষণ ধরে প্রহরী ভাইয়ের লগে ক্ষুদ্রবার্তা আদান-প্রদান হইলো। ক্ষুদ্রবার্তায় তিনি আমারে বারেবারে অভিহিত করতেছিলেন, বালক বলে। তখন তারে কইতেছিলাম, আমি এখন নিজের কাপড় নিজেই কেচে দিই, রান্নাও করি। আর ছুটির দিনে নিজের ঘরদোর ঝাড়পোচ করি। কাজেই আমি এখন দায়িত্ব নিতে শিখেছি। এতকিছু বলার পরেও অপ্র ভাইজান আমাকে বালক ভিন্ন অন্য কিছু ভাবতে নারাজ। তখন এর শানে নুযুল বুঝি নাইক্যা। নিবিড়ের পোস্ট পড়ে একটা ইঙ্গিত একটা পাইলাম। আর গোপন সুত্রে আরো একখানা খবর পাইলাম, তাহার সেজো শ্যালিকাটা মনিপুর স্কুলে ক্লাস সেভেনে পড়ে। তাহারে নাকি আমার লগে...। লইজ্জা লাগে

শুভ জন্মদিন অপ্র ভাই।

নিবিড় এর ছবি

পান্থ ভাই আরেকটা গোপন খবর দিই, উনার বড় শ্যালিকা ইউনিতে পড়ে লইজ্জা লাগে


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

তোমারে আরেকটা গোপন খবর দেই, পরবর্তীতে যেদিন দেখা হবে তোমার সাথে, তোমার মাথা ফাটাব! রেগে টং

নিবিড় এর ছবি

ফাটলে আমার মাথা
-কাদবে আপনার শ্যালিকা খাইছে


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

সাবধানে থাইকেন। যে কোন সময় আপনার বিরূদ্ধে শিশু নির্যাতনের মামলা দায়ের করা হইতে পারে চোখ টিপি

ইশ আপনি যে কবে বড়ো হবেন! কাপড় ধুইলে আর রান্নাবাটি খেললেই মানুষ বড়ো হয় না, বুচ্চেন? তাড়াতাড়ি বড়ো হন। আর তারপর লীনাপুর ননদকে বিয়া করেন। এই কামনাই করি আজকের এই মহান দিনে চোখ টিপি

অসংখ্য ধইন্যবাদ। ভালো থাইকেন। নিয়মিত গল্প লেখেন। আগামী বইমেলায় আপনাকে মলাটবন্দী দেখতে পারব, এই আনন্দে উন্মুখ হয়ে অপেক্ষায় থাকলাম হাসি

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন, শাহরিয়ার!

অতন্দ্র প্রহরী এর ছবি

অসংখ্য ধন্যবাদ প্রিয় (বেক্কল) ছড়াকার আক্তারাহ্মেদ ভাই হাসি

আহমেদুর রশীদ এর ছবি

শুভ জন্মদিন.........................................................

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ টুটুল ভাই।

শেষ পর্যন্ত আসলেন না তো পার্টিতে। আপনার জন্য 'শুদ্ধস্বর' রেস্তোরাঁতে অনেকক্ষণ অপেক্ষা করলাম... চোখ টিপি

গৌতম এর ছবি

বালক অতন্দ্র প্রহরীর জীবন বালিকাময় হউক- জন্মদিনে এই উইশ!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। চমৎকার ও দরকারি উইশের জন্য অনেক ধন্যবাদ গৌতম'দা।

আপনার 'ব্যাচেলর', 'বাবুর্চি' জীবন আরো মজাদার হোক। ক্ষুধার্ত মানুষকে (এই অধম প্রহরী) গভীর রাতে খাওয়ার দাওয়াত দেয়ার জন্য আপনার ঘরে কখনোই খাবারের অভাব না হোক। আর মাছ ভাজার কাজে খুব তাড়াতাড়ি দক্ষ হয়ে উঠুন। হাসি

ভালো থাইকেন।

s-s এর ছবি

ফ্রস্ট নিক্সনকে নিয়ে লেখাটা আপনি লিখেছিলেন? সুন্দর হয়েছিলো। ভালো থাকবেন , জন্মদিনের শুভেচ্ছা রইলো। কেমন কাটলো দিনটি, আপত্তি না থাকলে জানাবেন। শুভাশীষ।

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??[/color]

অতন্দ্র প্রহরী এর ছবি

জ্বী। "ফ্রস্ট/নিক্সন"-এর রিভিউ(/প্রতিক্রিয়া)টা আমারই লেখা ছিল। আপনার ভালো লেগেছিল জেনে খুব খুশি হলাম। আমারও কিন্তু আপনার 'সূচি-অশুচি' গল্পটা দুর্দান্ত লেগেছিল। ভালো লেগেছিল রেইনকোট সিনেমার গান 'মথুরা নগরপতি'র অনুবাদটা।

যাই হোক, দিনটা খুবই ভালো গেছে। খাইলাম-খাওয়াইলাম-ঘুরলাম-গিফট পাইলাম-কিছু ভাল সময় কাটালাম-গল্প করলাম... এইসব হাবিজাবি আর কি। ফেসবুক, এসএমএস, ফোনকলে প্রচুর শুভেচ্ছা পেলাম সারাদিনে। সব মিলিয়ে অনেক ভালো গেছে। এরচেয়ে ভালো হয়ত আশাও করতে পারতাম না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকে আরো নিয়মিত দেখার প্রত্যাশায় থাকলাম।

লুৎফর রহমান রিটন এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভ কামনা অতন্দ্র প্রহরী।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

অতন্দ্র প্রহরী এর ছবি

নিজেরই ঠিক বিশ্বাস হচ্ছে না! আপনার কাছ থেকে শুভকামনা পেয়ে এত্তো খুশি হলাম যে বলার মতো না। ভালো থাকবেন, রিটন ভাই। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হাসি

রেনেট [অতিথি] এর ছবি

জন্মদিনে প্রহরী ভাই ম্যালা ব্যস্ত, বোঝা যাচ্ছে চোখ টিপি
শুভেচ্ছা, জন্মদিনের।

অতন্দ্র প্রহরী এর ছবি

এই আর কি, আপনাদের দোয়াতে কিছুটা ব্যস্ত ছিলাম চোখ টিপি

অনেক ধইন্যবাদ, রান্টু ভাই। ভালো থাইকেন। হাসি

মুস্তাফিজ এর ছবি

অতন্দ্র প্রহরীকে জন্মদিনের শুভেচ্ছা

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

অসংখ্য ধন্যবাদ, প্রিয় মুস্তাফিজ ভাই। হাসি

ভালো থাইকেন। আর চকলেট পাইনি কিন্তু এখনও চোখ টিপি

মুস্তাফিজ এর ছবি

বড়দের চকোলেট খেতে হয় না
(তবে বর রা খেতে পারে)

আর ছোটদের চকোলেট খেতে হয় না দাঁতে পোকা হয় বলে

...........................
Every Picture Tells a Story

নজমুল আলবাব এর ছবি

বিডিয়াররে শুভেচ্ছা। আশা করি আমাদের বিডিয়ারের নাম বদলানোর জন্যে চাপ আসবে না।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ, অপু ভাই। এ পর্যন্ত নাম তো আর কম পাইলাম না। দেখা যাক এরপর বদলায়া কোনটা পাই দেঁতো হাসি

ভালো থাইকেন। আপনার জন্যও শুভেচ্ছা।

মৃদুল আহমেদ এর ছবি

আপনেরা ব্যাকতে মিইলা দেখি অতন্দ্র প্রহরীরে অতন্ত্র প্রেমিক বানানোর চেষ্টায় আছেন...
পুলাডায় তো মনের দুঃখে চারুকলার শুকনা খালে ঝাঁপ দিয়া আত্মহত্যা করতে গিয়া ঠ্যাঙ ভাইঙ্গা প্রেমিকার করুণার শিকার হইয়া আরো কষ্টে পইড়া চোখ মুছতে মুছতে দেখব প্রেমিকা অপর চার ঠ্যাঙ সর্বস্ব আরেকজনের হাত ধইরা অম্লানবদনে দেশের বাইরে রওনা দেয়ার সময় বলতেছে, তুমি মন খারাপ কইরো না, সারাজীবন তোমার কথা আমার মনে পড়ব... আর সেই কথা শুইনা প্রহরী আরেকবার ঝাঁপ দিব সেই শুকনা ঝিলে উইথ বোথ অফ ক্রাচ!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। ভালো বলসেন দেঁতো হাসি

তা, বেশি বেশি বাংলা ছি!নেমা দেখতেসেন নাকি আজকাল? চোখ টিপি

তাহসিন আহমেদ গালিব এর ছবি

চারুকলার ক্রেজ অনি ভাই ওরফে শাহরিয়ার মামুন ওরফে অতন্দ্র প্রহরী ওরফে বিডিআর ভাই-কে
জন্মদিনে লাল সালাম থুক্কু জন্মদিনের শুভেচ্ছা।
জন্মদিন শুভ হোক!

-------------------------------------------------
Not All Men Are Fool, Some Are Bachelor!

অতন্দ্র প্রহরী এর ছবি

আরে না রে ভাই, ক্রেজ-ফ্রেজ কিছুই না। সব মজা করেই লিখসে। হাসি

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ছবির সাথে কথা বলসেন, আশা করি। ভালো থাকপেন। হাসি

স্বপ্নাহত এর ছবি

শুভ জন্মদিন রনি ভাই। এই বছরেই আপনার বিয়েটা সম্পন্ন হোক এই শুভকামনায়...

---------------------------------

তাও তো ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ জিহাদ। হাসি
এতকিছু থাকতে, এই বছরেই মইরা যাই, এইটাই চাইলা? চোখ টিপি

এনকিদু এর ছবি

শুভ জন্মদিন । জেগে থাকুন, তন্দ্রাহীন । লিখতে থাকুন, বিরামহীন । ভাল থাকুন, চিরদিন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক অনেক ধন্যবাদ কদু ভাই। আপনিও ভালো থাকুন। হাসি

অছ্যুৎ বলাই এর ছবি

আইজকা বিডিআরেরও জন্মদিন!!! সুখে সমৃদ্ধিতে কাটুক সারাটা জীবন।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

- সুখ নাহয় বুঝলাম, কিন্তু সমৃদ্ধি ক্যামনে ঘটপে, যুদি ইট্টু বুঝায়া কতেন বলাই'দা! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনি এইটা বোঝেন না! হায় হায়! আপনার তো তাইলে শালিময় সমৃদ্ধ জীবন কখনোই কপাল জুটপে না চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ বলাই'দা। ভালো থাকবেন। হাসি

কল্পনা আক্তার এর ছবি

শুভ জন্মদিন মামুন, কেক-কুক কবে খাওয়াবে....

........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অতন্দ্র প্রহরী এর ছবি

থ্যাংকু উমরাও-জান আপু। খাইছে

কেক-কুক তো খাওয়াইতেই চাই, কিন্তু আপনিই তো খালি বিদেশে-বিদেশে ঘুরে বেড়ান, কিন্তু চকলেট আনেন না আমার জন্য মন খারাপ

কীর্তিনাশা এর ছবি

শুভ জন্মদিন প্রহরী ভাই। হাসি

তা ভাই আপনি গেলেন কই??

নিবিড়কে অনেক অনেক উত্তম জাঝা! এত চমৎকার পোস্টের জন্য। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ নাশু ভাই। একটু ব্যস্ত ছিলাম তো, তাই.... হাসি

ভালো থাইকেন।

মুশফিকা মুমু এর ছবি

মিস্টার চারুকলার ক্রেজ কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, কিন্তু দারুন মাইন্ড করলাম, নিবিড়ের স্বপ্নে তোমার বিয়েতে আমার ইনভাইট কৈ?? আমি পাইনাই কেন?? মন খারাপ নেক্সবার স্বপ্নে হোক রিয়েল হোক দাওয়াত না পাইলে কিন্ত.............

এবার জন্মদিনের উইসে আসি, দোয়া করছি যেন এবছর সব মেঘ কেটে গিয়ে নতুন সূর্য ওঠে আর তোমার ছবির ঐ কাকটাও উড়ে গিয়ে একটা টিয়া এসে বসে হাসি অনেক অনেক শুভ কামনা রইল, আর তোমার কেক পাঠালামো না আর তোমাকেও কেক পাঠানোর কথা বললাম না কারণ ডায়েটে আছি মন খারাপ

খুব খুব ভাল থাকো হাসি মজা করো হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতন্দ্র প্রহরী এর ছবি

নিবিড় কি স্বপ্নে বিয়া দেখল, নাকি জন্মদিন? আমি নিজেই তো এখন কনফিউজড হয়ে গেলাম ইয়ে, মানে...
তবে তোমাকে দাওয়াত না দিয়ে নিবিড় এইটা একটা কাজ করসে? ওকে মাইনাস দিলাম! রেগে টং আমি স্বপ্নে এরকম কিছু দেখলে তোমাকে সবার আগে দাওয়াত দিতাম, সাথে তোমার ওই দুই বান্ধবীকেও - ডিম আর সোফ চোখ টিপি

যাই হোক, তোমার উইশের জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব খুশি হইলাম। অনেক ভাল্লাগলো হাসি কিন্তু আমার কেকটা তাড়াতাড়ি পাঠাও! তুমি আজকাল কথা দিয়া কথা রাখো না। তোমার না প্রাইভেট প্লেন পাঠানোর কথা ছিল! এখনো পাঠাওনি কিন্তু মন খারাপ
আর তুমি না হয় ডায়েটে আছো, আমি কিন্তু নাই চোখ টিপি তাই কেকের অপেক্ষায় থাকলাম।

তুমিও ভালো থাইকো। আবারও ধন্যবাদ। কথা হবে পরে হাসি

কনফুসিয়াস এর ছবি

আহা, একসময় চারুকলায় আমিও যেতাম। অবশ্য কার্জনের সঙ্গিনীকে সঙ্গে করেই। হাসি
যাহোক, শুভ জন্মদিন প্রহরী। জীবন বালিকাময় হয়ে উঠুক আপনার।

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ, প্রিয় গল্প-লেখক, প্রিয় মানুষ - কনফু ভাই হাসি

সুবিনয় মুস্তফী এর ছবি

শুভ জন্মদিন, প্রহরী!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ, সুবিনয়'দা হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

জন্মদিনে প্রহরীকে অফুরান শুভেচ্ছা। হাসি
নিবিড়কে অভিনন্দন, এইরকম একটা লেখার জন্য।
আজকের দিনটা গেলে পরে, থাক, সেই কথা পরে হবে... চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনারে অফুরান ধইন্যবাদ, আফামনি। হাসি
দিন তো শেষ, তা কিছু কি বলতে চাচ্ছিলেন? চোখ টিপি

দময়ন্তী এর ছবি

জন্মদিনের অনেক শুভকামনা৷ খুব ভাল থাকুন আত্মীয় বন্ধু সবাইকে নিয়ে৷
আশাকরি জন্মদিন বালিকাময় কেটেছে৷ দরকার হলে বলবেন, কিছু বালিকার সাথে আলাপ করায়ে দেবোখনে৷ দেখেন, লজ্জা কইর‌্যেন না যেন৷ হাসি
------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক অনেক ধন্যবাদ দময়ন্তী'দি।

আমার তো আপাতত লাগবে না, তাই আপনি না হয় নিবিড় আর পান্থ'দাকে কয়েকটা বালিকার সাথে পরিচয় করায়া দেন, তাদের একটু বেশিই দরকার চোখ টিপি
আর আমার তো জানাই থাকলো। কখনো দরকার হইলে আপনাকে সবার আগে ধরবো দেঁতো হাসি

ভালো থাকবেন দিদি। হাসি

ভূঁতের বাচ্চা এর ছবি

মামুন ভাই দেখি জন্মদিনে পুরাই লাপাত্তা !
আবারো জন্মদিনের শুভেচ্ছা জানাই।
আশাকরি, দিনটা বেশ ভাল কাটছে।
--------------------------------------

--------------------------------------------------------

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক অনেক ধন্যবাদ বাচ্চা ভূঁত হাসি
দিনটা অনেক ভালো গেছে। আবারো ধন্যবাদ। ভালো থাকবেন।

দ্রোহী এর ছবি

সবার শেষে এসে চোরের মত করে বলি,

শুভ জন্মদিন বিডিআর!!!

অতন্দ্র প্রহরী এর ছবি

আরে কী যে বলেন না ভাইজান! আগে-পরে কিছু নাই, শুভেচ্ছা জানাইলেন যে, এইটাই অনেক। অসংখ্য ধইন্যবাদ হাসি

অনেকদিন কিছু লিখতেছেন না। ঝামেলা শেষ হয় নাই এখনো? তাড়াতাড়ি পোস্ট দেন...

একরামুল হক শামীম এর ছবি

হা হা হা হাসি
অতন্দ্র প্রহরীকে জন্মদিনের শুভেচ্ছা
----------------------------------------------------------
স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন দেখতে এবং দেখাতে চাই আজীবন।
----------------------------------------------------------

----------------------------------------------------------
স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন দেখতে এবং দেখাতে চাই আজীবন।
----------------------------------------------------------

দৃশা এর ছবি

খাইছে খুটি খুটি মন্তব্য।
যাক আমি লাস্টের দিক থেইকা ফার্স্ট, এট্টু দেরী হইছে সেইটা বিষয় না।
শুভ জন্মদিন।

দৃশা

সাইফুল আকবর খান এর ছবি

বহু দেরি করলাম। কিছু বলবো এখন আর?! চোখ টিপি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।