০।
মানুষ কেন ইতিহাস থেকে শিক্ষা নেয় না জানেন? কেন হিটলার নেপলিয়নের উদাহারণ থাকার পরও রাশিয়া আক্রমণ করেছিল জানেন? আগে না জানলেও গত দিন দু'য়েক থেকে জানি। ইউনিতে উঠার পর সবাই খালি উপদেশ দিত- ইউনিতে মোটামুটি রেজাল্ট করা কোন ব্যাপার না। খালি নিয়মিত ক্লাস করবা আর প্রতিদিন অন্তত এক ঘন্টা পড়াশুনা করার চেষ্টা নিবা। এইটা কোন ব্যাপার হল!!! কিন্তু এইটাই একদিন ব্যাপার হয়ে গেল। সারাদিন ঘুরাঘুরি, আড্ডা আর সাথে যাই করি না কেন, পড়তে বসা আর হয় না। তাই প্রতিবার পরীক্ষার আগেই দৌড় শুরু হয়ে যায়, ঘাম ছুটে যায়। তাই গত কয়েকদিন জীবন যৌবন সব বন্দী ছিল পরীক্ষার খাঁচায়।
এইবার বুঝতে পারছেন কেন হিটলার রাশিয়া আক্রমণ করেছিল।
০১।
গতকাল পরীক্ষা শেষে দারুন একটা চিন্তা মাথা থেকে গেল, তাই ভাবলাম যাই মাথার উপরটাও খালি করে আসি। পরীক্ষার শেষে দুপুর বেলা তাই ঢুকে গেলাম এক সেলুনে। দারুন গরমের ভিতরে এসির বাতাসে শরীরটা জুড়িয়ে গেল আর তারপরে মাথায় নাপিত ভায়ার চিরুণী পরতেই ঘুমে মনে হয় দুই চোখ বন্ধ হয়ে আসতে চাইল কিন্তু তারপরেও বন্ধ হল না কারণ দোকানের ভিতরের টিভিতে তখন হঠাত মাধুরী এসে হাজির। এদিকে নাপিত ব্যাটা একবার মাথা এদিক ঘুরায় তো আবার ঐদিক ঘুরায়। কিছুতেই শান্তি মত আর মাধুরী কে দেখতে পারি না। যতই দেখার চেষ্টা নিই ততই নাপিত ভায়া বিরক্ত হয়। শেষে ব্যাটা আর থাকতে না পেরে দিল টিভি টা বন্ধ করে। আমি বললাম ভাই কি হইল? টিভি টা ছাড়েন না, একটু মাধুরীর নাচ টা দেখি। এইবার দেখি ব্যাটা বলতাছে- আজকালকার পোলাপাইন খ্রাপ, খুব খ্রাপ।
০২।
আমাদের সবার আনুগত্য কি আজকাল সারাদেশে দুই ভাগে ভাগ হয়ে গেছে? দেশের কথা কি আজকাল খুব বেশি একটা ভাবার দরকার নাই। দল দুইটার প্রতি আনুগত্যই কি দেশপ্রেমের নিয়ামক?
আগে ক্লাসে এক ম্যাডাম আমাদের স্থানীয় সরকার পড়ানোর সময় আমাদের দেশে একটা স্বাধীন স্থানীয় সরকার কমিশন থাকা যে কতটা জরুরী তা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলেন। আমরা পুরা ক্লাস তাই একসময় তাই একসময় ভাবতে থাকলাম যে এইটাই স্থানীয় সরকার ব্যবস্থার সমস্ত অব্যবস্থা দূর করার প্রধান উপায়। ত্বত্তাবধায়ক সরকার এই আইন টা করার জন্য আমার মনে হত এই ব্যাটাদের কিছু ভাল কাজের অন্তত এইটা একটা। কিন্তু হঠাৎ কি যে হইল স্থানীয় সরকার কমিশন উধায় হয়ে গেল, এইটার নাকি সাংসদীয় সরকার ব্যাবস্থায় বেশি দরকার নাই। কিন্তু বাংলাদেশের আগের সংসদ গুলোর সময়কার স্থানীয় সরকারের ইতিহাস জানি বলে বুঝলাম সবি ফালতু বকোয়াজ।
তবে আসল কথা হল আজকাল ক্লাসে এই নিয়ে খুব একটা উচ্চবাচ্চ শুনা যায় না কারণ দল ক্ষমতায়।
০৩।
লেখাটা লিখতে লিখতে হঠাৎ করে ইচ্ছে ঘুড়ি তে করে উড়াল দিলাম। দেখি ওয়ারফেইজ নিয়ে পোলাটা ব্লগে লেখার মধ্যে নাড়াচাড়া করছে। এইটা দেখে পুরান একটা ঘটনা মনে পড়ে গেল। তখন আমি ক্লাস টেনে নতুন। আমাদের কলেজে তখন অ্যাটলেটিক্স চ্যাম্পিয়নশীপ চলছে। আমরা ইন্টারমিডিয়েট গ্রুপে, সাথে ক্যান্ডিডেটস।
মাঠে তখন ৪০০মিটার রিলে রেস আমাদের গ্রুপের আর মাইকে গান বাজছে ওয়ারফেইজের ধূপছায়া। রিলেতে তখন তিন জনের দৌড় শেষ। শেষ ল্যাপে আমাদের হাউজের আযিজুল ভাই দৌড়াচ্ছে। তিন হাউজের তিন জনের মধ্যে উনিই শেষ ব্যাক্তি। আর প্রায় ২০০ মিটারের মত বাকী। ঠিক সেই সময় ওয়ারফেইজের ধূপছায়া গানের সেই ধূপছায়া টানটা আসল। আর ঠিক তখন আযিজুল ভাই রিলের তার সেই বিখ্যাত টান দিল। মাইকে তখন ধূপছায়ার সেই টান আর আমরা মাঠে ফার্স্ট। কেন যেন সেইদিন আমার মনে হইল ওয়ারফেইজ যদি ধূপছায়ার টান টা না দিত তাইলে হয়ত আমরা সেইদিন ফার্স্ট হইতাম না।
০৪।
এই তিন তারিখ ছিল আমাদের বন্ধুত্বের দশ বছর, ৫০টা ছেলের সাথে বা হয়ত ৫০০ টা ছেলে-মেয়ের সাথে। ইন দ্যা ইয়ার নাইন্টি নাইন তিন জুন আমরা তখন ক্লাস সেভেন, ঠিক সেই সময় থেকে, ঠিক সেই সময় থেকেই শুরু। কত কান্না, কত মারামারি, কত হাসাহাসি আর সাথে কত স্বপ্ন। সেই সময় ছিলাম ৪ফুট ৭, আজকে ৫ফুট ৭। মাঝখানে দশ বছর আর একফুট উচ্চতা। কিন্তু আমরা কেও আর চেঞ্জ হইলাম না তেমন একটা। শুভ্র এখনো খালি হাসে তো ইশতি মানুষ কে টিজ করার উপায় খুজে, জাহিদ এখনো মাথার একহাত উপর থেকে হাসি দেয়। পোলাপাইন গুলা এখনো চেঞ্জ হইল না সেই ক্লাস সেভেন রয়ে গেল।
০০।
অনেকদিন সচলে জন্মদিনের পোষ্ট ছাড়া তেমন কিছুই লেখা হয় না। তাই আজকে লিখতে বসে অনেক কিছু বলে ফেললাম। বাস্তবেও যদি এইভাবে নিশ্চিন্তে সবাইকে অনেকদিন পরে দেখা হবার পর সব বলে দেওয়া যেত।
মন্তব্য
শেষ লাইনটা লাগলো।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
হুম
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
সারাদিন ঘুরঘুর করা ঠিক না।
মাঝেসাঝে লিখতে বইসেন।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আইচ্ছা
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
০ ...
প্রতিদিন একঘন্টা পড়ালেখা? কোন গান্ধা কইছিল রে এই কথা???? আঁতেল জানি কোনখান কার ...
১ ...
ইদানিং হিন্দি সিনামার নাচ গান নাকি সিরাম হইছে । আজকে একজন এই তথ্য দিল ...
২ ...
আচ্ছা এইটা সম্পর্কে আমার কোন ধারণা নাই। তোর কাছ থেকে শুনতে হবে পরে ...
৪ ...
তুই তো উচ্চতায় আমার হাঁটুর কাছে। তাইলে তোর আর আমার হাইট এক হয় কী করে। তাহলে কি আমি ছয় ফিট হয়ে গেছি ...
পরিশেষে এতো বিশাল মন্তব্য পড়ার জন্য একটা জোক উপহার দেই -
আমাদের এলাকার পোলাপান ভোটার আইডি কার্ড করতে বের হইছে। একবাসায় যাবার পর এক লোককে জিজ্ঞেস করে, ভাই আপনার ব্লাড গ্রুপ?
লোকটা বললো- ভাই সময় তো পাই না, কয়েকবছর আগে শেষ যেবার মাপছিলাম তখন সি- নেগেটিভ ছিল, এখন কী অবস্থা জানি না। দেখি একদিন সময় করে যেতে হবে ... ধন্যবাদ।
০।
ঐ ভাই প্রথম শ্রেণীতে প্রথম হইছিল তাইলে বুঝ আতেল না হইলে কেম্নে কি
০১।
এইটা এখনকার সিনেমা না। তোর আর আমার বয়স যখন ধর ৫/৬ তখনকার সিনেমা (দেতোহাসি)
০৪।
উচ্চতা আজেকেও মাপলাম
আর জোক্স শুনে তোরে সচল জোকার উপাধি দিব কিনা তাই ভাবতাছি
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
দুর্দান্ত... চলুক মন পবনের নাও।
পড়ার জন্য ধন্যবাদ ইশতি ভাই
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
নিবিড়, বেশী ইধার উধার তাকানো ঠিক না। চোখের থেকে মনের উপর প্রেশার আসে। চোখ মনিটরে রেখে লেখা লেখিই করে যাও, স্বাস্থ্যের জন্য ইহাই উত্তম আমার মনে হয় ঃ)
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
- হিটু মামু আছিলো বুদ্ধিমান, তাই রাশা আক্রমন করছিলো।
আপনের মাধূরী ভাবীরে অতো দেইখেন না, মাইনষে কী কইবো?
মাথা হালকা হইলো, মাথার উপরিভাগও। এইবার মাথার ভিতরের ভাগ হালকা করেন। মন পবনের আরও কয়েকটা নাও ভাসায়া দেন সচলের শান্ত পানিতে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সময় ব্যাটা বড়ই খারাপ তারে সময় মত পাওয়া যায় না , পাইলে আর নাও ভাসাবো
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ধন্যবাদ
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
হুম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হুম
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
হাহাহাহা আসলেই আমরাও এখোনো সেই ছোট বেলার বন্ধুদের সাথে দেখা হলে, সেই সব স্মৃতি মনে পড়লে তখন আর মনে থাকেনা যে এখন কত বড় হয়ে গেসি
লেখা খুব ভাল লাগল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আপ্নেও তাইলে বড়দের দলে
অনেকদিন পর আপনার কমেন্ট পেয়ে ভাল লাগল
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
লেখা চমৎকার লাগলো। আরো চাই এমন লেখা।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ভালো লাগলো।
মাধুরীর নাচ আর ক্লাস সেভেন-গুলা কী যে ইউনিভার্স্যাল!
মন খ্রাপ লাগে, খুব খ্রাপ!
আমার তো খালি অতীতে ফিইরা যাইতে ইচ্ছা করে বছর-কয় পরে পরেই।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
উপায় নাইরে ভাই উপায় নাই, অতীতে যাবার কোন উপায় নায়। পড়েন নাই সময় নামক জিপসী বুড়োটার নাকি পিছনে ফেরার সময় নাই
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মন পবনের নাও'টা তো দুর্দান্ত হচ্ছে।
রায়হানের মতো ফাকিবাজ না হয়ে সিরিজটা নিয়মিতো চালিয়ে নিয়েন ভাই। আখেরে অশেষ পাইবেন
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
রায়হানের মত একটা ফাকিবাজ পোলার সাথে আমার তুলনা করা ঠিক না
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
আমি কিন্তু ধারে কাছেই আছি। খুউপ খিয়াল কইরা ...
যাদের ঘুড্ডি আছে তাদের কথায় আমি তেমন একটা পাত্তা দেই না
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
আহা! মাধুরী। যো পেয়ার করতা... যৌবন জাতা হ্যায়! সেই নাচের মুগ্ধতা বড়কালেও গ্যালো না।
পান্থ দা আপনে বড় হইলে কেম্নে কি?
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
তেমন কিছু বলার নাই। শুধু বলি, লেখাটা ভাল লাগল। সিরিজ চলুক।
কথাটা শুনে আমারো ভাল লাগছে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
নতুন মন্তব্য করুন