একটি পরমানু গল্পঃ দাগ

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: সোম, ০১/১২/২০০৮ - ১১:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

“ধুশ্‌ শালা, দাগটা লেগেই গেল! এই দাগ কি আর সহজে উঠবে? অন্যকোন দাগ হলেও নাহয় একটা কথা ছিল! সার্ফ এক্সেল দিলেওতো মনেহয় উঠবেনা। এখনই ধুয়ে দিতে পারলে হয়ত উঠে যেত; কিন্তু এই অবেলায় জামা ভেজাতে দেখলে মা নিশ্চিত কিছু একটা সন্দেহ করে বসবে। বাড়ির লোকগুলোও সব; সারাক্ষন আমার পিছু লেগে আছে! কোন কিছু হলেই অপেক্ষায় থাকে কখন আমাকে ধরবে! জ্যাকেটটা নিয়ে আসলেই ভাল হত, দাগটা তাহলে ওটার উপর দিয়েই যেত। জ্যাকেটটা খুলে ফেলে দিব্যি ঘুরে বেড়ানো যেত। এখন এই জামা পরে কোথাও যাওয়াওতো মুশকিল। যত দোষ এই বেটা রাশেদের, এই চিকনা শরীর নিয়ে ব্যাটা যে এরকম নাকানি চুবানি খাওয়াবে কে জানত! সোহেলটাও সাথে নেই, এসব সিচুয়েশন হ্যান্ডেল করতে সোহেল একেবারে ওস্তাদ। রশিদ শালা চিজ একখান। গায়ে নাই মাংস কিন্তু কলিজাখান একহাত লম্বা। কতবড় সাহস, নির্বাচনের এই ভরা মৌসুমে নেতার নামে উল্টাপাল্টা কথা বলে বেড়ায়! রিলিফের টিন চুরি করুক আর গরিবের গমই চুরি করুক, তাতে তোর এত মাথা ব্যাথা ক্যান?! এখন তুমি বাবা বোঝ কত ধানে কত চাল, এখন যত খুশি লাফাও......”। রশিদের পেট থেকে ছুরিটা টেনে বের করতে করতে আরমান এসব কথাই ভাবছিল।


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

বাহ্ চমৎকার, অসাধারণ !!
হাততালি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নির্বাক এর ছবি

আপনে গুরু ভালো বলছেন, কিঞ্চিত লইজ্জা পাইলাম লইজ্জা লাগে । ধন্যবাদ অসংখ্য। হাসি

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

কীর্তিনাশা এর ছবি

লজ্জা পাওয়ার কিছু নাইরে ভাই হাসি
জান প্রান উজাড় করে খালি লিখতে থাকেন।
আর আমরা পড়তে থাকি দেঁতো হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার! খুবই ভাল লাগল।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

কুরুবক [অতিথি] এর ছবি

ভাল লাগলো

তীরন্দাজ এর ছবি

আমারও খুব ভালো লাগলো। পরমানু গল্প হিসেবে পুরোপুরি সার্থক!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নির্বাক এর ছবি

গতকাল সারাদিন নেট এর কানেক্‌শান ছিল না, কারো মন্তব্যেরই কোন জবাব দিতে পারিনি। আপনাদের সবাইকেই ধন্যবাদ।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

পথে হারানো মেয়ে এর ছবি

লেখা ভয়ংকর হয়েছে!

যত দোষ এই বেটা রাশেদের, এই চিকনা শরীর নিয়ে ব্যাটা যে এরকম নাকানি চুবানি খাওয়াবে কে জানত!

এখানে কি রশিদ হবে?

নির্বাক এর ছবি

খাইছে বিরাট ভুল হয়ে গেছে! ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।