০১।
প্রতিদিনকার মত টিউশনী শেষে মেইন রাস্তায় উঠতে বিজ্ঞাপনটা চোখে পড়ে। সাদা কাগজ, ভুল বানান, জড়ানো হাতের লেখা। প্রতিদিনের মত বাসের লাইনে দাঁড়িয়ে বিজ্ঞাপনটায় চোখ বুলাই-
জরুরী বিজ্ঞপ্তী
উপযুক্ত মূল্যে একটি কিডনী বিক্রয় হইবে, ক্রয়ে আগ্রহি হইলে যোগাযোগ করুণ।
নিচে বাম কোণায় বড় বড় করে লেখা একটা মোবাইল নাম্বারা। চারপাশে শেষ বিকেলের অফিস ফেরত ব্যস্ত মানুষের ছোটাছুটি। বাসের লাইনে দাঁড়ানো কারো সাদা কাগজে আগ্রহ টের পাওয়া যায় না বরং উলটো দিকের বিলবোর্ডের মেয়ের দিকে চোখ অনেকের। বাসের অপেক্ষায় ঘড়ি দেখে অনেকে। কাউন্টারের ছেলে দু'টা হেসে হেসে গল্প করে, দূরে বাদামওয়ালা কাগজের ঠোঙ্গায় বাদাম ভরে। চারপাশের এইসব নির্বিকার মানুষ বড় বিষন্ন করে।
চারকোণা কাগজের একধার শুধু এবড়োথেবড়ো, হয়ত কোন খাতার থেকে ছেড়া পাতা। প্রতিদিনের মত একি সাদা কাগজ, একি ভুল বানান, একি জড়ানো হাতের লেখার দিকে তাকিয়ে থাকি। এই শহরে এখনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয় এই সত্যটা আড়াল করতে আমি সাদা কাগজের গল্প খুঁজি, মনে মনে সাদা কাগজের গল্প বানাই। হয়ত মাঝবয়েসি একজন একাকী মানুষ। দূর কোন গ্রামে থাকা তার মেয়ের বিয়ের জন্য টাকার দরকার। টাকাটা না হলে হয়ত আবারো একটা ভাল পাত্র হাত ছাড়া হয়ে যাবে। কিংবা এই সাদা কাগজের আড়ালে আছে শহরে আসা প্রায় নতুন যুবক। নতুন শহরের শক্ত দেয়ালের অস্তিত্ব যার কাছে হয়ত আর তেমন নতুন নয়। একটু টাকা থাকলেই হয়তবা শুরু করবে নতুন কোন ব্যবসা বা উড়াল দিবে দুবাই কিংবা কাতার। জড়ানো হাতের লেখার দিকে তাকিয়ে থাকতে থাকতে গল্পের নতুন ডালপালা গজায়। হয়ত সেই মাঝবয়েসি লোক কিংবা যুবকের আর কিছুই করার নেই তাই এই সাদা কাগজ। কিছু করার নেই বলেই হয়ত মিথ্যা আশ্বাসে ভরা তাদের চিঠি যায়। সাদা কাগজ, জড়ানো হাতের লেখা, হলুদ খাম। লেখা থাকে- পরসমাচার ভাল আছি।
ভাল আছি শব্দ গুলি আবার সব উলট পালট করে দেয়া। দেখতে দেখতে মুখস্ত হয়ে যাওয়া মোবাইল নাম্বারটা মাথায় ঘুরতে থাকে। মনে হয় একবার ফোনের অন্যপাশে জিজ্ঞেস করি, আসল গল্পটা কী? তবে শেষ বিকেলে ব্যস্ত মানুষের ভীড়ে আমার ফিরে যাবার তাড়া বেশি থাকে তাই প্রতিদিনের মত পিছে পরে থাকে সাদা কাগজ, জড়ানো হাতের লেখা, ভুল বানান।
০২।
প্রতিদিনের মত টিউশনি শেষে মেইন রাস্তায় উঠতে বিজ্ঞাপনটা খুঁজি। সাদা কাগজ, জড়ানো হাতের লেখা, ভুল বানান। উপরে সিনেমার পোস্টারের নায়িকা, নিচে এপ্লাস পেতে ইচ্ছুক ছাত্রদের প্রতি কোচিং সেন্টারের আহব্বান, রাস্তায় উলটো দিকে বিলবোর্ডের মেয়ে, বাসের অপেক্ষায় ঘড়ি দেখা মানুষ, কাউন্টারে সবসময় কথা বলা ছেলে দু'টা সব আছে, নেই শুধু সাদা কাগজ, জড়ানো হাতের লেখা, ভুল বানান। শেষ বিকেলে একটা সত্য আবার সামনে আসে। শহরে আর একজন মানুষ পরাজিত হয়ে গেছে।
মন্তব্য
এটা যে অনুগল্প তা বুঝি নাই... ট্যাগ দেখে বুঝতে হইলো...
ভাল্লাগছে
আমি একবার এরকম একটা বিজ্ঞাপন দেখে উল্লেখিত নম্বরে ফোন করছিলাম, কিন্তু ফোন বন্ধ পাইছি... একাধিকবার করছিলাম বিষয়টা কী তা বুঝার জন্য। কিন্তু ফোন বন্ধই ছিলো
______________________________________
পথই আমার পথের আড়াল
আমরা কয়েকজন একবার ফোন করব করব করেও করা হয় নি। অবশ্য ফোন করে কী বলব এই সংকোচও একটা কারণ ছিল
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
খুব সোজা, "ভাই, আপনে বিবাহ করছেন? ভাবী সাবের বোন কয়জন?"
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গল্প দারুণ হইছে নিবিড়।
আমার খুব ইচ্ছা, নিজের রক্ত বিক্রি করে বিবি'র জন্য একটা উপহার কিনুম।
কিন্তু সমস্যা হলো—
১) আমার এখনও মিনিমাম একটা বিবি-ও নাই, উপহার দিবো কারে?
২) সিরিঞ্জের সূই দেখলেই ডরে অজ্ঞান হয়ে যাই!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সবুরে মেওয়া ফলে ধূগোদা
তাইলে তো চিন্তা আর কম, কষ্ট করে একবার অজ্ঞান হয়ে গেলে জ্ঞান ফেরার পর দেখবেন শরীরে এক ব্যাগ রক্ত নাই, টেরও পাবেন না
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ধন্যবাদ সবুজ পাহাড়ের রাজা
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ধন্যবাদ, ধন্যবাদ
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ওই বিজ্ঞাপনগুলোর আড়ালে যে কী যন্ত্রণার ইতিহাস তা আমাদের কখনোই জানা হয়ে ওঠে না...
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হুম
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ডুপ্লি
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধন্যবাদ ম্যাডাম
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
জটিল হইছে রে ভাই। আমি তো দিনে দিনে তোমার লেখার পুরা ভক্ত হয়া যাইতাছি।
পাঁচ তারা খুব কম হয়া গেলো ... ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
খাইছে, বিশাল এক কমপ্লিমেন্ট দিয়ে দিলেন দেখি
আর আপনার ছবির কিন্তু আমি পুরান ভক্ত
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
বিষণ্ণ।
তবে নিবিড় আস্তে আস্তে ফেরত আসতেছে। এইটা ভাল খবর
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হ, চেষ্টা জারি রাখছি
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
চমৎকার গল্প
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
ধন্যবাদ অনিন্দ্য দা
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ধন্যবাদ আপু
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
"নিবিড়ীয়" লেখা হয়েছে। নিরীক্ষা চলুক...
বিজ্ঞাপন নিয়ে আহমাদ মোস্তফা কামালের একটা দারুণ গল্প পড়েছিলাম, মনে পড়ে গেল...
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
হুম গল্পটা আমারো পড়া। ঘর ভরতি মানুষ অথবা নৈঃশব্দ বইয়ের।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
হ, গপটা আমারো পড়া
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনে না পড়লে কেম্নে কী, আপনার থেকে বই নিয়েই না পড়লাম গল্পটা
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
দীর্ঘশ্বাস!
-----------
সাত্যকি
-----------
হুম
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
সুন্দর, সুন্দর।
লেখায় আসলেই এক্সপেরিমেন্টাল একটা ধাঁচ আসছে।
হ, এইটাই পরীক্ষা নিরীক্ষা করার বয়স, কী বল
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
প্রতিদিনের মত একি সাদা কাগজ, একি ভুল বানান, একি জড়ানো হাতের লেখার দিকে তাকিয়ে থাকি। "
এখানে 'একি' না হয়ে 'একই' হবে বোধকরি।
গল্প খুব ভালো লেগেছে এমনটা বলবো না, তবে আপাত তুচ্ছ বিষয়গুলো নিবিড় মমতায় দেখার কাজটুকু বেশ ভালো লাগলো।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
সঠিক বানান একই হবে, আপনিই ঠিক। আর এক্সপেরিমেন্ট চালাচ্ছি, আশা করি ভাল লাগার মত কিছু কিছু লিখতে পারব একদিন
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ভাল্লাগলো।
sobuj21ndc@yahoo.com
----------------------------------------------
“কাষ্ঠ এখন মানুষে খায়, মানষরে খায় ঘুনে!”
ধন্যবাদ ফেরিওয়ালা৩৩
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
চমৎকার গল্প!!
ধন্যবাদ
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
বিষণ্ন গল্প। মানুষের গল্প।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
মানুষের গল্প মাঝে মাঝে বিষন্ন গল্প হয়ে যায়
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ভাল লাগল
পড়ার জন্য ধন্যবাদ সাফি ভাই
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
দারুণ!
তাই নাকি
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
গল্পটা মন ছুঁয়ে গেল।
------------------
তৌফিক, চিলেকোঠা ।
আপনার চিলেকোঠা ব্লগে কিন্তু আমার প্রায়ই যাওয়া হয়
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
গল্প ভালো লেগেছে।
ধন্যবাদ পিপিদা
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
সোনারগাঁ হোটেলের পাশ দিয়ে যে ফুটপাথটা বাংলা মোটরের দিকে চলে গেছে সেটার কনকর্ড ভবনের আগের মসজিদের পাশের দেয়ালে এমন হাতে লেখা পোস্টার দেখেছিলাম "স্বেচ্ছায় কিডনী বিক্রয় করা হবে"। পোস্টারের লেখাটা অনেক দিন মাথায় ছিলো। তোমার গল্প পড়ে পোস্টারটার কথা আবার মনে পড়লো।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পিজির সামনে এই রকম পোস্টার আমার চোখে পড়েছে কয়েকবার
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
গল্পটা খুব ভালো লেগেছে ভাই।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ধন্যবাদ রাতঃস্মরণীয়
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
কেমন আছেন আপু?
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
অনেক দিন পর। ভাল লাগল নিবিড়।
হুম, অনেকদিন পর।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
অসাধারন ।
এম এছ নিলয়
ধন্যবাদ
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
অনেকদিন পর একটা ছুরির ফলার মতো গল্প এসে আমায় এফোঁড় ওফোঁড় বিদ্ধ করে দিলো।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মীর তাজবিনূর শরীফ
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
গল্প বেশ ভাল্লাগ্লো হে ভদ্র বালক
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দেরিতে পড়লাম...
কষ্ট
গল্প
নতুন মন্তব্য করুন