আচ্ছা বলেন তো, সচলে অতিথি লেখকরা সাধারণত কি ধরনের পোস্ট লিখেন না? উত্তরটা আমিই দেই- জন্মদিনের পোস্ট। তাই জন্মদিনের পোস্ট লিখার প্রতি আমার লোভ সেই অতিথি থাকার সময় থেকেই। আর সেই সময়ই ঠিক করছিলাম জনাকয়েক সচলের জন্মদিনের পোস্ট যে কোন মূল্যে আমিই দিব, এমনকি সচলের সরকারী জন্মদিনের পোস্ট লেখক সবজান্তা ভাইকেও এই সুযোগ দিব না। আজকে একজনের ক্ষেত্রে এই সুযোগ হারাচ্ছিলাম একটুর জন্য কিন্তু ভাগ্য সুপ্রসন্ন তাই প্রায় ১৮ ঘন্টা দেরীতে হলেও পোস্ট খানা আমিই লিখছি।
সচলে নানা রকম ঈর্ষনীয় ক্ষমতার দারুন সব লেখক আছেন যাদের লেখার হাত আমাকে সব সময়ই মুগ্ধ করে। কিন্তু সম্ভবত সচলে প্রায় সবাই কে চমকে দেওয়ার মত অভিজ্ঞতার ঝুড়ি আছে একজনেরই। প্রতিদিন ক্লাস শেষে বসেবসে কত পরিকল্পনাতো আমরাও করি কিন্তু দিনশেষে তো সেই ছকবাধা জীবন আমাদের। কিন্তু ভিন্ন ধাতুতে গড়া কিছু লোকজনও থাকে যারা তাদের ইচ্ছে গুলোকে বাস্তবে রূপ দিতে পারে। বন্ধুর সাথে কথার ভিত্তিতে একজন মানুষ অনায়াসে বিক্রি করে দিতে পারেন প্রিয় কাওয়াসাকি মটরসাইকেল, উড়াল দিতে পারে একদম অজানা কিছুদেশের দিকে। আর এই উড়াল দিতে পেরেছিলেন বলেই হয়ত বত্রিশ বছর পরেও আমরা গোগ্রাসে গিলতে থাকি তার কাবুল, দিল্লী কিংবা গ্রীসের গল্প। সেই উড়াল দিয়েছিলেন বলেই হয়ত বারী ভাইয়ের মত এক সুহৃদের দেখা পেয়েছিলেন চরম প্রতিকূল পরিবেশে। আর সেই উড়াল দিয়েছিলেন বলেই হয়ত আজো আমরা অবাক বিস্ময়ে পড়ি তার জাহাজী জীবনের গল্প।
অবশ্য এই সচলের লেখার সাথে আমার পরিচয় কোন ভ্রামণ কাহিনি দিয়ে নয় বরং অণু গল্প আর ছোট গল্প দিয়ে। তার অণুগল্পের অসাধারণ মোচড় গুলো যে অন্তত আমার লেখা দুইটা অণুগল্পকে প্রভাবিত করে নি সেইটা অস্বীকার করলে আসলে মিথ্যা বলা হবে। তার অণুগল্প "খুনী" কিংবা "বিপদ" আমার মতে যেকোন অণু ক্লাসিকে স্থান পাবার যোগ্য। সাধারণ বর্ণনার মাঝ দিয়ে গল্পের শেষে তার যে আচমকা মোচড় তা আসলে পাঠক হৃদয়ের অব্যর্থ নিশানা ছুতে দারুন কার্যকর।
লোডশেডিং এর সময় হয়ে এল তাই আর কোন কথা না বাড়াই তীরুদা, এমনিতেই বহু দেরী হয়ে গেল। আশা করি বিশ ঘন্টা দেরীতে দেওয়া আপনাকে আমাদের জন্মদিনের শুভেচ্ছা পকেটে ঢুকাতে দেরী করবেন না।
শুভ জন্মদিন প্রিয় তীরন্দাজ
মন্তব্য
দেরীতে হলেও শুভ জন্মদিন তীরুদা।
আমাদের জন্য এমন আরও চমৎকার লেখা দিন।
ভাল থাকুন সবসময়।
নিবিড়ের জন্মদিনের পোস্ট ও দারুণ হয়েছে।
শুভ জন্মদিন তীরুদা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
তীরুদা, শুভ জন্মদিন আমার প্রিয় গল্পকার,প্রিয় মানুষ!
নিবিড় কে বিশ লক্ষ তারা এমন চমৎকার লেখা দেবার জন্যে----
শুভ জন্মদিন তীরুদা
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আমি তো ভাবছি কালকে ৩০ তারিখ। তার মানে আমি একদিন পিছিয়ে
শুভ জন্মদিন তীরন্দাজ ভাই।
জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল তীরুদার জন্য।
দিনটা আশাকরি অনেক ভাল কাটছে।
-------------------------------------------
--------------------------------------------------------
শুভ জন্মদিন...
শুভ জন্মদিন তীরুদা !
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
তাহলে আমরা এখন সচলের সরকারি জন্মদিনের পোস্ট লেখক আরেকজন পেলাম যে শুধু তাই নয়, একেবারে ফাটাফাটি ! আর হবেই বা না কেন ! যাঁকে নিয়ে লেখা, তিনি যে আমাদের তীরু দা !
শুভ জন্মদিন তীরু দা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন সবসময়।
তাহলে আমরা এখন সচলের সরকারি জন্মদিনের পোস্ট লেখক আরেকজন পেলাম যে শুধু তাই নয়, একেবারে ফাটাফাটি ! আর হবেই বা না কেন ! যাঁকে নিয়ে লেখা, তিনি যে আমাদের তীরু দা !
শুভ জন্মদিন তীরু দা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন সবসময়।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শুভ জন্মদিন তীরন্দাজ ভাই। মেনি হ্যাপি রিটার্নস
শুভ জন্মদিন তীরুদা
ভালো থাকুন সবসময়
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
শুভ জন্মদিন তীরন্দাজ।
নিবিড়, লেখাটা খুব ভাল হইছে।
— বিদ্যাকল্পদ্রুম
তীরন্দাজকে জন্মদিনের শুভেচ্ছা।
তীরন্দাজকে নিয়ে বলতে ইচ্ছা করে অনেক কথা। কোন এক সময় হয়তো বলবো।
আজকে শুধুই শুভ জন্মদিন জানিয়ে গেলাম।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
শুভ জন্মদিন, তীরুদা'!
শুভ জন্মদিন তীরু'দা। যেখানে থাকুন ভাল থাকুন, সুস্থ থাকুন।
শুভ জন্মদিন তীরন্দাজ৷
খুব ভাল থাকুন৷ অনেক অনেক লিখুন৷ -
----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
শুভ জন্মদিন তীরুদা। আপনার গল্পের ঝাঁপি আরো খুলে যাক, আমরা আরো বিমোহিত হই।
কখনো বলা হয়নি, আজ বলে যাই--আমি তীরন্দাজের এক মহাঅনুরাগী পাঠক। তীরন্দাজ সচলায়তনের সেই লেখক যাঁর সব লেখাই আমি পড়েছি। কিন্তু কোনোদিন মন্তব্য করা হয়নি তাঁর কোনো লেখায়। বিশেষ করে তাঁর জাহাজীরচনাসমূহের প্রতি আমার প্রবল পক্ষপাতিত্ব। নিবিড়কে ধন্যবাদ এই পোস্টের জন্য।
জন্মদিনে অনেক অনেক শুভকামনা তীরন্দাজ। ভালো থাকবেন।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
শুভ জন্মদিন তীরুদা...
নিবিড় ভাইয়াকে ধন্যবাদ সুন্দর লেখার জন্য...
--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
তীরুদাকে আমি হিংসা করি। সরাসরিই স্বীকার করি এটা। একজন মানুষের জীবন যে এত বর্ণিল হতে পারে, তা বিশ্বাস করা দুষ্কর। নিজে ভ্রমণপ্রিয় মানুষ, তাই তীরুদা'র ভ্রমণের লেখাগুলো টানে বেশি। অণুগল্প, কবিতা, গল্প, ভ্রমণকাহিনী, অনুবাদ... কোথায় নেই? কিছু লেখা/সিরিজ তো জমিয়ে রেখেছি বই আকারে পড়বো বলে। তাঁর লেখার বিশালতার সাথে কম্পিউটারের সীমাবদ্ধটা ঠিক যায় না।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো, তীরুদা।
শুভ জন্মদিন!
যেফতের আগে আর দরবারের পাছে থাকতে থাকতে কোন জায়গায়ই ঠিক মত থাকতে পারি না! গেল বছর এই দিনে একটা পোষ্ট রেডী কইরা প্রকাশ করার সময় দেহি একই বিষয়ে একটা লেখা প্রথম পাতায় আছে।
এবার ভাবছিলাম বাসায় এসে একটা পোষ্ট লিখব। কিন্তু সচলে ঢুকে নিবিড় ভাইয়ের লেখাটা দেখে মনটা আনন্দে ভইরা গেল।
দুঃখ একটা আছে! তীরুদার সাথে প্রোষ্ট করতে পারলাম না! আমি যখন উইশ করার জন্য ফোন দিছি, তখন তীরুদা দুই বিয়ার খাইয়া হারছে!
আসছে শুক্কুর বার বাদ জুম্মা আম্রা (আমি, আমার বউ আর মেয়ে, আপনারা সাথে থাকলে আরো ভাল হয়) তীরুদা আর তীরু ভাবীরে লইয়া বিয়ার গার্টেনে বিয়ার খাইবার যামু। আর প্রোষ্ট কমু "আলেস গুটে সুম গেবুর্সটাগ লিবার তীরুদা"
প্রোষ্ট!!!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
- শুভ জন্মদিন তীরুদা
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
জন্মদিনে শুক্না কাঁথার পারিজাত শুভেচ্ছা।
শুভ জন্মদিন তীরুদা।
আপনার জাহাজী জীবনের গল্প পড়ে আমি ঠিক করেছিলাম এক বছর জাহাজে কাজ করবো, আপনার লেখাতেই মন্তব্যে বলেছিলাম। সেটা কিন্তু কেবল বলার জন্য বলিনি... নানান জায়গায় খোঁজও নিয়েছি। লেখাপড়াটা কেবল শেষ হলেই...
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
শুভ জন্মদিন তীরু'দা।
ভা্লো থাকুন সবসময়।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
শুভ জন্মদিন তীরু'দা।
তীরুদার জন্মদিনে পারিজাত শুভেচ্ছা ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
সচলে আমার প্রিয় লেখক এবং প্রিয় মানুষদের একজন তীরুদা।
আপনাকে শুভ জন্মদিন! অনেক অনেক দিন বেঁচে থাকুন আর আমাদেরকে অনেক অনেক দিন হিংসা করার সুযোগ দিন!
---------------------------------
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্ পাটুস্ চাও?!
---------------------------------
বাঁইচ্যা আছি
শুভ জন্মদিন তীরুদা!
শুভ জন্মদিন তীরুদা।
শুভ জন্মদিন তীরুদা।
দৃশা
শুভ জন্মদিন প্রিয় তীরন্দাজ। ভালো থাকুন, আনন্দে থাকুন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
গতকাল ৩০শে জুন বিকট একটি দিন কাটলো আমার। এমন কখনোই হয়নি। সকাল থেকেই কর্মস্থলে মহাব্যাস্ততা। মিটিং, তর্ক-বিতর্ক, মেজাজ খাবাপ, তারপরই জরুরী কাজ শেষ করা, বিকেলে সেমিনার, টেষ্ট ইত্যাদি মিলিয়ে নাভিশ্বাস হবার জোগাড়। জন্মদিনের কথা মনে থাকলেও ভুলতে বাধ্য হয়েছি একসময়। বিকেলে বউএর হাতের একরাশ ফুল সারাদিনের যন্ত্রনা অনেকটাই কমিয়ে দিল। কিছুক্ষণ পর বউ আর বউএর বড়বোনের সাথে একটি ইতালিয়ান রেস্টুরেন্টে দাওয়াত খেতে গিয়ে সে যন্ত্রণা আরেকটু কমলেও ক্লান্তি আর অবসাদ একেবারেই কাটেনি। গ্লানিময় এই দিনটি একটি বিষাদের গল্পের মতো জড়িয়ে রইলো আমাকে। এমনকি রাতে ঘুমও হলোনা।
অবশেষে আমার অনেক গল্পের মোচড়ের মতোই শেষ মোচড়টি দিলেন নিবিড়। ভীষন আনন্দের এই মোচড়! আমার গল্পগুলো সেখানে একেবারেই নগন্য। আর নিবিড়ের এই শুভকামনার সাথে আপনাদের সবার নিগুঢ় ভালোবাসা! দেরীতে চোখে পড়লো বলে নিবিড় সহ আপনাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী।
গতকালের গ্লানি নিবিড়ের অতি সুন্দর লেখা ও আপনাদের অকৃত্রিম শুভকামনায় মূহুর্তের মাঝেই মিলিয়ে গেলো শুন্যে। আপনাদের সবাইকে হৃদয় নিংড়ানো ধন্যবাদ জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ওহ !
দেরি হয়ে গেলো যে...
আমার প্রিয় গল্পকারকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শুভজন্মদিন তীরন্দাজ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আরেহ্, অনেক দেরি হয়ে গেল। দুঃখিত তীরু'দা। তারপরেও, দেরিতে হলেও, জানাই জন্মদিনের শুভেচ্ছা। আপনার লেখা আমার কী যে ভাল লাগে, বোঝাতে পারব না। অসম্ভব হিংসা হয় আপনার বর্ণাঢ্য জীবনের কথা পড়লে, মনে হয় সব ছেড়েছুঁড়ে এভাবে যদি বের হয়ে যেতে পারতাম...
ভাল থাকুন, দীর্ঘায়ু হোন, নিয়মিত লিখুন...
নতুন মন্তব্য করুন