• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

বিজ্ঞাপন

নিবিড় এর ছবি
লিখেছেন নিবিড় (তারিখ: বুধ, ১৬/০৩/২০১১ - ৪:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

০১।

প্রতিদিনকার মত টিউশনী শেষে মেইন রাস্তায় উঠতে বিজ্ঞাপনটা চোখে পড়ে। সাদা কাগজ, ভুল বানান, জড়ানো হাতের লেখা। প্রতিদিনের মত বাসের লাইনে দাঁড়িয়ে বিজ্ঞাপনটায় চোখ বুলাই-

জরুরী বিজ্ঞপ্তী
উপযুক্ত মূল্যে একটি কিডনী বিক্রয় হইবে, ক্রয়ে আগ্রহি হইলে যোগাযোগ করুণ।

নিচে বাম কোণায় বড় বড় করে লেখা একটা মোবাইল নাম্বারা। চারপাশে শেষ বিকেলের অফিস ফেরত ব্যস্ত মানুষের ছোটাছুটি। বাসের লাইনে দাঁড়ানো কারো সাদা কাগজে আগ্রহ টের পাওয়া যায় না বরং উলটো দিকের বিলবোর্ডের মেয়ের দিকে চোখ অনেকের। বাসের অপেক্ষায় ঘড়ি দেখে অনেকে। কাউন্টারের ছেলে দু'টা হেসে হেসে গল্প করে, দূরে বাদামওয়ালা কাগজের ঠোঙ্গায় বাদাম ভরে। চারপাশের এইসব নির্বিকার মানুষ বড় বিষন্ন করে।

চারকোণা কাগজের একধার শুধু এবড়োথেবড়ো, হয়ত কোন খাতার থেকে ছেড়া পাতা। প্রতিদিনের মত একি সাদা কাগজ, একি ভুল বানান, একি জড়ানো হাতের লেখার দিকে তাকিয়ে থাকি। এই শহরে এখনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয় এই সত্যটা আড়াল করতে আমি সাদা কাগজের গল্প খুঁজি, মনে মনে সাদা কাগজের গল্প বানাই। হয়ত মাঝবয়েসি একজন একাকী মানুষ। দূর কোন গ্রামে থাকা তার মেয়ের বিয়ের জন্য টাকার দরকার। টাকাটা না হলে হয়ত আবারো একটা ভাল পাত্র হাত ছাড়া হয়ে যাবে। কিংবা এই সাদা কাগজের আড়ালে আছে শহরে আসা প্রায় নতুন যুবক। নতুন শহরের শক্ত দেয়ালের অস্তিত্ব যার কাছে হয়ত আর তেমন নতুন নয়। একটু টাকা থাকলেই হয়তবা শুরু করবে নতুন কোন ব্যবসা বা উড়াল দিবে দুবাই কিংবা কাতার। জড়ানো হাতের লেখার দিকে তাকিয়ে থাকতে থাকতে গল্পের নতুন ডালপালা গজায়। হয়ত সেই মাঝবয়েসি লোক কিংবা যুবকের আর কিছুই করার নেই তাই এই সাদা কাগজ। কিছু করার নেই বলেই হয়ত মিথ্যা আশ্বাসে ভরা তাদের চিঠি যায়। সাদা কাগজ, জড়ানো হাতের লেখা, হলুদ খাম। লেখা থাকে- পরসমাচার ভাল আছি।

ভাল আছি শব্দ গুলি আবার সব উলট পালট করে দেয়া। দেখতে দেখতে মুখস্ত হয়ে যাওয়া মোবাইল নাম্বারটা মাথায় ঘুরতে থাকে। মনে হয় একবার ফোনের অন্যপাশে জিজ্ঞেস করি, আসল গল্পটা কী? তবে শেষ বিকেলে ব্যস্ত মানুষের ভীড়ে আমার ফিরে যাবার তাড়া বেশি থাকে তাই প্রতিদিনের মত পিছে পরে থাকে সাদা কাগজ, জড়ানো হাতের লেখা, ভুল বানান।

০২।

প্রতিদিনের মত টিউশনি শেষে মেইন রাস্তায় উঠতে বিজ্ঞাপনটা খুঁজি। সাদা কাগজ, জড়ানো হাতের লেখা, ভুল বানান। উপরে সিনেমার পোস্টারের নায়িকা, নিচে এপ্লাস পেতে ইচ্ছুক ছাত্রদের প্রতি কোচিং সেন্টারের আহব্বান, রাস্তায় উলটো দিকে বিলবোর্ডের মেয়ে, বাসের অপেক্ষায় ঘড়ি দেখা মানুষ, কাউন্টারে সবসময় কথা বলা ছেলে দু'টা সব আছে, নেই শুধু সাদা কাগজ, জড়ানো হাতের লেখা, ভুল বানান। শেষ বিকেলে একটা সত্য আবার সামনে আসে। শহরে আর একজন মানুষ পরাজিত হয়ে গেছে।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এটা যে অনুগল্প তা বুঝি নাই... ট্যাগ দেখে বুঝতে হইলো...
ভাল্লাগছে

আমি একবার এরকম একটা বিজ্ঞাপন দেখে উল্লেখিত নম্বরে ফোন করছিলাম, কিন্তু ফোন বন্ধ পাইছি... একাধিকবার করছিলাম বিষয়টা কী তা বুঝার জন্য। কিন্তু ফোন বন্ধই ছিলো

______________________________________
পথই আমার পথের আড়াল

নিবিড় এর ছবি

আমরা কয়েকজন একবার ফোন করব করব করেও করা হয় নি। অবশ্য ফোন করে কী বলব এই সংকোচও একটা কারণ ছিল

ধুসর গোধূলি এর ছবি

অবশ্য ফোন করে কী বলব...

খুব সোজা, "ভাই, আপনে বিবাহ করছেন? ভাবী সাবের বোন কয়জন?"

ধুসর গোধূলি এর ছবি

গল্প দারুণ হইছে নিবিড়। (চলুক)

আমার খুব ইচ্ছা, নিজের রক্ত বিক্রি করে বিবি'র জন্য একটা উপহার কিনুম।

কিন্তু সমস্যা হলো—
১) আমার এখনও মিনিমাম একটা বিবি-ও নাই, উপহার দিবো কারে?
২) সিরিঞ্জের সূই দেখলেই ডরে অজ্ঞান হয়ে যাই! :(

নিবিড় এর ছবি

আমার এখনও মিনিমাম একটা বিবি-ও নাই, উপহার দিবো কারে?

সবুরে মেওয়া ফলে ধূগোদা (হাসি)

সিরিঞ্জের সূই দেখলেই ডরে অজ্ঞান হয়ে যাই!

তাইলে তো চিন্তা আর কম, কষ্ট করে একবার অজ্ঞান হয়ে গেলে জ্ঞান ফেরার পর দেখবেন শরীরে এক ব্যাগ রক্ত নাই, টেরও পাবেন না :D

নাশতারান এর ছবি

(চলুক)

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নিবিড় এর ছবি
সবুজ পাহাড়ের রাজা এর ছবি

(Y)

নিবিড় এর ছবি

ধন্যবাদ সবুজ পাহাড়ের রাজা

নৈষাদ এর ছবি

(Y) (Y)

নিবিড় এর ছবি
অনার্য সঙ্গীত এর ছবি

ওই বিজ্ঞাপনগুলোর আড়ালে যে কী যন্ত্রণার ইতিহাস তা আমাদের কখনোই জানা হয়ে ওঠে না...

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নিবিড় এর ছবি
নিবিড় এর ছবি
তিথীডোর এর ছবি

(Y)

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নিবিড় এর ছবি
অনুপম ত্রিবেদি এর ছবি

জটিল হইছে রে ভাই। আমি তো দিনে দিনে তোমার লেখার পুরা ভক্ত হয়া যাইতাছি।

পাঁচ তারা খুব কম হয়া গেলো ... ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নিবিড় এর ছবি

খাইছে, বিশাল এক কমপ্লিমেন্ট দিয়ে দিলেন দেখি (হাসি)
আর আপনার ছবির কিন্তু আমি পুরান ভক্ত :D

ওডিন এর ছবি

বিষণ্ণ।

তবে নিবিড় আস্তে আস্তে ফেরত আসতেছে। এইটা ভাল খবর

নিবিড় এর ছবি

হ, চেষ্টা জারি রাখছি

অনিন্দ্য রহমান এর ছবি

চমৎকার গল্প (Y)


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নিবিড় এর ছবি

ধন্যবাদ অনিন্দ্য দা

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

(Y)

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নিবিড় এর ছবি
অদ্রোহ এর ছবি

"নিবিড়ীয়" লেখা হয়েছে। নিরীক্ষা চলুক...

বিজ্ঞাপন নিয়ে আহমাদ মোস্তফা কামালের একটা দারুণ গল্প পড়েছিলাম, মনে পড়ে গেল...

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

নিবিড় এর ছবি

হুম গল্পটা আমারো পড়া। ঘর ভরতি মানুষ অথবা নৈঃশব্দ বইয়ের।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ, গপটা আমারো পড়া :)

______________________________________
পথই আমার পথের আড়াল

নিবিড় এর ছবি

আপনে না পড়লে কেম্নে কী, আপনার থেকে বই নিয়েই না পড়লাম গল্পটা :)

অতিথি লেখক এর ছবি

দীর্ঘশ্বাস!

-----------
সাত্যকি

-----------

নিবিড় এর ছবি
সুহান রিজওয়ান এর ছবি

সুন্দর, সুন্দর।

লেখায় আসলেই এক্সপেরিমেন্টাল একটা ধাঁচ আসছে।

নিবিড় এর ছবি

হ, এইটাই পরীক্ষা নিরীক্ষা করার বয়স, কী বল ;)

আব্দুর রহমান এর ছবি

প্রতিদিনের মত একি সাদা কাগজ, একি ভুল বানান, একি জড়ানো হাতের লেখার দিকে তাকিয়ে থাকি। "

এখানে 'একি' না হয়ে 'একই' হবে বোধকরি।

গল্প খুব ভালো লেগেছে এমনটা বলবো না, তবে আপাত তুচ্ছ বিষয়গুলো নিবিড় মমতায় দেখার কাজটুকু বেশ ভালো লাগলো।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

নিবিড় এর ছবি

সঠিক বানান একই হবে, আপনিই ঠিক। আর এক্সপেরিমেন্ট চালাচ্ছি, আশা করি ভাল লাগার মত কিছু কিছু লিখতে পারব একদিন :)

ফেরীওয়ালা৩৩ এর ছবি

ভাল্লাগলো।

sobuj21ndc@yahoo.com
----------------------------------------------
“কাষ্ঠ এখন মানুষে খায়, মানষরে খায় ঘুনে!”

নিবিড় এর ছবি

ধন্যবাদ ফেরিওয়ালা৩৩

আনন্দী কল্যাণ এর ছবি

কিছু করার নেই বলেই হয়ত মিথ্যা আশ্বাসে ভরা তাদের চিঠি যায়। সাদা কাগজ, জড়ানো হাতের লেখা, হলুদ খাম। লেখা থাকে- পরসমাচার ভাল আছি।

চমৎকার গল্প!!

নিবিড় এর ছবি
গৌতম এর ছবি

বিষণ্ন গল্প। মানুষের গল্প।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নিবিড় এর ছবি

মানুষের গল্প মাঝে মাঝে বিষন্ন গল্প হয়ে যায়

সাফি এর ছবি

ভাল লাগল

নিবিড় এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ সাফি ভাই

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ! :-)

নিবিড় এর ছবি
অতিথি লেখক এর ছবি

গল্পটা মন ছুঁয়ে গেল।

------------------
তৌফিক, চিলেকোঠা

নিবিড় এর ছবি

আপনার চিলেকোঠা ব্লগে কিন্তু আমার প্রায়ই যাওয়া হয় (হাসি)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গল্প ভালো লেগেছে।

নিবিড় এর ছবি
ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সোনারগাঁ হোটেলের পাশ দিয়ে যে ফুটপাথটা বাংলা মোটরের দিকে চলে গেছে সেটার কনকর্ড ভবনের আগের মসজিদের পাশের দেয়ালে এমন হাতে লেখা পোস্টার দেখেছিলাম "স্বেচ্ছায় কিডনী বিক্রয় করা হবে"। পোস্টারের লেখাটা অনেক দিন মাথায় ছিলো। তোমার গল্প পড়ে পোস্টারটার কথা আবার মনে পড়লো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নিবিড় এর ছবি

পিজির সামনে এই রকম পোস্টার আমার চোখে পড়েছে কয়েকবার

রাতঃস্মরণীয় এর ছবি

গল্পটা খুব ভালো লেগেছে ভাই। :)

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

নিবিড় এর ছবি

ধন্যবাদ রাতঃস্মরণীয়

বইখাতা এর ছবি

(Y)

নিবিড় এর ছবি
আপনার নাম লিখুন এর ছবি

অনেক দিন পর। ভাল লাগল নিবিড়।

নিবিড় এর ছবি
অতিথি লেখক এর ছবি

অসাধারন ।

এম এছ নিলয়

নিবিড় এর ছবি
রোমেল চৌধুরী এর ছবি

অনেকদিন পর একটা ছুরির ফলার মতো গল্প এসে আমায় এফোঁড় ওফোঁড় বিদ্ধ করে দিলো।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নিবিড় এর ছবি

মন্তব্যে অনুপ্রাণিত হলাম

অতিথি লেখক এর ছবি

(Y) (Y)

মীর তাজবিনূর শরীফ

নিবিড় এর ছবি
খেকশিয়াল এর ছবি

গল্প বেশ ভাল্লাগ্লো হে ভদ্র বালক

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কৌস্তুভ এর ছবি

(Y)

দেরিতে পড়লাম...

নীরব পাঠক এর ছবি

কষ্ট :(

গল্প (Y)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।